বকর বকর

শাহেনশাহ সিমন এর ছবি
লিখেছেন শাহেনশাহ সিমন (তারিখ: বুধ, ০৬/১১/২০১৩ - ৩:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ক্যাসেট শোনার দিনগুলো এখন ইতিহাস; ল্যান্ডফোনে ঘন্টার পর ঘন্টা কথা (এনডাব্লিউডি স‌হ) থেকে মোবাইলে অনেকক্ষণ কথাবলা আর এসএমএস এর সময়গুলো হুট করে চলে গিয়ে সেখানে ডেটাইউজ করা; গন্তব্যের জন্য হেটে ক্লান্ত হওয়া, রিকশায় উঠেই গন্তব্যকে পাওয়া আর তারপরে অনেক রাতে ঘরে ফিরে যাপিত ক্ষণ‌গুলোর ফাস্ট রিক্যাপ; বড় হয়ে যাওয়া আর বড় হয়ে কেন বড় হলাম সে আফসোস কাটাতে নিজেকে অনেক ব্যস্ত করে তোলা, গ্রাউন্ড‌হগ ডে'র কনর সাহেবের মত হতে না পেরে আবারো আফসোস॥ এর মাঝে জমে থাকা ঘুমগুলো ঝাপিয়ে পড়লো, টানা কয়েকদিনের ঘুম শেষে অনেকদিন অনিদ্রায় থাকা; যেনো "এখানে পালঙ্কে শুয়ে কাটিবে অনেক দিন- জেগে থেকে ঘুমাবার সাধ ভালোবেসে।" কিছু অতীতের ফিরে আসা, কিন্তু সময় বদলে দিয়েছে সেগুলোকে! তাদের বদলে যাওয়া দেখে নিজের মিনিওন (!) এর বাঁদরামি দেখে নিশ্চিত হওয়া, আমিও কম বদলাইনি! ওকে বলার জন্যে গল্প জমিয়ে রেখেছিলাম, সাথে জীবনের গল্পটা বোনাস হয়ে রইলো। সমস্যাকে পুছিনা বলে লড়াই করছি ৩জনে, সাথে বিশাল পরিবার। কামলাখানার মালিকের মেহেরবানির সাথে বাপ-মায়ের লড়াই; বড়ভাইয়ের ঝাড়িতে বেলাইন থেকে সুরসুর করে লাইনে ফেরত আসা আর আশা বজায় রাখা। মানুষ তার আশার সমান বড়, তাইনা?


মন্তব্য

অনার্য সঙ্গীত এর ছবি

মনমাথা উঁচা রাখো। তোমারডা যদিও এম্নেই উঁচা। তায় চেনশন নিওনা। মিল্লাঝিল্লা ঠিক হয়া যাইব সব হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তাসনীম এর ছবি

সমস্যাকে পুছার দরকার নেই। তুমি হচ্ছ সুপার হিরো। সমস্যা তোমার কিছুই করতে পারবে না।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

ঈয়াসীন এর ছবি

এ লড়াইয়ে জিততে হবে, জিতবেনই।

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

নীড় সন্ধানী এর ছবি

মানুষ তার আশার সমান বড় হতে পারে কিন্তু আপনি আশার চেয়েও বড় সিমন। আপনি তা প্রমাণ করেছেন। অনেকদিন পর আপনার ফিরে আসা সত্যি আপ্লুত করেছে আমাদের অনেককে। আপনার কীবোর্ড আর আঙুলের সম্পর্ক আবারো চালু হয়েছে দেখে ভীষণ ভালো লাগছে। ভালো থাকুন। হাসি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

অমি_বন্যা এর ছবি

আপনার অসুস্থ হওয়া ও সেরে ওঠার আপডেট পাচ্ছিলাম সচলে বেশ কিছুদিন আগে। আপনি যে সেরে উঠে আবার লিখছেন সেটাই ভালো লাগছে। ভালো থাকুন আর সুস্থ থাকুন সবসময়। আবার নতুন করে লিখতে শুরু করুন আমাদের জন্যে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জয় বাংলা

______________________________________
পথই আমার পথের আড়াল

স্পর্শ এর ছবি

বড় হয়ে যাওয়া আর বড় হয়ে কেন বড় হলাম সে আফসোস কাটাতে নিজেকে অনেক ব্যস্ত করে তোলা,

এইসব ভেবে ভেবে বিষণ্ন হয়ে যাই।

ম্যালাদিন পরে লিখলেন। অনভ্যাসে লেখার ধার কমেনাই কিন্তু। ওয়েল্কামব্যাক। চলুক


ইচ্ছার আগুনে জ্বলছি...

