শিরোনামহীন ডিসেম্বর

সাক্ষী সত্যানন্দ এর ছবি
লিখেছেন সাক্ষী সত্যানন্দ [অতিথি] (তারিখ: মঙ্গল, ১০/১২/২০১৩ - ৬:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

জানি-
হাঁটুমোটা পাকিদের, নতশির পরাজয়ে,
রাজাকার আর আল বদরের পচা ঘায়ে,
দগদগে ক্ষতগুলো, ফিরে ফিরে আসে-
প্রতি বছরের শেষ মাসে!

তবু-
পরাজিত শ্বাপদের- উদ্ধত চিৎকারে,
(নিজভূমে পরবাসী বিজয়ীরা একঘরে)
বাঁধা ছিল ইতিহাস, কড়া নাগপাশে,
ঊনত্রিশ খানা শেষ মাসে!

তাই-
এইবারে ছোট মুখে, এতটুকু আশা করি
ব্যাবহার হয় যেন, খসখসে মোটা দড়ি,
চোখ মুছে, সবে যেন, প্রাণ খুলে হাসে-
এই বছরের শেষ মাসে!


মন্তব্য

বনি এর ছবি

মিজান, পিষে ফ্যালো
চমৎকার কবিতা চলুক অবিরামহীন।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- মিজান, পিষে ফ্যালো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ধুসর জলছবি এর ছবি

মিজান, পিষে ফ্যালো

এইবারে ছোট মুখে, এতটুকু আশা করি
ব্যাবহার হয় যেন, খসখসে মোটা দড়ি,
চোখ মুছে, সবে যেন, প্রাণ খুলে হাসে-
এই বছরের শেষ মাসে!

চলুক হাততালি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- মিজান, পিষে ফ্যালো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক মিজান, পিষে ফ্যালো

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- মিজান, পিষে ফ্যালো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

মিজান, পিষে ফ্যালো
৫ তারা

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- মিজান, পিষে ফ্যালো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সেইক্ষণ দুয়ারে দাঁড়ায়ে - - -

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- মিজান, পিষে ফ্যালো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

বাউলিয়ানা এর ছবি

রাতেই ফাঁসি কাদের মোল্লার
http://www.banglanews24.com/detailsnews.php?nssl=bb577cc5aa7c29de00c6a4f7857f9cf4&nttl=10122013247394

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মন খারাপ
১২ ঘন্টা হায়াত বাড়লো বরাহৌরসজাতসারমেয়শাবকটার,
আজকে রাতে সবাই একটু সাবধানে থাকেন

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ইয়াসির আরাফাত এর ছবি

মিজান, পিষে ফ্যালো

সাক্ষী সত্যানন্দ এর ছবি

দু'দিন আগে আর পরে... মিজান, পিষে ফ্যালো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

মিজান, পিষে ফ্যালো গুল্লি

সবে মাত্র শুরু, রাতের ঘুম হারাম হলো নিজামী, মেশিন ম্যান সাঈদী, ব্রাদার ফাকার সাকা, আর কামরুজ্জামানদের। এটাও অনেক বড় পাওয়া, যতদিন বেঁচে আছে নরপিচাশগুলো ততদিন এমন মৃত্যুভয়ে দিন কাটাবে, এই বুঝি দিলো ঝুলিয়ে গড়াগড়ি দিয়া হাসি

মাসুদ সজীব

সাক্ষী সত্যানন্দ এর ছবি

দু'দিন আগে আর পরে... মিজান, পিষে ফ্যালো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

এইবারে ছোট মুখে, এতটুকু আশা করি
ব্যাবহার হয় যেন, খসখসে মোটা দড়ি,
চোখ মুছে, সবে যেন, প্রাণ খুলে হাসে-
এই বছরের শেষ মাসে!

মিজান, পিষে ফ্যালো

শব্দ পথিক

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মন খারাপ
১২ ঘন্টা হায়াত বাড়লো বরাহৌরসজাতসারমেয়শাবকটার,
আজকে রাতে সবাই একটু সাবধানে থাকেন

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এনালিস্ট এর ছবি

আজ ১২টা ১'এই মিজান, পিষে ফ্যালো

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মন খারাপ
১২ ঘন্টা হায়াত বাড়লো বরাহৌরসজাতসারমেয়শাবকটার,
আজকে রাতে সবাই একটু সাবধানে থাকেন

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

খসখসে মোটা দড়ি ব্যাভার হবে খানিক বাদেই।
জয় বাংলা!

