নাম না জানা মুক্তিসেনা

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: সোম, ২৪/০৩/২০০৮ - ৪:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

নাম না জানা মুক্তিসেনার গল্প দাদু করে
দস্যি ছেলে যুদ্ধে গেলো সবার অগোচরে।

ট্রেনিং শেষে ফিরলো দেশে বীরের সদর্পে
সুযোগ বুঝে শত্রু মারে সমুখ সমরে।

একাত্তরের মুক্তিযুদ্ধে মাতলো সারাদেশ
মুক্ত হলো বাংলা আমার ডিসেম্বরের শেষ।

বীরবিক্রম কেউ বা হলো কেউ বা বীরপ্রতীক
মুক্তিযোদ্ধার লিস্টে দাদুর নামটিও নেই সঠিক!

২৩.০৩.২০০৭


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ছড়ার প্রতি আমার দূর্বলতা প্রচন্ড রকম !
জলিল ভাই নিয়মিত ছড়া লিখুন।
এটা একজন অখ্যাত ছড়াকারের দাবী

শেখ জলিল এর ছবি

ধন্যবাদ। দাবীর কথা মনে থাকলো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মুক্তিযুদ্ধের ছড়া ই-বুকে জলিল ভাইয়ের কারণে আরেকটি সংযোগ।
মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করেছে, লিস্টে নামের জন্য নয় -

ভালো লেগেছে।

শেখ জলিল এর ছবি

শিমুলের হক কথা।
ভালোলাগার ধন্যবাদ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অতিথি লেখক এর ছবি

জলিল ভাই ভাল লাগলো, আরো দেন কিছু ।

- খেকশিয়াল

শেখ জলিল এর ছবি

দেবো।
বইটিতে আপনারও কিছু ছড়া সংযোজন করুন।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

মাহবুব লীলেন এর ছবি

বীরবিক্রম কেউ বা হলো কেউ বা বীরপ্রতীক
মুক্তিযোদ্ধার লিস্টে দাদুর নামটিও নেই সঠিক!

কোনো শব্দ খুঁজে পাচ্ছি না কমেন্ট করার জন্য

শেখ জলিল এর ছবি

শুকরিয়া।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সাইফ তাহসিন এর ছবি

ইয়ে, মানে... খুবই লজ্জার বিষয়!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।