ভালবাসি এবং বিদায়

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: রবি, ২৩/১১/২০০৮ - ১১:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভালবাসি এবং বিদায়

বিদায়ের মধ্যেও তো সৌন্দর্য আছে? দেখ না কবর খানায়
নামাবার আগে সুগন্ধী-সাবান, আতর ছিঁটিয়ে অপার্থিবঅশ্রু
বিসর্জন দিয়ে, তাকে কত যত্নে সমস্ত- ক্ষমায় মাটিতে
ঘুমিয়ে রাখা হয় ; মাটিও তাকে কী আদরে গ্রহণ করে!
আমরাও তো পারি আমাদের প্রেমকে কবর খানায়
ওরকম সৌন্দর্যেই নিয়ে যেতে? আত্মাকে সহযোগিতা করো,
ওতো দরজা জানালাবিহীনই বসে থাকে চিরকাল
শুধু প্রেমের জন্যে। তুমি এসো, সর্বশেষ বারের মতো এসো,
আমি ঠাণ্ডায়, দরজার বাইরে দাঁড়িয়ে আছি, আমাকে ঘরে নিয়ে যাও,
সর্বশেষ বারের মতো তোমার ঘরে নিয়ে যাও ; আমরাও পারবো
বলতে : একই সাথে তীব্র-সত্যউচ্চারণে, ভালোবাসি এবং
বিদায়!


মন্তব্য

ফকির ইলিয়াস এর ছবি

তুমি এসো, সর্বশেষ বারের মতো এসো,
আমি ঠাণ্ডায়, দরজার বাইরে দাঁড়িয়ে আছি, আমাকে ঘরে নিয়ে যাও,

ঘর মানুষের আশ্রয় , প্রেমের আশ্রয়

শাহীন হাসান এর ছবি

ধন্যবাদ!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

তারেক এর ছবি

অনেকদিন পর আপনার লেখা পড়লাম। কেমন আছেন? কি হয়েছিল?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

শাহীন হাসান এর ছবি

আন্তরিক ধন্যবাদ।
তেমন কিছুই ঘটেনি, এটাকে আবহাওয়া বিপর্যয় বলাই ভাল ...
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

তীরন্দাজ এর ছবি

কী তীব্র বিষাদ! এর মাঝে সৌন্দর্য? থাকতে পারে নি:সন্দেহে। না হলে কবিতা সুন্দর হলো কি করে। আমরা এই অবর্ণনীয় সৌন্দর্যকে আকড়ে ধরেই তো বাঁচি প্রতিদিন। ভালো থাকবেন শাহীন!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শাহীন হাসান এর ছবি

সৌন্দর্য অবর্ণনীয়ই, বিষাদও তীব্র ...
ধন্যবাদ, ভাল-থাকবেন তীরন্দাজ .. ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

পরিবর্তনশীল এর ছবি

অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। আর থামে না যেন।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

শাহীন হাসান এর ছবি

আশা করছি লিখবো ..., ভাল-থাকবেন।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

কীর্তিনাশা এর ছবি

ছুঁয়ে গেল

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শাহীন হাসান এর ছবি

ধন্যবাদ ভাই..।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

অতন্দ্র প্রহরী এর ছবি

ভাল লাগল। অনেকদিন পর লিখলেন। ভাল আছেন আশা করি।


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

শাহীন হাসান এর ছবি

ভাল-থাকার চেষ্টা করছি..., ভাল-থাকবেন আপনিও।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

পুতুল এর ছবি

এত্তো এত্তো ভাল ভাল কবিতা শুধু পকেটে নিয়ে ঘুড়লেই হল!
আমাদেরও দু একটা দিন! আমরা পড়ি আর মুগ্ধ হই।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

রণদীপম বসু এর ছবি

দীর্ঘবিরতির পর কি নতুন করে সন্ন্যাস বেশ নিলেন ?

কবিতায়ও সন্ন্যাসের কষ্ট ভেসে আসে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সুন্দর...
অনেকদিন পরে আপনার কবিতা পড়লাম... ভালো লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নিঝুম এর ছবি

আশা করি নিয়মিত লিখবেন । কবিতা ভালো লাগলো।
--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

অনিকেত এর ছবি

খুব সুন্দর কবিতা।
----- আর, এত কম লেখেন কেন?
নিয়মিত দেখতে চাই।

ভাল থাকবেন।

জারা [অতিথি] এর ছবি

যেখানে শুরু আছে সেখানেই শেষ আছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।