মৃত্যুদূত

শাহেনশাহ সিমন এর ছবি
লিখেছেন শাহেনশাহ সিমন (তারিখ: শনি, ১৮/০৭/২০০৯ - ১:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হয়েছে, আর ফ্যাচ ফ্যাচ করিসনা, গাঁজাটাজা খেয়েছিস। আর এখন উল্টাপাল্টা বকছিস।
না স্যার, আমি সত্য বলিতেছি।
মর জ্বালা! এ অবস্থায় তো তোকে দিয়ে কাজ ও হবে না। আচ্ছা ঠিকাছে, ব্যবস্থা করছি।

ঘটনাটা হয়েছে আজ সকালে। এসিসট্যান্ট জাকের কে বাজারে পাঠিয়েছিলেন মকবুল সাহেব। বের হওয়ার খানিকক্ষণের মধ্যেই সে ফেরৎ আসল বাসায়। পা ঠকঠক করে কাঁপছে। ফ্যাকাশে মুখে বলতে লাগলো বাজারের ঘটনা। সেখানে ভিড়ের মাঝে এক মহিলার সাথে ধাক্কা খায়। ঘুরে 'চরি' বলতে যেয়েই সমস্যা শুরু। সে কোন মহিলার সাথে না, বরঞ্চ মৃত্যুদূতের সাথে ধাক্কা খেয়েছে। সেই মহিলার ক্রুদ্ধ বরফ শীতল চাহনিতে জাকেরের ভেতরে আতঙ্কের এক কুলকুল স্রোত বয়ে গেলো। মহিলা বা মৃত্যুদূতের চেহারায় ছিল প্রচ্ছন্ন হুমকি। মকবুল সাহেব কিন্তু ক্ষেপে লাল। এসব আজগুবি কথাবার্তায় তাঁর কোন আগ্রহ নেই। তবে জাকেরের ভীতাবস্থা দেখে নিমরাজি হলেন। জাকের তাঁর বাড়ি শরীয়তপূর চলে যাবে এই মূহুর্তেই। এভাবে যদি মৃত্যুকে এড়াতে পারে!

এই নে কিছু পয়সাপাতি। সোমবারের মধ্যে যেন তোর চেহারা দেখি। এইবার ভাগ! (বিড় বিড়) ফাজিলের হাড্ডি!

কৌতুহল আর ক্ষিপ্ত মেজাজ বাগে আনতে মকবুল সাহেব বাজারে গেলেন। সেখানে আমাকে দেখলেন। দাড়িয়ে আছি এক জটলার পাশে। মজা করে ঝগড়া দেখছি। সরাসরি জিজ্ঞেসঃ
আমার চাকরটারে সকালে এমন ভয় দেখাইছেন ক্যান?
হুমম। ভয় তো আসলে দেখাই নাই। বরং আমি নিজেই হতভম্ব, মানে তোমরা যাকে 'টাশকি' বলো আর কী, হয়ে গেছি! ওভাবটাই চেহারাতে ফুটে উঠেছিলো বোধহয়। ওকে এখানে দেখে খুবই হতবাক হয়ে গেছি আমি! ওর সাথে তো আমার আজ রাতেই শরীয়তপুরে দেখা হওয়ার কথা!

(সমারসেট মম'র 'অ্যাপয়েন্টমেন্ট ইন সামারা' - এর ছায়া অবলম্বনে)


মন্তব্য

সাইফ তাহসিন এর ছবি

কঠিন, নরম হইলে আবার কমেন্টামুনে দেঁতো হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

শাহেনশাহ সিমন এর ছবি

দেঁতো হাসি . জলদি নরম হয়া 'গঠনমূলক' কমেন্টান।

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সাইফ তাহসিন এর ছবি

বস, কইয়া না দিলে আমার বাপেও বুঝতো না এমন দুর্দান্ত লেখাটা একটা অনুবাদ, উৎস যাই হোক লেখা তুমুল হয়েছে আর পড়েও ব্যাপক আশ্চর্যন্বিত হইসি, ফলে কি সব কইতেসি এখনো বুঝতেসি না, ঘোরের মধ্যে আছি, ঘোর কাটলে যদি ভয় না পাই আবার কমেন্টামু হো হো হো

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ভাগ্য জিনিসটাই আশ্চর্যের, কখন কী হয় কে জানে!

বসের ঘোর কাটসে?

রণদীপম বসু এর ছবি

ওরে ওরে ! শেষ লাইনে এসে তো রীতিমতো ভয়ই পেলাম !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শাহেনশাহ সিমন এর ছবি

জাকের ও তো ভয় পেয়েছিল। লাভ হলো কী কোনো?

