কয়েকজন শেকড়হীন স্বার্থপর মানুষের প্রজন্ম চত্বর

ত্রিমাত্রিক কবি এর ছবি
লিখেছেন ত্রিমাত্রিক কবি (তারিখ: রবি, ৩১/০৩/২০১৩ - ১১:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শাহবাগ আন্দোলনের একেবারের শুরুর দিকের কথা। কুখ্যাত রাজাকার কসাই কাদের ওরফে কাদের মোল্লার প্রত্যাশিত ফাঁসির রায় না পাওয়ায় সমগ্র বাংলাদেশ তখন জ্বলে উঠেছে। সেই আগুনের সবচেয়ে বড় শিখাটি জ্বলজ্বল করে জ্বলছে শাহবাগে। শিখার আগুন শুধু শাহবাগে স্থির থাকে না, আমরা জানি সেই আগুন বাংলার প্রতিটি মানুষের বুকে, সেই আগুন বাংলার প্রতিটি অলিতে গলিতে। আমরা যেইসব দুর্ভাগা স্বার্থপর, যারা সবকিছু ছেড়েছুড়ে দেশের বাইরে চলে এসেছি, শিখার আগুন কিছুটা সেইসব স্বার্থপরদের বুকেও বোধহয় জ্বলে, কিন্তু তারা তো চাইলেই শাহবাগের শিখা অনির্বাণের অংশ হয়ে জ্বলতে পারে না। সেই আগুনের শিখা আমরা জ্বালানোর চেষ্টা করি কখনও ফেসবুকে, কখনও টুইটারে কখনও লেখায়, কখনও গানে।

কোন রকম উচ্চাশা ছাড়াই শাহবাগ নিয়ে একটা গান লিখেছিলাম শাহবাগ আন্দোলোনের একেবারে শুরুর দিকে। নিজের লেখালেখির উপরে খুব একটা ভরসা নেই, তাছাড়া শাহবাগ নিয়ে অসাধারণ সব গান হচ্ছিল, সেই সারিতে যোগ দেয়ার সাহস পাইনি। এর উপর আমি মোটামুটি অসুর পর্যায়ের মানুষ, সুর অসুরের পার্থক্য ধরতেই পারি একেবারে কম, করতে পারি আরও কম, তাই কথাগুলো ড্রয়ারবন্দী ছিল বেশ কয়েকদিন। এরপরে রাজীব হত্যা, জাফর হত্যা, পুলিশ ভাই-বোনদের নির্বিচারে হত্যা, আরো অনেক অনেক হত্যা, রক্ত। এরপরে আরও কয়েকটা লাইন যোগ হল ড্রয়ারবন্দী গানটাতে, কিন্তু ড্রয়ার থেকে বের হল না গানটা বা কথাগুলো গান হয়ে উঠলো না।

স্বার্থের টানে দেশ ছেড়ে চলে আসা একদল শেকড়হীন মানুষ আমরা। দিনে রাতে ফেসবুক, চ্যাটবক্সে দেশ উদ্ধার করি। একদিন চ্যাটবক্সে রাজিব ভাই (সচলের রাজিব মোস্তাফিজ), অর্ণ আপু, শঙ্খ ভাইকে আধাখ্যাচরা গানের খসড়াটা দেখালাম। এই তিনজনের অত্যুৎসাহে ড্রয়ারবন্দী গানটা তখনই কিছুটা সুর পেয়ে গেল, এরপরে শঙ্খ ভাই, অভীকদা আর অর্ণ আপু আমার আধাখ্যাচরা কয়েকটা লাইনের ওপর আক্ষরিক অর্থেই জীবন দিয়ে ফেলল। কয়েকদিনের মধ্যে সাত-আটজন মানুষ নিয়ে একটা সম্পূর্ণ নতুন সুরের একটা কোরাস করা যে কী হ্যাপা সেটা আমি দূর থেকে টের পেলাম বোধহয় খুব কমই।

