আমাদের দেশটা স্বপ্নপূরী

শাহেনশাহ সিমন এর ছবি
লিখেছেন শাহেনশাহ সিমন (তারিখ: বুধ, ০৩/০৪/২০১৩ - ১২:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাংলা ব্লগের ইতিহাস ২০০৬ থেকে। শুরু থেকেই সেখানে ছাগুরা মুখ দিয়ে, ল্যাদায়ে, বেসবল ব্যাটের ও জাহান্নামের অনন্ত আগুনের ভয় দেখায়ে এটাকে নিজের টার্ফ বানাতে ব‌হু চেষ্টা করছে। ইতিহাস সাক্ষী, রাতের পর রাত জেগে আম ব্লগাররা পেইড ব্লগারদের সেই ল‌্যাদানি ছাগুদেরকেই গিলাইছে, অনলাইন ময়দান ছাগুময়দান হতে পারেনাই। এক প্ল্যাটফর্ম থেকে অনেক প্ল্যাটফর্ম হইছে, ছাগুদের ও একটা বানানো হইছে; কারন ততোদিনে তারা জানে ব্লগ কি, আর কেমনে কী। ব্লগে গালাগালি হয়, ভার্চুয়াল মারামারি হয় ছাগুদের বিরুদ্ধে (লার্জ স্কেলে)। খুব গর্বের সাথেই বলি, "আমরা" একটা অসাধারন ভার্চুয়াল দুনিয়া গড়ে তুলেছি, যেখানে সবাই সবার কথা বলতে পারতো, সবার বাক-স্বাধীনতা ছিলো, তবে ছাগস্বাধীনতার ব‌্যাপারে আমরা কঠোর!

আজকে এই কথা স্পষ্ট বলতে চাই, শাহবাগ আন্দোলন আমাদের ব্লগারদের গত সাত বছরের রাত-দিন খাটনির ফসল। এইটা মানতে কষ্ট হইলে বিশেষ কর্মের পূর্বে-পরে বা না কইরে মুড়ি খাইতে পারেন!!!! ব্লগাররা ইতিহাস রিইন্সটেইট করছে, রিফার্বিশ করছে, তাই আজকে ক্লিক ও কপি-পেস্টে ছাগু হওয়া কমানো যাইতেছে। আমাদের ব্যার্থতাও আছে, সেইটা হইলো, সুশীল ভোদাই, কনফিউজড আর নিরপেক্ষ সংখ্যা ও বাড়ছে। আমরা ছাগুচীফ গং এবং ফলোয়ারদের মত ২৪/৭/৩০/৩৬৫ পারিনাই; পেইড না তো রে ভাই! বুঝতে হবে।

গতকাল রাত থেকে স্তব্ধ হয়ে বসে আছি ৩ ব্লগারের নিরুদ্দেশ হওয়ার খবরে । সকালে হরতালের আপিসে কোনোমতে হাজিরা; তারপরের রুটিনওয়ার্ক। ঠিক পৌনে একটার সময় বিডিনিউজ দেখে মনে হলো মাথায় বাজ পড়েছে। নিজের ঈমানের কসম (!), ডটু রাসেল কে চেহারায় যদি না চিনতাম, ভাবতাম যে কয়েকটা ছ্যাচ্চর কে গায়ে লাঠি বুলিয়ে মিডিয়ার সামনে দাঁড় করিয়েছে। সাথে শুভ আর বিপ্লব!