_________________
ঝাউবনে লুকোনো যায় না

খেকশিয়াল এর ছবি

জটিল জটিল!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

শাহেনশাহ সিমন এর ছবি

ধন্যবাদ। হাসি

_________________
ঝাউবনে লুকোনো যায় না

প্রকৃতিপ্রেমিক(অফলাইনে) এর ছবি

সমারসেট আর আপনি -- দুজনেই বস।

শাহেনশাহ সিমন এর ছবি

আমি কী অপরাধ করসি পিপিদা! মন খারাপ

_________________
ঝাউবনে লুকোনো যায় না

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এরকম একটা গল্প অনায়াসে উপস্থাপন করাই আপনার অপরাধ।

মূলত পাঠক এর ছবি

এই গল্পটা আবার জেফ্রি আর্চার তাঁর 'টু কাট আ লং স্টোরি শর্ট'-এ দিয়েছিলেন, মমের নাম উল্লেখ করেই (মমের Sheppey নাটক-অনুসরণে, এই বলে)।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

জন ও'হারা'র ও এটা নিয়ে একটা লেখা আছে অবশ্য।

মামুন হক এর ছবি

দুর্দান্ত গল্প। অনুবাদকের মুন্সিয়ানা চোখে পড়ার মতো। তবে আমি এই লেখকের মৌলিক রচনা পড়তে আরও বেশী আগ্রহী হাসি

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

হাহাহা, ধন্যবাদ মামুন ভাই। নিজস্ব গল্পগুলো ঠিক গুছিয়ে উঠতে পারছি না এখন। তাই ভিন্নভাষার গল্পে একটু নিজের আঁকিবুকি চালালাম। আবারো ধন্যবাদ। হাসি

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

হাসি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এই গল্পটার দুটো ভারসান আগে শুনেছিলাম হুজুরদের কাছ থেকে। সেখানে বাতাসের উপর কর্তৃত্ব থাকা বাদশাহ সোলায়মান একজনকে জেরুজালেম থেকে মুহূর্তে চীনদেশে আর আরেকজনকে সূর্যের কাছে পাঠিয়ে দেন। বলাই বাহুল্য, সূর্যের কাছাকাছি জায়গার তাপ, জেরুজালেম থেকে চীনের দূরত্ব কতটুকু আর সর্বোচ্চ বেগে গেলে বাতাস কতক্ষণে এই দূরত্ব পার হতে পারে সেসব হুজুরদের ধারণায় নেই।

গল্পের জন্য ধন্যবাদ। বিশুদ্ধ সাহিত্য চর্চা করে যান। আমার বিশ্বাস আপনার হবে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

হুজুরীয় ভার্সনের ব্যাপারে কিছু বলার নাই। বেহেশতে গেলে আমার চারপাশে নাকী বিভিন্ন ফল গোল গোল ঘুরবে, যখন ইচ্ছা তখনই আমি নিয়ে খেতে পারব, এমন গল্পও শুনেছি তাদের থেকে ইফতার বয়ানে।

উৎসাহের জন্য ধন্যবাদ হাসি

দ্রোহী এর ছবি

বিদেশী গল্পটা কমন পড়ে গেছে। আগে পড়া ছিলো। দেঁতো হাসি

বিদেশী গল্পের ছায়াবলম্বনে রচিত বাংলাদেশী গল্পটা দুর্দান্ত হয়েছে।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

আমার পড়াশোনা সীমাবদ্ধ, এর মাঝেই যা কিছু করার চেষ্টা করি আরকি। আপনার ভাল লেগেছে জেনেও বেশ ভাল লাগল।

পান্থ রহমান রেজা এর ছবি

দারুণ ভালো লাগলো।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

অসংখ্য ধন্যবাদ।

গৌতম এর ছবি

আপনার অনুবাদ ঝরঝরে। অনুরোধ থাকবে অনুবাদে লেগে থাকার।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শাহেনশাহ সিমন  [অতিথি] এর ছবি

আপনে আর মামুন ভাই ঐক্যমতে পৌছান আমি কোনটা করুম সেই ব্যপারে খাইছে

ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগল।

নজমুল আলবাব এর ছবি

যেখানে তুমি থেমে গিয়েয়েছিলে বছর দেড়েক আগে, সেখান থেকেই আবার শুরু করেছো বলে মনে হচ্ছে। এরকমটা সবাই পারে না। আমি অন্তত পারিনি।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

লইজ্জা লাগে

ফর্মের চূড়ায় থাকতেই অবসর নেয়া উচিৎ, কী বলেন? চাল্লু

অতন্দ্র প্রহরী এর ছবি

দুর্দান্ত লাগল। ভয়াবহরকম দারুণ। চলুক

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ধন্যবাদ হাসি । আপনার চীন্দেশের অভিজ্ঞতা নিয়াও পোস্ট চাই দেঁতো হাসি

অমিত আহমেদ এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।