শিওরলি ইউ আর জোকিং, মিস্টার ফেইনম্যান!

ত্রিমাত্রিক কবি এর ছবি
লিখেছেন ত্রিমাত্রিক কবি (তারিখ: বুধ, ১৮/০৭/২০১২ - ৭:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

IMG141

রিচার্ড ফেইনম্যান। এই লোকটার ভক্ত হয়ে গিয়েছিলাম বেশ কয়েকবছর আগেই, যখন ডাউনলোড করে ছাড়াছাড়া ভাবে পড়তে শুরু করেছিলাম, 'দ্যা ফেইনম্যান লেকচার্স অন ফিজিক্স'। কিন্তু মনিটর থেকে আমি ঠিক পড়তে পারি না। সেটা হয়ত মনিটরের দোষ না, সেটা আমার অভ্যাসের দোষ। মনিটরকে ছোট থেকেই দুষ্টু জিনিসপত্র দেখার কাজে বেশি ব্যবহার করাই কি তার একমাত্র কারণ কি না, সে ব্যাপারে আমার সন্দেহ থাকলেও, ফলাফলে কোন পরিবর্তন আসে না। মনিটরে ভাল কোন কাজ আমি করতে পারি না, আর পারলেও সেটা খুব বেশি সময় স্থায়ী হয় না, সেটাও হয়ত সেই দুষ্টু কাজে মনিটর ব্যবহার করারই ফল। কে জানে!

যাই হোক দেশে থাকতে পড়ার মত অনেক কিছুই ছিল, হাত বাড়ালেই বুকশেলফ, পা বাড়ালেই নীলক্ষেত-নিউমার্কেট, একটু অপেক্ষায় থাকলেই একুশের বইমেলা। মনিটর ব্যবহার না করলেও তাই বই পড়া যে একেবারে থেমে থাকত, তা না। কিন্তু দেশের বাইরে আসার পর বই পড়ার স্বভাবটা একদম কমে গেছিল। সেটা কি কাজের চাপে নাকি, হার্ড-কপি বইয়ের অভাবে সেটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। বই পড়ার জন্যে দরিদ্র গ্রাজুয়েট স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছেঁকে একটা কিন্ডলও কিনে ফেললাম। কিন্তু ঐযে স্বভাব, মনিটর দেখলেই অভ্যাসবশত: বিভিন্ন কুস্মৃতি ভেসে ওঠে, বই টই ঠিক পড়া হয় না।

যাক সেসব কথা। অনেক দিন কিনব কিনব করেও কেনা হচ্ছিল না 'দ্যা ফেইনম্যান লেকচার্স অন ফিজিক্স'। দেশে থাকতে অনেক খুঁজেছি, ঠিক সুবিধা করতে পারিনি। এখানে এসে আমাজনে ঢুকি আর বেরিয়ে আসি, ঢুকি আর বেরিয়ে আসি। আসল কারণ ছিল আসলে দাম। গ্রাজুয়েট স্টুডেন্টের হাস্যকর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গুনে-গেঁথে একশ সাঁইত্রিশ ডলার বের করা তো আর সোজা কথা না! কিন্তু বইয়ের একটা অদ্ভুত ব্যাপার আছে। কেমন জানি একটা বিটকেল নেশা। শূন্যেরও নীচে থাকা ব্যাঙ্ক ব্যাল্যান্স নিয়েও ক্রেডিট কার্ডের ওপর ভরসা করে আমাজনে কার্টে একটা একটা করে বই ভরতে লাগলাম। একশ সাঁইত্রিশ ডলার ফুলে ফেঁপে মোটামুটি তিনশ ডলারের কাছাকাছি চলে গেল। ঝোলায় ভরা হল, ডকিন্সের 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ', 'দ্যা ম্যাজিক অব রিয়েলিটি', 'দ্যা সেলফিশ জিন', 'দ্যা অ্যানসেস্টরস টেইল', 'দ্যা এক্সটেন্ডেড ফিনোটাইপ', ফেইনম্যানের বায়োগ্রাফিক্যাল বই, 'শিওরলি ইউ আর জোকিং, মিস্টার ফেইনম্যান', 'হোয়াট ডু ইউ কেয়ার হোয়াট আদার পিপল থিঙ্ক?', 'কিউইডিঃ দ্যা স্ট্রেঞ্জ থিওরি অব লাইট অ্যান্ড ম্যাটার' আর লিওন লেডারম্যানের, 'দ্যা গড পার্টিক্যালঃ ইফ দ্যা ইউনিভার্স ইজ দ্যা অ্যান্সার, হোয়াট ইজ দ্যা কোয়েশ্চেন?'।

