সচলায়তন সংকলন ও পূর্ণমুঠি কিনুন (আপডেট ০১)

সচলায়তন এর ছবি
লিখেছেন সচলায়তন (তারিখ: বুধ, ১৫/১০/২০০৮ - ১০:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রিয় প্রবাসী পাঠক ও সচলবৃন্দ,

আপনারা অবগত আছেন সচলায়তন থেকে নিয়মিত বই প্রকাশ করার একটি উদ্যোগ শুরু হয়েছে। এ বছরের শুরুতে "সচলায়তন সংকলন" এবং মাঝামাঝি গল্প সংকলন "পূর্ণমুঠি" প্রকাশিত হয়েছে। আমাদের দুর্বল বিপনন ব্যবস্থার কারনে বইগুলো প্রবাসে পৌছানো সম্ভব হয়নি এতোকাল।

সামনে আমাদের আরেকটি প্রকাশনা আসছে। সীমিত ফান্ডের কারনে আমরা এই প্রকাশনার আংশিক অর্থায়তন করতে চাই "পূর্ণমুঠি" বিক্রির মাধ্যমে। বিদেশে বই বিক্রয়ের প্রধান অন্তরায় অতিরিক্ত ডাকমাশুল। তাই সকল প্রবাসী শুভানুধ্যায়ীদের অনুরোধ করতে চাই, যারা বইটি কিনবার মাধ্যমে আমাদের আগামী প্রকাশনাকে অব্যাহত রাখতে চান তারা দয়া করে কপি সংখ্যা উল্লেখ করে -এ ইমেইল করুন ২৪শে অক্টোবরের মধ্যে। আপনাদের সুবিধার্থে ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করার ব্যবস্থা রাখা হবে।
*
আপডেট ১-
অত্যধিক ডাক মাশুলের ব্যাপারটি আমাদের মাথায় আছে। আমরা এখন তাই চাহিদা বুঝতে চাইছি। কেউ এখন কিনবেন জানালেই যে তিনি কিনতে বাধ্য থাকবেন ব্যাপারটি তা নয়। আপনার সর্বমোট চাহিদা জেনে নিয়ে আপনার দেশে বা আপনার কাছে প্রতিটি বইয়ের দাম কত রাখা হবে, তার একটা হিসাব দেয়া হবে। সেটার সাথে একমত হলে বই পাঠানোর বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।
আপাতত আপনার নিজের বা বন্ধুদের সব মিলিয়ে কতটি বইয়ের প্রয়োজন হবে, সে সংখ্যাটি আমাদের জানান।

শুভেচ্ছা ও ধন্যবাদ


মন্তব্য

সচলায়তন এর ছবি

দেশী পাঠক ও সচলরাও দয়া করে বই কিনুন
পাওয়া যাবে আজিজ মার্কেটের "শুদ্ধস্বর"-এ
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

maryam এর ছবি

i got th book purnomuthi, and i really liked it. i found the stories refreshing.sorry...my pc's bangla hasnt benn set up.
thanks to the writers and publisher

স্নিগ্ধা এর ছবি

কিন্তু সেদিন অনেক খূঁজেও শুদ্ধস্বরই তো পেলাম না মন খারাপ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দুঃখজনক। মন খারাপ

শুদ্ধস্বর ভায়াকে অনূরোধ করি এই মন্তব্যের উত্তর দিতে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রিথিয়া এর ছবি

আসলেই আজিজে শুদ্ধস্বর খুজেঁ পাওয়াটা একটু কস্টকরই।পূর্ণমুঠি কেনার জন্য চারবার একতলা-তিনতলা করতে করতে এবং সাথের দুই বন্ধুর অজস্র গালি খেতে খেতে কতজনকে যে জিজ্ঞেস করলাম! অবশেষে এক চা-ওয়ালা পিচ্চি দেখিয়ে দিল। কিন্তু, নামটা এতই ছোট করে লেখা (বা আমারই চশমার পাওয়ারটাই বেশি ইয়ে, মানে... ) যে আমরা তার সামনে দিয়ে ঘুরেফিরে পাশের দোকানে গিয়ে আবার জিজ্ঞেস করলাম। সেই ভদ্রলোক দয়ার বশবর্তী হয়ে একেবারে নিজেই নিয়ে শুদ্ধস্বরে ঢুকিয়ে ভেতর থেকে একজনকে ডেকে দিলেন।

পান্থ রহমান রেজা এর ছবি

স্নিগ্ধা আপু, আপনি কী ঢাকায়? কতদিন আছেন?

স্নিগ্ধা এর ছবি

নভেম্বরের ৮ তারিখে যাচ্ছি। আপনি কেমন আছেন?

