সিনেমার ক্লাস-১

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: রবি, ২৮/১০/২০০৭ - ৭:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভয়ংকর টেডিভয়ংকর টেডি

ক্লাসের কথা শুরু করবো পরের পর্বে। এখন জ্বলন্ত সমস্যা হলো ক্লাসের কাজ। এক পাতার একটা স্ক্রিপ্ট লেখতে হবে। কিন্তু যা মনে আসে তাই করার উপায় নাই। সৃজনশীল চিন্তাকে একেবারে বেঁধে-ছেঁদে জলে ফেলা হয়েছে। এর মধ্য থেকে সাঁতার কেটে বের হয়ে আসতে হবে।রীতিমত যাদুকরি ক্ষমতা দরকার। এতো বড়ো সমস্যায় ব্লগ ছাড়া আর কোথায় যাওয়া যায়। দেখা যাক, ব্লগাররা কতো ডিসিপ্লিনড্ ক্রিয়েটিভ।

গল্পের প্রেক্ষাপট: যুবক `জাড` একটা টেডি বিয়ারের মালিক।এটা এমন একটা সম্পত্তি যা জাড নিজের কাছে রাখতেই চায় না। কারণ জাড যাই করতে যায় তাতেই বাগড়া দেয় এই টেডি বিয়ার। টেডি বিয়ারের অভিশাপে জাডের জীবন অতিষ্ঠ। কিন্তু কিছুতেই এই টেডি বিয়ারকে নিজের জীবন থেকে ছাড়াতে পারে না জাড। বিয়ারটি বার বার ফিরে আসে।আর জাডের সব কাজে ঝামেলা তৈরি করে।

কি করতে হবে:
জাড ও টেডি বিয়ারটিকে নিয়ে এক মিনিটের চিত্রনাট্য
(ডাবল স্পেসে এ৪ কাগজের আধাপৃষ্ঠা লেখা। ফাইনাল ড্রাফট দিয়ে ফরম্যাট করা লেখা হলে এক পৃষ্ঠা)।

সীমাবদ্ধতা:
১. লোকেশন ইনডোর হতে হবে।
২. টেডি বিয়ারকে সংলাপ দেয়া যাবে। কিন্তু খুব বেশি না। কারণ এনিমেশনের সুযোগ নাই।
৩. প্রয়োজনে আরো দু-একজন অভিনেতা-অভিনেত্রী যোগ করা যাবে, তবে না হলে ভালো।

মতামত:
ক. যেহেতু এক মিনিট, সেহেতু একটু হাসি-কৌতুকভরা গল্পই জমবে ভালো।
খ. সংলাপ কম রেখে এ্যাকশন বেশি থাকলে ভালো।
গ. কীভাবে টেডি বিয়ারটা জাডের জীবনকে অতিষ্ঠ করে তুলছে তার কাহিনী বলাটাই সহজ হবে।

উদাহরণ: (একটা উদাহরণ দিচ্ছি)
জাডের বাবা মৃত্যুশয্যায়। সলিসিটর উইল লিখছে। বাবা সব সম্পত্তি জাডের নামে দিয়ে যেতে চান। তখন টেডি বিয়ার বাবাকে বললো, কিন্তু জাড তো তোমাকে ভালো বাসে না। বাবা বিয়ারের কথায় প্রভাবান্বিত হয়ে, সমস্ত সম্পত্তি রূপসী নার্সটাকেই দেয়ার কথা বলেই মারা গেলেন। আর আক্রোশে বিয়ারটার উপর ঝাঁপিয়ে পড়লো জাড।

শেষকথা: এখন জাড ও তার বিয়ারকে মাথায় স্থায়ী করে নিন। আর গল্পটা মাথায় তৈরি করে ব্লগে ঝেড়ে দিন। সময় ৩ দিন দেয়া গেল।


মন্তব্য

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

অরূপের মন্তব্য পড়ে তো চোখ দইবড়া। বুঝাই যাচ্ছে এই গল্পে সে মজাই পেয়েছে। আমার অবশ্য উদ্ভটই লেগেছিলো। পরে মনে হলো প্রকৃত সৃজনশীলতা বের করে আনার টেস্টার হিসেবে গল্পটা ভালোই।

যাক, অরূপ মজার কিছু দেবে, এই আশায় বসে থাকলাম....
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অমিত আহমেদ এর ছবি

যথাজ্ঞা!


ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আজ্ঞা? আরে না...
তবে গল্প কিন্তু সময়মত চাই ....
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সৌরভ এর ছবি

এ মানে মানে, বলছিলাম কি...
স্ক্রিপ্ট তো জীবনে লিখি নাই।

সুন্দরী নার্সটাকে নায়িকা বানায়া কাহিনী ভজঘট পাকাইলে কেমন হয়? দেঁতো হাসি


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

গল্পই হোক আগে। তারপর চিত্রনাট্য হয়ে যাবে।
নার্সটা ছিলো জাডের বাবার পরিচর্যায়।
এ এক অন্য গল্প। ধারাবাহিক বিবেচনায় তাকে আনা যায়। তবে সে হিসেবে মানতে হবে যে জাডের বাবার সব সম্পত্তির মালিক এখন সেই নার্স।

আইডিয়া ভালো হলে সব সই।

রোমান্টিক কমেডি, ব্ল্যাক কমেডি, এরকম কোন genre হলে এক মিনিটের জন্য সুবিধা।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ধুসর গোধূলি এর ছবি
শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

একদম ঠিক কথা। নার্সের গল্প আগে হয়ে গেছে।
নার্সকে নিয়ে আর টানাটানি ঠিক হবে না।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

থার্ড আই এর ছবি

অরুপ ভাইয়ের মন্তব্য জব্বর হইছে।
---------------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ভাস্কর এর ছবি

দরজা খুলে জাড ঘরে ঢোকে। গাড়ির চাবিটা টেবিলের উপর ছুইড়া ফেইলা দিয়া পকেট থেইকা রুমাল বাইর কইরা কপালের ঘাম মোছে। তার মুখে দিগ্বিজয়ী হাসি ফুইটা উঠে। ছোট একটা শ্রাগ কইরা আপনমনেই যেনো নিজেরে শোনায়, " no more teddy in life, huh!"। তারপর দেয়ালের দিকে রাখা ছোট্ট একটা টেবিলের দিকে তাকাইয়া হাত নাইড়া বলে,"good bye teddy..."। টেবিলে কিচ্ছু নাই...শুণ্যস্থান!

বিছানায় বসতে বসতেই ওয়ালেট বাইর করে জাড। ওয়ালেটে রাখা স্টেসির ছবিটা বাইর কইরা দেখে। ছবিটার দিকে তাকাইয়া আবারো খুব শক্তমুখে ছবিটারে শোনায়,
"i can do anything for you stacy! তোমার জন্য যেকোন পথের কাঁটা উপড়ে ফেলতে পারি!"

তারপর হাত বাড়াইয়া টেবিলের উপর রাখা ছোট্ট আঙটির বাক্সটা নেয়। বাক্সটা খুইলা আঙটিটা দেখতে দেখতেই কিছু একটা মনে পড়ে তার। ঘড়ির দিকে তাকায়...
"oh no its almost 3:30!" সে অর্নামেন্ট বক্সটা পকেটে রেখে...টিশার্ট খুলতে গেলে কলিংবেল বাজে।

বিরক্তমুখেই জাড দরজা খুলতে যায়। দরজা খুলে সে আঁতকে উঠে। টেডি বিয়ারটা দরজার সামনে...তার মেলে রাখা হাতে একটা চিঠি গোঁজা। সে একটু বিভ্রান্ত মুখে চিঠিটা নেয়। খুইলা পড়তে পড়তে তার মুখ শক্ত হয়...

জাড,
ভেবেছিলাম তুমিই হবে আমার জীবনের সবচেয়ে কাঙ্খিত পুরুষ। কিন্তু তোমার অতীত ইতিহাস ক্যানো আমার সাথে শেয়ার করো নি!? তুমি যে এতো নীচ...এতো অসৎ তার ইঙ্গিত আমি মেয়ে হয়েও বুঝতে পারিনি। তুমি খুব ভালো অভিনেতা! আমার জীবনে আমি একজন রিলায়েবল পার্টনার চাই...কোন অভিনেতা নয়...বিদায় জাড...হয়তো আর কোনদিন দেখা না করাটাই ভালো হবে আমাদের...একটাই শুধু দুঃখ রয়ে যাবে...তোমার টেডি বিয়ারটাকেও আমি পছন্দ করেছিলাম...
ইতি
স্টেসী

জাড বিপর্যস্ত হয়ে ভেঙে পরে। আড়চোখে একবার টেডির দিকে তাকায়। টেডি ফিক করে হাসে যেনো...