আপাতত বইগুলো টেবিলের ওপর জমা করে প্রিঅর্গাজমিক আনন্দ পাচ্ছি। একেবারে ঢুকে পড়ার সময় নেই। থিসিসটা একটু ঘষে মেজে নিতে হচ্ছে। হালকা চালে পড়ার জন্যে বেছে নিলাম, 'শিওরলি ইউ আর জোকিং, মিস্টার ফেইনম্যান'। বইয়ের মলাটেই লেখা আছে এরকম, 'কুইন্টেসেনশিয়াল ফেইনম্যান-ফানি, ব্রিলিয়ান্ট, ব্যডি'। বইটা পড়া শুরু করে মনে হল, এর চেয়ে ভালভাবে আর বলা যেত না বইটার ব্যাপারে।

বিজ্ঞানী মনে হলে আমাদের মনে যেমন ভয় ধরানো সারাদিন ল্যাব আর অঙ্কের হিসাব নিয়ে পড়ে থাকা রগচটে বা অবসেসিভ কোন চরিত্র হয়ত অনেক সময়ই মাথায় আসে। এই বইটা পড়লে সেই ধারণা চুটকিতে উড়ে যাবে। লোকটার প্রতি মুগ্ধতা শুরু হয়েছিল, সেই লেকচার অন ফিজিক্স পড়ে, মনে হয়েছিল, ফিজিক্স হয়ত এভাবেই বোঝা উচিৎ। এই বইটা পরে মনে হল, জিনিয়াস হলে এরকমই হওয়া উচিৎ। জিনিয়াসরা হয়ত কোন নিয়ম মানে না, সবাই হয়ত নিজেদের মত করে আলাদা। কিন্তু ফেইনম্যান অন্যরকম। বিশ্বাস না হয় বইটা পড়ে দেখুন!

বইটা ঠিক ফেইনম্যানের নিজের লেখা না। এটা একটা সম্পাদিত সংকলন বলতে পারেন, যেটা করেছিলেন, ফেইনম্যানেরই বন্ধু রালফ লেইটন। বইয়ের শুরুতেই আছে বইটা সম্পর্কে রালফের মন্তব্য। একেবারে রালফের মত করেই আমি বলব। বইয়ের প্রত্যেকটা ঘটনাই অসাধারণ, একজন অসাধারণ জিনিয়াস মানুষের পাগলামি, সেন্স অব হিউমার আর প্র্যাক্টিকাল জোকস।

বইটা পড়ে আমার শুধু একটা কথাই মনে হয়েছে, এই বইটা হয়ত আমি ক্লাস সেভেন বা এইটে পড়তে পারতাম। খুব ইচ্ছে আছে বইয়ের এক-একটা ঘটনা ধীরে ধীরে অনুবাদ করার। এই গল্পগুলো অন্যরকম ভালোলাগার। এত কোয়ালিটি সেন্স অব হিউমার আমি খুব বেশি দেখিনি। যতটুকু পড়েছি কেবল মুগ্ধ হয়েছি, হাহা করে হেসেছি।

বইয়ে কী লেখা আছে সেটা আর আজকে বলছি না। শুধু বলব পড়ে দেখুন, ঠকবেন না। রালফ লেইটনের কথা দিয়েই শেষ করি, "দ্যাট ওয়ান পার্সন কুড ইনভেন্ট সো মাচ ইনোসেন্ট মিসচিফ ইন ওয়ান লাইফ ইজ শিওরলি অ্যান ইন্সপিরেশন"।


মন্তব্য

স্পর্শ এর ছবি

ফাইনম্যানের ভূত আপনার ঘাড়েও চাপলো অবশেষে! হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...