কিন্তু এই আধাখ্যাচরা কয়েকটা লাইনের উপর কয়েকজনের (বিশেষ করে শঙ্খ ভাই, অর্ণ আপু আর অভীকদা) যেই পরিশ্রম গেছে, তাতে এরকম দু-চার লাইন লিখে ফেলে আবার যে ওনাদের যন্ত্রনা দেব এই ব্যাপারে আমার আর কোন সন্দেহ নেই, আমি আবার মানুষকে যন্ত্রণা দিয়ে বড় সুখ পাই। এই যন্ত্রণার সঙ্গী ছিল রাফিয়া, ফারান, স্বাতী আপু, মামুন ভাই আর সবুজ ভাই। আর শেষ রাত্রে দলবল নিয়ে আনিকা আপুর ঘুম ভাঙ্গানোর জন্যে বেলাশেষে নিঃশর্ত ক্ষমা চেয়েই না হয় শেষ করি আমাদের গানের দলের গল্প। হয়ত আবার দেখা হবে অন্য কোন গল্পে, অন্য কোন গানে বা অন্য কোন সুরে। শাহবাগের শিখা অনির্বাণ জ্বলজ্বল করে জ্বলুক আমাদের সবার বুকে। জয় বাংলা।

কথাঃ শান্ত, সুরঃ শঙ্খ-অভীক
আবৃত্তিঃ স্বাতী, গিটারঃ অভীক, ফারান
কন্ঠঃ রাফিয়া, অর্ণ, স্বাতী, হাসান মামুন
স্টুডিও সহযোগিতাঃ সবুজ মজুমদার

গানের কথাঃ

বুকের ভেতর জমা করে রাখা টুকরো বাংলাদেশ
সারা পৃথিবীর শাহবাগ মিলে শাহবাগে হয় শেষ।

জনতার স্রোতে একাকার হয়ে রাজপথ হয় নদী
একাত্তরের ধর্ষক খুনী সেইখানে আসে যদি -
শকুনেরা আজ শুনে রাখ শুধু সময় হয়েছে শেষ
মণীষারা আজ জেগে আছে রাত, হৃদয়ে বাংলাদেশ।।

জনতার স্রোতে নেশা লেগে যায় স্বপ্নমাখা ঘোর
প্রজন্ম থেকে প্রজন্ম মিলে প্রজন্ম চত্বর।
জনতা জেগেছে পদ্মা, মেঘনা, যমুনার স্রোতে মিলে
শাহবাগে আছে সব প্রজন্ম, প্রজন্ম মিছিলে
শাহবাগ তুমি জেগে থাক, জানি আসবে তীব্র ভোর
পাপ-তাপ সব ধুয়ে মুছে দেবে প্রজন্ম চত্বর।

তিরিশ লক্ষ প্রাণের শপথ, জনতা করে না ভুল
জনতার দাবি ফাঁসির মঞ্চ, নড়বেনা এক চুল।
রাজপথে আজ পদ্মা, মেঘনা, যমুনার সেই ঢেউ
জনতার রায়, ফাঁসির মঞ্চ, বাঁচবেনা জেন কেউ।।

তিরিশ লক্ষ প্রাণও জেনে নিও মিছিলের পিছে আছে
শাহবাগ আজ দেশে নয় শুধু, হৃদয়ে ছড়িয়ে গেছে।।

শাহবাগ আজ প্রাণের রাজ্য, লক্ষ প্রাণের ঢেউ,
তিরিশ লক্ষ স্বজন যে আছে, বুঝতে পারেনি কেউ।
তিরিশ লক্ষ প্রাণের মিছিলে যোগ হল নয়া প্রাণ
রাজীব জাফর শামিল হলে যে, হলে জীবনের গান।।

তোমার রক্তে চেতনার রঙ, তোমার কণ্ঠে ঘন্টার ঢং,
তোমার পাঁজর যুদ্ধের ঢাল, তোমার চেতনা, স্বপ্নে মাতাল,
তোমার রক্ত মোদের শপথ, তোমার রাস্তাই আমাদের পথ।।

জনতার স্রোতে নেশা লেগে যায় স্বপ্নমাখা ঘোর,
প্রজন্ম থেকে প্রজন্ম মিলে প্রজন্ম চত্বর।।

গানের লিঙ্কঃ

আমাদের পরিকল্পনা আছে একটা মিউজিক ভিডিও বানানোর। কিন্তু এই অস্থির হতাশাজনক সময় আর কিছুই ভাল লাগছে না, অনেকের সাউন্ডক্লাউড থেকে শুনতে সমস্যা হচ্ছে, তাই আপাতত কিছু বিচ্ছিন্ন ছবি নিয়ে বানানো (ক্রেডিটঃ অর্ণ আপু) একটা ভিডিও ইউটিউবের জন্যে আপ্লোড করা হলঃ

প্ল্যান ছাড়া হাতে থাকা ভিডিওগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম পরে, সেটা যোগ করে দিলাম


