Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).

শের-এ-বানান, ২০০৯

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বিষ্যুদ, ০২/০৭/২০০৯ - ৫:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আপনারা অবগত আছেন, যে সচলায়তনে বিভিন্ন বানানপ্রমাদ সংশোধন ও এই ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্যে আমরা একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম।

প্রতিযোগিতায় খুব সাড়া পাওয়া না গেলেও এ নিয়ে যথেষ্ঠ অগ্রণী হয়ে বানানপ্রমাদ চিহ্নিত করে সংশোধনের পরামর্শ দিয়েছেন অনেকে। সেই প্রতিযোগীদের মধ্যে পরিশ্রম ও ধৈর্যের অভূতপূর্ব স্বাক্ষর রেখে এই বছরের জন্যে শের-এ-বানান খেতাবটি জয় করলেন সচল মুজিব মেহদী

অভিনন্দন মুজিব মেহদী! শের-এ-বানান খেতাবের পাশাপাশি আপনার জন্যে থাকবে একটি ক্যারিকেচার। এ জন্যে আপনার মুখমণ্ডলের একটি প্রমাণ আকারের ছবি পাঠিয়ে দিন সচলের কনট্যাক্ট@সচলায়তন.কম ইমেইল ঠিকানা বরাবর। ক্যারিকেচারটি সচলে প্রকাশিত হবে।

বানানপ্রমাদ সংশোধনের এই স্পৃহা বরাবরের মতো বজায় রেখে সব সচলকে উপকৃত করবেন, এ-ই অনুরোধই রইলো আপনার কাছে। ধন্যবাদ।


মন্তব্য

লীন এর ছবি

আরে বাহ... উদ্যোগটা খুবই ভালো। বানানে সবাইকে সতর্ক থাকা উচিত।
অভিনন্দন মুজিব মেহদী।

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

জেবতিক রাজিব হক এর ছবি

শের-ই-বানানকে অভিনন্দন সহযোগে কুর্নিশ।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কবিকে অভিনন্দন।

ভূঁতের বাচ্চা এর ছবি

অভিনন্দন মুজিব ভাই।
----------------------------------------

--------------------------------------------------------

মামুন হক এর ছবি

আমার ভাই তোমার ভাই
মুজিব ভাই মুঝিভ বাই

আকতার আহমেদ এর ছবি

বিশাল অভিনন্দন!

নুরুজ্জামান মানিক এর ছবি

শের-এ-বানান সচল মুজিব মেহদী কে অভিনন্দন ।


নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

পান্থ রহমান রেজা এর ছবি

অভিনন্দন।

কীর্তিনাশা এর ছবি

শের-ই-বানানকে সুতীব্র অভিনন্দন !!

হাততালি হাততালি হাততালি হাততালি হাততালি

হাততালি হাততালি হাততালি হাততালি হাততালি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ওয়াইল্ড-স্কোপ [অতিথি] এর ছবি

মজার খেতাব তো! কংগ্রাটস্।

অমিত আহমেদ এর ছবি

ভুল বানান ধরার চলটা থেমে না যাক।
চলতেই থাকুক।
চলুক


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

সিরাত এর ছবি

বাহ! ক্যারিকেচার দেখবার চাই!

সীমা [অতিথি] এর ছবি

তালিয়া তালিয়া,,,,,

সুলতানা পারভীন শিমুল এর ছবি

অভিনন্দন, মুজিব ভাই... হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রণদীপম বসু এর ছবি

হা হা হা, মুজিব ভাই, অভিনন্দন !
অবশ্যই এ খেতাব একজন কবিকেই মানায়।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তুলিরেখা এর ছবি

অনেক অনেক অভিনন্দন মুজীব মেহদী।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আহমেদুর রশীদ [অতিথি] এর ছবি

অভিনন্দন

জিজ্ঞাসু এর ছবি

মুজিব মেহদীকে অভিনন্দন।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অভিনন্দন!!!

লুৎফুল আরেফীন এর ছবি

অভিনন্দন!!!

দুষ্ট বালিকা এর ছবি

অভিনন্দন!!!

------------------------------------------------
চাঁদের আলো আজ যদি ভাল লাগে, কাল হয়ে যায় ঝাপসা...
আমার এ তরী, যদি চলে যায়, ফিরে আর আসবেনা।

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নীল আকাশ [অতিথি] এর ছবি

অভিনন্দন!!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।