বেশি না কপচাই, এইটাই বলি, আমরা ঝামেলায় আছি। আমাদের কথা বলতে বাঁধা আসছে। কারন আমরা কথা বললে রাষ্ট্রযন্ত্র নড়তে বাধ্য হয়, তাদের আয়ে ঝামেলা হয়, তাদের বিপক্ষে কথা বেড়ে যায়। মুক্তিযোদ্ধাদের বেসবল ব্যাট দিয়ে পিটানোর হুমকি তে কারো অনুভূতি দাড়ায়না, মুক্তিযোদ্ধাদের লাথি মারলে তার বেইল নাই, চান্দে ব‌হুকামী সাইদীকে দেখা গেলে ধর্মের অবমাননা হয়না, মসজিদ-মন্দির-প্যাগোডা পুড়াইলে ধর্মহানি ঘটেনা; ক্যানো? আজকে ব্লগাররা যুক্তির কথা বলে, খুন কে খুন বলে- মৃদু পিটুনি বলে না তাই কি তারা এতো ভয়ঙ্কর? মুক্তিযুদ্ধের বড় আর্কাইভওয়ালা ব্লগ কে বন্ধ করে দেয়া হলো, রাসেল-শুভ-বিপ্লবদের গ্রেপ্তার করা হলো অথচ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের হুমকি এবং সেটার সত্যতা প্রমানের পরেও কেনো বাঁশেরকেল্লা ও সোনাব্লগের লোকদের ধরা হলোনা? কাবার গিলাফ নিয়ে বিশাল মিথ্যাচার করার পরেও কেনো আমারদেশের সম্পাদক কে ক্ষমা চাইতে হয়না? দিনশেষে কি তবে সত্যের কোনো দাম নাই? মুক্তিযুদ্ধের জন্যে রাত-দিন এক করা ব্লগার আজ ক্ষমতার ছাদনাতলায় নেই বলেই কি আমাদের তিনজনকে চোর-ছ‌্যাচ্ছরের মত মিডিয়ার সামনে আনবে আর সাত দিনের রিমান্ডে পাঠাবে?

জাতির জনক বঙ্গবন্ধুর সাথে কখনো কথা বলার সুযোগ পেলে বলতাম; লিডার, আপনার আওয়ামী লীগ আজ জামায়াতে হেফাজতে লীগ হয়ে গেছে। আপনার নেতৃত্বে আওয়ামী লীগ বাহাত্তরে একটা ধর্মনিরপেক্ষ সংবিধান করেছিলো। আজ আপনার দল, ৪১ বছর পরে এসে এই দেশকে আবারো পাকিস্থান বা তার চেয়েও খারাপ বানিয়ে ফেলছে।

গোলাম আজমের মত কুখ্যাত রাজাকার কে মাল্টিকোর্সের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করানো হয় - তাঁর স্বাস্থ‌্যের জন্যে। সত্যের মুখ চেপে ধরা হচ্ছে... নাহ আমিও জেল কে ভয় পাই!

এই দেশটা মানুষের জন‌্যে সৃ্ষ্টি হয়েছিলো, সে ভাবাদর্শ কোমায় চলে গেছে।


মন্তব্য

তানিম এহসান এর ছবি

এই দেশটা মানুষের জন‌্যে সৃ্ষ্টি হয়েছিলো, সে ভাবাদর্শ কোমায় চলে গেছে।

আমার মনে হয় না। এইটা মেনে নিতে হলে খবর আছে। যদি বলি যে কোমায় চলে যাওয়া যে ভাবাদর্শ সময়ের সাথে সাথে সংহত হয়ে শাহবাগে আগুন হয়েছিল, সেটা একটার পর একটা ধাক্কা খেয়ে খেয়ে আরও সংহত হচ্ছে। হতেই হবে। আমাদের চিন্তার সামর্থ্য আর কল্পনাশক্তি’কে যদি হেরে যেতে দেই তাহলে সব শেষ। আমি শেষে আলো দেখে যেতে চাই।

লড়াই চলুক!

শাহেনশাহ সিমন এর ছবি

লড়াই চলুক!

_________________
ঝাউবনে লুকোনো যায় না

মেঘা এর ছবি

সেটাই সিমন'দা আমাদের চোখের সামনে এতো পরিশ্রমে গড়ে তোলা ব্লগ আমাদের বাক-স্বাধীনতা চোখের নিমিষে শুধুমাত্র স্বার্থের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে! খারাপ লাগছে খুব। মন খারাপ

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

শাহেনশাহ সিমন এর ছবি

স্বার্থান্বেষী মহলের মেম্বার বেড়ে যাচ্ছে রে বইন। মন খারাপ

_________________
ঝাউবনে লুকোনো যায় না

চরম উদাস এর ছবি

চলুক
যাক, লাভের মইধ্যে লাভ হইছে আপনি এক বছর আট মাস পরে চিত অবস্থা থেকে উপুর বা কাইত হয়ে একখানা লেখা দিছেন খাইছে
এই সরকার আর কিছু করুক না করুক অন্তত ব্লগার আর তরুণদের চিত থেকে কাইত হবার একটা সুযোগ করে দিছে। আমি যেখানে মাসে একখানা করে লেখা দিতাম আরাম আয়েশ করে আস্তে ধীরে লেখা শেষ করে, সেই আমারও মনে হচ্ছে লিখে লিখে কিবোর্ড ভাইঙ্গা ফেলি। কি করবো বলেন, আমাদের তো চাপাতিও নাই বন্দুকও নাই। কিবোর্ডটাই সম্বল। ঐটা পুরা তালাবন্দির আগে মনের কথাগুলা লিখে রাখি অন্তত।