অনেক ঝামেলা নিয়াই একটা কাহিনী লিখলাম...১ মিনিটের খানিক বেশিই হইয়া যাওনের সম্ভাবনা আছে। ইংরেজী লিখনের দুর্বলতা থাকনে ডায়ালগ আর চিঠির বেশির ভাগ বাংলাতেই লিখলাম। আর শেষ দৃশ্যে হাসিটার জন্য মনে হয় পাপেট্রি দরকার...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ধন্যবাদ ভাস্কর।
রোমান্টিক আইডিয়া।

চিঠিটা অবশ্য ছোট করে নেয়া যায়। দুই লাইন: জাডের জন্য এক লাইন। আর টেডির প্রতি ভালবাসা জানাতে এক।

থ্রি চিয়ার্স ফর ভাস্কর।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ভাস্কর এর ছবি

ধন্যবাদ শোহেইল ভাই...আরেকটা হরর টাইপ আইডিয়া মাথায় আছে...ঐটা কাইলকা দিমু...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

আরিফ জেবতিক এর ছবি

হুম,মজা পাইছি ।কালকে জমা দিমু স্কৃপ্ট ।

মাহবুব লীলেন এর ছবি

বাজেট ভালো হলে ডিরেকশনের কাজটা আমারে দিয়েন

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

যাক ডিরেকটর পাওয়া গেলো।
তবে ডিরেক্টর হিসেবে আপনার দক্ষতার কথাতে সচলবাসীদের জানান নাই এখনও। একটা শো-রিল ইউটিউবে আপলোড করে এখানে লিংক দেন।
আর আপনার চলচ্চিত্র-ভাবনা নিয়ে এখানে কিছু আলাপ-সালাপ করেন।

চলচ্চিত্রকাররাই তো সবচে সচল মাধ্যমে কাজ করেন। সচল থাকুন...সচল রাখুন।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

মাহবুব লীলেন এর ছবি

ইউ টিউবে আমি কয়েকদিন ধরে কুস্তি করছি
না পারছি কোনো গান আপলোড করতে
না পারছি ভিডিও
জানি না ঝামেলাটা কোথায় হচ্ছে
আসোলে ইন্টারনেটে আমি অনেকটা ম্যানুয়াল ইউজার এজন্য বোধহয় একটু বেশি কুস্তাকুস্তি করতে হয় কোনো কিছুর জন্য

আমার পড়াশোনা দুটে ‌'এফ' -এ
একটা ফিলোসফি- পাশ করার পরে যা হইতে বরাবর সাবধান
আর আরেকটা ফিল্ম- যেখানে লোকজনের সঙ্গে টাকা পয়সার কথা বলতে বলতে আমি আসোলে কী করতে চাই তা প্রায়ই ভুলে যাই

আমার কয়েকটা ডিজটাল মুভি আছে। ডকু এবং ফিকশন। আশাকরি দিতে পারবো ওয়েবে

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ডিজিটাল মুভিগুলো আপনার পরিচিত এডিটর কাউকে বলেন ওয়েবের জন্য রেজ্যুলেশন কমায়া রেডি করে দিতে। তারপর আপলোড করে দিন।
সচলদের মুভি কালেকশন আপনাকে দিয়েই শুরু হোক। সচল চিত্র।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

আরিফ জেবতিক এর ছবি

স্যরি ,আগে শিরোনামটা খেয়াল করি নি ।
একটা প্রাসঙ্গিক জোক বলি :

দুই পিচ্চি কোনমতেই লেখাপড়া করতে চায় না,একের পর এক টিউটরকে চাকরি ছেড়ে যেতে হয় ।তো,নতুন এক টিউটর খুব কনফিডেন্স নিয়ে এসেছেন যে উনি গল্পের ছুতায় বাচ্চাদের লেখাপড়া শিখিয়ে দিবেন ।

শিক্ষক প্রথম দিন পড়াতে গেছেন ।সামনে দুই পিচ্চি বসা ।বড়োটার হাতে একটা মারবেল ।শিক্ষক মারবেলটি দেখে বললেন .
:তোমরা বুঝি মারবেল পছন্দ করো ?
:জ্বি স্যার ,করি । পিচ্চিদের জবাব
:তোমার কয়টি মারবেল আছে ? (বড়োটির কাছে শিক্ষকের প্রশ্ন)
:৫টি ।
:আর তোমার ? (ছোটটার কাছে জিজ্ঞাসা )
:৯টা ।
শিক্ষক এখন বড়োটার দিকে তাকিয়ে বললেন, তাহলে তোমাদের দুইজনের মারবেল তো দেখছি অনেক ।একসাথে কয়টা যেন হলো ?

