"বানানকে বাগ মানান" কর্মসূচী

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বিষ্যুদ, ২১/০৫/২০০৯ - ৩:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সম্প্রতি উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে সচল ও অতিথিরা বাংলা বানানের প্রতি একটি অবচেতন অবহেলা নিয়ে লিখে চলছেন। পোস্টের মূল উপাদানে তো বটেই, শিরোনামেও প্রায়শ চোখে পড়ছে বানানপ্রমাদ, যা সচলায়তনে লেখার মানকে প্রশ্নবিদ্ধ করে।

এ ব্যাপারে সচলায়তনের পক্ষ থেকে সচলদের কাছে শুদ্ধ বানানের প্রতি মনোযোগী হবার অনুরোধ ছাড়া আর কিছু ছিলো না। অতিথিদের লেখা মডারেশন পার হয়ে আসে বলে নির্বিচার ভুল বানানে কন্টকিত লেখা আটকে দেয়ার সুযোগ রয়েছে, যা কিছুটা শৈথিল্যের সাথে চর্চিত হয়। কিন্তু বানান নিয়ে সচেতনতা তৈরি ও চর্চার জন্যে প্রয়োজন সার্বিক উদ্যোগ। এ উদ্যোগে সব সচলকে অংশীদার করার জন্যে একটি উদ্যোগ নেয়া হয়েছে।

এই পোস্টের পর থেকে "বানানকে বাগ মানান" কর্মসূচীর আওতায় প্রতিটি পোস্ট ও মন্তব্যে বানান ভুল ধরিয়ে দেয়ার একটি শিশুতোষ খেলা শুরু হবে। প্রতি ভুল বানান ধরিয়ে দেবার জন্যে থাকবে +১ পয়েন্ট, যিনি ভুল করবেন, তাঁর জন্যে -১ পয়েন্ট। প্রতিটি ভুল ধরিয়ে দেয়া মন্তব্যের পর মন্তব্যদাতা তাঁর স্কোর আপডেট করবেন। ২৯শে জুন পর্যন্ত এই খেলা চলবে। যিনি সর্বোচ্চ পয়েন্ট অর্জন করবেন, তাঁকে সচলায়তনে "শের-এ-বানান" খেতাবে ভূষিত করা হবে। পুরস্কার হিসেবে থাকবে একটি সরস ক্যারিকেচার। কেবল সচল ও অতিথি সচলরা এই খেলায় অংশ নিতে পারবেন।

কামনা করা হচ্ছে, বানান ভুল ধরিয়ে দেয়ার এই খেলার ছলে শুদ্ধ বানান আমাদের ক্রমশ রপ্ত হয়ে আসবে এবং ইন্টারনেটে ভুল বাংলা বানানে কনটেন্ট যোগ করার কলঙ্ক থেকে আমরা মুক্ত হবো।

সবাইকে আন্তরিক ধন্যবাদ।


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

অসাধারণ প্রজেক্ট!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

যাক, ব্যক্তিগতভাবে আর বলতে ইচ্ছে করছিলনা, সন্দেশ বলাতে ভালো হলো।

রায়হান আবীর এর ছবি

চলুক

তানবীরা এর ছবি

কান্দার ইমোকটিন

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অছ্যুৎ বলাই এর ছবি

বিসমিল্লাহ বলে এই পোস্ট থেকেই শুরু করি।
ইমোকটিন -> ইমোটিকন। বলাই ১, তানবীরাপু -১। চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তানবীরা এর ছবি

খেলি না

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

স্নিগ্ধা এর ছবি

এটা কোন বানান প্রমাদ নয়, এটা নির্ভেজাল কান্না - ফিইইইচ, ফিইইইচ, ফিইইইচ ওঁয়া ওঁয়া

আমার ঘাড়ে বন্দুক রেখে গন্ডার মেরে আরেকজন শের-এ-বানান হবে - এটা ভাবতেই - ফিইইচ, ফিইইচ, ফিইইইচ ......

তবে, উদ্যোগটা ভালো মন খারাপ

মৃদুল আহমেদ এর ছবি

বিসমিল্লাহ। গন্ডার নয়, গণ্ডার।
মৃদুল +১, স্নিগ্ধা -১।
ট বর্গ, মানে ট, ঠ, ড, ঢ, ণ। এই বর্গের বর্ণের সাথে সংযুক্ত ন-জাতীয় যত উচ্চারণ আছে, মানে ট-এর সাথে, ঠ-এর সাথে সব "ণ" হবে। যেমন, কণ্টক, লণ্ডভণ্ড, লণ্ঠন। একমাত্র বিদেশি শব্দ হলে এই নিয়ম খাটবে না। যেমন, লন্ডন। এখানে দন্ত্য-ন-ই হবে।
সেরকমই ত বর্গ হচ্ছে ত, থ, দ, ধ, ন। এই বর্গের বর্ণের সাথে সংযুক্ত যত ন-টাইপের উচ্চারণ থাকবে, সব হবে "ন" দিয়ে। যত্ন, রত্ন... অন্যগুলো মাথায় আসছে না।
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

স্নিগ্ধা এর ছবি

মৃদুল, ভ্রাতঃ, তোমার যে বিসমিল্লাহ্‌তেই গলদ!

আরে, ওইটা তো আমি ইচ্ছা করে লিখসি, ঠিকমতো লিখলে তো বুঝাই যাবে আমি গণ্ডার শিকার করার কথা বলতেসি, তাইলে যদি animal rights activist রা ধরে? তাই একটু ...... দেঁতো হাসি

(ফলশ্রুতি না) ফলস্বরূপঃ স্নিগ্ধা = যা ছিলো তাই, মৃদুল = - ১.৫ মন খারাপ

মূলত পাঠক এর ছবি

"বানানকে বাগ মানান" কর্মসূচীর কথায় মনে হলো, এই ইচ্ছেটা অনেকদিনের ছিলো, সচলায়তনে সাধারণত যে সব বানান ভুল দেখতে পাওয়া যায় তার একটা তালিকা পোস্ট করা, যাতে লেখার সময় রেফার করা যায়। নিচের লেখাটা তারই ফল ("ফলশ্রুতি" এখানে অপপ্রয়োগ হবে)। সাম্প্রতিক পোস্ট থেকে বানান ভুল খুঁজে খুঁজে দিলাম, কেউ ব্যক্তিগত আক্রমণ ভাববেন না দয়া করে। পরে আরো যোগ করতে থাকবো এই মন্তব্যে, কাজেই আমার এই মন্তব্যের উত্তর দিতে হলে আলাদা করে লিখুন দয়া করে, এই চিঠির নিচে জবাবে না লিখে।

বাঁধা: (দড়ি দিয়ে) বন্ধন করা, Tied: বন্ধন বা বাঁধন থেকে এসেছে বলে ঐ চন্দ্রবিন্দু
বাধা: বিঘ্ন, Obstacle

পঁচানো: চন্দ্রবিন্দু নেই এতে, কারণ আসল কথাটা তো পঞ্চণ নয়, পচন।

হাঁটা: যেহেতু হন্টন থেকে এসেছে অতএব চন্দ্রবিন্দু। হাঁটুতেও চন্দ্রবিন্দু।

ব্যাথা নয়, ব্যথা। আবার ব্যাকরণ, ব্যাস, এখানে আ-কার লাগবে। অধিকাংশ শব্দে আ-কার থাকে না, যেমন ব্যতীত, ব্যপ্ত ইত্যাদি। সন্দেহ হলে আ-কার না লাগানোই ভালো, তাতে অন্তত স্টাটিস্টিক্যালি সম্ভাবনা বেশি শুদ্ধ থাকার।

স্বার্থক: কথাটার মানে যখন স-অর্থক, তখন বোঝাই যাচ্ছে ওতে ব-ফলা লাগবে না। স্বার্থ শব্দে লাগবে, কারণ ওর মানে স্ব-অর্থ, নিজের লাভ।

গন্‌জিকা: হসন্ত লাগালে উচ্চারণে কাছাকাছি হলেও বানানটা ভুলই থাকলো কারণ ঞ+জ হবার কথা ছিলো।

রুপসী: হবে রূপসী। উচ্চারণ করার সময় ভেবে দেখুন রূ-টা একটু টেনে করেন না কি?

দূর্বল: দুর্বল হবে। দুঃ নামক উপসর্গে হ্রস্ব উ, অতএব কঠিন অর্থে হলে তাই হবে। দূর (far) হলে দীর্ঘ ঊ কার।

উৎকর্ষতা বা দারিদ্রতা ঠিক নয়, উৎকর্ষ আর দারিদ্র বললেই বিশেষ্যরূপ এসে যায়।

হিমু এর ছবি

চলুক

পচন নিয়ে একটু দ্বৈরথে পড়ে গেলাম মূলোদা (পাঠুদা বললে বাজে শোনাতে পারে চোখ টিপি )। আর দারিদ্র্য জানতাম ... নাকি?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

মূলত পাঠক এর ছবি

আমার নামের যা পিন্ডি দেবার তো দিলেন, এই বার বলেন দ্বৈরথটা কিসের। দারিদ্র্য (আজকাল য-ফলা বাদ যাচ্ছে) ঠিক, দরিদ্রতাও লাগানো যায়। যেমন উৎকর্ষ বা উৎকৃষ্টতা। তবে দু ক্ষেত্রেই প্রথম রূপটা শুনতে ভালো, বোধ হয় সঠিকতরও।

সালাহউদদীন তপু এর ছবি

দাদা পিন্ডি নয়, ওটা হবে পিণ্ডি/পিণ্ডী। অর্থাৎ ণ+ড।
পণ্ডিতের উপর পাণ্ডিত্য জাহিরের অপরাধ মার্জনীয়।

মূলত পাঠক এর ছবি

আর দিলেন তো আমার ঐ মন্তব্যের জবাব লিখে? এই বার ঐ কমেন্টটা আর আপডেট করা যাবে না যে মন খারাপ

হিমু এর ছবি

দিন শেষে একজন নির্দলীয় নিরপেক্ষ স্কোরার লাগবে। আনাচে কানাচে পয়েন্ট কামানো আর খসানো চলছে, কিরামান কাতেবিনের মতো বিনিদ্র সার্ভিস দিতে হবে কোন এক সচলকে। আছেন কেউ?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

স্নিগ্ধা এর ছবি

ঠিক! নির্দলীয়, নিরপেক্ষ স্কোরার একজন লাগবে! আপনাকে এবং আপনার মতন জলদস্যু/তস্কর/স্থলদস্যু ধরনের যে কয়টা আছে এখানে, ওগুলার কাউকে আমি বিশ্বাস করি না, কী পরিমাণ চুরি যে হবে ...... !!

তানবীরা এর ছবি

মহাশয়গন, এখানে প্রকৌশলী ছাড়াও অন্য কলম পেশার পেশাজীবিরা আসা যাওয়া করেন। তাদের জন্য একটা স্পেল চেক বানানোর দাবি জানাচ্ছি চ্রম ভাবে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

হিমু এর ছবি

"মহাশয়গণ" হবে। আপনার স্কোর -৪, আমার +৫। মুহুহুহুহু ...।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

মূলত পাঠক এর ছবি

অর্থাৎ প্রকৌশলীদের স্পেল চেকের দরকার হয় না বলছেন? হাসি

রণদীপম বসু এর ছবি

তানবীরাপু'র পেশাজীবিরা 'পেশাজীবীরা' হওয়ার কথা। বুদ্ধিজীবী, কৃষিজীবী এইরকম।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ইশতিয়াক রউফ এর ছবি

সন্দেশের পোস্টে ভুল ধরলে বাড়তি পয়েন্ট নেই?

উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে

এখানে কি য-ফলা হবে? এই লক্ষ্য তো উদ্দেশ্য অর্থে ব্যবহৃত হয়।

নির্বিচার ভুল বানানে কন্টকিত লেখা

এটা কি কণ্টক হবে না?

ঠিক-ঠাক ধরে থাকলে ২ বা ৫ পয়েন্ট করে চাই কিন্তু! চোখ টিপি

ভুলের জন্য নেগেটিভ পয়েন্ট দেওয়ার বিপক্ষে মত দিলাম। পয়েন্ট হিসেবের কাজটুকু নিজের মত করে করলেই চলবে। ভেজাল হলে বানান-মডু বা অন্য কেউ হিসাব রাখতে পারেন।

হিমু এর ছবি

লক্ষ করা না লক্ষ্য করা? এ নিয়ে তো আমিও প্যাঁচে পড়লাম। সন্দেশের তাহলে -২ আর ইশতির +২।

ঋণাত্মক পয়েন্টের দরকার আছে বৈকি! কী যাতনা বিষে বুঝিবে সে কীসে কভু আশীবিষে দংশেনি যারে?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ইশতিয়াক রউফ এর ছবি

লক্ষ্য নিয়ে দ্বিমত শুনছি/দেখছি একেক জনের কাছে। সে-কারণে এই পয়েন্টটা না নেই এই মুহূর্তে। আপাতত কণ্টক রাখছি শুধু। লক্ষ/লক্ষ্য নিয়ে সন্ন্যাসীজীর দৃষ্টি আকর্ষণ করছি। খাইছে

ইশতিয়াক রউফ এর ছবি

সংসদ বাংলা অভিধানে দেখলাম "লক্ষ করা" লেখা আছে। অবশ্য, সাথে এটাকে alt. spelling হিসেবেও দেখানো আছে। আধুনিক রীতি কী বলে জানিয়েন কেউ।

ধুসর গোধূলি এর ছবি
গৌতম এর ছবি

যে লক্ষ দেখা যায়, যেখানে য-ফলা বসবে না। - বানান ভুল লক্ষ করা যাচ্ছে।
যে লক্ষ্য দেখা যায় না, সেখানে য-ফলা বসবে। - আমাদের লক্ষ্য বানান ঠিক করা।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মূলত পাঠক এর ছবি

এক লাখ টাকা বোঝাতে য-ফলা বর্জিত হয়।
উদ্দেশ্য অর্থে য-ফলা লাগে।
পর্যবেক্ষণ অর্থে দুই-ই চলে বলেই জানি।

গৌতম- লগইন করি নি বলে আমাকে ( এর ছবি

পর্যবেক্ষণে য-ফলা বসবে না, অবশ্যই বসবে না।
লাখ-এর লক্ষ লিখতে য-ফলা বসবে না।
কিন্তু একমাত্র উদ্দেশ্য বা এ ধরনের শব্দ বা কর্ম বুঝাতে য-ফলা লাগবেই।

আনিস মাহমুদ এর ছবি

লক্ষ করে দেখুন, লক্ষ টাকা খরচ করেও কি সবাই লক্ষ্য অর্জন করতে পারে?