শাহেনশাহ সিমন এর ছবি

আমার এই লেখাটা চিত হয়েই লিখা খাইছে

সেই, কিবোর্ডটাই সম্বল

_________________
ঝাউবনে লুকোনো যায় না

শিশিরকণা এর ছবি

বড় ভাই আম্রিকা বলছিল, জামাত নিষিদ্ধ করলে নাকি তারা আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে আরও বেশি গেঞ্জাম পাকাবে। আর ব্লগ বন্ধ করলেই কি সবার মুখ বন্ধ হয়ে যাবে? না চিন্তা থেমে যাবে। শেষ পর্যন্ত কল্লা নামানো ছাড়া মুক্তচিন্তার ঘোড়া থামাবার আর কোন উপায় থাকবে না।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

টিউলিপ এর ছবি

চিন্তা নাই, সে ব্যবস্থাও হচ্ছে। সাড়ে তিনশ লোক মেরে কাদের মোল্লার ফাঁসি হয় না, কিন্তু ধর্মানুভূতিতে আঘাতের দায়ে মৃত্যুদন্ড দেওয়ার ব্যবস্থা হচ্ছে। কি করলে ধর্মানুভূতিতে আঘাত লাগে, সেটার কোন সুনির্দিষ্ট সংজ্ঞা যদিও দেওয়া হয় নি এখনো।

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

শিশিরকণা এর ছবি

ছোটবেলার একটা ছড়া মনে পড়ে গেল
"গোলাপিতে হাত দিও না, গোলাপি তে ব্যাথা লাগে"।
গোলাপি কি আর কইলাম না। থাক।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

শাহেনশাহ সিমন এর ছবি

ব্লগ বন্ধ হলে বিকল্প আসবে এর। চিন্তারাজিকে থামিয়ে রাখা যায়না। বড়ভাইয়ের জন্যে একটাই রিপ্লাই, এটা আমাদের অভ্যন্তরীন ব্যাপার। অয়েল ইউর অউন মেশিন। মেশিনম‌্যান ঝুলবেই চোখ টিপি

ইশ! কেউ যদি সাহস করে এটা মুখের উপর বলতে পারতো বিগব্রোকে!

_________________
ঝাউবনে লুকোনো যায় না

তারেক অণু এর ছবি
শাহেনশাহ সিমন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অমিতাভ এর ছবি

মাঝে মাঝে কুচিন্তা ঢুকে! এই দেশ কি আসলেই সেই ভাবাদর্শেই স্বাধীন হইছিল যে ভাবাদর্শের কথা আজ আমরা বলি! নাকি শুধু পলিটিকসের মাইর প্যাচ ছাড়া কিছুই না? তাজউদ্দীনরা পাত্তা পান নাই বংগবন্ধুর মন্ত্রী সভায়! শুনছিলাম পেছনে ছিল নোংরা পলিটিক্স। এই আমলে দেখি যারা নিঃস্বার্থ হইয়া কামলা খাটলো তারাই রিমান্ডে যায়। ধমক খায়। একটা উক্তি পাইলাম,

Politicians tend only to like democracy when it is to their personal advantage

― Len Webster

আমরা আছি পলিটিক্সের দুষ্টুচক্রে। দেশ জাহান্নামে গেলেও তেনাদের কিছু যায় আসবে না। তাই উন্নত চিন্তা বাদ দেন। উন্নত জীবন দেখেন। কক্সবাজার থেইকা ঘুইরা আসেন। ফায়দা হবে।

শাহেনশাহ সিমন এর ছবি

ছুটি নাই!

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অনিকেত এর ছবি

মন খারাপ হওয়া স্বাভাবিক। কিন্তু কেন জানি আমার মনে হয়---আমরা ঠিকই এইসব নষ্ট-ভ্রষ্টদের বেড়াজাল ছিড়ে বেরিয়ে আসতে পারব।
কেন মনে হয়?
কারণ একাত্তরে পেরেছিলাম--
আমরা আবার পারব!