মন্তব্য

শাব্দিক এর ছবি

চলুক
কিছু মানুষ শেকড় থেকে দূরে থেকেও শেকড়ের টান বোধ করে অন্যদের চেয়ে বেশি, তাদের অন্তত স্বার্থপর বলা যায় না।

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

ত্রিমাত্রিক কবি এর ছবি

যাক আপনে বরাবর লাস্টে কমেন্ট মারেন, এইবার ঠিকাছে। আর নিজেরে এখন খুব স্বার্থপর মনে হয় আসঅলেই। কয়েকটা ছেলে আক্ষরিক অর্থেই মারা যাইতে বসছে, আর আমরা গান গাই, কবিতা লিখি, হোয়াট দ্যা হেল মন খারাপ

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ইয়াসির আরাফাত এর ছবি

মন খারাপ

ইয়াসির আরাফাত এর ছবি

সহজ কথায় গভীর বোধ তৈরী করা গান আজকাল একটু দুর্লভ হয়ে পড়েছে। আপনি এমন আরও গান লিখবেন, এই অনুরোধ থাকলো

শাব্দিক এর ছবি

যারা মুক্তিযুদ্ধের গানগুলি লিখেছিল, আর বিশ্বে ছড়িয়ে দিয়েছে, তাদের প্রয়োজনীয়তা শহীদদের চেয়ে খুব কম ছিল?
যাই হোক একবার হইলেও আমি ফারস্ট দেঁতো হাসি , সারাজীবন সব কিছুতেই তো লাড্ডুগুড্ডু হলাম মন খারাপ

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

সচল জাহিদ এর ছবি

চলুক চলুক চলুক


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

ত্রিমাত্রিক কবি এর ছবি

ধন্যবাদ জাহিদ ভাই হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

মানিক মনিরুল এর ছবি

''জনতার স্রোতে নেশা লেগে যায় স্বপ্‍নমাখা ঘোর,
প্রজন্ম থেকে প্রজন্ম মিলে প্রজন্ম চত্বর।''

অসাধারণ কথাগুলো চলুক । গানটাও শুনলাম, গায়ে কাটা দিয়ে উঠছে।

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

চলুক ফাহিম হাসান শূন্য

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

রনি  এর ছবি

চলুক

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তাপস শর্মা এর ছবি

দুরন্ত......

ত্রিমাত্রিক কবি এর ছবি

ধন্যবাদ, তাপসদা।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সাবেকা  এর ছবি

যেমন সুন্দর কথাগুলো তেমনি সুন্দর গাওয়া । গায়ে কাটা দিয়ে উঠেছে বার বার ।
বহুবার যে শুনব এই গান তাতে কোন সন্দেহ নেই । আমার প্রিয় গানের তালিকায় যোগ হল এই গানটাও ।

আপনি এবং যারা যারা এই গানের সাথে জড়িত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ।

হাততালি হাততালি হাততালি

ত্রিমাত্রিক কবি এর ছবি

অনেক ধন্যবাদ আপু, আপনার ধন্যবাদ সবার কাছে পৌছে যাবে।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

আরাফাত এর ছবি

ডাউনলোড করার কোন উ্পায় আছে কি?

ত্রিমাত্রিক কবি এর ছবি

এখনও কোন উপায় তো নেই!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

প্রৌঢ় ভাবনা এর ছবি

যাহ্, কি যে বলেন না, দারুণ হয়েছেতো ! চলুক

ত্রিমাত্রিক কবি এর ছবি

হাসি অনেক ধন্যবাদ।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

জোহরা ফেরদৌসী এর ছবি

চলুক

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

ত্রিমাত্রিক কবি এর ছবি

অনেক ধন্যবাদ আর আবারও সচলত্বের অভিনন্দন।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ঘুমকুমার এর ছবি

শাহাবাগ তুমি জেগে থাক /
জানি আসবে তীব্র ভোর /
পাপ তাপ সব ধুয়ে মুছে দেবে /
প্রজন্ম চত্ত্বর।

চলুক

ত্রিমাত্রিক কবি এর ছবি

অনেক ধন্যবাদ।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ফ্ল্যাশ প্লেয়ার সংক্রান্ত জটিলতায় গানটা শুনতে পারলাম না মন খারাপ

______________________________________
পথই আমার পথের আড়াল

ত্রিমাত্রিক কবি এর ছবি

মন খারাপ অন্য ব্রাউজারে টেস্ট করছেন? ই-মেইল করে দিতে পারি চাইলে।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তানিম এহসান এর ছবি