ছোট পিচ্চিটা তার চিঁ চিঁ গলায় চিৎকার দিলো ,"খবরদার ভাইয়া ,বলবি না ।অন্ক শিখায়ালাইবো "

---------
হে সচলবাসী,স্কৃপ্ট জমা দিবার আগে চিন্তা করে দেখেন,সিনেমা বানানোর পোকা মাথায় ঢুকাচ্ছেন না তো ? চোখ টিপি

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

হুম, সচলে কারুবাসনা থাকার পরও সিনেমা আলোচনা হচ্ছে না। অলৌকিক হাসান টিভি অনুষ্ঠান সম্পাদনা করতে করতে সময়ই পায় না। ধ্রুব ডুব সাঁতার দিচ্ছে।
তাই বিষয়টাকে সামনে আনলাম।
ঐ যে মাহবুব লীলেন উঁকি দিয়েছেন। দেখা যাক পারিশ্রমিক ছাড়া তিনি আমাদের কিছু বলেন কিনা। নিদেনপক্ষে একটা ইন্টারভিউ।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ছবি দেখতে দেখতে অরূপ ছবিওয়ালা হয়ে উঠছে। একেবারে দৃশ্য দৃশ্য করে ক্যামেরার চোখে দেখে। ওয়াও।

অরূপের পুরো স্ক্রিপ্ট আনতে গেলে অন্তত: চার মিনিট লাগবে।
তবে সম্পাদনার একটা উপায় আছে। শট ৪০ পর্যন্ত কেটে ফেলা। শট ৪১ থেকে শুরু করা।

তবে ক্যারনের সাথে সম্পর্ক ভাঙানিতে বিয়ারের ভূমিকাটা আরো স্পষ্ট করা দরকার। জাড বিছানার পাশে বিয়ারটাকে দেখে যদি মিলনে আর অগ্রসর না হয় তবে বিয়ারের দোষটা খুব বড় হয়ে দেখা দেয় না।
টেডিকে কোনো এ্যাকশন করতে হবে।
হতে পারে, টেডি জাডের পুরনো প্রেমিকার ছবি এনে বেডসাইড টেবিলে রেখেছে। সেই ছবি দেখে চুম্বনরত ক্যারন রাগে বিছানা ছেড়ে উঠে দরজা খোলে বেরিয়ে যায়। যাওয়ার আগে দিয়ে যায় সম্পর্ক ভাঙার শেষ সংলাপ।
জাড বুঝতে পারে, এটা টেডির কাজ।

তাহলে মিনিট খানেকে ধরানো যাবে।

থ্রি চিয়ার্স ফর অরূপ। (জবাব লেখার পর দেখি অরূপের স্ক্রিপ্টটা হাওয়া। আলাদা করে মন্তব্য লিখতে হলো আবার।)
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আগে স্ক্রিপ্ট।
ফাইনাল ড্রাফটের লিগ্যাল কপি আছে নাকি?
ফাইনাল ড্রাফটে বাংলা লেখার কোনো কায়দা আছে?

কারো এই বিষয়ে অভিজ্ঞতা থাকলে আওয়াজ দিয়েন। ইউনিকোড দিয়া ফাইনাল ড্রাফটে বাংলা লিখতে পারলে আর কোনো সমস্যাই থাকতো না....
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

যন্ত্রপাতি, সফটওয়্যার যা আছে সব আমার লাগবে।
আমার আবার কলকব্জা বেশি পছন্দ।
সফটওয়্যারে স্ক্রিপ্ট লেখা থাকলে, টিপ দিলেই শুটিংপ্ল্যান বের করা যায়। খুব কাজের।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

মাহবুব লীলেন এর ছবি

ঐ যে মাহবুব লীলেন উঁকি দিয়েছেন। দেখা যাক পারিশ্রমিক ছাড়া তিনি আমাদের কিছু বলেন কিনা।-----------------------------------------------
ভাইজান নিজে থেকে বিজ্ঞাপন করলাম বলে আপনিও কমার্শিয়াল প্রডিউসারদের মতো একেবারে বেগার খাটাবেন?
দুইটা বিড়িও তো প্রস্তাব করতে পারতেন?