.......................................................................................
Simply joking around...

.......................................................................................
Simply joking around...

আলাভোলা এর ছবি

সন্ন্যাসীজীরে অনেকদিন দেখি না।

হাসান মোরশেদ এর ছবি

ওরে কি আছিস 'শের-এ-বানান' হবি? কুড়োতে আয়-আমি অকাতরে পয়েন্ট বিলিয়ে যাবো দেঁতো হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মৃন্ময় আহমেদ এর ছবি

উত্তম।

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

সালাহউদদীন তপু এর ছবি

পরিকল্পনাটি অসাধারণ এ ব্যাপারে কোন সন্দেহ নেই। এবং কাজটি ব্যক্তিগত উদ্যোগে না করে সন্দেশের উদ্যোগে হচ্ছে করা এটি আরও ভাল সিদ্ধান্ত হলো। এখন বাস্তবায়নের পালা।

এখন সচলায়তনে লেখকের চেয়ে পাঠক বেশি হবে, কারণ ভুল বানান লিখে পয়েন্ট কমানোর চেয়ে ভুল বানান ধরিয়ে দিয়ে পয়েন্ট অর্জন করার লোভটা সবাইকে জেঁকে বসবে। আর আমি হব সে যাত্রার অগ্রপথিক।

মূলত পাঠক ভাইকে ধন্যবাদ না জানালেই নয় তাঁর ভুল বানানের তালিকাটা তৈরি করার জন্য।

দুটি বিষয়ে পরিষ্কার হতে পারি নি, আমার পয়েন্ট কি আমি হিসেব রাখব? নাকি সচলায়তনের পক্ষ থেকে কেউ তার তদারকি করবেন? আর কিছু শব্দ আছে সচলায়তনের নিজস্ব যেখানে মূল খেলাটাই হলো বানানের মারপ্যাঁচ। তাদের ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত জানতে চাইছিলাম।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কয়েকটা পোস্টে লক্ষ্য করলাম সচলেরা মন্তব্য দেয়ার বদলে পয়েন্ট কামানোতে ব্যস্ত। ব্যাপারটা আসমানী মডুর দৃষ্টিতে আনলাম চোখ টিপি

রেনেট এর ছবি

সহমত। এভাবে পোস্ট রেখে কি আর কী নিয়ে কথাবার্তা চলতে থাকলে কেম্নে কি!
আর সবাই সব পোস্ট পড়বে না, সব মন্তব্যও পড়বে না। শেষ মেষ যে লাউ সেই কদুই হবে, যে বানান ভুল করার সে বানান ভুল করেই যাবে। তারচেয়ে সর্বজন স্বীকৃত কোন অভিধান সচলায়তনে লটকে দেয়া যেতে পারে। যার কনফিউশন হবে, সে নিজ দায়িত্বে দেখে নিবে। আর খুব প্রচলিত বানান ভুল হলে বাকিরা তো আছেই শুধরে দেয়ার জন্য।
তবে শিরোনামে বানান ভুল হওয়াটা খুবই দৃষ্টিকটু।
যাকগে, হিমু ভাই, ইশতি বা পাঠক ভাই আসার আগেই ফুটি।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

আলাভোলা এর ছবি

কর্মসূচী মাত্র শুরু হইছে, তাই সবাই একটু বেশী অ্যাকটিভ। এইটা নিয়া চিন্তিত হওয়ার কিছু নাই।

এই কর্মসূচীটার দরকার ছিল। বানান ভুল থাকলে পোস্টের মান অনেক কমে যায়। আর নিয়মিত সচলেরা যেসব বানান ভুল করেন, তার ৮০% ই অবহেলার কারণে। এখন এই পরিমান অনেক কমে যাবে বলেই আমার বিশ্বাস।

আর অনেক কিছু কিন্তু শেখাও যাচ্ছে।
যেমন: কি আর কী, লক্ষ আর লক্ষ্য এর মধ্যে পার্থক্য।

চলুক

কেম্নে কি! - কেম্নে কী! হাসি

রেনেট এর ছবি

কেম্নে কি! - কেম্নে কী!

গড়াগড়ি দিয়া হাসি

জানতাম কেউ না কেউ কোন না কোন ভুল বের করেই ফেলবে!

তবে পয়েন্ট কমান নাই। সুযোগ হারালেন হাসি

---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

রণদীপম বসু এর ছবি

কর্মসূচি'র মধ্যেই প্রাচীন কর্মসূচী শেষ। একইভাবে বেশী বানানটাকে আর বেশি বেশি চর্চা করা উচিৎ নয়।

কি এবং কী ? প্রশ্নের উত্তর যদি হাঁ বা না দিয়ে সম্পন্ন হয় তাহলে হবে কি। যেমন, আপনার বাড়ি কি বরিশাল ? আর প্রশ্নে যদি কোন সুনির্দিষ্ট উত্তর বেরিয়ে আসে তাহলে হবে কী। যেমন, আপনার নাম কী ?

পরিমান না হওয়ার কথা পরিমাণ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ইশতিয়াক রউফ এর ছবি

উচিত হবে মনে হয়, রণ'দা। দেঁতো হাসি

সিরাত এর ছবি

ভাল উদ্যোগ! ঠেকায় না পড়লে মানুষ শিখে না। সেরকম ঠেকায় পড়লাম। স্কোর তো মনে হয় গিয়া -১০০ তে দাঁড়াইব।

রাজর্ষিদা আর ইশতির মেইলবক্স আরেকটু বেশি ভরবে আর কি! চোখ টিপি

মূলত পাঠক এর ছবি

লোকে এইরকম নজর দিলে মেইলবক্স আর ভরেছে!

রেনেট এর ছবি

আমি কোন কমেন্টও করবো না, কোন পোস্টও দিবো না। মামলা খতম হাসি
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

কীর্তিনাশা এর ছবি

(-) পয়েন্টে চ্যাম্পিয়ন যে এই শর্মা হবে তাহাতে কোন সন্দেহ নাই দেঁতো হাসি

যাক এই সুযোগে যদি কিছু বানান শিক্ষা হয় তাতেই আমি খুশি। উদ্যোগকে স্বাগত জানাই। চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জেবতিক রাজিব হক এর ছবি

সর্বোচ্চ ভুল বানানকারীকে 'বিলাই/বিড়াল-ই-বানান' পদক দেয়ার দাবি জানাচ্ছি।

কেউ পাবে, কেউ পাবে না,
তা হবে না, তা হবে না।

সাইফ এর ছবি

ঋণাত্মক পয়েন্টের দরকার আছে। নাহলে পুরো জিনিষটায় মজাই থাকবে না, খেলা জমে উঠবে খুব তাড়াতাড়ি। মনে হচ্ছে হিমুদা অথবা পাঠকদা হবেন এই প্রতিযোগীতার শের-ই-বানান।

মূলত পাঠক এর ছবি

ভাই সাইফ,
তাই বলে প্রতিযোগিতায় দীর্ঘ ঈ লাগিয়ে খেলা জমাবেন? হাসি

সাইফ এর ছবি

প্রমান করলাম বানানে আমার কি অবস্থা। যত ভুল করব, তত বেশী বানান শিখবো ;)।

মুজিব মেহদী এর ছবি

বানানে আপনার 'কী' অবস্থা, তার 'প্রমাণ' এ বাক্য দিয়ে কম না বরং 'বেশি' বেশিই দিয়েছেন দেখছি। সাধু!

..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সাইফ এর ছবি

নীড়পাতায় শীর্ষ ৫ বা ১০ জনের নাম থাকলে মজা আরো বাড়বে। কঠিন কঠিন ।

নীড় সন্ধানী এর ছবি

‍‌বানান ভুল নিঃসন্দেহে পীড়াদায়ক।

কিন্তু ভুলকে শুদ্ধ জেনে ভুল করাটা অনেক বেশী মারাত্মক। একেকজনের একেকরকম সংশয় আছে বানানের ব্যাপারে।

যেমন আমার ূ ু নিয়ে ভেজাল লেগে যায় অনেক সময়। 'ধুসর' ঠিক হবে নাকি 'ধূসর' ঠিক হবে, 'গোধুলী' হবে না 'গোধূলী' হবে এটা নিয়ে আমার প্রথম পোষ্টেই ক্যাচাল লেগেছিল। আমি এটা নিয়ে বেশ কিছু ঘাটাঘাটি করেও সিদ্ধান্তে আসতে পারিনি কোনটা সঠিক।

'ধুসর গোধূলি' কে আমি 'ধূসর গোধুলী' লিখেছিলাম পরেরটাই শুদ্ধ মনে হয়েছিল বলে। কি বলেন 'ধুগো'দা?

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

ধুসর গোধূলি এর ছবি

- বস, আল্লায় দেয়ার মধ্যে একটা জিনিষই দিছে (যদিও এর মধ্যেও ভেজাল ঢুকায়া দিছে), সেইটা হৈলো চাপা। এই চাপার জোরেই নামের বানান ভুল কৈরাও জনগণরে বিরাট পেরেশানীর উপরে রাখি। আপনেও ঐ রকম একটা পেরেশানীর মধ্যে পড়ে গেছিলেন আর কি! কিছু মনে কৈরেন না ভাইজান। হাসি

সত্যিকারের বানানটা হলো, ধূসর গোধূলি

(ইংরেজী শব্দ থেকে বাংলা বানান) মিলিয়ে দেখতে পারেন এখানে
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সবজান্তা এর ছবি
পান্থ রহমান রেজা এর ছবি

খাইছে! বানানের খুঁতখুঁতানিতে তো লেখাই ছেড়ে দিতে হবে দেখছি!

অফটপিক: আমি একজন প্রুফরিডার খুঁজছি, যিনি পুরো লেখাটাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বানান ঠিক করে দিতে রাজি আছেন? আগ্রহী'রা ব্যক্তিগত পত্রে যোগাযোগ করুন। উল্লেখ্য, তাকে যথাযথ সম্মান (সম্মানী নয়!) দিয়ে গুরু'র আসনে বসানো হবে।

মূলত পাঠক এর ছবি

লেখা যদি পড়ি এবং পড়ে যদি মোটামুটি পাতে দেবার মতো মনে হয়, এবং তাতে যদি বানান ভুল থাকে, তাহলে আমি বিনাশ্রমেই প্রুফ রিডিং করে দিই। যদি সেইটা চান তো তিনটে কাজ করতে হবে:
১। নীড়পাতায় লেখার যে মুখবন্ধটুকু আসে সেইটা যথেষ্ট আকর্ষক হতে হবে। তাতে বানান ভুল থাকলে চলবে না। তাইলে আমি পড়ুম।
২। লেখার মান ভালো হতে হবে। তাইলে কমেন্ট করুম।
৩। লেখায় কিছু বানান ভুল থাকতে হবে। নাইলে ঠিক করুম কী?

রাজি? পয়সা লাগবো না। হাসি

আলাভোলা এর ছবি

চলুক

পান্থ রহমান রেজা এর ছবি

ভাবছি, ট্যাগে আপনার নাম উল্লেখ করে দিবো। তাহলে পড়বেন। আর আমার বানানবিদ্যাটাও জানা হবে। চোখ টিপি

মুস্তাফিজ এর ছবি

আমার পোস্ট বেশী বেশী পড়েন, বেশী বেশী ভুল পাবেন।
আর মূলোদার পোস্ট পড়ে লাভ নাই কারন সেখানে বানান ভুল নাই।

হো হো হো

...........................
Every Picture Tells a Story

মূলত পাঠক এর ছবি

খাইসে, শেষে কপালে জুটলো মূলো? ঐটা কোন জানোয়ারের জানি প্রিয় খাদ্য?

সবজান্তা এর ছবি

ঐটা কোন জানোয়ারের জানি প্রিয় খাদ্য?

এইভাবে কি 'ঐ' বলা যায় ? 'ওই' বলাটাই কি নিয়ম না ?


