ধুলোর দিনে ফেরা..

তিথীডোর এর ছবি
লিখেছেন তিথীডোর (তারিখ: সোম, ১৬/১২/২০১৩ - ৮:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

..সেই ভিজে মেঘের দুপুরে উড়েছিলে চিল সোনালি ডানার..
তোমার কান্নার সুরে ধানসিড়ি দ্যাখে ম্লান চোখে অন্ধকার।
পৃথিবীর রাঙা রাজকন্যা চলে যায় দূরে সবটুকু রূপ নিয়ে---
সে দুঃখ পড়ে থাকে ঘাসের পাখনায়, আমি কাতর লিখিয়ে!

___________________________________________________________________

শীত ঋতুটা কি অন্যরকম, বছরের অন্য সময়ের চেয়ে?
আমার কাছে শীত মানে আলসেমি, শীত মানে লেপের ওম, ভাপা পিঠার চনমনে ধোয়া, জানালা জুড়ে হাসনুহেনার ঘ্রাণ আর ছোট্টবেলার কানটুপি ঢাকা মাথা নিয়ে বারান্দায় দাঁড়িয়ে হু হা করে মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ার ভান। শীত মানেই স্মৃতিকাতরতা...

এখন আর সেই শৈত্যপ্রবাহের জোর কই! আগে তো সেপ্টেম্বর না ছাড়াতেই সন্ধ্যেবাতি ঘনিয়ে দেয়া কুয়াশা, অক্টোবর আর নভেম্বর জুড়ে হাড়কাঁপানো কনকনানি, ডিসেম্বরের শেষটা থেকে ফের হালকা চাদরে ফেরা..। সময় বদলেছে, বদলেছে মানুষ, বদলেছি আমিও।
আসলেই বদলেছি কি?

ক্লাস ফোরে বাংলাদেশ ব্যাঙ্ক মুক্তিযোদ্ধা পরিষদের অনুষ্ঠানে ছবি আঁকায়' 'একাত্তরের গণহত্যা ও নারীনির্যাতন' নামে একটা বই পুরস্কার পেয়েছিলাম। বড় হয়ে ঐ বইটা কখনো কাউকে পড়তে বলতাম না, কারণ অত শক্ত কলজে আমার নিজেরই ছিলো না।
এখনো নেই।
তবু সুযোগ পেলেই পরিচিতদের পড়তে বলি ' আমি বীরাঙ্গনা বলছি, একাত্তরের দিনগুলি, মূলধারা ৭১, রাইফেল রোটি আওরাত'-- এই চারটা বই। আর ডঃ এম এ হাসানের লেখা 'যুদ্ধ ও নারী' আর বাসন্তী গুহঠাকুরতার 'একাত্তরের স্মৃতি'।
এবং পারলে বাংলা একাডেমি থেকে বেরুনো শহীদ বুদ্ধিজীবী স্মারক সিরিজটা।
যে বুদ্ধিজীবীদের একজন, শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী, লোহার রড আর বেয়োনেটের সামনে দাঁড়িয়েও বলেছিলেন, 'হ্যাঁ, আমি রবীন্দ্রনাথকে নিয়ে লিখেছি!'
কতোটা মনের জোর নিয়ে যে পৃথিবীতে এসেছিলেন এই মানুষগুলো!

নির্বাসন যাত্রার সম্ভাবনার সূচনা হতেই প্রথম কাতরতা শুরু হলো বই নিয়ে। দেশ ছেড়ে থাকার সম্ভাব্য হাহাকার ছাপিয়ে উঠলো নিজের বুকশেলফ দুটোর সঙ্গে সাময়িক বিচ্ছেদের বেদনা। এত ভাল আর কিছুকে তো বাসি না, এর চেয়ে ভাল আর যে কোনকিছুকে কখনো বাসিনি।
অবশ্য ক্যাঠায় জানে হালায়, হয়তো যাওয়াই হবে না শেষমেশ! ভিসা অফিসার তেএঁটে খচ্চর মার্কা হাসি দিয়ে বলবেন-- যা পারো এখানেই কলম পিষে খাও বাছা। কেন খামোকা ঐ প্রস্তরখণ্ডসম নিরেট মস্তকে উচ্চশিক্ষার হাউই ঢুকিয়ে আমাদের হাড় জ্বালাতে এলে বলো দিকিনি?
খিক খিক।
আর যদি ছেড়েই যাই সব? যাই পেরিয়ে নিজের ছায়া, বাড়িয়ে দেওয়া হাত..
তখন সন্ধে নামার সময় হলে..পশ্চিমে নয় পুবের দিকে, মুখ ফিরিয়ে ভাববো আমি কোন দেশে রাত হচ্ছে ফিকে?