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

বিড়ি না আমাদের সিস্টেম হলো পাবে এক পাইন্ট।
দুই পাইন্ট খাওয়াইলে ভালো ক্যামেরাম্যান পাওয়া যায়। ওরা আবার পয়সা ছাড়া কিছু বুঝে না তো।

দুই পাইন্টে ডাইরেক্টারও পাওয়া যায়। আর অ-মদারু হলে অরেঞ্জ জুস।
এইসব কি আর বলতে হয়। এমনি এমনি হয়ে যাবে। ভদ্রতা বলে কথা...
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

আহমেদুর রশীদ এর ছবি

শেষমেশ গল্পটা দিয়ে কি করবেন?
কিছু না করলে লিখবো কেন?
কিছু করলে আগে বলতে হবে।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

শেষমেশ এক মিনিটর ফিল্ম হবে।
লিখে ফেলেন। ডিসিপ্লিনের মধ্যে ক্রিয়েটিভ হওয়ার একটা চর্চাও হলো।
সারাজীবনতো একেবারে ফাঁকা ক্যানভাসে ছবি আঁকলেন।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

টেডি কীভাবে জাডকে যন্ত্রণা দিচ্ছে তা নিয়ে গল্প পাওয়া গেলো। আমার ধারণা টেডির এই কার্যকলাপ নিয়ে আরো গল্প ও ছবি হয়েছে।

টেডি থেকে রক্ষা পাওয়ার জন্য জাড কি করতে পারে, সে গল্পও বলা দরকার।
তবে টেডিকে মি: বিন কায়দায় কেঁচি দিয়ে কেটে টুকরা টুকরা করা। বা গাড়ি চালিয়ে ডাস্টবিনে ফেলে আসা, এগুলো খুব বেশি অবভিয়াস।

রক্ষা পাওয়ার জন্য জাড ভিজ্যুয়ালি দেখতে মজা হবে এমন কী করতে পারে?
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

(যারা যারা আগ্রহ দেখিয়েছিলেন, যারা স্ক্রিপ্ট পাঠিয়েছেন বা যারা মতামত দিয়েছেন তাদের আরেক দফা ধন্যবাদ।)

নাটকের মধ্যে নাটক, স্ক্রিপ্টের মধ্যে স্ক্রিপ্ট, এক মিনিটে দর্শকের পয়সা উসুল এরকম ভাবনা নিয়ে একটা স্ক্রিপ্ট লিখেই ফেল্লাম শেষ পর্যন্ত। কমেডিই লক্ষ্য। ডেডপ্যান কমেডি না একদম সিটকম টাইপ কমেডি আমার টার্গেট। তবে এতো কম সময়ের মধ্যে চরিত্রগুলো তুলে ধরা যাবে কিনা, সেটাই চিন্তার বিষয়।

আগ্রহীরা স্ক্রিপ্টটা পড়ে দেখতে পারেন। দৃশ্য দৃশ্য করে লেখা। সহজ। কেউ যদি পড়েই ফেলেন তবে মতামত দিলে খুশি হবো।

1. INT. JUD’S BEDROOM - NIGHT

JUD’s photo with the name of Kevin Sutherland; inside page of a Central African passport. JUD puts down it, then on it a plane ticket - Central African Airways, and finally places pillows over those. He turns to see that the BEAR sleeps, and snores. Jud lies down. Under the bed we see a black gloves covered hand of a hidden man. Jud switches off the light.

TITLE of the film: [ESCAPE TO AFRICA]

Text: [AFTER 30 MINUTES OF DARKNESS]

A torch lights the face of the Bear. Torchlight comes over to Jud’s face. Jud wakes up and switches on the bedroom light.

BURGLAR
(Scared)
Oh my god! You saw me!

Instantly Burglar hits Jud’s head with the torchlight. Jud dies immediately. His head is bleeding. Burglar is scared.

BURGLAR
(Nervously whispers)
Murder! I’ve to get rid of the dead body.

Burglar holds Jud’s legs and pulls his dead body towards the door. Jud’s right hand holds passport and ticket.

BEAR (VO)
(Laughs and claps)
Ha! Ha! Ha! Mark, you may be a good friend but a horrendous actor.

Hearing his name, Burglar drops Jud’s legs down and sits down on the floor with frustration. Jud wakes up and sits against the wall. Both of them stare at the Bear.

BEAR (VO)
What an act! Ha, ha. Who wrote the script, JUD? It was horrible. Escape to Africa! Ha ha ha.

The Bear is still lying but its eyes are open. Bear looks at the mirror to see the reflection of Jud and the burglar at the other side of the room. Bear’s laugh continues.

-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।