অলমিতি বিস্তারেণ

রণদীপম বসু এর ছবি

মুস্তাফিজ ভাই, 'কারণ' !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সবজান্তা এর ছবি

প্রচুর খুশি হইলাম। আমার নিজের বানানের অবস্থাও তথৈবচ, তাই এমন একটা উদ্দীপক ক্র্যাশ প্রোগ্রামের অভাব বোধ করতেছিলাম অনেক দিন ধরেই।

আমার মনে হয় বানান বিষয়ক আমাদের এই খেলা শেষ পর্যন্ত সচলায়তনের সামগ্রিক বানান পরিস্থিতির উন্নতি ঘটাবে।


অলমিতি বিস্তারেণ

আনিস মাহমুদ এর ছবি

প্রবল ধন্যবাদ সন্দেশকে।

.......................................................................................
Simply joking around...

.......................................................................................
Simply joking around...

আরিফ জেবতিক এর ছবি

জুলাইয়ের ১ তারিখের আগে আর পোস্টই করব না।
আর কমেন্ট করব শুধু ইমোটিকন ( ধন্যবাদ বলাই ) দিয়ে । হাসি

তবে একটা উপন্যাস হাতে আছে , ওটা সিরিজ আকারে দিতে পারি ।
চামে চামে বিনি পয়সায় প্রুফ দেখিয়ে নিতে পারব । গড়াগড়ি দিয়া হাসি

দ্রোহী এর ছবি

লোল।

আপনার মাথায় সবসময় দারুন সব কুবুদ্ধি খেলা করে। দেঁতো হাসি

দৃশা এর ছবি

ঠাইলে তো হামিও জুলাইয়ের ১ টারিকের ফরে মন্টব্য আর ফোস্ট ডিব, এটো যে যালায় মানুষজন, ভালু লাগে না। ডেকিটো ডেকিটো কটা বুল ফাও?

দৃশা

ধুসর গোধূলি এর ছবি

- এই মন্তব্য কোনো স্পেল চেকারে ঢুকাইলে সেইটা লগে লগে ক্র্যাশ করবো, ঠাশ কইরা। হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

দৃশা লিখেছেন:
ঠাইলে তো হামিও জুলাইয়ের ১ টারিকের ফরে মন্টব্য আর ফোস্ট ডিব, এটো যে যালায় মানুষজন, ভালু লাগে না। ডেকিটো ডেকিটো কটা বুল ফাও?

বুল সবই বুল!
এই ঝীভণের ফাথায় ফাথায় যা লেকা সে বুল
বুল সবই বুল!

মূলত পাঠক এর ছবি

দৃশা আপনার কমেন্ট পড়ে এমন হাসি শুরু হলো যে লোকজন এসে জিজ্ঞেস করে গেলো কী হয়েছে। আপনি এই ভাষাতেই গোটা একটা পোস্ট দিন না। হাসি

মুজিব মেহদী এর ছবি

এখানে কোনো ভুল নেই। আসলেই নেই। বিশেষ অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে কোনো ভুল থাকতেও নেই।
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

দৃশা এর ছবি

খারেক্ট মুজিব ভাই। হামার মথো নির্বুল খমেন্ট আর খেউ খরতে পারে নাই যে একানে।
হাফেজে-বানান খেতাবটা খি তাইলে হামিই পাতি যাচ্চি?

দৃশা

দ্রোহী এর ছবি

আমি এই ঘোষণায় এমন ভয় পাইছি যে জুয়েল ওসমানের বাংলা বানান পরীক্ষক ডাউনলোড করে ফেলেছি।

দেঁতো হাসি

কীর্তিনাশা এর ছবি

গুরু আমারে লেঙ্গুর মানে লিঙ্কটা দেন, পিলিজ্ !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দ্রোহী এর ছবি

http://auburn.edu/~msh0004/spell.htm

এইখান থেকে অনলাইনেই বানান পরীক্ষা করতে পারবেন।

আর যদি অফলাইনে করতে চান তাহলে জুয়েল ওসমানের ব্লগ ( http://jewelosman.wordpress.com/2007/06/11/bspell13/ ) থেকে ডাউনলোড করে নিন।

উজানগাঁ এর ছবি

ব্যাপারটা একটু অন্যরকম ঠেকছে আমার কাছে। ইদানিংকার বেশ কিছু পোস্টে অনেককেই লেখাবিষয়ক কমেন্টের চেয়ে বানান ভুল ধরতেই ব্যস্ত দেখলাম।

বানান ভুল ধরার পাশাপাশি সবাইকে লেখাবিষয়ক মন্তব্যটা সাথে জুড়ে দেয়ার অনুরোধ জানাচ্ছি।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

খাইছে !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুজিব মেহদী এর ছবি

পাইছি! এইবার 'শের-এ-বানান' অইতেই অইব। কিন্তু পোস্টটার খোঁজ দেরিতে পাওয়ায় আমার ম্যালা ক্ষতি অইয়া গেল রে! (এই বাক্যে বানান ভুল ধরা যাবে না।)

এবার আসল কাজ শুরু করা যাক। (ভিত্তি 'বাংলা একাডেমী'র বানান অভিধান)

সন্দেশ
আছে 'লক্ষ্য', হবে 'লক্ষ'
আছে 'কন্টকিত', হবে 'কণ্টকিত'
আছে 'কর্মসূচী', হবে 'কর্মসূচি'

স্নিগ্ধা
আছে 'গন্ডার', হবে 'গণ্ডার'

প্রকৃতিপ্রেমিক
আছে 'করছিলনা', হবে 'করছিল না'
আছে 'লক্ষ্য', হবে 'লক্ষ'

মূলত পাঠক
আছে 'হন্টন', হবে 'হণ্টন'
আছে 'দারিদ্র', হবে 'দারিদ্র্য'
আছে 'পিন্ডি', হবে 'পিণ্ডি'
আছে 'কিসের', হবে 'কীসের'
আছে 'ঐটা', হবে 'ওইটা/ওটা'

তানবীরা
আছে 'মহাশয়গন', হবে 'মহায়শয়গণ'
আছে 'পেশাজীবি', হবে 'পেশাজীবী'

ইশতিয়াক রউফ
আছে 'মত', হবে 'মতো'
আছে 'হিসেব' এবং 'হিসাব' দুটোই, হবে যেকোনো একটা, তবে এখানে 'হিসেব' (চলিত রীতি বলে)

গৌতম
আছে 'বুঝাতে', হবে 'বোঝাতে'

হাসান মোরশেদ
আছে 'কি', হবে 'কে'

সালাহউদদীন তপু
আছে 'কোন', হবে 'কোনো'
আছে 'ভাল', হবে 'ভালো'
আছে 'হব', হবে 'হবো'

রেনেট
আছে 'কোন', হবে 'কোনো'
আছে 'দৃষ্টিকটু', হবে 'দৃষ্টিকটূ'

আলাভোলা
আছে 'কর্মসূচী', হবে 'কর্মসূচি''
আছে 'বেশী', হবে 'বেশি'
আছে 'পরিমান', হবে 'পরিমাণ'

সিরাত
আছে 'ভাল', হবে 'ভালো'

কীর্তিনাশা
আছে 'কোন', হবে 'কোনো'

নীড়সন্ধানী
আছে 'বেশী', হবে 'বেশি'
আছে 'পোষ্ট', হবে 'পোস্ট'
আছে 'ঘাটাঘাটি', হবে 'ঘাঁটাঘাঁটি'

ধুসর গোধূলি
আছে 'ধুসর', হবে 'ধূসর'
আছে 'জিনিষ', হবে 'জিনিস'
আছে 'ইংরেজী', হবে 'ইংরেজি'

মুস্তাফিজ
আছে 'বেশী', হবে 'বেশি'
আছে 'কারন', হবে 'কারণ'

দ্রোহী
আছে 'দারুন', হবে 'দারুণ'

আমি যেগুলো শনাক্ত করলাম, এগুলোর কোনো-কোনোটি এর আগে অন্য সচলগণ শনাক্ত করেছেন। কিন্তু পাশাপাশি ভিন্নমতও উঠে এসেছে। সুতরাং সংশয় দূর করতে সেগুলোও এখানে যুক্ত হলো। এক্ষেত্রে নম্বর প্রথমবার যিনি শনাক্ত করেছেন তাঁর নামেই যুক্ত হওয়া দরকার।

আমার মোট নম্বর কত হলো তা প্রথমবার মডুদের কেউ বলে দিলে পরে আমি নিজেই হিসেব রাখতে পারতাম!

আরেকটা বিষয় জানা দরকার। সেটি হলো, একই বানান একাধিকজন ভুল করেছেন। সেক্ষেত্রে যতবার শনাক্ত করা গেল, ততবার নম্বর নাকি একটা শব্দের জন্য একবারই? আমার তো মনে হয় প্রতিবারই হওয়া দরকার!
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

নীড় সন্ধানী এর ছবি

খাইছে, বিল্লিয়ে বানানদের পিটুনিতে অস্থির আছি, এখন শের এ বানান এসে গেছে। পলানো ছাড়া গতি নাই.....

.....এই টেক্সী, খাড়াও। আমারে লিয়া যাও।
আগামী কয়দিন আর ব্লগের আশেপাশ মাড়াইতাছিনা। খিকজ।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

কীর্তিনাশা এর ছবি

ডরাইসি অ্যাঁ

আপনার শের-এ-বানান হওয়া ঠেকায় কে !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুজিব মেহদী এর ছবি

রেনেট লিখিত 'দৃষ্টিকটু' ঠিক আছে, ওখানে 'কটূক্তি'র জ্ঞান ঝেড়েছিলাম। এই কটূক্তি ছাড়া আর সমস্তই কটু (কটুতা, কটুকাটব্য, কটুত্ব, কটুবাক্য, কটুভাষণ, কটুভাষিতা, কটুভাষী, কটুভাষিণী) হবে। উইথড্র করা হলো।
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সুলতানা পারভীন শিমুল এর ছবি

মারছে !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুজিব মেহদী এর ছবি

বানানের প্রসঙ্গ যখন উঠলই তখন সাহস নিয়ে আরেকটি কথা বলা দরকার মনে করছি যে, সচলায়তনে কিছু ভুল বানান ডিফল্ট করা আছে, যদিও সংখ্যায় তা খুবই কম। আমার মনে হয়, সচলায়তনের মতো একটি পরিচ্ছন্ন সাইটে অল্প ভুলও ডিফল্ট থাকা ঠিক নয়। কর্তৃপক্ষ চাইলে এগুলোও শনাক্ত করা যেতে পারে।
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

হিমু এর ছবি

পয়েন্ট কামাতে দেরি করেন না মুজিব ভাই। কর্তৃপক্ষকে কয়েকটা মাইনাস পয়েন্ট গছায় দেন।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

স্নিগ্ধা এর ছবি

হায় রে! এদ্দিন 'সনাক্ত' জানতাম, আজকে 'সম্ভাব্য শের-এ-বানান' এর বানান দেখে জানলাম - শনাক্ত মন খারাপ

হিমু এর ছবি

শনাক্ত ফারসি তো, সনাক্ত/শনাক্ত দু'টিই ব্যবহৃত হতে দেখেছি। তবে ষণাক্ত লিখলে ছাড়ন নাই চোখ টিপি



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

মুজিব মেহদী এর ছবি

কেবল 'শনাক্ত'ই সঠিক।
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

রেনেট এর ছবি

উঠলই আছে, উঠলোই হবে
শের-ই-বানান (মুজিব ভাই) - ১
রেনেট ১
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুজিব মেহদী এর ছবি

রেনেট ভাই, প্লিজ জোর করে নম্বর নেবেন না।
'উঠল'ই হবে। যেখানে অন্য কোনো মানে দ্বারা বিভ্রান্তির অবকাশ নেই, সেখানে ও-কারান্ত বর্জনীয়।

অভিধান অনুসারে উঠ্ ধাতুর সম্ভাব্য ব্যবহারগুলো লিখে দিচ্ছি (মুখস্থ করে ফেলতে পারেন) :

ওঠে, ওঠেন, ওঠো, উঠিস, উঠি। উঠছে। উঠেছে। উঠুক, উঠুন, ওঠো, ওঠ্। উঠল, উঠলে, উঠলাম। উঠত। উঠছিল। উঠেছিল। উঠব, উঠবে। ওঠো, উঠিস। উঠতে, উঠে, ওঠবার (ওঠার), ওঠা।

..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

রেনেট এর ছবি

আপনি লুক্টা আমাদের বাংলা স্যারের চেয়েও খারাপ মন খারাপ
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

স্নিগ্ধা এর ছবি

সহমত!!!! আমাদের বাংলা ম্যাডাম অসম্ভব ভালু ছিলেন, কিন্তু যদি আমাদের কোন পচা বাংলা স্যার থাকতো তাইলে মুজিব মেহেদী তার চাইতেও খ্রাপ হতেন!!!!

মুজিব মেহদী এর ছবি

ম্যাডাম, আমি কিন্তু মেহদী।
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

স্নিগ্ধা এর ছবি

মেহদী, আমি কিন্তু মাদাম দেঁতো হাসি

(আর, আপনি শুরু করলেন কী???? বানান, ব্যাকরণ, উহ্য-কমা, সমাস ...... আপনার কী হইসে, বলেন তো ???)