তিথীডোর এর ছবি

ওয়েল্কামব্যাক সুপারহিরো সিমন ভাই। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সুবোধ অবোধ এর ছবি

ওয়েলকামব্যাক।
সত্যি কথা বলতে আপনাকে, আপনার সম্পর্কে আমি তেমন কিছুই জানতাম না,সচলে আমি এক্কেবারেই নতুন কি না। কিন্তু দূর্ঘটনার পর সচল পরিবারের সদস্যদের আপনার প্রতি যে ভালবাসা দেখেছিলাম তাতে আপনাতে এবং সচলে আমি রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছিলাম। মনে হল লোকটা (আপনি) নিশ্চই অনেক দারুণ একটা মানুষ। আর সচল তো 'অদ্ভুদ'!!
যাই হোক সকলের ভালবাসা শুভকামনার সাথে আপনার অফুরন্ত প্রাণশক্তির জোরে আপনি আবার সবার শাহেনশাহ হয়ে উঠুন।
শুভকামনা...
হাসি

মানুষ তার আশার সমান বড়

চলুক

এক লহমা এর ছবি

এই দিনটার জন‌্য কতজনের কত আকুল অপেক্ষা। খুব ভাল লাগছে, সিমন! আরো ভাল হয়ে উঠুন, নিয়মিত আসতে থাকুক আপনার লেখা, এই আকাঙ্খা রাখি।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

মেঘলা আকাশ এর ছবি

আপনি ফিরে এসেছেন!!! মাথা থেকে বিশাল একটা পাথর যেন নেমে গেল।
আমি সচলের সাধারন পাঠক। আপনি হাসপাতালে থাকাকালীন প্রথম দিকে সব স্ট্যাটাস নিয়মিত দেখেছি। যেহেতু সচলের কারো সাথে আমার ব্যাক্তিগত পরিচয় নেই তাই অনেক দিন আপনার খবর পাচ্ছিলাম না।
স্যালুট আপনার মনের জোরকে। শতায়ু হউন।

নিলয় নন্দী এর ছবি

ঘরের মানুষ ঘরে ফিরবে এটাই তো স্বাভাবিক!
মানুষ আসলে তার আশার চাইতেও বড়। শুধু আশাটাকে ধরে রাখতে হয়।
আপনি নিজেই তার প্রমাণ।

অতন্দ্র প্রহরী এর ছবি

কিছু মানুষ তার আশার চেয়েও বড়। আপনি তাদের একজন। সবসময় ভালো থাইকেন। হাসি

দুষ্ট বালিকা এর ছবি

তুমি আমাগো সুপারম্যান! দেঁতো হাসি নো ওরিজ, আর বেশীদিন নাই!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

সেঞ্চুরিটা তো একটা স্ট্রাইক থেকে আসে না, কমপক্ষে ১৭টা বল তো খেলতেই হয়। আসলে বল ১৭টার কিছু বেশিই লাগে। ১, ২, ৩, ৪ বা ৬; এমনকি নিয়মে বিরল ৫ রানও আসতে পারে। এই যে আজকে যেমন একটা ওভার বাউন্ডারি হাঁকালে যেটা ফ্লাডলাইটের টাওয়ারটা ঘেঁষে স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়লো, অমন স্ট্রাইকও প্রায়ই ঘটবে।

ছোট্ট তান্তা বড় হয়ে যখন নেট ঘেঁটে সচলের এই লেখা পড়বে, অথবা রিডার্স ডাইজেস্টের পুরনো সংখ্যায় 'ড্রামা ইন রিয়াল লাইফ'-এ তার বাবা'র লেখা পড়বে, অথবা কোন টিভি চ্যানেলে অনেক বছর আগে সম্প্রচারিত 'হিরো অভ আওয়ার টাইম'-এর রেকর্ড করা এপিসোডে বাবাকে বকর বকর করতে দেখবে তখন সে ভাববে, "বাবাটা এতো বোকা কেনো! সুপারহিরোরা কি কখনো হার মানে? অথবা পালিয়ে যায়? তাহলে বাবা তখন অমন করছিলো কেন? শেষমেশ বাবা তো জিতেই আসলো! বাবা কি ভুলে গিয়েছিল যে তান্তা সবসময় তার সাথে ছিলো"?


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সুবোধ অবোধ এর ছবি

অসাধারণ!!! হাততালি

তানিম এহসান এর ছবি

চলুক

নীড় সন্ধানী এর ছবি

চলুক চলুক

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

স্যাম এর ছবি

চলুক

সুহান রিজওয়ান এর ছবি

দা নেইম ইজ মন, সি-ইই-মন !!!