ত্রিমাত্রিক কবি এর ছবি

হ্যাঁ, কঠিন ভূত

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

নাহ ফাইনম্যানের বই মনে হয় যোগাড় করতেই হইবো কিছু। ব্যাট‌্যা কত বড় পাকনা ছিলো পইড়া দেখতে হয়।
কবি ভাই লেখা ভালো হইছে, অনুবাদ তাড়তাড়ি কইরা ফেলান।

____________
আইলসা

অরফিয়াস এর ছবি

অতিথি লেখকের একাউন্টে এহেন নারীছবি কোথা থেকে এলো ?? !! অ্যাঁ

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ত্রিমাত্রিক কবি এর ছবি

নারীছবি!!! কই আমি তো কিছু দেখি না ওঁয়া ওঁয়া

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ত্রিমাত্রিক কবি এর ছবি

তাড়াহুড়া করে লেখা। বইটা পড়তে শুরু করে সবাইকে জানানোর ইচ্ছা হল। এমন মহান কোন আইডিয়া বা কিছুই না, সিম্পল, কিন্তু অন্যরকম ইন্সপিরেশান। লেখার শেষবাক্যটা আক্ষরিক অর্থেই সত্যি।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ক্রেসিডা এর ছবি

অনুবাদ টা শুরু করে দিন বস। অপেক্ষায় রইলাম।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ত্রিমাত্রিক কবি এর ছবি

অনুবাদ শুরু করতে হয়ত দেরি হবে। কে জানে করাই হবে না হয়ত। কত উদ্যোগ যে এভাবে মাঠে মারা গেছে। পিডিএফ পড়তে সমস্যা না থাকলে, ইংরেজিটাই শুরু করুণ না!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমেরিকার প্রায় প্রতিটা শহরে একটা করে লাইব্রেরী থাকে। এই লাইব্রেরী গুলো প্রতি সিজনে (ফল, সামার, স্প্রিং) একটা করে বুক সেইল দেয়। সেখানে প্রতিটা হার্ড কাভার ১ডলার আর পেপারব্যাক পঞ্চাশ সেন্ট করে বিক্রি করে। আমি ইদানীং সেখান থেকে বই কিনে কিনে পাহাড় বানিয়ে ফেলেছি।

এছাড়াও alibris.com বা abebooks.com এ অনেক সময় অনেক সস্তায় বই পাওয়া যায়। তবে ইদানীং অ্যামাজনের ইউজড বুক সেকশনেও ভালো ডিল পাওয়া যায়।

তুলনামূলক বড় কিংবা মাঝারী আকারের শহরগুলোতে, কিংবা ইউনিভার্সিটির আশেপাশে পুরোনো বইয়ের দোকান থাকে। আমার অফিসের কাছেই আছে চারটা। সেখানেও বেশ সস্তায় ভালো বই পাওয়া যায়।

ক্রেইগলিস্ট বই বিক্রি হলেও কাজের কিছু পাইনি কখনো।

ত্রিমাত্রিক কবি এর ছবি

হ্যাঁ abebooks.com থেকে সস্তায় কিছু অ্যাকাডেমিক বই কিনেছিলাম। আমাদের এই শহরটা বেশ ছোট, লাইব্রেরী, পুরানো বইয়ের দোকান সবই আছে। কিন্তু সেরকম ভাল বই খুব একটা দেখি না। আর বই কিনতে গেলে টাকা পয়সা গায়েও কেন যেন একটু কমই লাগে। দেখি ভ্যাঙ্কুভার মোভ করলে হয়ত পুরানো বইয়ের দোকান বেশ কাজে দেবে।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অরফিয়াস এর ছবি

মনিটরে আমারও বই পড়া হয়না, প্রায় ২০ জিবি ইবুক নিয়ে বসে আছি !!

একগাদা বই অনলাইন থেকে কিনে শেলফে রেখে আমিও প্রিঅর্গাজমিক আনন্দ নিচ্ছি গত একমাস ধরে!!