বুকশেলফ ছিল না একসময়। একটা তিন তাকের শোকেস ছিল, দেড়খানা তাক বরাদ্দ ছিল আমার হীরেমাণিকখনির জন্য। এরপর কাঠের বড় শেলফ জুটল। কড়ির গাছে কড়ি হলো, কোলের ছেলে ধাড়ি হলো আর ঈদ সালামি আর স্কলারশিপের টাকায় ঘুন ধরে যাওয়া শেলফের ঘুপচিগুলো ভরেও গেল বইয়ের ভারে।
সচলদের সৌজন্যে কত বই যে পেয়েছি উপহার হিসেবেই..। কলকাতা থেকে দময়ন্তীদি একবার পাঠিয়েছিলেন একটা কবিতার বই। হায়, শুধু ঐ কবিতার ঘোরে এক পৃথিবী লিখবো বলে, একটা খাতাও শেষ না করেই তো কেটে গেছে সহস্র বছর!

এরপর একসময় নামলাম কামলাগিরিতে। সংসার চালানোর দায় ঘাড়ে নেই, ছেলারি নামক অতি অসম্মানজনক অঙ্কের টেকাটুকা মনের ফূর্তিতে ফি সাবিলিল্লাহ ফিলোসফিনুযায়ী মাসের দশ তারিখের মধ্যেই মোটামুটি উড়িয়ে দিই। একদিন অডিট টিমের ঝাড়ি খেয়ে মনটন খুব খারাপ ছিল। ব্যাগে টেকা ছিল না, তয় এটিএম কার্ড ছিল। ফেরার পথে অটবিতে নেমে দড়াম করে আরেকখানা পেল্লায় শেলফ বুকিং দিয়ে ফেললাম। আজ মরলে কাল কুলখানি, হুদাই দীর্ঘশ্বাস জমিয়ে কী লাভ কন? দেঁতো হাসি
এই শেলফটা নিজের রুমেই রাখা, বিছানায় আড়মোড়া ভাঙতেই সোজা চোখে পড়ে। এখনো অনেকটুকু জায়গা বাকি তার ভরভরন্ত হয়ে ওঠার। হায় অবোধ কাষ্ঠপুত্তলি, আমি চলে গেলে তোমায় আর যতনে রাখিবে কে!

ঘুমের সাইকেল বদলে গেছে ইদানিং, রাত এগারোটা বাজতেই ঘুমে চোখ জড়িয়ে আসে, কাকভোরে উঠে সচল খুলে বসে থাকি। লগ ইন করি কখনো.. কখনো নয়। পুরোনো সচলদের মিস করি অনেক। বিশেষ করে নির্বাসনে যাবার আগে, জাহিদ হোসেনকে। যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে। তা জেনেও আমাদের সেই ভেজা বনের পাড়ায়,
যা হারাবার হারায় কেবল হারায়.. বোকা আঙুল, দুঃখী আঙুল হারায়।

তা, এবারের বিজয় দিবস আমাদের হেরে যাওয়ার তো নয়। হাসি
মৃত্যুর আগ পর্যন্ত পাকিস্তানের অনুগত ছিলেন বলে পাকিমন্ত্রীর ছাট্টিফিকেট পাওয়া কসাই কাদের অলরেডি ঝুলেছে দড়িতে, মহান বান কী মুন বুক ভাসানো অশ্রুজলে পদ্মামেঘনা ছাপিয়ে যাওয়ার যত চেষ্টাচরিত্র-ই করুন না কেন, লাভ হৈবো কাঁচকলা। মুহুহুহু।