অন্যকেউ এর ছবি

চলুক

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

অন্যকেউ এর ছবি

সিমন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম!
শুভেচ্ছা স্বাগতম, সিমন ভাইয়ের আগমন!
আমার ভাই তোমার ভাই, সিমন ভাই সিমন ভাই!

(তালিয়া য়েন্ড আতশবাজি ইমো)

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

তানিম এহসান এর ছবি

মানুষ তার আশার সমান বড়, প্রশ্ন ব্যতিরেকে। লড়াই চলুক!

হাসিব এর ছবি
শান্ত এর ছবি

সচলের পাতায় আপনার লেখা পেয়ে খুব ভালো লাগলো। পুরোপুরি সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি।

__________
সুপ্রিয় দেব শান্ত

নির্ঝর অলয় এর ছবি

এমন সুন্দর একটা কবিতার নাম "বকর বকর" কেন দিলেন ভাই?

সুমন চৌধুরী এর ছবি

সমস‌্যার মা'রে খেদাইয়া দাও। তারে বিশেষ ভালোবাসা দেওয়ার দরকার নাই। তুমি শাদিশুদা লোক দেঁতো হাসি

ইয়াসির আরাফাত এর ছবি

আপনি প্রমাণ করেছেন, আপনি একজন লড়াকু বীর।
আপনি ফিরে আসবেন, এ তো জানাই ছিলো।

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

চলুক

রকিবুল ইসলাম কমল এর ছবি

ওয়েলকাম ব্যাক!

 মেঘলা মানুষ এর ছবি

শাহেনশার রাজসিক প্রত‌্যাবর্তন!

[আমি আপনার সাথে একই ব্যাচে, একই স্কুল থেকে পাশ করেছিলাম। যদিও সামনা সামনি ঘনিষ্ঠতা হয়নি, তবুও বন্ধুর বন্ধু মারফত আপনার দুর্ঘটনার সংবাদ পেয়েছিলাম প্রচার মাধ্যমে আসার আগেই। আমার বন্ধুর সাথে কথার সময় আপনার শরীরিক অবস্থা নিয়ে করা আশংকাটি সত্যি হয়নি -এটাই অনেক আনন্দের]

ভাল থাকুন, সিমন।
শুভেচ্ছা হাসি

স্যাম এর ছবি

সাম্প্রতিক সময়ে শোনা সবচেয়ে সাহসী আর আশা জাগানো শব্দযুগল "২০১৫এ লাদাখ..." - সিমন ই পারে এমন।

তারেক অণু এর ছবি
তারেক অণু এর ছবি

এইতো, লাইনে আসছেন! এখন নিয়মিত হয়ে যান ম্যান-

সৃষ্টিছাড়া  এর ছবি

ওয়েলকাম ব্যাক হাসি চলুক

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

ব্যক্তিগতভাবে আপনার সাথে পরিচয় ছিলো না, পরিচয় ছিলো লেখার সাথে। আপনার খবর শুনে হৃদয় দীর্ণ হয়ে গেছিল। তবুও আশায় বুক বাঁধা আর অন্য অনেকের সাথে সৃষ্টিকর্তার কাছে আকুল প্রার্থনা। পরে আস্তে আস্তে ফিরে আসার সাথে সাথে স্বস্তির আয়তন বৃদ্ধি। অবশেষে আজ আবার লেখার দেখা পাওয়া!!! এটা যে কত বড় একটা পাওয়া হয়ে ধরা দিয়েছে লিখে বোঝাতে পারবো না।
হে লড়াকু সৈনিক, আপনার লেখা চলুক দিনের পর দিন, বছরের পর বছর।

____________________________

গৌতম এর ছবি

এইবার প্রতি সপ্তাহে একটা করে লেখা ছাড়বেন। হাসি

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শাব্দিক এর ছবি

আপনার ফিরে আসাকে স্বাগত জানাই। সচলের নীড়পাতায় সবসময় যেন আপনার লেখা এভাবেই ফুটে উঠে।

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

আজরফ এর ছবি

ছোটবেলায় কই জানি পড়ছিলাম, "রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে"। আশা হারাবেন না। দিগন্ত উদ্ভাসিত করে সূর্য্য উঠল বলে............