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ত্রিমাত্রিক কবি এর ছবি

পড়েন আর রিভিউ লেখেন। তাহলে সেখান থেকে আমিও কিছু আমার কার্টে জমা রাখি। টাকা পয়সার একটু টানাটানি কমলেই অর্ডার করে দেব।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

জুন এর ছবি

অনুবাদের অপেক্ষায়। দেঁতো হাসি পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...

ত্রিমাত্রিক কবি এর ছবি

অপেক্ষায় থাকলে জীবনেও পড়া হবে না। পিডিএফটা শুরু করে দেন।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

শিশিরকণা এর ছবি

বই পড়ার অভ্যাসটা চলে গিয়েছিলো, ধরে বেধে অভ্যাস পুনরুদ্ধার করতে গত ফেব্রুয়ারি মাসে এই বই মেলা থেকে শ'খানেক বই কিনলাম, শামুকের গতিতে হলেও পড়া হচ্ছে।
আজকাল বেশিরভাগ লাইব্রেরিরই অনলাইন সাবস্ক্রিপশন থাকে, যেটা ব্যাবহার করে কিন্ডলে বই ধার করা যায়। আপনার লোকাল লাইব্রেরিতে বিনামূল্যে এই মেম্বারশিপ নিয়ে ফেলেন।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

ত্রিমাত্রিক কবি এর ছবি

কী কী বই পড়ছেন, সেগুলা নিয়ে লিখুন না! এমনিতে অ্যানোনিমাস বুক রিভিউ পড়ে সবসময় ঠিক ধারণাটা পাওয়া যায় না। সচলে সমমনা মানুষের সাথে রুচির মিলটা বেশি হয় হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

শিশিরকণা এর ছবি

ফাইনম্যানের বইটার বাংলা অনুবাদে পড়েছি। বিজ্ঞানী হয়ে সাম্বা নাচ দেয়, এইটা পড়ে চোখ কপালে উঠে গেছিল। জিনিয়াস হতে হলে নিয়মের খেতা পুড়তে হয় আগে। নিয়ম অনুসরণ করে কেউ কখনো নতুন কিছু আবিষ্কার করেনি।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

ত্রিমাত্রিক কবি এর ছবি

ওহ বাংলা অনুবাদ তাহলে আছেই! আমাকে তো আর করতে হচ্ছে না তাহলে দেঁতো হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

কৌস্তুভ এর ছবি

এতোগুলো বই কিনেছেন তো বইয়ের পাঁজার একটা ছবি কই?

ত্রিমাত্রিক কবি এর ছবি

বইয়ের পাঁজার ছবি আসবে। কালকে লেখার পর, উপ্রের ছবিটা তাড়াহুড়া করে মোবাইল ক্যাম্রায় তোলা। পাঁজার ছবি তুলে দেখি একটা ফটোব্লগ দেব খাইছে

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

বন্দনা এর ছবি

উনার কোন বই পড়িনাই এখন পর্যন্ত, এখন আপ্নিই ভরসা, যদি আমাদের বই সম্পর্কে কিছু রিভিউ শোনান।

ত্রিমাত্রিক কবি এর ছবি

দেখি সময় পেলে হয়ত চেষ্টা করব। তবে লেকচার্স অন ফিজিক্স তো আর রিভিউ লেখা যাবে না। ওটা নামিয়ে পড়তে পারেন। ফিজিক্স ভাল লাগলে, সেই ভাল লাগা বেড়ে যাবে বহুগুণ, আর না ভাল লাগলেও, ভাল লাগা শুরু হবে!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অনিকেত এর ছবি

পদার্থবিজ্ঞান পড়বেন অথচ ফাইনম্যান আপনার হিরো হবেন না---এইটে প্রায় অসম্ভব।
তাই আর কিছু পারি বা না পারি, বুক ঠুকে সব সময় বলি, আমার হিরো ফাইনম্যান!!
ত্রিমাত্রিক কবি, আপনার লেখাটা আমার সেই পুরোনো প্রেমটা আবার উসকে দিয়ে গেল।