মুজিব মেহদী এর ছবি

সংবিধিবদ্ধ সতর্কীকরণ : এই অংশ স্পেলচেকারের আওতায় আসবে না।

তাইলে বাদ দেই কী কন? হিমু একটা জোস উঠায়া দিল কি না, হেইল্লাইগ্যা। আফনের চাপা ধমক খাইয়া আপাতত ঠাণ্ডা মাইরা গেছি!!! অন্যদিগে আর তাকাইলাম না। তয় আফনের আপত্তি না থাকলে ধীরে ধীরে সচলায়তনের ডিফল্ট ভুলগুলা খুঁইজা দিতে মডুগো হেল্প করবার চাই।

আসলেই বহুত পাগলামি হইয়া গেল, তাই না মাদাম?

আমার কিন্তু কোনো স্কোর নাই, খেয়াল করছেন?)
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

স্নিগ্ধা এর ছবি

কী যন্ত্রণা - চাপা ধমক আবার দিলাম কোথায়?! আপনি যে পেগ্‌লে যাচ্ছেন সেটা জাস্ট একটু দেখিয়ে দিলাম, এইইই!

শুরু করেন, শুরু করেন, নবোদ্যমে শুরু করে দেন দেঁতো হাসি

মুজিব মেহদী এর ছবি

তাইলে ধমক দেন নাই কইতাছেন? আমি আবার ভাবলাম যে ধমক দিছেন।

যাই হোক, এ বেলায় মাত্র বিছানা ছাড়লাম। শুক্রবার বলে কথা! আগে কিছু খাইদাই, গল্পগুজব করি, পরে দেখুম নে।

কিন্তু মাদাম, এই 'পেগ্‌লে যাওয়া' ব্যাপারটা কী? মানে কি পাগল হয়ে যাওয়া-টাওয়া জাতীয় কিছু? কত অজানা রে!
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

যদি জানিয়ে দিতেন বানান গুলো তাহলে সুবিধে হত। থ্যাঙ্কস।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

মুজিব মেহদী এর ছবি

মুর্শেদ ভাই কি আমাকে বললেন? যদি জবাব হ্যাঁ হয় তবে বলি যে, আমি সচলায়তনে বানান বিষয়ে একটি সিরিজ লিখব বলে গত ফেব্রুয়ারিতে আলাপও করেছিলাম সহসচল গৌতমের সঙ্গে। এ যাবৎ সময়ও পাই নি, সাহসও অর্জন করে উঠি নি। কিন্তু কখনো করব বলে ভাবছি।

ওই কমেন্টে যুক্তিসহ বললে অনেক কথা বলতে হতো বলে তা করি নি। এখন চেষ্টা করব মাঝে মাঝে কিছু বলতে।

যেমন আপনার থেকে শুরু করি। আপনি 'গুলো শব্দটা আলাদা লিখেছেন। এটা ভুল। লিখতে হবে বানানগুলো। 'গুলো' আলাদা লেখা যায় না, কারণ এটির কেবল অন্য কোনো শব্দের সঙ্গে বসে তার বচন নির্ণয়ের সামর্থ্য আছে। এটি আলাদাভাবে কোনো অর্থ দেয় না।

'হত' শব্দটি নিহতের একটি রূপ। কিন্তু আপনি ভবিষ্যতে হওয়া অর্থে শব্দটি লিখেছেন। অর্থ বদলে যাবার ব্যাপক সম্ভাবনা দেখতেই পাচ্ছেন। এজন্য এটি হবে 'হতো'।

বিদ্যুৎ গেল। পিসি বন্ধ হবার আগে অন্তত পাঠানো যায় কি না দেখি।
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মুজিব মেহদী এর ছবি

মুর্শেদ ভাই, সরি। আপনার এই মন্তব্যটা যে আমার '২০০৯-০৫-২১ ১৭:৩৫'-এ লিখিত মন্তব্যের জবাব সেটা এইমাত্র লক্ষ করলাম। এর মানে হলো, আপনি কথিত ডিফল্ট ভুলগুলো জেনে নিতে চাচ্ছেন। ভাবছি, ধীরে ধীরে এটা করব। এখন ডায়াল-আপে ব্রাউজ করছি, গতি বেশ খারাপ যাচ্ছে।

আপাতত আপনার কমেন্টের সঙ্গে যুক্ত বার্তাটা নিয়েই বলি। ওখানে বলা হচ্ছে : 'এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।'

এই বাক্যটার বানানগতভাবে শুদ্ধ রূপ হবে : 'এই অ্যাকাউন্টটি কোনো মডারেটরের নয়। এই অ্যাকাউন্ট থেকে মডারেশন করা হয় না, কিংবা এই অ্যাকাউন্টের কর্মকাণ্ডের দায়ভার সচলায়তন নেবে না।'

এখানে ভুল ছিল মাত্র চারটা :

১. 'অ্যাকাউন্ট'স্থলে 'একাউন্ট' শব্দটি ব্যবহৃত হয়েছিল ৩ বার;
২. 'কোনো' লিখতে 'কোন' লেখা হয়েছিল;
৩. 'না'-এর পূর্বে কোনো স্পেস ছিল না; এবং
৪. 'কর্মকাণ্ড' লিখতে 'কর্মকান্ড' লেখা হয়েছিল।

আমার স্কোর : ০ (শূন্য)।
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মূলত পাঠক এর ছবি

অর্থের দিক থেকে ধরলে 'কিংবা'র জায়গায় 'এবং' হওয়া উচিত। দুটি বাক্যাংশের মধ্যে or relation নেই, বরং and হলেই ঠিক হয়।

মুজিব মেহদী এর ছবি

যথার্থই বলেছেন।
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মুজিব মেহদী এর ছবি

মুর্শেদ ভাই, ব্যানারটা সুন্দর হয়েছে। কিন্তু ভুল আছে। অনেকে দেখে ফেলবার আগেই, দ্রুত ক্যাপশনটা ঠিক করে নিন তো।

আপনি লিখেছেন 'চিত্ত যেথা ভয়শুন্য উচ্চ যেথা শির'। এটার হওয়ার কথা 'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির'।

'শূন্য'কে কোনোকালেই 'শুন্য' লেখা হতো না। রবীন্দ্রনাথও লিখেন নি। আর বাক্যটা যেহেতু রবীন্দ্রনাথ থেকেই নিচ্ছেন, সেহেতু তাঁর পাঠটাই নেয়া দরকার (মাঝের কমাটাসহ। শেষেও একটা কমা আছে; কিন্তু পরের অংশ যেহেতু আপনারা নিচ্ছেন না, কাজেই শেষ কমাটা উপেক্ষা করা অদূষণীয়)।

বাক্যটা রবীন্দ্রনাথ ঠাকুরের 'নৈবেদ্য' গ্রন্থের ৭২ নম্বর ভুক্তির প্রথম লাইন। মিলিয়ে নিতে পারেন।

আমার স্কোর : ০ (শূন্য)
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মামুন হক এর ছবি

খালি হাসিতেই আছি...
আশু পরিবর্তনপ্রয়াসী জাঁহাবাজ বানান পুলিশের জাঁতাকলে পড়িয়া জাঁদরেল সব লেখকের জাঁকজমক সব লেখা জাঙিয়া পরিধান করিয়া উর্ধ্বশ্বাসে দৌড়াইতেছে!
আহা জগৎএত আনন্দদায়িনী কেন?

s-s এর ছবি

জগতের আনন্দ একটু কমাই।
জাঁতা= পেষণযন্ত্র
জাঁতি - সুপারি কাটিবার অস্ত্র < যন্ত্রী
জাঁতিকল - ইঁদুর মারিবার যন্ত্র বিশেষ/ বাংপ্র (এটা তো মমিন আমিও জানতাম না, আমিও জাঁতাকলই লিখতাম এদ্দিন! )
সুতরাং দেখা যাচ্ছে জাঁতাকল বলে কোনো শব্দ নাই।
সুবল মিত্র বঙ্গাভিধান বলছে, আমি নই।
এই সুবাদে ১ পেলাম মনে হয়। কেউ ভেরিফাই করা না পর্যন্ত। হাসি

মামুন হক এর ছবি

s-s সুইঠার্ট পয়েন্টের কোনা কাঞ্চিও মিলিবেনা, বাংলা একাডেমী কতৃক প্রণীত বাংলা বানান- অভিধানে জাঁতাকল এবং জাঁতিকল দুইটা শব্দই রহিয়াছে হাসি

মুজিব মেহদী এর ছবি

সুইঠার্ট!!!
'মিলিবেনা'। এখানে 'না' এর আগে স্পেস লাগবে স্যার।
'কতৃক' নয় 'কর্তৃক'।
'বানান- অভিধানে' নয় 'বানান-অভিধানে'। হাইফেনের পরে স্পেস সিদ্ধ নয়।
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মুজিব মেহদী এর ছবি

জাঁতাকল, জাঁতিকল দুটো শব্দই আছে, বানানগতভাবে শুদ্ধও। কিন্তু যে অর্থে মামুন ভাই এখানে ব্যবহার করেছেন, তাতে জাঁতিকলই হওয়া দরকার মনে হয়।
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

s-s এর ছবি

থ্যাঙ্কু স্যার, থ্যাঙ্কু :)। আপনার বাসায় আজকে কি বাজার লাগবে স্যার, শুধু একবার বলেন! আর ইয়ে স্যার , ধরন যে তৎসম নয় সেইটেই তো --- তাজ্জব! জানবার আছে অনেক কিছু!! স্যার, মাছ মুরগি কিছু লাগলে অবশ্যই জানাবেন, স্যার হাসি!

মুজিব মেহদী এর ছবি

আমার জবাব হলো, না (বাজার লাগবে না)। কিন্তু এ জবাব আপনি চান নি।

আপনি আসলে বলতে চেয়েছেন, 'কী বাজার লাগবে', তাই না? 'খুব খিয়াল কইরা!'
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মুজিব মেহদী এর ছবি

মামুন ভাই, আপনার জ-এর পূর্বানুপ্রাস বেশ মজা দিল।

তবে 'উর্ধ্বশ্বাসে' নয়, হবে 'ঊর্ধ্বশ্বাসে'। এটা তৎসম শব্দ। সংস্কৃতে যে বানানে ছিল বাংলায়ও সে বানানই হবে। এছাড়া জগৎ-এর পরে একটা ফাঁক লাগবে।

আর 'জাঁতাকল'-এর কথা তো শুনলেনই।
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মামুন হক এর ছবি

অন্যদের কথা জানি না, তবে আমি এই বানান শুদ্ধঃকরণ প্রয়াসের ঘোর সমর্থক। মাতৃভাষাটাও যদি শুদ্ধ করে লিখতে না জানি তাহলে বৃথা এই মানব জীবন। মহামতি মুজিব ভাইকে অনেক ধন্যবাদ, ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য। এইবার দেশে গিয়ে আপনার পায়ের ধুলো নিয়ে আসব হাসি

মুজিব মেহদী এর ছবি

'শুদ্ধিকরণ' লেখাই তো বোধকরি সঠিক!

আর জনাব, আমি মহামতি-টহামতি কেউ না। আমারও ভুল হয়। ভুলভালে ভরা এ জীবন।

আমি কিন্তু কাউকেই ধূলি বা ধুলো দেই না। কাতুকুতু লাগে!
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

রণদীপম বসু এর ছবি

আমি কোনো মন্তব্য করি নাই ! করবোও না ! শীতের কম্বলটাকে আপাতত হারাতে চাই না ! গরম আসলে তখন দেখা যাবে নে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানভীর এর ছবি

খেলুম না। আমি যে এতদিন ধরে পয়েন্ট কামাইলাম, ওইগুলার কী হবে?
নীড়পাতার ডানদিকে 'শের-ই-বানান প্রতিযোগীতা' দেখছি। ওইটা 'প্রতিযোগিতা' হবে।
এই ভুলের জন্য সন্দেশ -১০০
আর আমি +১০০
মুহাহাহা

s-s এর ছবি

এই সচলায়তন, তাড়াতাড়ি "প্রতিযোগিতা" বানান ঠিক করুন নীড়পাতার লিংকে, এ যে
"ভুল ধরতে ভূল" ধরণের রসিকতা হয়ে যাচ্ছে!
১ পয়েন্ট পাইলাম।

তানভীর এর ছবি

হ। আপনে লেট। তাই এক পয়েন্ট। আর আমি একশ' দেঁতো হাসি

রেনেট এর ছবি

ছিঃ সন্দেশ! লজ্জা!!! হো হো হো
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

s-s এর ছবি

কস কি মমিন, এই খেলায় রেফারি টেফারি নাই?? আমি তো মন্তব্য দেয়ার সময় কিছু দেখলাম না আবার আপনার মন্তব্য আমার আগে গেলো কেমনে???? দূরছাই- খেলবো না!

সবজান্তা এর ছবি

s-s, আপনি -১

কস কি মমিন না, হবে কস কী মমিন দেঁতো হাসি


অলমিতি বিস্তারেণ

s-s এর ছবি

বললাম না খেলবো না, আমাকে ফাউল করা হইলো, রেফারিং ভালো না , হাউকাউ লাগায় দিই, দাঁড়ান!

s-s এর ছবি

ওহ্ দাঁড়ান দাঁড়ান, "কস্কি মমিন" তো পোয়েটিক আ্যলাউড ভুল, "ভূল" এর মতই, কেনু আমার নাম্বার কাটলু, কেনু কেনু কেনু???ইমোটিকনে আছে না? রেফারির পদত্যাগ দাবি করি !!

