সচল হচ্ছে অচলায়তন

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: মঙ্গল, ১২/০৬/২০০৭ - ৭:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:
আরো একটি বাংলা ব্লগ। আরেকটু আমাদের মনের মত। আরেকটু স্বাধীনতা। আরেকটু মুক্ত চিন্তার অনুসারী। আরেকটু বুদ্ধিমান মানুষের পদচারণা। দেশ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের মত বিষয় নিয়ে, অথবা যেকোনো সংবেদনশীল বিষয়ে অহেতুক মিথ্যা ও অশ্লীল প্রোপাগান্ডা থেকে মুক্তি। সোজা কথায় আমাদের ভালো লাগার, গর্ব করার মত একটা ব্লগ। অবশ্যই এই ব্লগ আমাদের। আমার, আপনার মত একই মাত্রায় যারা চিন্তা-ভাবনা করেন তাদের পরিশ্রমে ও মেধায় তৈরি। আর আমরা সবাই নানা স্বাদের লেখা লিখে একে করে তুলবো স্পন্দিত। সুতরাং নেপথ্যের লোকদের মত আমরা যারা প্রকাশ্যে থাকবো, তাদেরও সমান ভাগ এই ব্লগে। এই ব্লগ আমাদের। এখন পদক্ষেপ হোক অচলায়তনকে সচল করার। নাড়া দেয়া হোক, ধাক্কা দেয়া হোক অটল দেয়ালগুলোকে। বিবর্তন আসুক আমাদের জীবনে ও চিন্তায়। তবে, হয়তো আমাদের সবার অভিজ্ঞতা আছে কীভাবে একটি চমৎকার ব্লগ নষ্ট হয়ে যায়, নিয়ন্ত্রণের অভাবে। সুতরাং আমরা সাবধান থাকবো। তবে সেই সাবধানতা ক্যান্টনমেন্টের সাবধানতা নয়, সেই সাবধানতা হোক নেইবারহুড ওয়াচের। পড়শির সাবধানতা। আর ব্লগের চারিত্র কেমন তা শেষ পর্যন্ত নির্ধারন হবে, ব্লগে কেমন লেখা পড়তে পাওয়া যায় তার ওপর। সুতরাং সুপ্রিয় ব্লগারুরা, আপনি যে লেখার পরিবেশ এতদিন পাননি বলে মনে করেন, সেই লেখাটা লেখুন। পদ্য-গদ্য-নাটক-প্রবন্ধ করুন, অথবা শুধুই লিখে রাখুন আপনার দিনলিপি। বেশি করে ভালো ভালো লেখা দিন আর কমিয়ে দিন খুনসুঁটি মার্কা কানাকানি আর চেঁচামেচি। শুভেচ্ছা, সবাইকে।

মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি
পারফেক্টো । সামহোয়ার বাজার আমাদের স্বভাব নষ্ট করে দিয়েছে :) -------------------------- আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
সুতরাং হাসান মোরশেদ ও অন্যান্যরা। স্বভাব ঠিক করতে আবার লেখা। অনেক অনেক ভালো ভালো লেখা। শুরু হোক।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সৌরভ এর ছবি
সেটাই, ব্লগিং অথবা ভার্চুয়াল কম্যুনিটির কাঠামোগত ব্যাপারে আমাদের সংস্কৃতি যেমনটা হওয়া উচিত তেমনটা হতে পারেনি । তাই, নতুন, গর্ব করার মতো হবে জায়গাটা - এই আশাই করি। ------ooo0------ বিবর্ণ আকাশ এবং আমি ..

আবার লিখবো হয়তো কোন দিন

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
শুভ্চ্ছো সৌরভ। আগে বাস্তবের সংস্কৃতি তার থেকে আসে ভার্চুয়াল সংস্কৃতি। অন্য মানুষ, অন্য চিন্তার মানুষ, অন্য ধর্মের মানুষ, অন্য দলের মানুষ, অন্য দেশের মানুষের সাথে আমাদের যোগাযোগের ক্ষেত্রে আমরা এখনও ততোটা আধুনিক হতে পারিনি, যতোটা আধুনিক হওয়া উচিত বলে আমাদের পাশ্চাত্য শিক্ষায় পাওয়া বোধ-বুদ্ধি মনে করে। যেকোনো একটি পরিমন্ডলে, হোক তা পরিবার, সংঘ, সমিতি, ক্লাব, দল, লিমিটেড কোম্পানির বোর্ড, বা রাষ্ট্র পরিচালনায় আমরা যেমন আচরণ করি, ব্লগেও তেমনই আচরণ করি। তবে ব্যবস্থাপনার ও নেতৃত্বের ভূমিকাটা এখানে গুরুত্বপূর্ণ। এই ব্লগের ব্যবস্থাপকরা সচেতন থাকবেন আশা করি, অথবা আমরা নিজেরাই শিক্ষিত আচরণ করবো, এও হতে পারে।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