শাহেনশাহ সিমন এর ছবি

আমিও আশাবাদি।

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অতিথি লেখক এর ছবি

ব্লগারদের এভাবে মিডিয়ার সামনে না আনলেও পারত! আর গণমাধ্যমগুলোর উচিত ছিল, ব্লগারদের প্রতি সম্মান জানিয়ে হলেও তাদের গ্রেফতারকৃত ছবি না ছাপানোর! পরিশেষে বলি, এ অমানিশা কেটে যাবে, মুক্ত হবে আকাশ! তখন আমরা সবাই মিলে কলরব করব! তিন ব্লগারের আশু মুক্তি কামনা করছি ৷ তাদের রিমান্ডে নেয়ার তীব্র প্রতিবাদ করছি!

বটতলার উকিল

শাহেনশাহ সিমন এর ছবি

না আনলেও পারতো মানে!!! আদালতের না এ ব‌্যাপারে নির্দেশনা আছে?! সেই ভায়োলেশনের ব্যাপারে কি কোনো কিছু করেছে কেউ?

মিডিয়ার জন্যে ব্লগ অনেক আগে থেকেই থ্রেট। ব্লগকে ডিমরালাইজ করার জন্যে যা করার তাই করবে তারা। এই সুযোগ।

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অতিথি লেখক এর ছবি

রাজনৈতিক বেশ্যাজীবিদের আসলে আলাদা কোন চরিত্র নাই। সব এক। স্বার্থের কারণে সকল পাত্রে আকার ধারণ করতে পারে। এই মুহুর্তে শুধু ঘৃণা জানানো ছাড়া আর কিছু বলার নাই।

-সিরাজুল লিটন

শাহেনশাহ সিমন এর ছবি

রাজনীতিকরা তার নাগরিকদেরই প্রতিচ্ছবি

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নবারুণ ঘোষাল এর ছবি

আমি তো এর মধ্যে খারাপ কিছু দেখি না। চে গ্যেভারা বলেছিলেন, "We have no right to believe that freedom can be won without struggle." আর চারু মজুমদার বলেছিলেন "মানুষের মুক্তির জন্য মূল্য দেব না, এ তো হতে পারে না"। তিনজন ব্লগারকে ওরা গ্রেপ্তার করেছে, কিন্তু যে তিন কোটি বিদ্রোহী ওরা এই একদিনের মধ্যে তৈরী করেছে, তা ওদের কল্পনার বাইরে। এইভাবেই দমনের মধ্য দিয়ে মানুষ জেগে ওঠে আর শেষ কথা বলে জনগণ।

অতিথি লেখক এর ছবি

সেটাই হচ্ছে আসল কথা! কষ্ট না করলে কেষ্ট মেলার চিন্তাও করা উচিত না! কিন্তু তাই বলে কি ব্লগারদেরকে এভাবে হেনস্থা করাটা ঠিক?

বটতলার উকিল

আহির ভৈরব এর ছবি

রাসেল-শুভ-বিপ্লবদের গ্রেপ্তার করা হলো অথচ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের হুমকি এবং সেটার সত্যতা প্রমানের পরেও কেনো বাঁশেরকেল্লা ও সোনাব্লগের লোকদের ধরা হলোনা? কাবার গিলাফ নিয়ে বিশাল মিথ্যাচার করার পরেও কেনো আমারদেশের সম্পাদক কে ক্ষমা চাইতে হয়না? দিনশেষে কি তবে সত্যের কোনো দাম নাই? মুক্তিযুদ্ধের জন্যে রাত-দিন এক করা ব্লগার আজ ক্ষমতার ছাদনাতলায় নেই বলেই কি আমাদের তিনজনকে চোর-ছ‌্যাচ্ছরের মত মিডিয়ার সামনে আনবে আর সাত দিনের রিমান্ডে পাঠাবে?

চলুক

অনেকদিন পরে লিখলেন, ভাই।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

শাহেনশাহ সিমন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই দেশটা মানুষের জন‌্যে সৃ্ষ্টি হয়েছিলো, সে ভাবাদর্শ কোমায় চলে গেছে।

মন খারাপ

______________________________________
পথই আমার পথের আড়াল

শাহেনশাহ সিমন এর ছবি

মন খারাপ

_________________
ঝাউবনে লুকোনো যায় না

ধুসর জলছবি এর ছবি

চলুক

শাহেনশাহ সিমন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_________________
ঝাউবনে লুকোনো যায় না

স্যাম এর ছবি

লড়াই চলুক!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।