সবজান্তা এর ছবি

নো নো... ইমোটিকনে লক্ষ করবেন, সে'খানেও 'কী' লেখা রয়েছে...


অলমিতি বিস্তারেণ

মুজিব মেহদী এর ছবি

সবজান্তা, 'সে'খানে'র ঊর্ধ্ব-কমা ('উহ্য-কমা'ও কি বলে একে?) কি ইচ্ছাকৃত? 'একাডেমী' এক্ষেত্রে বলে 'ঊর্ধ্ব-কমা যথাসম্ভব বর্জন করা হবে।' তবে কখনো বিভ্রান্তির অবকাশ তৈরি হলে ব্যবহার করা যেতে পারে। কিন্তু এখানে সে অবকাশ নেই বলে এটা অদরকারি।
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মুজিব মেহদী এর ছবি

'দূরছাই' শব্দটার ব্যাসবাক্য হতে পারে 'দূরের ছাই' (ষষ্ঠী তৎপুরুষ সমাস) বা 'দূরের যে ছাই' (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)। কিন্তু আপনি এটা বলতে চেয়েছেন অবজ্ঞা অর্থে। সেক্ষেত্রে এটার হবার কথা 'ধুৎছাই' (প্রমিত) অথবা 'ধুরছাই' (এটা প্রচলিত আছে)।
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মূলত পাঠক এর ছবি

প্রশ্ন: প্রমিত ব্যাপারটা নিয়ে একটু বিশদে লিখবেন? মানেটাই যে জানি না!

মুজিব মেহদী এর ছবি

'বাংলা একাডেমী'র 'ব্যবহারিক বাংলা অভিধান' প্রমিত বিশেষণটার অর্থ করে জ্ঞাত; প্রমাণিত; একটি নির্দিষ্ট মানে উন্নীত করা হয়েছে এমন; মানসম্মত ইত্যাদি। আর কলিম খানীয় পদ্ধতিতে অর্থ নিষ্কাশন চেষ্টা করলে প্রমিত-এর অর্থ করা যায় 'প্রকৃষ্টরূপে মিত' বা এ জাতীয় কিছু।

আর এর ইতিহাসটা সংক্ষেপে এমন যে, কয়েক ধাপে বাংলা ভাষার ভাষাবিশারদগণ ব্যবহৃত বাংলা ভাষায় দৃশ্যমান নৈরাজ্য ও বিশৃঙ্খলা রোধে সর্বজনীন একটি রূপ তৈরি করবার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং তদনুসারে নির্বাচিত ব্যক্তিবর্গের সমন্বয়ে 'বাংলা একাডেমীর প্রমিত বাংলা বানানের নিয়ম' তৈরি করেন ও সে অনুযায়ী বানান-অভিধান প্রণয়ন করেন। এই নিয়ম এবং এটি অনুসৃত হয়ে প্রণীত বানান-অভিধানটিই পূর্বে ব্যবহৃত 'প্রমিত' শব্দটির মোটমাট পরিসর।

উল্লেখ্য, বাংলা একাডেমীর এই প্রমিত বিধিবিধান বিশ্বভারতী ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়মবিধি থেকে খুব দূরবর্তী কিছু নয়।

..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মুজিব মেহদী এর ছবি

ম্যাডাম, 'ধারণ', 'ধারণা'য় ণ-ত্ব বিধান খাটলেও 'ধরন'-এ খাটে না কিন্তু। এটা তৎসম শব্দ নয়। ণ-ত্ব বিধান কেবল তৎসম শব্দের বেলায়ই প্রযোজ্য।
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

রানা মেহের এর ছবি

লিখতেতো পারি না এমনিতেই
এই পোস্ট কাল পড়ার পর
মন্তব্য করাও বন্ধ করে দিয়েছি মন খারাপ
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

মুজিব মেহদী এর ছবি

'তো' আলাদা লেখাই সিদ্ধ।
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

জেবতিক রাজিব হক এর ছবি

আমি অখন তাকি সিলেটিতে লেখা দিমু। দেকি কে আমার ভুল ধরে। কেউ ফারতায় নায়।

হিমু এর ছবি

"সিলেটিতে" লিখলায় খিতার লাগি তে? ইগু অইত "সিলটিত"। -১।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

রণদীপম বসু এর ছবি

এতোক্ষণ ইলেক্ট্রিসিটি ছিলো না। সচলের ডান কোণায় এরই মধ্যে 'শের-ই-বানান' খেতাবটি দেখে মনে একটু খুটখুট করছে। আচ্ছা, খেতাবটি কি আধা-উর্দু আধা-বাংলায় না করে পুরো বাংলায় করা যায় না ? বাংলা বানান নিয়ে খেতাবটাকে বাংলা কোনো নাম দিয়ে করা যায় কি ?
প্রস্তাবটি একান্ত বিবেচনায় এলে খেতাবের নামকরণ নিয়ে সচলরা ভাবতে পারেন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

ওহ্ হো ! সন্দেশকে আরেকটি অনুরোধ। শিরোনামে 'কর্মসূচী' বানানটি 'কর্মসূচি' বানিয়ে দেয়া যায় কি ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মুজিব মেহদী এর ছবি

রণদা আপনার প্রস্তাবটি ভালো। খেতাবটি যেহেতু আমিই পাচ্ছি, কাজেই আগেভাগে ওটার একটা বাংলা করে নেয়া গেলে ভালোই হয়!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এ ব্যাপারে আপনার মনে 'খুটখুট' করার কথা শুনে আমার মনেও কেমন খুঁত খুঁত করছে।

কিন্তু প্রস্তাবটা তুলতে আপনি অপ্রয়োজনেই দুটো ও-কারান্ত খরচ করেছেন-- 'এতো' ও 'ছিলো'-তে। 'একাডেমী' এ শব্দ দুটো ও-কারান্ত বর্জন করে 'এত' ও 'ছিল' লিখতে বলে।

আপনি যখন 'কোণ' (জ্যামিতিক কোণ) লিখবেন তখন মূর্ধন্য-ণ দিয়েই লিখতে হবে, কিন্তু 'কোনা' লিখতে দন্ত্য-ন লাগবে। কারণ এটা বোধকরি অর্ধ-তৎসম অথবা তদ্ভব শব্দ।

..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ঞঁ!!!
আমি পলান্তিস্...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

স্পর্শ এর ছবি

ভালো ব্যাপার এবার যদি কিছু বানান শিখি। চলুক


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

মুজিব মেহদী এর ছবি

স্পর্শ,
আপনার 'ভালো ব্যাপার'-এর পরে একটা কোনো বিরামচিহ্ন কিন্তু লাগছেই। তা আপনি কমা, সেমিকোলন, ড্যাশ যাই দিন। এমনকি দাঁড়ি দিলেও সই।
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

শিক্ষানবিস এর ছবি

শুভ উদ্যোগ... চলুক

তুলিরেখা এর ছবি

দারুণ ভালো একটা পদক্ষেপ।
সচলায়তন এইসব কারণেই আর পাঁচটা ব্লগসাইট থেকে আলাদা, অন্যরকম।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

খেকশিয়াল এর ছবি

জটিল উদ্যোগ
দেইখা তো মনে তো হয় মুজিব ভাইরে কেউ টেক্কা দিতে পারব না

------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তানভীর এর ছবি

রণদার সাথে একমত। বাংলা বানান প্রতিযোগিতার খেতাব বাংলায় হওয়া উচিত। যেমন-
বানানের বাঘ/বানান ব্যাঘ্র (শের-এ-বানানের সাথে মিল রেখে)
বানান বিশারদ
বানানলঙ্কার (উদাহরণ- তর্কালঙ্কার)
বানান শিরোমণি/চূড়ামণি
বানানরাজ/রাণী
বানানসাগর (বিদ্যাসাগর যদি হতে পারে)

আপাতত এই কয়টা দিলাম চোখ টিপি

মুজিব মেহদী এর ছবি

আপনার প্রস্তাবগুলো ভালো।

তবে 'তর্কালঙ্কার' শব্দটার 'তর্কালংকার' হওয়ার কথা।

'রাণী' না 'রানি', বিকল্পে বড়োজোর 'রানী' লেখা যায়। তবে সমতারক্ষার্থে বিকল্প এড়ানোই ভালো।
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

দ্রোহী এর ছবি

সবচেয়ে ভালো হয় যদি খেতাবটার নাম হয় "বানান আলী"!

রেনেট এর ছবি

সাপুট দিলাম
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুজিব মেহদী এর ছবি

আমিও 'সাপুট দিলাম'। হেহেহে!
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

স্নিগ্ধা এর ছবি

আমি প্রবল, প্রচন্ড, প্রলয়ঙ্করী আপত্তি জানাইলাম!!!

'আলী' নিয়ে ফাইজলামি আমি পছন্দ করি না রেগে টং

স্নিগ্ধা এর ছবি

উপসসস ..... আসমানী মডু+জনগণ, আমি - স্নিগ্ধা আলি ('আলী' না কিন্তু!) আসলে ফাজলামি করে সাপুটের এগেইনসটে ডিসপিউট জানাইসিলাম ...... দেঁতো হাসি

তবে, অন্য কোন আলী মহাশয়/মহাশয়া রাগ কর্ত্তেই পারেন! আর, করলে কিন্তু আমি তাদেরকে সাপুট দিবো, বলে রাখলাম শয়তানী হাসি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

দ্রোহী এর ছবি

স্নিগ্ধাপা, মাফ করবেন। "বানান আলী" বানানোর সময় আপনার নামের কথা খেয়াল ছিলোনা।

জনগণ, স্নিগ্ধাপার কথা মাথায় রেখে নতুন নাম প্রস্তাব করলাম "বানানুদ্দীন"।

স্নিগ্ধা এর ছবি

উঁহু, হবে না, হবে না!! উদ্দিন কেনু? বানান বিচারের এই পূণ্যকর্মে এইরূপ জেন্ডার ডিস্ক্রিমিনেশন মানি না, মানবো না!! আমি আবার 'বানান আলী'তে ফেরত যাওয়ার প্রস্তাব করলাম - আদর্শের খাতিরে ডিসপিউট তুলে নিলাম!

(সচলে, আমি আর কেমিক্যাল আলী ছাড়া, আর কোন আলী কি হালি আছেন কি?)

ইশতিয়াক রউফ এর ছবি

পুণ্য দেঁতো হাসি

স্নিগ্ধা এর ছবি

আপনার কি একটু পাপের ভয়ও নাই?? একটা পুণ্যালোচনার মাঝখানে এসে আপনি 'পূণ্য' বানান ঠিক করেন অ্যাঁ

আসমানী-মডু এর ছবি

ব্যাক্তিগত আক্রমন এড়িয়ে চলার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

স্নিগ্ধা এর ছবি

ব্যাক্তিগত > ব্যক্তিগত

আসমানী মডু -১০; স্নিগ্ধা +১০ !!!!!

আলাভোলা এর ছবি

আক্রমন - আক্রমণ
আসমানী মডুর কাছ থেকে আরো -১০ কেটে নেওয়া হোক! চোখ টিপি

দময়ন্তী এর ছবি

আক্রমন -> আক্রমণ
দেঁতো হাসি
--------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

তুলিরেখা এর ছবি

মডুদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম পাতায় উপরে ডানদিকে "চিত্ত যেথা ভয়শূন্য " হবে, শুন্য না।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মামুন হক এর ছবি

স্কোর কোথায় দেখা যাবে? আমার ধারনা ভুল বানানের নির্ভুল তালিকায় আমার নাম সবার আগে থাকবে।

ইশতিয়াক রউফ এর ছবি

ধারণা হাসি

গৌতম এর ছবি

মুজিব মেহদীর স্কোর ০ দেখে প্রচণ্ড অবাক হলাম। মন্তব্য অনুযায়ী তো তাঁরই সর্বোচ্চ স্কোর হওয়া উচিত। নাকি আমি কোনো নিয়মকানুন মিস করছি? বিষয়টি মডারেটররা ব্যাখ্যা করবেন আশা করি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মুজিব মেহদী এর ছবি

আপনি আচরি ধর্ম, পরের শেখাও

১। s-s ৩৮
২। মুজিব মেহেদী "গণণা চলছে"
এখানে ম্যানুয়ালী শীর্ষ ৫ এবং সর্বনিম্ন ৫ জনের নাম ঝুলিয়ে দেয়া হবে। যদি আপনি মনে করেন আপনার স্কোর প্রথম দশজনের মধ্যে হতে পারে তাহলে সন্দেশকে একটি মেসেজে আপনার স্কোর জানান। শেষ পাঁচজনের কথা জানাতেও সন্দেশকে একটি কুটনামি মেসেজ দিন। এই লিস্ট প্রতিদিন র‌্যান্ডমলী আপডেট করা হবে।

গণনা চলছে মানে! কে গণনা করছেন? 'গণনা' বানানটিই যিনি শুদ্ধ করে লিখতে পারেন না, তাঁর গণনার কী মূল্য থাকতে পারে আমার কাছে?