আরিফ জেবতিক এর ছবি
এই লেখাটার দরকার ছিলো খুব। বিগ সি যাত্রা শুরু করলেই আমরা অনুগামী হইতে পারি।
আরিফ জেবতিক এর ছবি
এই লেখাটার দরকার ছিলো খুব। বিগ সি যাত্রা শুরু করলেই আমরা অনুগামী হইতে পারি।
হযবরল এর ছবি
'ব্লগের চরিত্র' কথাটা খুব শক্তিশালী। ভবিষ্যতে হয়তো মানুষের হলফনামা কিম্বা বায়োডাটার জায়গায় ব্লগ এড্রেস দেওয়া হবে। পড়ে বুঝে নিন আমি কি ? কেমন ? ভাল্লাগলো শোমচৌদা। আরো লিখা চাই।
হিমু এর ছবি
হযবরল, আপনার আইডিয়াটা দুর্দান্ত হয়েছে। শোমচৌদা, আপনি দীঈর্ঘদিন ধরে লিখছেন না। আশা করি আড়ালে কোন দুষ্টুমিতে লিপ্ত নন। পরের লেখাটা পড়ার জন্য দাঁত মেজে রাখলাম।
ধুসর গোধূলি এর ছবি
খাইছে, হযুদার বক্তব্য অনুযায়ী আমার ব্লগের এড্রেস দিলেতো কম্ম সাবাড় হয়ে যাবে। বায়োডাটাই তখন বারোটা বাজিয়ে দিবে আমার। বিয়ে করতে গেলে লোকে বলবে এই 'ছেলের চরিত্রে কিঞ্চিৎ লালিমা আছে'। শোমচৌদা, আপনার শ্যালিকা কেমন আছে যেন? _________________________________ <স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
আমার এক শালি এখন তোমার বাড়ির কাছে বিউটি সেলুন খুলছে। শুধু নারীদের জন্য সেলুন। এখন বুঝো কি করবা। তারপরও যদি শখ থাকে তাইলে বইলো, মাসকাওয়াথের কাছে ঠিকানা আছে।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সুমন চৌধুরী এর ছবি
ঝাড়ি মারতে ঢুকছিলাম। পইড়া কইলাম ঠিকাছে। ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
মাশীদ এর ছবি
বাহ্! এই না হলে আপনি গুরু! হোক তবে ভালো'র শুরু! --------------------------------------- হারিয়ে যেতে হবে আমায় ফিরিয়ে পাব তবে।

ভাল আছি, ভাল থেকো।

নিঘাত তিথি এর ছবি
ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ক্লাসে চেয়ারম্যান স্যারের লেকচার শুনে যেমন খুব আশা হয়েছিলো নতুন জীবন নিয়ে সেরকম আশার সূচনা হলো আবার এই লেখা পড়ে। থ্যাঙ্কস। আশা করি ভার্সিটি লাইফের মত বর্ণিল (বর্ণিল কিন্তু ছেড়াবেড়া না) আরেকটা জীবন চলতে থাকবে এখানে। --তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
আরিফ জেবতিক, শুভেচ্ছা। আমার চেয়ে আপনারই বেশি অনুভব ও অভিজ্ঞতায় থাকার কথা এরকম ব্লগ তৈরি করাটা আপনার বা আমার বা আমাদের কাছে কেন জরুরি মনে হয়েছে। কেন একটা নতুন ফোরামে আমরা এবং কী চাই আমরা এখান থেকে, এরকম একটা লেখা, স্বপ্ন বা পরিকল্পনার আপনার কলম থেকেই সবচে ভালো আসবে। সুমন, কী ঝাড়ি মারতে আসছিলেন তাতো কইলেন না। মাশীদ, লেখা কই? তিথি, শুভেচ্ছা। না একদম রংয়ে রংয়ে রংবাজ ব্লগ চাই। কোথাও কোনো বেড়াছেড়া মানবো না। সব বেড়া ছিঁড়েই তো এর যাত্রা। তো শুরু হোক লেখালেখি।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ধুসর গোধূলি এর ছবি
মাসকাওয়াথ ভাইয়ের কাছে আছে? ওকে বস, তাইলে কথা ঐটাই থাকলো! আমি আর আপনি এখন থেকে ভায়রা ভাই। হুঁশশশশ - হাবশী চিমুটা জানি না জানে কিছু! _________________________________ <স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লেখার সাথে ছবি যুক্ত করার তরিকা তো দেখি না।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

হিমু এর ছবি
এস এম মাহবুব মুর্শেদ একটু দৌড়ের উপর আছে। দম নেওয়ার জন্য থামলেই একটা কাজ চালানোর মতো ধনীলিপি সম্পাদনা [রিচ টেক্সট এডিটিং] প্যানেল পাওয়া যাবে পোস্ট আর কমেন্টে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।