অতিথি লেখক এর ছবি

বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা আপনার পরিচিত,অপরিচিত কতজনকে যে আপনার এই লড়াই উৎসাহিত, অনুপ্রাণিত করেছে, নতুন করে শুরু করার শক্তি যুগিয়েছে, তা আপনার কল্পনারও বাহিরে। বিশ্বাস করুন । লড়াই তো জিতেই গেছেন। এবার
শুরু হোক পথ চলা ।

শাকিল অরিত

ফাহিম এর ছবি

সুস্বাগতম! খুবই ভালো লাগছে।

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

অনিকেত এর ছবি

সুপারম্যানের ফিরে আসা!!
জানি সুপারম্যানদের শুভ কামনার দরকার হয় না---তারপরো যদি কখনো দরকার পড়ে, জেনে রেখো তোমার জন্যে তোলা আছে অনিঃশেষ শুভ কামনা----

সুস্থ হয়ে ওঠো শিগগীর বস!

ক্লোন৯৯ এর ছবি

ওয়েলকাম ব্যাক হাসি

অতিথি লেখক এর ছবি

আপনার লেখা পড়া হয়নি কখনো। কারণ, আমি সচলে নতুন।
আপনাকে চিনেছি আপনার দূর্ঘটনার পর।
তান্তা'র জন্য, অন্য সবার জন্য, আপনার এই সুস্থ হয়ে ফিরে আসা আনন্দময় হোক।
মঙ্গলময় হোক আপনার জীবন।

ভালো থাকবেন শাহেনশাহ্‌ সিমন।
অনেক শুভেচ্ছা।

---------------------------
কামরুজ্জামান পলাশ

অতিথি লেখক এর ছবি

সচলে নতুন বলে আমি ও ঠিক আপনাকে ব্যাক্তিগত ভাবে চিনতামন না, অণু দার ফেসবুক থেকে জেনেছি আপনার নাম, আপনার অসুস্থতা। তারপর দেখেছি আপনার জন্যে সবার আকুলতা। তারপর পড়লাম মোটামুটি আপনার সব লেখা। সেই লেখা পড়ে শুধু মনে হয়েছে কিছু লেখক আছে যাদের লেখা ক্লান্তিহীন ভাবে পড়া যায়, আপনি তাদেরি একজন। পুরোপুরি সুস্থ হয়ে উঠুন, আগের মতোই লেখেন আর পুরানোদের সাথে আমরা নুতনরা ও একইরকম মুগ্ধ হই। ভালোথাকুন সারাবেলা, শুভেচ্ছা নিরন্তর আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

মাসুদ সজীব

নাশতারান এর ছবি

আমাদের লুবিয়া পার্টি কবে?

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

রণদীপম বসু এর ছবি

সিমন, নিশ্চয়ই মানুষ তার আশার সমান বড়। আর তার চাইতেও চমৎকার বাস্তবতাটা হলো, আপনি আমাদের সম্মিলিত আশার সমান ! এই সক্ষমতাটুকু আপনি দেখিয়ে দিয়েছেন। অতএব, নিরাশ হওয়ার কোনোই কারণ দেখি না আর !

ভাগ্যিস সচলায়তন কনটাক্ট থেকে রীতিমতো প্রচ্ছন্ন হুমকিস্বরূপ স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে আগস্ট ০৮, ২০১৩ এর পর আমি আর আর লগিন করিনি ! আত্মরক্ষার প্রয়োজনে সচলে ঢুকেই আপনার লেখাটা চোখে পড়লো ! হা হা হা ! খুব ভালো লাগলো সিমন, ওয়েলকামব্যাক !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ফাহিম হাসান এর ছবি

সিম‌ন ভাই, আপনাকে লিখতে দেখে খুব ভালো লাগল ইয়েস বাঘ মামা, ইয়েস!!!

কড়িকাঠুরে এর ছবি

হাসি

ধুসর গোধূলি এর ছবি
কৌস্তুভ এর ছবি

হ্যাঁ, আমরা এই সিমন-ই চেয়েছিলাম!

ঈমান নূর এর ছবি

অবশ্যই তাই, শুভকামনা

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ওয়েলকাম ব্যাক শাহেনশাহ হাততালি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অবাঞ্ছিত এর ছবি

ওয়েলকামব্যাক!

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

শাহেনশাহ সিমন এর ছবি

মন্তব্যের জন্যে সবাইকে ধন্যবাদ। এতো দেরী আর সবাইকে আলাদা রিপ্লাই দিতে পারলামনা এবার, এজন্যে ক্ষমা চাইছি হাসি

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ক্ষমা? অ্যাঁ এদ্দিন পর ফিরা আইসা শেষমেশ প্রথম আলোয় জয়েন করবেন নাকি? কাওরানবাজারে লুকানো যায়না সিমন ভাই। খাইছে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।