গান্ধর্বী

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মন খারাপ
১২ ঘন্টা হায়াত বাড়লো বরাহৌরসজাতসারমেয়শাবকটার,
আজকে রাতে সবাই একটু সাবধানে থাকেন

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অমি_বন্যা এর ছবি

দারুন, চলুক।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

দু'দিন আগে আর পরে... মিজান, পিষে ফ্যালো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

হাততালি
মিজান, পিষে ফ্যালো হইছে।

১২ ঘন্টা হায়াত বাড়লো বরাহৌরসজাতসারমেয়শাবকটার,

মনটা খারাপ হ‌য়ে গেল।

সুবোধ অবোধ

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মন খারাপ আরে, দুইদিন আগে আর পরে... তারপর মিজান, পিষে ফ্যালো এ-এ-এ-নশাল্লাহ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

গুরুত্বহীন এর ছবি

যখন বোমা হামলায় মা আর শিশু মারা যায় তখন মানবাধিকার সংস্হাগুলা কী করে? আর আমরা কেন এদেরকে নাক গলানোর জন্য বসে থাকি। একবার করে ফেলতে পারলেই তো হয়, পরে আন্তর্জাতিক মান নিয়ে যতো পারে চিল্লাচিল্লি করুক।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মানবাধিকারবারী-টকমারানী-জ্ঞাঙ্কীর্পোলাদের মিজান, পিষে ফ্যালো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

অবিরত থাকুক কবিতা লেখা।

হারামজাদাগুলো সব এখন ভয়ে ভয়ে থাকবে দিনরাত চব্বিশ ঘন্টা - দুশ্চিন্তায় ওদের নাওয়া খাওয়া হারাম হয়ে যাবে! ভাবতেই কীযে শান্তি লাগছে!!

____________________________

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নীড় সন্ধানী এর ছবি

চোখ মুছে, সবে যেন, প্রাণ খুলে হাসে-
এই বছরের শেষ মাসে!

হাসতে পারলাম না এখনো মন খারাপ

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

যখন লিখলাম তখন তো ৬ ঘন্টার বেশি অপেক্ষার কথা ভাবিনি নীড়দা... মন খারাপ
৪২ বছর তো অপেক্ষায় কাটলো... আর ৪২ ঘন্টাও সহ্য হচ্ছে না এখন... রেগে টং

তবু আমি শেষ মুহূর্ত পর্যন্ত আশাবাদী হতে চাই (আরো ২০ দিন তো আছে)...
পারহ্যাপস, ইট'স নাউ অর নেভার
মিজান, পিষে ফ্যালো মিজান, পিষে ফ্যালো মিজান, পিষে ফ্যালো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

যদি একমাস স্থগিত করে দেয় চেম্বার জজ। সে ক্ষমতাতো তার রয়েছে! তখন কি হবে? আমার ভয় শুধু এটাই যদি স্থগিত করে দেয় একমাসের জন্যে? প্রধান বিচারপ্রতি কি কিছু করতে পারে না এতে? মন খারাপ মন খারাপ

মাসুদ সজীব

সাক্ষী সত্যানন্দ এর ছবি

জয় বাংলা! হাসি

মিজান, পিষে ফ্যালো এইবার চেম্বার-প্লাম্বার-কিউকাম্বার যে খুশি, যেভাবে খুশি,
কসাইরে নিয়া টাল্টিবাল্টি করুক, খ্যমতা থাকলে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

মিজান তো পিষে ফেলছে ভাইজান দেঁতো হাসি
ঈদ মুবারক কোলাকুলি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে
দে গো তোর পায়ের ধূলা, সে যে আমার মাথার মানিক হবে।
ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে,

মরি হায়, হায় রে--
আমি, পরের ঘরে কিনব না আর, মা, তোর ভূষণ ব'লে গলার ফাঁসি ॥

কোলাকুলি দেঁতো হাসি কোলাকুলি দেঁতো হাসি কোলাকুলি দেঁতো হাসি কোলাকুলি দেঁতো হাসি কোলাকুলি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।