আহমেদুর রশীদ এর ছবি

নানা কারণে কয়েকদিন দেখা হয নাই।
১০ দিন হয়ে গেলো,দর্শন যোগ্য ডিজিটাল স্টিকার লাগানো হয়েছে।আপনাদের পরামর্শ পেলে-আরো আকর্ষণীয় সাইনবোর্ড লাগানোর ব্যবস্থা করবো।

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুদ্ধস্বর খুজেঁ বের করাটা একটু কঠিন বটে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রণদীপম বসু এর ছবি

শুদ্ধস্বর
৯১, আজিজ সুপার মার্কেট (৩য় তলা)
শাহবাগ, ঢাকা, বাংলাদেশ।

শাহবাগ মোড় থেকে জাতীয় জাদুঘরকে হাতের বাঁয়ে রেখে এলিফ্যাণ্ট রোড বা কাটাবনের দিকে হেঁটে একশ গজ গেলেই ডানদিকে গায়ের সাথে ধাক্কা খাবে আজিজ মার্কেট।
লোকেশান কি ঠিক ঠিক দিতে পারলাম নজরুল ভাই ?

শুদ্ধস্বরে 'সচলায়তন সংকলন' কি আছে ?

টুটুল ভাই কই ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই লোকেশনে কাম হবে না তো...
কাহিনী হইলো তিনতলায় গুপ্তধনের লাহান লুকায়ে থাকা শুদ্ধস্বরের লোকেশন দিতে হবে।
একটা সহজ উপায় হইতে পারে বইলা দেওয়া যে, ফোর ডাইমেনশন নামের যে বাহারী জামা বস্ত্রের দোকান্টা আছে... সেই গলিতে শুদ্ধস্বর।

অথবা আমরা চান্দা তুইলা একটা ফ্লুরোসেন্ট কালারে রাঙানো সাইনবোর্ড ঝুলায়া দিতে পারি শুদ্ধস্বরের নাকের ডগায়।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি

- চান্দার কাম কী? ডেইলি ওইখানে যারা যায় তাগোরে ধইরা ঘন্টা বেসিসে শুদ্ধস্বরের সামনে স্বর উঁচাইয়া খাড়া হইয়া থাকতে বাধ্য করলেই হয়! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আহমেদুর রশীদ এর ছবি

ভালো আইডিয়া।
..একটু আসেন,বইসা যান,লইয়া যান।খালি ২০০।

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চমৎকার উদ্যোগ!

নজমুল আলবাব এর ছবি

শুদ্ধস্বরের একটা দর্শনযোগ্য সাইনবোর্ড দরকার। এখনকার অবস্থা খুবি খারাপ। আমাদের মতো গায়ের মানুষদের কষ্ট হয়। ঈদের পরে গিয়েছিলাম। চেনা রুমটা খুজে পেতেও সমস্যা হয়েছে।

ভুল সময়ের মর্মাহত বাউল

কীর্তিনাশা এর ছবি

পূর্নমুঠি আগেই কিনেছি। সচলায়তন সংকলনটা কিনতে হবে।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ফরিদ এর ছবি

বৈদেশীগোর লাইগা ইজি সিস্টেম। মেজরিটি কাস্টোমার বিলাত, আম্রিকা আর অস্ট্রেলিয়ার ভেতরেই। তাই আম্রিকার মুক্তমনা, বিলাতের সঙ্গীতা আর অস্ট্রেলিয়ার হেইরুম এক দুই দুকানে দশ বিশ কপি একবারে এক্সপোর্ট কইরা দিলেই হয়। বাকিরা সেইখান থিকা ইলিশ মাছ আর ডাটা শাকের লগে কেতাবাদিও সংগ্রহ কইরা লইব। আমার বইমেলার নাম কইলাম না। এক দুই পিস বই নিলে খর্চা কদ্দুর বেশীই হইব।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আগে দেশে যাই। তারপর দেখি কোন অন্ধকারে শুদ্ধস্বর!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আগের কমেন্ট: খালি পূর্ণমুঠি? এর সাথে বইমেলার প্রকাশনাটা যোগ করা যায়না?

নতুন কমেন্ট: কেমনে কি? আমিতো শিরোনামটাই খেয়াল করিনি।

যাহোক, আমাকে গোনায় ধরেন।

ফকির ইলিয়াস এর ছবি

আমি একটি , একটি = মোট দুটি কপি কিনতে চাই।
আমার সাজেশন হলো , যদি আম্রিকা / কানাডা গামী কোনো
সুহৃদ পাওয়া যায় , তবে অমিত আহমেদ / এস এম মাহবুব
মুর্শেদ বা অন্য কোনো সচল বরাবরে কিছু কপি
হাতে হাতে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে।
আমরা আম পাবলিক রা একেকটা চেক তাদের ডেরার ঠিকানায়
পাঠিয়ে দিতে পারি।
বাংলাদেশ থেকে ডাক/ কুরিয়ারে পাঠানো ব্যয়বহুল। আমি এর
পক্ষে নই।
তার চেয়ে হাতে হাতে পাঠালে এই ব্যয় বাঁচানো সম্ভব।
একটা বিষয় মনে করিয়ে দিতে চাই , আম্রিকার ভেতরে মিডিয়া
মেইল বলে একটা ব্যবস্থা চালু আছে।