আমার পদার্থবিজ্ঞান পড়ার কারণে আর কিছু হোক বা না হোক, আমার বাবা দুইজন বিশিষ্ট বিজ্ঞানীদের নিয়ে সাঙ্ঘাতিকরকমের অবসেসড হয়ে গিয়েছিলেন। তার ফলশ্রুতিতে দু'টি বইও লেখা হয়েছিল তার---একটা ছিল স্টিফেন হকিং এর জীবনী নিয়ে, আর অন্যটি ছিল ফাইনম্যানকে নিয়ে। সেইটি মূলত এই বইটিকে উপজীব্য করেই লেখা। দুইটি বইই সময় প্রকাশনী থেকে বেরিয়েছিল।
ফাইনম্যানের বইটিতে খুব সম্ভবত জাফর স্যার একটা ভূমিকা লিখে দিয়েছিলেন। যারা বাংলায় বইটি এবং ফাইনম্যান সম্পর্কে জানতে আগ্রহী তারা খুঁজে দেখতে পারেন। বইটির নাম খুব সম্ভবতঃ 'ফাইনম্যানের আত্মজীবনী' (এই সুযোগে বাবার ঢোল বাজিয়ে নিলাম)।

ত্রিমাত্রিক কবি এর ছবি

পদার্থবিজ্ঞান পড়বেন অথচ ফাইনম্যান আপনার হিরো হবেন না---এইটে প্রায় অসম্ভব

খাঁটি কথা।

আপনার বাবার প্রতি শ্রদ্ধা। খুব ভাল করেছেন একটু ঢোল পিটিয়ে, এই বইগুলোর প্রচার হওয়া দরকার। আমরা ছোট থেকে বড় হই ধর্মগুরুদের জীবনী পড়ে। সেটার ফলাফলও পাচ্ছি আমরা। আমাদের শৈশব কৈশোরে যদি ফেইনম্যানের একটা অবদান থাকত, আজকের আমরা কিছুটা হলেও কি বদলাতাম না?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অনিকেত এর ছবি

আমরা ছোট থেকে বড় হই ধর্মগুরুদের জীবনী পড়ে। সেটার ফলাফলও পাচ্ছি আমরা। আমাদের শৈশব কৈশোরে যদি ফেইনম্যানের একটা অবদান থাকত, আজকের আমরা কিছুটা হলেও কি বদলাতাম না?

লাখ কথার এক কথা বস!!!

শিশিরকণা এর ছবি

অনিকেতদা, আপনার বাবাকে বলবেন, তার অনুবাদ খুবই ঝরঝরে হয়েছে। পড়ে খুবই আরাম পেয়েছি। অনুবাদটা পড়ার আগে ফাইনম্যানের সঙ্গে কেবল নামে পরিচয় ছিল, কামে (মানে পদার্থবিজ্ঞানে) আর চামে চামে কত কিছু করেছেন এই ভদ্রলোক, সেই সবের সঙ্গে পরিচয় করিয়ে দেয়াড় জন্য ধন্যবাদটা আপনার বাবার প্রাপ্য। গুরু গুরু

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মোঃ আব্দুল আজিজ আপনার বাবা? সালাম জানাবেন। বইদুটি চমৎকার। হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

শাব্দিক এর ছবি

ব্লগ পড়তে কোন সমস্যা হয় না কিন্তু মনিটরে বই কেন পড়তে পারি না আজও বুঝলাম না।
অনুবাদটা করেই ফেলেন, বাংলায় পড়তে অনেক আরাম হবে। দেঁতো হাসি
রিভিউ ভাল্লাগসে।

ত্রিমাত্রিক কবি এর ছবি

আসলে ব্লগ তো সাইজে সেরকম বড় হয় না। সেরকম বড় হলে ব্লগ পড়তেও কিন্তু আমার সমস্যা হয়। ইচ্ছা তো আছে, দেখা যাক কী হয়!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

-লেখা ভালো পাইলাম হাসি
-বাসায় এত্তো বই জমে গেছে কি বলবো! ফাইনম্যানের বই পড়ার লিস্টিতে আছে। ভালো কথা উনার বই ইপাব/মোবি ফর্ম্যাটে পাওয়া যায়? আমি খালি পিডিএফই পাইলাম মন খারাপ