আপনারা এটুকু লেখায়ই চারটি ভুল করেছেন

'মেহেদী' নয়, হবে 'মেহদী'
'গণণা' নয়, হবে 'গণনা'
'ম্যানুয়ালী' নয়, হবে 'ম্যানুয়ালি'
'র‌্যান্ডমলী' নয়, হবার কথা 'র‌্যান্ডমলি'

দুইদিন নীড়পাতায় 'শূন্য' ঝুলিয়ে রেখে এ বেলায় গণনার আর কোনো মানে হয় না। গতকাল থেকেই বানান ভুল আমি আর ধরছি না। কারণ সচলায়তন সাইটের ডিফল্ট ভুলসমূহ দূরীভূত হবার আগে ব্লগারদের লেখার/মন্তব্যের ভুল ধরা অন্যায় মনে করছি আমি।

..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

হিমু এর ছবি

কারণ সচলায়তন সাইটের ডিফল্ট ভুলসমূহ দূরীভূত হবার আগে ব্লগারদের লেখার/মন্তব্যের ভুল ধরা অন্যায় মনে করছি আমি।

মুজিব ভাই, জলদি জলদি তাহলে বাকি ভুলগুলি ধরিয়ে দিন। অবশ্য আপনি রণে ভঙ্গ দিলে আন্ডারডগদের সুবিধা চোখ টিপি

আর আমার মনে হয়, আপনি নিজেই s-s এর মতো নিজের পয়েন্ট গণনা শুরু করে জানাতে পারেন। তাতে করে গণনাও হবে, আবার তার মূল্যও আপনার কাছে থাকবে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

মুজিব মেহদী এর ছবি

গণনা ভাই আমাকে দিয়ে হবে না। আমি এমনি এমনি করে দেব। প্রতিযোগিতা করে করা লাগবে না। আমার নামটা স্কোর বোর্ড থেকে মুছে দিন প্লিজ।

বিদ্যুৎ গেল আবার।
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

হিমু এর ছবি

যে কাজের গুরুভার আপনি বহন করতে সম্মত হচ্ছেন না, তা কি আর অর্বাচীনেরা পারে? শুরু করে দিন গোণাগুণতি। আজ হোক কাল হোক এক হপ্তা পরে হোক, সঠিক স্কোর প্রথম পাতায় দেখতে চাই। শের-এ-বানান নিয়ে কোনরকমের ঘাপলা তৌহিদী জনতা মেনে নেবে না!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

মুজিব মেহদী এর ছবি

এ পদ্ধতির নানা সীমাবদ্ধতা আছে :

১. আমি যখন আমার স্কোর গণনা করতে যাব, তখন আমার ভুলগুলো আমি ধরতে পারব না।
২. আমি মিথ্যার আশ্রয় নিতে পারি।
৩. বাদী যখন নিজেই হাকিম হন, তখন আসামি নাকি বিনা দোষেই মরে।
৪. জয়লাভেও তখন আমার স্বস্তি আসবে না।

..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

হিমু এর ছবি

আমার মনে হয় আমার দাবির (নাকি দাবী?) প্রতি কেউ কর্ণপাত না করাতেই এই অচলাবস্থা তৈরি হয়েছে। একজন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক স্কোরার প্রয়োজন। কে হতে পারেন সেই স্কোরার? কোন ভলান্টিয়ারকে তো দেখছি না।

কারো নাম প্রস্তাব করুন বরং। বিপুল কণ্ঠভোটে জয়ী কাউকে এই দায়িত্বে বসিয়ে আমরা পয়েন্ট কামাতে থাকি।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

মুজিব মেহদী এর ছবি

হতে পারেন অনেকেই।

মাহবুব লীলেন/গৌতম/মূলত পাঠক/ইশতিয়াক রউফ/রেনেট ... প্রমুখের কেউ। একের অধিকও হতে পারেন।

..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

হিমু এর ছবি

এই প্রমুখদের এক বা একাধিকজনকে বলে আপনার স্কোরটা গণনা করিয়ে নেয়া যায় কি?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

মুজিব মেহদী এর ছবি

আমার দিক থেকে বলাটা কি ঠিক হবে? আমার মনে হয়, সচলায়তন অনুরোধ করলেই কেবল সেটা ভালো দেখাবে। তবে একজন স্বেচ্ছাসেবক তো আপনি অলরেডি পেয়ে গেছেন দেখছি।
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

হিমু এর ছবি

আপনার এই পোস্টে পড়লাম, আপনি বলেছেন,

বানান ভুলকে এখানে অফিসিয়ালি সযত্নে প্রমোট করা হয় বলে মনে হয় আমার।

এরকম একটি ধারণা যেখানে আপনি পোষণ করেন, সেখানে সচলায়তনের অনুরোধের কী মূল্য থাকতে পারে?

আমার মনে হয় আপনি যেহেতু বানান ভুলকে অফিসিয়ালি সযত্নে প্রমোট করেন না, আপনার কাছ থেকেই অনুরোধটি আসা উচিত।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

মুজিব মেহদী এর ছবি

ওই বক্তব্যের কারণটি ঠিক এর পরেই বলেছিলাম যে, দুদিন ধরে ব্যানারে একটা ভয়ানক ভুল ঝুলেই যাচ্ছে, ঝুলেই যাচ্ছে। একাধিকবার, একাধিকজন নোটিশ করেছেন, কিন্তু কেউ গা করছেন বলে মনে হচ্ছে না।

আমার স্ক্রিনে ব্যানারের ভুলটা এখনো দাঁত কেলিয়ে হাসছে। অবশ্য স্ক্রিনের চোখ খারাপও হয়ে থাকতে পারে, জানি না ঠিক।
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মুজিব মেহদী এর ছবি

সন্দেশের একটা অতি গুরুত্বপূর্ণ পোস্টের বানানের অবস্থা নমুনা হিসেবে সামনে আনা হলো।

১. আপনাদের লেখা ও মন্তব্য মডারেটর হয়ে প্রকাশিত হয়, তাই প্রকাশে বিলম্ব স্বাভাবিক। ৩৬ঘন্টার মধ্যে প্রকাশিত না হলে ধরে নিতে হবে, লেখাটি আর প্রকাশ করা হবে না।

তিনটি কারণে লেখা অপ্রকাশিত থেকে যেতে পারে।

ক. লেখাটি নীতিমালার সাথে সাংঘর্ষিক
খ. লেখাটি মানোত্তীর্ণ নয়
গ. লেখাটি সচলায়তনের সমাবেশের সাম্যাবস্থাকে আলোড়িত করার উদ্দেশ্যে লেখা।

মডারেশন সর্ম্পকে জবাবদিহি করতে সচলায়তন কর্তৃপক্ষ বাধ্য নন।

২. সচল হবার জন্য ধন্যবাদজ্ঞাপন বা ঘোষণা দিয়ে লেখা এই মুহুর্তে না দেওয়াই ভালো। প্রথম লেখা দিয়ে একজন সচলের প্রথম পরিচয় পাওয়া যায়, তাই খানিকটা সময় নিয়ে লিখুন। লেখার বিষয়ে বৈচিত্র্য খুঁজছি আমরা, তাই শুধু গল্প কবিতায় আটকে না থেকে অর্থনীতি, বিজ্ঞান, রাজনীতি, দর্শন, চলচ্চিত্র, আন্তর্জাতিক ঘটনা, প্রবাসজীবন, প্রযুক্তি ও খেলাধুলার দিকে নজর দিন।

৩. সচলায়তনের নীতিমালা পড়ে দেখুন, এটি ফোরাম বা ব্লগ সার্ভিস নয়। অযথা খোচাঁখুঁচি বা কলহ থেকে বিরত থাকুন, সচলের অংশ হয়ে ওঠার চেষ্টা করুন।

৪. অতিথি হিসেবে মন্তব্য করতে হলে পোস্টের নীচে মন্তব্যের ঘরে আপনার নাম দিন এবং মন্তব্য টাইপ করে প্রকাশ করুন। এরপর আপনার মন্তব্যটি মডারেশন কিউতে জমা হবে। পরবর্তী কোন মডারেটর আসলে সেটি যাচাই করে প্রকাশ করবেন। আপনার নামের শেষে "[অতিথি]" শব্দটি যুক্ত হবে।

৫. লেখা প্রকাশ করতে চাইলে সদস্য নাম: guest_writer এবং পাসওর্য়াড: guest ব্যবহার করে লগইন করুন।

৬. কোন সমস্যা পড়লে এ যোগাযোগ করুন। মনে রাখবেন যোগাযোগ না করলে সমস্যাটি সর্ম্পকে আমরাও অজ্ঞ থেকে যাব। সুতরাং সমস্যা জানাতে ভুলবেন না।

৭. সচলের নিয়মসংক্রান্ত যে কোন জিজ্ঞাসায় মেইল করুন। পোস্ট করে কোন কিছু জানতে চাইলে সাধারণত তা প্রকাশিত হয় না। লেখা বা মন্তব্য না প্রকাশ হলে কৈফিয়ত তলব করে ইমেইল করলে তা প্রত্যুত্তরবিহীন রয়ে যাবে।

এছাড়া সচলায়তনের পোস্ট প্রকাশ সম্পর্কে কিছু জিজ্ঞাস্যের জবাব পাওয়া যাবে লঘুচালের এই পোস্টটিতে।

ধন্যবাদ।

সচলায়তনে নবাগতদের উদ্দেশ্য করে সন্দেশের লেখা এই পোস্টটির শিরোনামে নীড়পাতায় 'মুহুর্তে' শব্দটি ব্যবহৃত হয়েছে, যেটি মূল পোস্টের শিরোনামে নেই। মোটা হরফে দীর্ঘদিন থেকে এই ভুলটি ঝুলছে। শব্দটির শুদ্ধ বানান হবে 'মুহূর্তে'।

এখন পোস্টটির বডি টেক্সট থেকে ধারাবাহিকভাবে শনাক্তকৃত বানান ভুলগুলো তুলে দিচ্ছি। কোনো কোনো বাক্যের অবশ্য রিঅ্যারেঞ্জমেন্টও দরকার, সেটা অন্য মামলা। এ নিয়ে এখন বলছি না।

'৩৬ঘন্টার' লিখতে মাঝে একটা স্পেস লাগবে। 'ঘন্টা' হবে না 'ঘণ্টা', এ নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে। একদল বলেন 'ঘন্টা', আরেকদল বলেন 'ঘণ্টা' (শব্দটা অতৎসম)। সেহেতু আমরা ধরে নেব, দুটোই শুদ্ধ। কিন্তু লগইন করা সদস্যদের নামের পাশে যেহেতু 'ঘণ্টা'ই ঝুলছে, কাজেই এটাও 'ঘণ্টা' হওয়া দরকার সাযুজ্যের প্রয়োজনে।

'সর্ম্পকে' লিখতে রেফ দিতে হবে 'ক'-এর উপরে। উচ্চারণের সময় যেখানে 'র' থাকে, তার পরের অক্ষরের উপরে রেফ হওয়া সংগত। সে বিবেচনায় শব্দটা হবে 'সম্পর্কে'।

'মুহুর্তে' নয়, হবে 'মুহূর্তে'।

'খোচাঁখুঁচি' নয়, হবে 'খোঁচাখুঁচি'

'নীচে' নয়, হবে 'নিচে'। 'নীচ' অর্থ নীচবংশীয় ইত্যাদি। প্রয়োগ : সমাজে শূদ্রের অবস্থান ব্রাহ্মণের নীচে।

'কোন' নয়, হবে 'কোনো'।

'পাসওর্য়াড' নয়, হবে 'পাসওয়ার্ড'।

'কোন সমস্যা পড়লে' নয় হবে 'কোনো সমস্যায় পড়লে'।

'সর্ম্পকে' নয়, হবে 'সম্পর্কে'।

'যে কোন' নয়, হবে 'যে কোনো' বা 'যেকোনো'।

'কোন' নয় হবে 'কোনো'।

এভাবে সন্দেশের সবকটা পোস্টকেই কাটাছেঁড়া করা যায়।

..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

হিমু এর ছবি

এখানেই তো +১২। আপনি এভাবে প্রত্যেক সংশোধনীর পর গুণে নিজের স্কোরটা ক্রমযোজন করে এগোতে পারেন। তাতে করে স্কোর রাখা সুবিধা। আমাদের তো নিজেদের স্কোর নিজেদেরই গুণতে হবে মনে হচ্ছে। কারণ যারা "গণনা" বানানটা ঠিকমতো লিখতে জানে না, তাদের গণণার ওপর কোনক্রমেই আস্থা রাখা আমাদের উচিত নয়। এই বানানান্ধ মডুরা কোথায় কোন হিসাবে কী ঘাপলা করে, কে বলতে পারে!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

আলাভোলা এর ছবি

চলুক

বিপ্লব রহমান এর ছবি

ইস্কুল খুইলাছে রে মওলা ইস্কুল খুইলাছে
'বানান আলী' বানান শেখার ইস্কুল খুইলাছে! চোখ টিপি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মুজিব মেহদী এর ছবি

লেখালেখি করুন
লেখার ধরন পছন্দ করুন:

অডিও
একটি অডিও ফাইল। অডিও ফাইল আপনার ব্লগে সঙ্গীত, পডকাস্ট বা অডিও ক্লিপ যোগ করার কাজে ব্যবহার করা যাবে।

ছবি
ছবি (ক্ষুদে প্রাকদর্শনসহ)। স্থিরচিত্র এবং স্কীনশটের জন্য আদর্শ।

বইয়ের পৃষ্ঠা
একটি বই হচ্ছে অনেকের সম্মিলিত প্রচেষ্টা: সদস্যরা বইয়ের পৃষ্ঠা তৈরী করতে, পৃষ্ঠাগুলো একের একের পর এক সাজাতে, এবং আগে লেখা পৃষ্ঠার ভুলভাল ধরিয়ে দিয়ে সাহায্য করতে পারে। তথ্য জুড়ে দিলে, এদিক ওদিক করে ঠিক করলে, অথবা লেখা আরেকটু ঘষে মেজে দিলে যদি ভাল হয় তবে অবশ্যই কাজে লেগে পড়তে ভুলবেন না।

ব্লগ
ব্লগ হচ্ছে নিয়মিত প্রকাশিত জার্নাল বা ডায়েরী যেখানে নতুন পোস্টগুলো আগে দেখানো হয়। একজন ব্লগ কেবল মাত্র একজন ব্লগারের ব্যাক্তিগত লেখার জায়গা।

...........................................................................................................