এই ব্যবস্থায় কম ডাকমাশুলে বই-পত্র-পত্রিকা এক স্টেট থেকে অন্য স্টেটে পাঠানো যায়।
বুর্জোয়া আম্রিকারে যতোই ঘৃণা করি না কেন , বই পত্র পত্রিকা
বিতরন আর বিলির এই আরাম টা আমি প্রায়ই গ্রহণ করি ।
আশাকরি মাননীয় কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন।
আমি সব প্রকাশনার সাথে আছি , থাকবো।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মিডিয়া মেইলে ১ পাউন্ডের সর্বোচ্চ খরচ ২.৫ ডলার। আমি এটার কথা জানি এবং এটাই ব্যবহার করব। আপনাকে তাহলে আমি গোনায় ধরছি। বই আসলে জানাব আপনাকে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দিগন্ত এর ছবি

মিডিয়া মেল ভাল ব্যবস্থা ... বই আমাকেও পাঠাতে পারলে ভাল হয়।


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

জ্বিনের বাদশা এর ছবি

নিপ্পোনের দিকে আসার কি কোন সম্ভাবনা আছে? সৌরভ কই!!!!!
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সৌরভকে ধরলে হয়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

কোনো সাহায্য লাগলে বলবেন। টরন্টোতে আছি।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

আহমেদুর রশীদ এর ছবি

সর্বশেষ: আজ দুপুর দুইটায় স্নিগ্ধা, সবজান্তা সহযোগে শুদ্ধস্বর খুঁজে পেয়েছেন।
যারা এখনো খুঁজে পাননি তাদের প্রতি অনুরোধ,তারা যেন শুধু উপরের দিকে না তাকিয়ে দোকানের দরজা,সাটার,গ্লাস ইত্যাদির দিকেও নজর দেন।
তারপরো যদি শুদ্ধস্বর দৃশ্যমান না হয়,তাহলে অনুগ্রহ পূর্বক ০১৭১৬৫২৫৯৩৯ নম্বরে একটা হ্যালো করবেন।আপনাকে আপনার গন্তব্যে পৌছানোর দায়িত্ব তখন আমাদের।

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

আহমেদুর রশীদ এর ছবি

সর্বশেষ: আজ দুপুর দুইটায় স্নিগ্ধা, সবজান্তা সহযোগে শুদ্ধস্বর খুঁজে পেয়েছেন।
যারা এখনো খুঁজে পাননি তাদের প্রতি অনুরোধ,তারা যেন শুধু উপরের দিকে না তাকিয়ে দোকানের দরজা,সাটার,গ্লাস ইত্যাদির দিকেও নজর দেন।
তারপরো যদি শুদ্ধস্বর দৃশ্যমান না হয়,তাহলে অনুগ্রহ পূর্বক ০১৭১৬৫২৫৯৩৯ নম্বরে একটা হ্যালো করবেন।আপনাকে আপনার গন্তব্যে পৌছানোর দায়িত্ব তখন আমাদের।

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

জ্বিনের বাদশা এর ছবি

সৌরভ মিয়া, গেলা কই?

একটা মেইল করেছিলাম কিছু প্রশ্নসহ, কর্তৃপক্ষ পেয়েছেন কিনা বুঝতে পারছিনা মন খারাপ

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

পাঠক দৈনিক এর ছবি

চাপা না মারাই ভাল।

অতিথি লেখক এর ছবি

টেবিল

বাম কোণায় ঝুলন্ত সাদা রঙের কিছু ভেজা পাতা,
ঠিক উপরে একটা ছোট্ট বাংলা অভিধান!
ধুলোতে জমা তার প্রচ্ছদ_
অভিধান ঘেঁষে বসবাস দশদিনের পুরানো লেবুর কোষ,
ক্ষুদে প্রাণীর আঘাতে তার দেহটা এসিডস্নাত।

কিছুটা খালি জায়গা দখল করে প্রাণীগুলা হেঁটে বেড়াচ্ছে,
মধ্যখানের অর্ধেকটা জায়গায় এফোর সাইজের একটা কাগজের টুকরা_
ফ্যানের সুইচ অন করার সাথেই এর নাচন শুরু হয়ে যায়।

সর্বডানে একটা মোল্লাসল্ট মার্কা লবনের কিছু দানা,
লবনের প্রতিবেশী রূপ হচ্ছে একটা দুইটাকার নোট,
২০০৭ সালে বের হওয়া_
বিকলাঙ্গ অবস্থা!

একটা জড়ো পদার্থ একই অত্যাচারে এখন আনন্দ পায়,
দীর্ঘদিন যাবত্‍ এর কাছে সূর্য মামাটাও আলোকরশ্মি পাঠাতে নারাজ! আহা!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।