---------------------
আমার ফ্লিকার

ত্রিমাত্রিক কবি এর ছবি

ইপাব/মোবি ফরম্যাটে পাই নাই বস। আর পিডিএফ যেটা পাচ্ছি সেটার ফরম্যাটিং জঘন্য। পড়ার লিস্টে থাকলে পড়ে ফেলেন। এই পড়ার বাকেট লিস্ট তো জীবনেও শেষ হবে না, এইজন্যে প্রায়োরিটি সেট করা দরকার।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

-বাসায় ৮-৯টা বই জমে আছে আর সম্প্রতি কিন্ডল টাচ কিনছি টেরি প্রাচেটের বই পড়ার জন্যে।
-দেখি ঢাকায় ফেইনম্যানের কটা বই পাই।

---------------------
আমার ফ্লিকার

অতিথি লেখক এর ছবি

ভাই, বাস্তব জীবনে প্রকৌশলী বলেই কিনা জানি না, ফাইনম্যান যে কখন হৃদয়ের গহীনে সাইন করে বসে আছেন টের পাইনি - আপনার এই লেখাটা পড়ে ভালো লাগলো, আরো ভালো লাগলো অন‌্যান্যদেরও একই অনুভূতি দেখে - তবে ঢাকায় সমস্যা হলো সব বই পাওয়া যায় না। - অয়ন

ত্রিমাত্রিক কবি এর ছবি

পিডিএফ পাবেন। ফরম্যাটিং ভালোনা যদিও।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

কাজি মামুন   এর ছবি

সেলফে রাখা বইগুলোর দিকে তাকালে আসলেই অন্যরকম আনন্দ হয়, আপনার ভাষায় যা প্রিঅর্গাজমিক আনন্দ! হাসি পড়ি আর না পড়ি, প্রিয় বইগুলো হাতের কাছেই আছে, এই ভাবনাতেই অদ্ভুত ভাল লাগা তৈরি হয় মনে! 'শিউরলি ইউ আর জোকিং, মিস্টার ফেইনম্যান' বইটি কি সবার পাঠোপযোগী? মানে, যারা বিজ্ঞানের ছাত্র নয়, তারাও পড়তে পারে? আপনি সেভেন-এইটে পড়তে না পারার জন্য আক্ষেপ করেছেন, তাই মনে হচ্ছে, বিজ্ঞানের ছাত্র না হয়েও হয়ত এই বইয়ের সুধা পান করা সম্ভব! আর সম্ভব হলে বইটির লিংক দেয়ার অনুরোধ থাকল! ভাল থাকবেন!

ত্রিমাত্রিক কবি এর ছবি

মামুন ভাই, বইটা পড়ার জন্যে বিজ্ঞানের ছাত্র হওয়া জরুরী না। বিজ্ঞানের প্রতি ভালবাসা থাকলেই হবে!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ত্রিমাত্রিক কবি এর ছবি

google সার্চ করুন। খুব সহজে পেয়ে যাবেন। ফরম্যাটিং সুবিধার না যদিও।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক

ত্রিমাত্রিক কবি এর ছবি

অনেক অনেক ধন্যবাদ।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তারেক অণু এর ছবি

অনুবাদ কত দূর?

ত্রিমাত্রিক কবি এর ছবি

কী কন এইডা। এইডা তো আমার ইনফাইনাইট বাকেট লিস্টের একটা অ্যাডিটিভ এলিমেন্ট। ডিফেন্স দিতে পারলাম না এক্ষনও। আর সবাইরে কি আপনার মত জ্বিন ভাবেন নাকি ভাই! আমার তো বেশ ছায়া টায়া পড়ে!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তিথীডোর এর ছবি

একশ সাঁইত্রিশ ডলার ফুলে ফেঁপে মোটামুটি তিনশ ডলারের কাছাকাছি চলে গেল।

বাপরে, আপনার বুকের পাটা ছিলো বলতে হয়!

লেখাটা গুডরিডসেও রেখে দিতে পারেন। আকারে আরেকটু বাড়তি হলে তো কথাই নেই। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।