কৈঞ্ছেন্দেহি - ২

অকুতোভয় বিপ্লবী এর ছবি
লিখেছেন অকুতোভয় বিপ্লবী (তারিখ: শুক্র, ০৬/০১/২০১২ - ২:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছড়া কাটাকাটি না করে দিয়েই দিলাম একেবারে।

কৈঞ্ছেন্দেহি এইডা কে? চোখ টিপি

ছবি: 
11/11/2009 - 2:15pm

মন্তব্য

তাপস শর্মা এর ছবি
তাসনীম এর ছবি

হিন্ট চাই কিছু - যেমন ইনি কি একজন মডু কিনা? এনার জীবানুর সাথে প্রেম আছে কিনা? এপ্রন পরে ল্যাবের পার্টনারদের সাথে ঢলাঢলি করার অভ্যেস আছে কিনা...এই রকম কিছু সূত্র দিলে সুবিধা।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অকুতোভয় বিপ্লবী এর ছবি

হেঁহেঁ, আর কি কি হিন্ট দরকার বলেই ফেলেন খাইছে

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

দ্রোহী এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

তারানা_শব্দ এর ছবি

এইটা একটা অন্যাইয্য কাটুন হইছে দেঁতো হাসি

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

অকুতোভয় বিপ্লবী এর ছবি

খাইছে

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

কিছু কিছু 'চিপকে ধরে থাকা' ছবি দেখলে মুষড়ে পড়ি খাইছে

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

সাফি এর ছবি

রত্না মডু সব ছবিতেই কাউকে না কাউকে বা কিছু না কিছু চিপকে ধরে থাকবেই!

তারানা_শব্দ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

মুস্তাফিজ এর ছবি

রত্না মডু এইডা ছাড়লো কেমনে?

...........................
Every Picture Tells a Story

অকুতোভয় বিপ্লবী এর ছবি

হো হো হো

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

চরম উদাস এর ছবি

পাব্লিক প্লেসে বসে গিটার বাজাচ্ছে অ্যাঁ

অকুতোভয় বিপ্লবী এর ছবি

আপনার দেখি বেহাল অবস্থা! চোখ টিপি
ওইটা বেহালা খাইছে

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

shafi.m এর ছবি

বেহালায় পরিবর্ধক কাচ দিয়ে কি পর্যবেক্ষণ করছেন তিনি? বেহালায় কারো হাতের ছোয়াকে কি সায়েন্টেফিক উপায়ে--
১) মিস করছিলেন?
২) ভালবাসতে ছিলেন?
৩) প্রমাণ করছিলেন যে কে সর্বশেষে তার বেহালা ব্যবহার করেছিল?
৪) বেহালার কি কি পুষ্টি গুন আছে সেটা বের করছিলেন?

কিছু হিন্ট দিবেন ভাই (যেন আমি না পারলেও, অন্য কেউ পারেন। কেউ কেউ চিন্তেপেরে হাসেন আর আমার মত অতিথি যারা তারা মুখ আমসি করে রাখেন।)

শাফি।

হাসিব এর ছবি

টিভিসিরিজ সিএসআইয়ের লো-টেক ব্রিটিশ ভার্সনের নায়ক।

উচ্ছলা এর ছবি

ইনি কে? পুরুষ লোক হয়ে ইনি পিঙ্ক টিশার্ট পরে আছেন কেন? ইনি ম্যাগ্নিফায়িং গ্লাস দিয়ে গীটার বাজাচ্ছেন কেন?

অকুতোভয় বিপ্লবী এর ছবি

ইনার বৈজ্ঞানিক নাম Germen violinae খাইছে

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

সুজন চৌধুরী এর ছবি

বাহ! এইটা ভালু হৈছে!!!
লুক্টাকে কুনো ঈ দিলেন্না কেনু!!!!!!!!
আপনার বিশেষ কেউ নাকি!!?

নিভৃত_সহচর এর ছবি

আতশ কাঁচ, বেহালা... মুখে একটা পাইপ দিলেই শার্লক, নিদেনপক্ষে শ্যালক হোমস হয়ে যেত।

ত্রিমাত্রিক কবি এর ছবি

দেঁতো হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

দ্রোহী এর ছবি

আপনি তো দুর্দান্ত আঁকিয়ে!

অকুতোভয় বিপ্লবী এর ছবি

উঁহু, এটা সহজ হাসি
আমার চেয়ে ঢের দুর্দান্ত আঁকিয়ে আছেন আমাদের মধ্যেই হাসি
ধন্যবাদ হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

তারাপ কোয়াস এর ছবি

রেখাচিত্র ভালু পাইলাম(মানে একটানেই বুঝতে পার্ছি চোখ টিপি


love the life you live. live the life you love.

অকুতোভয় বিপ্লবী এর ছবি

ধন্যবাদ হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

স্পর্শ এর ছবি

ফাটা-ফাটি!!


ইচ্ছার আগুনে জ্বলছি...

দুষ্ট বালিকা এর ছবি

বাহ বাহ! আজকাল সচল উল্টালেই রতন-মনি-মানিক্য পাওয়া যায় দেখি! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

দেঁতো হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

আশালতা এর ছবি

অন্যাজ্য! দেঁতো হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

অকুতোভয় বিপ্লবী এর ছবি

খাইছে

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

মুহিত হাসান এর ছবি

নাহ! এটা একটা অতি 'অনায্য' কাজ হৈল চোখ টিপি

গৌতম এর ছবি

গিটার ওরফে বেহালায়ও কি ভাইরাস-ব্যাকটেরিয়া থাকে?

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অকুতোভয় বিপ্লবী এর ছবি

উঁহু, কিছু একটা দিয়ে তো বাজাতে হয়! চোখ টিপি খাইছে

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

পুতুল এর ছবি

কইতে পারলামনা, তয় অনার্য সঙ্গীতের কথাটা মাথায় এলো। ঠিক কী?

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অকুতোভয় বিপ্লবী এর ছবি

চলুক দেঁতো হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

সচল জাহিদ এর ছবি

আবার জিগস। আরেকখান ক্লু দেই, এই ভাইডি এহন 'এইচআইভি আর এইডস' এর লিঙ্ক এর পেছনে লাগছে। চিন্তিত


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

খাইছে

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

দায়ীন (frdayeen) এর ছবি

বুইচ্চি, উনি বেহালা-টেহালা বাজায় 'সঙ্গীত' করতাসেন! আর পাবলিক প্লেসে সঙ্গীত করা ন্যায্য কাম না। খাইছে
আর আতশকাচখানা জীবানু-টিবানু দেখার জন্য!
ঠিক কইসিকিনা কন!! দেঁতো হাসি

অকুতোভয় বিপ্লবী এর ছবি

ব্যাখ্যা দেইখা তব্দা খাইয়া গ্লামগা চিন্তিত

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

লাবণ্যপ্রভা এর ছবি

অকুতোভয় বিপ্লবী, আপনার নামের সাথে সচলায়তনে দেয়া প্রো পিকটার যথেষ্ট মিল আছে খাইছে

অকুতোভয় বিপ্লবী এর ছবি

চোখ টিপি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।