'লেখালেখি করুন' পাতাটির একটি কপি আনলাম। ক্রমশ এখানকার ভুল বানানগুলো চিহ্নিত করা হচ্ছে। এখানকার কোনো কোনো লেখাংশকে আরো পাঠকবান্ধব করার সুযোগ আছে। সেটি এখানে করা হচ্ছে না।

'সঙ্গীত' নয়, হবে 'সংগীত'।

'স্কীনশটের' নয়, হবে 'স্ক্রিনশটের'।

'তৈরী' নয় হবে 'তৈরি'।

'একের একের পর এক সাজাতে'-তে একটি 'একের' বেশি আছে। এটি বাদ দিতে হবে।

'পারে' নয়, এখানে হবে 'পারেন'।

'ঘষেমেজে' আলাদা করে না-লিখে একসঙ্গে লিখতে হবে। এটাই সিদ্ধ।

'ভাল' নয়, 'ভালো' লিখতে হবে। নইলে কপাল বোঝাবে।

'ডায়েরী' নয়, হবে 'ডায়েরি' অথবা 'ডাইরি'।

'একজন ব্লগ' নয় হবে 'একটি ব্লগ'।

'কেবল মাত্র'-এ অনর্থক একটা দ্বিত্ব আছে। এটা চলে না। লিখতে হবে 'কেবল'/'মাত্র'/'শুধু'-এর যেকোনোটা, যেটা শুনতে ভালো লাগে। এখানে 'কেবল'ই জুতসই।

'ব্যাক্তিগত' নয়, লিখতে হবে 'ব্যক্তিগত'।

..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

স্নিগ্ধা এর ছবি

মুজিব মেহদী'র স্কোর এই পোস্টেই দেখলাম ৯৩ মন খারাপ

হিমু এর ছবি

আপনি তো গণ্ডার বানানটাই শুদ্ধ করে লিখতে পারেননি। আপনার এই গণনার কী মূল্য থাকতে পারে???



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

স্নিগ্ধা এর ছবি

হিমু, খবর্দ্দার (হ্যাঁ, হ্যাঁ - খবরদার নয়, খবর্দ্দার) বললাম, আমার বানান নিয়ে কোন খোঁটা দেবেন না! ইহহহহহ, 'বানান আলী' আসছেন সব !!!

মুজিব মেহদী এর ছবি

স্নিগ্ধার গণনার প্রতি আমার অনাস্থা নেই। চলুক।
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

হিমু এর ছবি

এক যাত্রায় পৃথক ফল হয়ে গেলো না? ওপরে দেখলাম যারা গণনা বানান জানে না, তাদের গণনাকে আপনি মূল্য দিচ্ছেন না। অথচ যিনি গণ্ডার বানান জানেন না, তার গণনাকে মূল্য দিচ্ছেন। মূল্য দেয়ার মাপকাঠিটা ঠিক ধরতে পারলাম না। মাথা চুলকাই।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

স্নিগ্ধা এর ছবি

হৈমবতী, আপনি এমুন কেনু??? ঠিকাসে যান - মুজিব মেহদী'র নাক্ত (সনাক্ত না কিন্তু দেঁতো হাসি ) করা ইশতিয়াক রউফ কিংবা অন্যরা গুণুক গিয়ে, আমার কী ...... (কাঁধ ঝাঁকাই)

মুজিব মেহদী এর ছবি

মাদাম, আপনাকে বুঝতে যেমন দেরি হয়েছিল, তেমনি শনাক্ত করতেও দেরি করে ফেলেছি। দুঃখিত।

কিন্তু এই মন্তব্যে আমি একজন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক স্কোরারের মৃত্যু দেখলাম! ইন্নালিল্লাহ...

হিমুর দ্বারা প্রভাবিত হলেন তো হোন, কিন্তু এভাবে জানান দিয়ে হওয়াটা একটা প্রশ্নবোধক চিহ্ন (?)-এর জন্ম দিয়ে রাখল!
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মুজিব মেহদী এর ছবি

মাপকাঠিটার এটিই ছিল একমাত্র বিবেচনা যে, তিনি এখানে 'গণ্ডার' মারবেন না, শুদ্ধাশুদ্ধ 'গণনা' করবেন।

হেহেহে!
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মুজিব মেহদী এর ছবি

আপনার গণনার আওতায় কি আমার 'রবি, ২০০৯-০৫-২৪ ০৪:৫২'-এ করা মন্তব্যটি ছিল? সময় ব্যবধান বলছে, ছিল না। প্রায় একই সময়ে আমরা 'মন্তব্য করুন'-এ ক্লিক করেছিলাম।

শ্রদ্ধা জানবেন।
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

আলাভোলা এর ছবি

প্রভাকরণকে মারার পর - ১
কবিতাকথন ৬: জলজ - ২
ব্যাকরণপ্রবাহ - ২
"বানানকে বাগ মানান" কর্মসূচী - ৯৩

মুজিব ভাইয়ের বাবামা স্কোর: ৯৮

বাবামা কর্মসূচির পূর্ণ সাফল্য কামনা করছি।

আমিও প্রচুর বানান ভুল করি, তাই আমার গণনার কোন মূল্য আছে কীনা জানিনা। স্কোর-টোর কোন বড় কথা না। কর্মসূচিটা সফল হলে অনেক বানান শুধরে নিতে পারতাম, লেখকরা আরেকটু সচেতন হতেন, এই আর কি।

দ্রোহী এর ছবি

মুজিব মেহদী ভাইয়ের পারফরম্যান্স দেখে ডরাইছি। দেঁতো হাসি

মুজিব মেহদী এর ছবি

ডরাইলে তো আপনার 'দ্রোহী' নিক সার্থক হয় না!
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

ইশতিয়াক রউফ এর ছবি

মুজিব ভাই একটি অসামান্য কাজ করে দিলেন। ভাবছি কেউ ১০টা বানান ভুল ধরে দিলে তাঁকে "আপনাকে মুজিব মেহদী" দেওয়া শুরু করবো নাকি। দেঁতো হাসি

সচলায়তনের পাতায় পাতায় কিছু ভুল ও প্রাচীন বানান ছিল। সেগুলো তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই প্রয়াসটুকুর জন্য সাইটটা অনেক বেশি দুর্দান্ত হবে।

আপনার স্কোর গণনার জন্য অধমের নাম দেখে খুবই খুশি হলাম। দু'দিন ধরে খুব ব্যস্ত। ব্লগে আসবার সময়ই হয়নি। এরপর থেকে হিসেব রাখবো নাহয়। তবে আমি মনে করি নিজে হিসেব রাখাটাই সবচেয়ে সহজ পথ। এই খেলা তো হারজিতের জন্য না, বরং বানান শুধরানোর জন্য।

আমি দু'দিন আগ পর্যন্ত ১৮-তে ছিলাম। আপনি দেখি আমার ৫ গুণেরও বেশি! নাহ, একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়া শুরু করতে হবে দেখছি...

মুজিব মেহদী এর ছবি

আপনাকে ইশতিয়াক রউফ!
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

তুলিরেখা এর ছবি

অনরণ্য বানানটা কি ঠিক বানান? এর মানে কি? অনরণ্যা কথাটা কি হয়?
এখানেই জিগালাম, খুব দরকার।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মুজিব মেহদী এর ছবি

'অনরণ্য' শব্দটি আমার কাছে অপরিচিত। অভিধানেও একটু চোখ বুলিয়ে নিলাম, পেলাম না।

এক্ষেত্রে দুটি ব্যাপার হতে পারে বলে ধারণা করি--

১. 'অরণ্য' লিখতে গিয়ে 'টাইপো' হয়েছে। যেহেতু বিজয় কীবোর্ডে 'র' এবং 'ন' কাছাকাছিই আছে, সুতরাং সম্ভাবনাটাকে একেবারে উড়িয়ে দেয়া যায় না।

২. হয়ত নতুন একটা শব্দ বানাতে চাওয়া হয়েছে। 'অরণ্য' শব্দের আগে 'নঞ' অব্যয়ের রূপান্তর 'অন' যুক্ত করে সম্ভবত 'অরণ্যের অভাব', 'অরণ্যের স্বল্পতা', 'অরণ্যের অপ্রশস্ততা' ইত্যাদি অর্থ নিষ্কাশনের চেষ্টা করা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে কি শব্দটির জনারণ্য (জন+অরণ্য)-এর মতো করে 'অনারণ্য' (অন+অরণ্য) হবারই কথা নয়?

শব্দটির শুদ্ধাশুদ্ধ ও মানে সম্পর্কেই যেখানে নিশ্চিত হতে পারছি না, সেখানে এর স্ত্রীলিঙ্গ হবে কি না তা কী করে বলি?

আপনার দ্বিতীয় বাক্যে ব্যবহৃত 'কি' কিন্তু 'কী' হবে। মাইন্ড খাইয়েন না প্লিজ!

..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

হিমু এর ছবি

নয় অধিক বোঝাতে যদি অনধিক বলা যায়, তাহলে কি অনরণ্যের অর্থ হিসেবে "নয় অরণ্য"কে ধরা যেতে পারে?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

মুজিব মেহদী এর ছবি

ধরা যায় বলেই মনে হয়।
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

তুলিরেখা এর ছবি

না না, মনে করার কী? আমার খুব হতাশাজনকভাবে কি আর কী তে সবসময় গুলায়।
অনরণ্য রামায়ণে দেখলাম। অযোধ্যার এক প্রাচীন রাজার নাম, রামের অনেক পূর্বে ইনি ছিলেন, ইক্ষ্বাকুবংশীয় । নিশ্চয় পুরানো আমলের ভাষায় এর কোনো মানে ছিলো।
ইক্ষ্বাকু মানেই বা কি?

-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মুজিব মেহদী এর ছবি

ভালো তথ্য।

অনরণ্য সম্পর্কে এখান থেকে জানতে পারবেন
http://dasgupta.brinkster.net/ramayan/Ram1.htm

আর ইক্ষ্বাকু সম্পর্কে এখান থেকে
http://www.abasar.net/bk_main.asp?what=B02219

হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ সম্ভবত অর্থ জানাবার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। এখন হাতের কাছে নেই। কাল দেখা যেতে পারে।
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মুজিব মেহদী এর ছবি

এবার কিছু স্কোর বাড়াই।

সচলায়তনের নীড়পাতার 'সাহায্য' আইকন বেয়ে 'প্রায়শ জিজ্ঞাস্য' থেকে 'সচলায়তন সম্পর্কে' অংশটা কপি করে আনলাম।

"সচলায়তন সম্পর্কে

* সচলায়তনের ধারণাটি কিভাবে এলো?
* সচলায়তন কবে শুরু করা হলো?
* সচলায়তন কতটা ব্যবহারবান্ধব?
* কেমন সাড়া পাচ্ছেন?
* সচলায়তনের ভবিষ্যৎ কী?

সচলায়তনের ধারণাটি কিভাবে এলো?

মূলত পরিচিত কয়েকজন ব্লগার ইন্টারনেটে বাংলায় ভাষায় একটি কাঠামো দাঁড় করার ভাবনা শুরু করেন ২০০৬ সালের মাঝামাঝি সময়ে এসে। তখন বাংলা ইউনিকোড প্রযুক্তি হাতের নাগালে অতোটা আসেনি। এস এম মাহবুব মুর্শেদ ও অরূপ কামাল একটি অনলাইন পরিবর্তক ও লেখনী তৈরি করেন, যার সাহায্যে প্রচলিত ব্যবস্থায় (যেমন বিজয়) লিখিত কোন বাংলা লেখাকে ইউনিকোডে রূপান্তরিত করা যায় এবং প্রচলিত কির্বোড লেআউট ব্যবহার করেই অনলাইনে লেখা যায়। এটি অত্যন্ত জনপ্রিয় হয়। পাশাপাশি কিছু কম্পোজিং সফটওয়্যার (যেমন অভ্র) বিনামূল্যে অনলাইনে পরিবেশিত হয়। ফলে ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস, প্রভৃতি ব্লগিং সার্ভিসগুলোতে বাংলায় ব্লগিং হঠাৎ খুব সহজে সম্ভব হয়ে ওঠে। এ সুবিধার কথা মাথায় রেখেই সচলায়তনের কাঠামোটি তৈরির পরিকল্পনা করা হয়।

top
সচলায়তন কবে শুরু করা হলো?

ধারণাটি নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় শুরু হয়েছিলো ২০০৬ এর মাঝামাঝি, সচলায়তনের জন্যে ডোমেইন কেনা হয়েছিলো অগাস্ট ২০০৬ এ, তবে সচলায়তনের মূল কাঠামো দাঁড় করার ব্যাপারটি বেশ একটা ঝোঁকের মাথায় খুব স্বল্প সময়ের মধ্যে শেষ করা হয় ২০০৭ এর মে মাসে।

top
সচলায়তন কতটা ব্যবহারবান্ধব?