আমি নাদান, হাফ ইনসমনিয়াক, ম্যালাক্ষণ অনলাইনে রূপবতী বালিকাদের প্রোফাইলে ইতিউতি তাকিয়ে অপেক্ষা করতে থাকি, ভোর হলেই একমাত্র ছোটবোনকে নিয়ে ছাদে যাব গতকাল ফেরিওয়ালার কাছ থেকে কেনা বিশাল পতাকাটা টাঙাতে।

ঘড়ির এলার্ম আর মডেমের নব দুটোই মুচড়ে বন্ধ করার আগে কী খেয়ালে Bangladesh লিখে উইকিতে উঁকি দিই--
'Bangladesh (Bengali: বাংলাদেশ), officially the People's Republic of Bangladesh (Bengali: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ), is a country in South Asia, located on the fertile Bengal delta.
The borders of modern Bangladesh took shape during the Partition of Bengal and British India in 1947, when the region became the eastern wing of the newly formed state of Pakistan. Following years of political exclusion, ethnic and linguistic discrimination, and economic neglect by the politically dominant western wing, a surge of popular agitation, nationalism and civil disobedience led in 1971 to the Bangladesh Liberation War, resulting in the separation of the region from Pakistan and the formation of an independent Bangladesh.'

আংরেজি কষ্টেসৃষ্টে বুঝি তো এক-আধটু। তাও বোকার মতো ফট করে চোখে পানি চলে আসে কেন কে জানে!
বয়সের দোষ বোধহয়।


মন্তব্য

আয়নামতি এর ছবি

এক রাজাকারের ছাওয়ের সাথে ফোনালাপের কারণে মেজাজ খ্রাপ ছিল রে তিথী।
তোমার এই লেখাটা পড়ে ফুৎকারে উড়ে গেলো সেসব!
মরুকগে পচে ওরা ওদের মিথ্যে কথার ঝুড়ি মাথায়। আমরা বরং বিজয় পতাকা উড়াই।
বাতাসের গায়ে ভর দিয়ে নিশ্চয়ই উড়ছে ছাদের লাল সবুজ পতাকা , না রে?
আমি দিব্যি দেখতে পাচ্ছি এই এতদূরে বসেও হাসি শুভেচ্ছা নিও বিজয় দিবসের।

অ.ট. কোথায় উচ্চশিক্ষার্থে পাড়ি জমাচ্ছো হে? জানিও পিলিজ দেঁতো হাসি

তিথীডোর এর ছবি

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি। হাসি
টুটাফুটা ক্যামেরা তো.. পতাকার ছবি তালিতাপ্পি এডিট করে নিই, দেখাব নে।

[আর অট : এন্ট্রি পাস মিললে আসছি কাছাকাছিই কোথাও। কখনো দেখা-ই হবে হয়তো। হাসি ]

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আয়নামতি এর ছবি

তাত্তাড়ি ফটুক দেও বালিকে।
হৈ হৈ কাণ্ড রৈ রৈ বেপার হবে যে তাইলে তিথী!
ইনশাল্লাহ মিলবে। হুদাই ভয় পাসনে বেটি রেগে টং কিন্তু ভাবছি অতসব বইয়ের কী হবে চিন্তিত
বিদ্যাসাগরের মত আমাদের তিথী নিশ্চয়ই বইয়ের পাঁজা নিয়ে সাত সুমুদ্দুর তেরো নদী পেরুবে না।
সাঁতরে এলে বুঝতি মজাটা খাইছে

তিথীডোর এর ছবি

ইয়া হাবিবি। চোখ টিপি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

প্রৌঢ় ভাবনা এর ছবি

স্বাধীন বাংলাদেশের মহান বিজয় দিবসে আপনার প্রতি রইল শুভেচ্ছা। ভাল থাকুন, আনন্দে থাকুন সারাটা জীবন
লেখা ভাল লেগেছে। চলুক

তিথীডোর এর ছবি

অনেক ধন্যবাদ। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অর্ক রায় চৌধুরী এর ছবি