দারুণ কথা। বহুদিন পর শুধুমাত্র একুয়েস্টিক গিটারের বেজ করে তৈরি করা কোন কম্পোজিশন এতটা সামগ্রিক, এমন দুর্দান্ত লাগলো! হামিং, আর কোরাস এর জায়গাগুলো প্রতিবার বিপুল প্রেরণা।

আপনাদের এই দলগত প্রয়াস চলুক। আপনাদের সবার জন্য আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ত্রিমাত্রিক কবি এর ছবি

অনেক অনেক ধন্যবাদ তানিম ভাই। আমাদের গানের দলকে সবার শুভকামনা পৌছে দিচ্ছি। ভাল থাকুন।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তারেক অণু এর ছবি
ত্রিমাত্রিক কবি এর ছবি

হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

লুৎফর রহমান রিটন এর ছবি

নিজেদের শেকড়হীন বললে কেনো? এরকম কবিতা যে লিখতে পারে, এরকম সুর যে দিতে পারে, এরকম বাদ্য যে বাজাতে পারে, এরকম গান যে গাইতে পারে--সে শেকড়হীন হয় কী কি করে?
শাহবাগ প্রজন্ম চত্বর নিয়ে অনেক গান হয়েছে। এটা ওয়ান অব দ্য বেস্ট।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

ত্রিমাত্রিক কবি এর ছবি

রিটন ভাই, আপনি নমস্য, আপনার মন্তব্যে ধন্য হলাম, ঋদ্ধ হলাম, উদ্বেলিত হলাম।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

নিজেকে স্বার্থপর ভাবছেন কেন, স্বার্থপর ভাববার কিছু নেই।
মনে করুনতো যারা আমরা দেশে বসে দেশ বিরোধীদের সাথে হাত মিলিয়েছি,
তাদের সঙ্গে আপনাকে তুলনা করে ছোট করবনা।
ভাল থাকবেন, শুভকামনা রইল।

তুহিন সরকার।

ত্রিমাত্রিক কবি এর ছবি

অনেক ধন্যবাদ হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

এ যাবত কালে শাহবাগ নিয়ে যত গুলো গান হয়েছে,শুনলেই মনে হত ব্যাবসায়িক উদ্দেশ্যে লেখা!!
এই গান টা শুনে মনে হল ভালবাসা থেকে লেখা।
৭১ এর সময়ে লেখা গানের ছায়া আছে,যা আসলে এই যুগে পাওয়াই যায় না!
বর্তমান সময়ের তৈরি দেশাত্ববোধক গান শুনলে বিরক্ত লাগে।
এটা তার ব্যাতিক্রম।
অনেক ভাল হয়েছে।
গিটারের কাজ ও সুন্দর এবং সিম্পল!!
চলুক

সুবোধ অবোধ

ত্রিমাত্রিক কবি এর ছবি

কাউকেই ছোট না করি, আমি বিশ্বাস করি যতগুলো গান হয়েছে সবগুলোই ভালবাসা থেকেই লেখা। গান ভাল হোক খারাপ হোক তাতে আসলে কতটুকু যায় আসে বলেন? শেষ পর্যন্ত ওই ভালবাসাটুকুই টিকে থাকুক, ওটাই কিন্তু আমাদের সম্বল। ভাল থাকবেন। জয় বাংলা।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

হাসান মাহমুদ  এর ছবি

রিটনকে নকল করলাম - ও আমার মনের কথা বলেছে -

নিজেদের শেকড়হীন বললে কেনো? এরকম কবিতা যে লিখতে পারে, এরকম সুর যে দিতে পারে, এরকম বাদ্য যে বাজাতে পারে, এরকম গান যে গাইতে পারে--সে শেকড়হীন হয় কী কি করে?
শাহবাগ প্রজন্ম চত্বর নিয়ে অনেক গান হয়েছে। এটা ওয়ান অব দ্য বেস্ট।

ত্রিমাত্রিক কবি এর ছবি

অনেক অনেক ধন্যবাদ হাসান মাহমুদ ভাই। আপনার মন্তব্যে ঋদ্ধ হলাম।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

রিসালাত বারী এর ছবি

চলুক হাসি

ত্রিমাত্রিক কবি এর ছবি

হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

রংতুলি এর ছবি

চলুক চলুক

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

বায়েজীদ এর ছবি

অসাধারন একটা গান ইয়েছে

ত্রিমাত্রিক কবি এর ছবি

অনেক ধন্যবাদ হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।