সেদিনের অপেক্ষায় যেদিন এদেশ মুক্ত হবে সকল দেশদ্রেহীর কবল থেকে। জয় বাংলা।

তিথীডোর এর ছবি

জয় বাংলা

হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অমি_বন্যা এর ছবি

আপু, খুব চমৎকার লাগলো আপনার লেখা । একদিন এদেশে মুক্তিযোদ্ধাদের ,শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের সেই বীজ পরিপূর্ণ বৃক্ষে রূপান্তরিত হবে সেই স্বপ্ন দেখি।
দুটো লাইন লিখতে মন চাইলো
আমি একাত্তর দেখিনি তবে ১৬ ডিসেম্বরের মর্মার্থ বুঝি
আমি মুক্তিযুদ্ধ দেখিনি তবে মুক্তিযোদ্ধাদের সেই স্বপ্নের দেশটিকে আজও খুজি।

তিথীডোর এর ছবি

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ভালো, ভালো।

তিথীডোর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তিথীডোর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অনিকেত এর ছবি

খুব ভাল লাগলো রে তিথী---

তিথীডোর এর ছবি

ধন্যযোগ অনিদা। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সুমাদ্রী এর ছবি

বইগুলো জাহাজে করে পাঠিয়ে দিতে পারবে চাইলে।

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

তিথীডোর এর ছবি

যদি আমি কোথাও যাই, তবে তো বই নেওয়া। হো হো হো
মনে বড় আশা ছেলো, যাব মদীনায়...

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মর্ম এর ছবি

ইদানিং 'চলচ্চিত্র' দেখা হচ্ছে একের পর এক। যুদ্ধ নিয়ে গতকাল যেমন এনিমেশন দেখলাম- 'গ্রেভ অফ দি ফায়ারফ্লাইস'। এনিমেশন হোক আর মুভি- আফসোস হতে থাকে আমাদের মুক্তিযুদ্ধকে ক্যানভাস করে একটা অসাধারণ মুভি কবে হবে- সারা দুনিয়ায় ছড়িয়ে যাবে যেটা, ভিনদেশিদেরও চোখের পানি ফেলতে বাধ্য করবে। এক আধটা বিজ্ঞাপন দেখে আশা করতে ইচ্ছা হয় যেমন, মুভি দেখে ততই হতাশ হতে হয়; আমরা জীবদ্দশায় মনে দেখে যেতে পারব না বোধ হয়। মন খারাপ

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

তিথীডোর এর ছবি

কী কী মুভি দেখলেন, দেখবেন লিস্ট করে ডিভিডিগুলো কিনে রাখুন।
আপনার কাছে এমনিই ম্যালা গিফট পাওনা। হে হে। শয়তানী হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আয়নামতি এর ছবি

মর্মের সাথে একমত। আমাদের মুক্তিযুদ্ধের মত এত সুবিশাল আর শক্তিশালী প্রেক্ষাপটে কত কত সিনেমা তৈরি হতে পারতো। হাতে গোনা কয়েকটা হলো মাত্র। আফসোসই হয়। পাশের দেশের পোলা যখন http://youtu.be/P3xWa-pBtdQ বাস্টার্ড চাইল্ড নামে সিনেমা বানায় তখন কৃতজ্ঞতায় মনটা ভরে যাওয়ার পাশাপাশি ভীষণ অভিমান হয় দেশের সিনেমাওয়ালাদের উপর।

তিথীডোর এর ছবি

বাস্টার্ড চাইল্ডের ট্রেলার দেখেছি। ভয়াবহ। এবং বেশ ভাল কাজ। চলুক
তবে পুরোটা দেখার মতো মনের জোর জড়ো করতে পারব কিনা জানি না।

তবে ভারতীয় নির্মাতা মুক্তিযুদ্ধে তাদের দেশের ভূমিকা কতটুকু বস্তুনিষ্ঠ ভাবে তুলে ধরবেন, তা নিয়ে ঈষৎ সন্দিহান। আশা করি আরেকটি গয়নার বাক্স দেখতে হবে না।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

এক লহমা এর ছবি

বিজয় দিবসের শুভেচ্ছা।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

তিথীডোর এর ছবি

জয় বাংলা।

হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাফিনাজ আরজু এর ছবি

জয় বাংলা হাসি
এই কথাটা বারবার বলেও যেন মন ভরেনা।
লেখা ভাল লেগেছে ...... চলুক

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

তিথীডোর এর ছবি

থ্যাঙ্কিউ আপু। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

সুন্দর হয়েছে।

____________________________

তিথীডোর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।