সচলায়তন নিবন্ধিত সদস্যদের জন্য বেশ ব্যবহারবান্ধব। সচলায়তনের গঠনপ্রক্রিয়াটি নিয়মিত চলমান, সদস্যদের পরামর্শ অনুযায় ফীচার যোগ, বিয়োগ বা পুনর্গঠন করা হচ্ছে অহরহ। অসদস্যদের মূলত মন্তব্যের অধিকার রয়েছে কেবল। এছাড়াও অতিথিরা একটি একাউন্ট (লগইন guest_writer, পাসওয়ার্ড guest) ব্যবহার করে কিছু ব্লগ পোস্ট করে তাদের অবদানের স্বাক্ষর রাখতে পারছেন।

top
কেমন সাড়া পাচ্ছেন?

সাড়ার ব্যাপারটা যদি পাঠকের সংখ্যা দিয়ে বলেন, মন্দ নয়। জুলাই ১, ২০০৭ থেকে জুন ৩১, ২০০৮ পর্যন্ত পরিসংখ্যানটি দেখতে পারেন।

সচলায়তন অনেকখানি আবদ্ধ কাঠামো, যে কেউ চাইলেই নিবন্ধন করে ব্লগিং শুরু করে দিতে পারেন না, বা মন্তব্য প্রকাশ করতে পারেন না, নইলে হয়তো সাড়া আরো বেশি হতো।

top
সচলায়তনের ভবিষ্যৎ কী?

সচলায়তন ব্লগে স্বতস্ফূর্ত, ভাবনা উদ্দীপক লেখার আধার হতে চায়। এক একটি লেখা যেন মানুষকে ভাবায়, প্রশ্ন জাগিয়ে তোলে মানুষের মনে, নতুন উদ্যোগের ভাবনা যেন বেরিয়ে আসে বিতর্কের মধ্য দিয়ে। এটুকুই আপাতত ভবিষ্যতের ভাবনা।"

............................................................................................
সূচি

আছে 'কিভাবে', হবে কীভাবে

আছে 'এলো', হবে 'এল' (এলো একটি বিশেষণ। এর মানে আলুলায়িত, মুক্ত, এলানো ইত্যাদি। প্রয়োগ এলোকেশ, এলোচুল ইত্যাদি।

আছে 'ব্যবহারবান্ধব', এটা হতে পারে 'ব্যবহারকারীবান্ধব' বা 'সচলবান্ধব' ধরনের কোনো কিছু। (ধারণা করি, এটি ইংরেজি user-friendly শব্দযুগ্মের মানে হিসেবে ব্যবহৃত হয়েছে। লক্ষ করুন শব্দটি use-friendly নয়।)

সচলায়তনের ধারণাটি কিভাবে এলো?

'কিভাবে' নয়, 'কীভাবে'
'এলো' নয়' 'এল'
'বাংলায় ভাষায়' নয়, 'বাংলা ভাষায়'
'করার' নয়, 'করানোর'
'অতোটা' নয়, 'অতটা'
'কোন' নয়, 'কোনো'
'কির্বোড' নয়, 'কী-বোর্ড'

সচলায়তন কবে শুরু করা হলো?

'মত বিনিময়' নয়, 'মতবিনিময়'
'হয়েছিলো' নয়, 'হয়েছিল'
'হয়েছিলো' নয়, 'হয়েছিল'
'অগাস্ট' নয়, 'আগস্ট'
'করার' নয়, 'করানোর'

সচলায়তন কতটা ব্যবহারবান্ধব?

'ব্যবহারবান্ধব' নয়, 'ব্যবহারকারীবান্ধব'
'ব্যবহারবান্ধব' নয়, 'ব্যবহারকারীবান্ধব'
'ফীচার' নয়, 'ফিচার'
'একাউন্ট' নয়, 'অ্যাকাউন্ট'
'তাদের' নয়, 'তাঁদের'

কেমন সাড়া পাচ্ছেন?

'পারেন না, বা' নয়, 'পারেন না বা' (বা-এর আগে কমা অপ্রয়োজনীয়)
'হয়তো' নয়, 'হয়ত'
'সাড়া আরো বেশি হতো' নয়, 'সাড়া আরো বেশি পাওয়া যেত' (সাড়া কখনো হয় না, সাড়া পাওয়া যায়, উপলব্ধি করা যায়, টের পাওয়া যায় ইত্যাদি)

সচলায়তনের ভবিষ্যৎ কী?

'সচলায়তন ব্লগে' নয়, 'সচলায়তন ব্লগ' অথবা 'সচলায়তন ব্লগোস্ফিয়ারে'
'স্বতস্ফূর্ত' নয় 'স্বতঃস্ফূর্ত'
'ভাবনা উদ্দীপক' নয়, 'ভাবনাউদ্দীপক' বা 'ভাবনা-উদ্দীপক'

স্কোর?

(চলবে)
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

ইশতিয়াক রউফ এর ছবি

আমার হিসেবে কমপক্ষে ৯৮ + ১ (কী) + ২৭ = ১২৬

আরিফ জেবতিক ( বানান ভুলের জন্য লগইন করতে চাই না । ) এর ছবি

এখন থেকে কেউ বেশি বানান ভুল করলে তাঁকে মেসেজ দেয়া যেতে পারে - ঐ , তোর লেখার মুজিব মেহদী ঠিক কর । গড়াগড়ি দিয়া হাসি

মুজিব মেহদী এর ছবি

বাবামা প্রকল্পের আওতাভুক্ত স্কোর বৃদ্ধিকরণ কার্যক্রমের নতুন কিস্তি

Copied from 'সচলায়তন' > 'নীড়পাতা' > 'সাহায্য' > 'ক্রমশ জিজ্ঞাস্য' > 'অ্যাকাউন্ট সম্পর্কিত'

"অ্যাকাউন্ট সম্পর্কিত

* লগইন করতে পারছি না কেন?
* ইংরজী লগইন নাম কিভাবে দিতে হয়?
* প্রোফাইল আপডেট করব কিভাবে?
* জন্মদিন কিভাবে দিতে হয়? দিলে কি লাভ?
* অতিথি লেখক নিজের লেখা সম্পাদনা করতে পারেন না কেন?
* ফ্লিকার ফটো স্ট্রীম জুড়ব কিভাবে?
* সচলায়তনে কি "১০০% মডারেশন" রয়েছে?

লগইন করতে পারছি না কেন?

প্রথমতঃ আপনাকে রেজিষ্ট্রশনের পর কিছুদিন অপেক্ষা করতে হবে সচল হবার জন্য। আপনাকের সচল করা হলে আপনি একটি ইমেইল পাবেন আমাদের কাছ থেকে। তার আগে আপনি লগইন করতে পারবেন না।

আপনি যদি সচল হয়ে গিয়ে থাকেন অথচ লগইন করতে না পারেন তাহলে নীচের ইন্সট্রাকশনগুলো দেখুন। আর যদি ইতিমধ্যে সচল না হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে অপেক্ষা করুন। এ ব্যাপারে আপনাকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনার ধৈর্য্যের জন্য আপনাকে ধন্যবাদ।

প্রথমতঃ, আপনার বাংলা নাম লগইন হিসেবে ব্যবহার করুন। বাংলা লিখতে কিভাবে সেটা জেনে নিন এখান থেকে: http://www.sachalayatan.com/to_write_bangla।

অথবা ইংরেজী লগইন নামও ব্যবহার করতে পারেন। যদি টেকস্ট বক্সে বাংলা আসে তাহলে ESCAPE চেপে ইংরেজী করে নিন।

পাসওর্য়াডের বক্সটি ইংরজী। মানে সচলায়তনের অন্যান্য টেকস্ট বক্সের মত বাংলা হয়ে যায় না। তাই এখানে কিছু করার দরকার নেই। এমনকি অভ্র বা অন্য কোন বাংলা লেখার প্রোগ্রাম চালু থাকলে সেগুলোও বন্ধ করে দিন। তারপর ইংরেজীতে যে পাসওর্য়াডটি দিয়েছিলেন সেটি দিন।

রেজিষ্ট্রেশনের সময় যদি অভ্র ব্যবহার করে পাসওর্য়াডটিকে বাংলায় দিয়ে ফেলেন তাহলে আবার বিপদ। উদ্ধার পেতে রেজিস্ট্রেশনের সময় আপনি যে ইমেইল এড্রেস ব্যবহার করেছিলেন সেখান থেকে একটি ইমেইল ছুঁড়ে দিন বা এ। আপনার বাংলা এবং ইংরেজী লগইন নাম সহ।

আপনার অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

ইংরজী লগইন নাম কিভাবে দিতে হয়?

ইংরেজী লগইন তৈরী করতে "আমার অ্যাকাউন্ট" > "সম্পাদনা" ক্লিক করলে দেখবেন "ইংরেজী লগইন" নামে একটি অপশন আছে এখানে ইংরেজীতে আপনার পছন্দের লগইন নাম লিখুন।

আগের বাংলা এবং এই ইংরেজীর যে কোনটা ব্যবহার করে লগইন করা যাবে। তবে সব জায়গায় আসল নামটাই দেখাবে।

প্রোফাইল আপডেট করব কিভাবে?

মেন্যুতে বাম দিকে "আমার অ্যাকাউন্ট" ক্লিক করুন। তারপর "সম্পাদনা" ট্যাবে ক্লিক করে "অ্যাকাউন্টের খুঁটিনাটি" আর "প্রোফাইল" ক্লিক করে একে একে আপনার তথ্যগুলো দিন।

জন্মদিন কিভাবে দিতে হয়? দিলে কি লাভ?

আপনার জন্মদিনটা টুকে রাখুন সচলায়তনে। তাহলে আগামী জন্মদিনে আপনার নাম, সচলায়তন থেকে জন্মদিনে আপনাকে শুভেচ্ছা এবং একটি পোস্টকার্ড পাঠানো হবে। তাছাড়া ইয়াহুর মাধ্যমে প্রতিদিনকার রাশিফলও জানতে পারবেন আপনি।

এটি সেট করতে 'আমার অ্যাকাউন্ট' > 'সম্পাদনা' > 'প্রোফাইল' > 'জন্মদিন' এ যান।

যেহেতু এটা সাইটের প্রথম পেজে দেখানো হবে তাই, চাইলে আপনি নাও ব্যবহার করতে পারেন। তবে কোন সদস্য আপনার বয়স বা জন্ম সাল জানতে পারবে না।

অতিথি লেখক নিজের লেখা সম্পাদনা করতে পারেন না কেন?

সচলায়তনে অতিথি লেখকদের অ্যাকাউন্টের অধিকার "অতিথি লেখক" অ্যাকাউন্টটির অধিকারের সাথে জড়িত। "অতিথি লেখক" অ্যাকাউন্টটি একই সাথে একাধিক অতিথি ব্যবহার করতে পারেন বলে ইতোপূর্বে কিছু সমস্যা দেখা দিয়েছে। জনৈক দুর্বৃত্ত অতিথি এই অ্যাকাউন্টের সম্পাদনা সুযোগ ব্যবহার করে ভিন্ন অতিথিদের ৮টি লেখা ডিলিট করে দেয়, যার প্রেক্ষিতে অতিথি লেখকের অ্যাকাউন্টে নিজের লেখা সম্পাদনার সুবিধাটি রহিত করা হয়।

সচলায়তনের পরবর্তী আপগ্রেডে অতিথি সচলরা, অর্থাৎ যেসব অতিথির নিবন্ধিত নিক অতিথি হিসেবে সচল করা হয়েছে, তাঁদের নিজের লেখা সম্পাদনার অধিকার যুক্ত করা হবে।

ফ্লিকার ফটো স্ট্রীম জুড়ব কিভাবে?

অতি সম্প্রতি সচলায়তনে ফ্লীকার থেকে ছবি-ধারা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এটা চালু করতে আপনার একাউন্ট সম্পাদনায় যান। লগইন করার পর উপরে হাতের ডানে আপনার নামে ক্লীক করলে আপনার প্রোফাইল পেইজ দেখতে পাবেন। সেখানে সম্পাদনা ক্লীক করলে আপনার প্রোফাইল পেইজ সম্পাদনা করতে পারবেন।

স্ক্রল করে নীচের দিকে আসুন। পেইজ মাঝামাঝি এক জায়গায় "FlickrHood User Settings" দেখতে পাবেন। সেখানে আপনার ফ্লীকার ইউজার নেইম অথবা ফ্লীকার ইমেইল এড্রেস দিন। পেইজটি সংরক্ষন করুন। এবার আপনার প্রোফাইল পেইজে অথবা ব্লগে হাতের ডানদিকে ড়্যান্ডমলী ফ্লীকারে আপলোড করা ৮ টি ছবি দেখাবে। শুধুমাত্র পাবলিকলী দেখা যাবে এমন ছবি ব্লকটি দেখাতে পারবে। একটি উদাহরন পাবেন এখানে।

এছাড়া এখানে আপনার সবছবি ব্রাউজ করা যাবে। এই লিংকটি আপনার প্রোফাইলেও পাবেন।

ফীচারটি এখনও বেটা পর্যায়ে আছে। ভবিষ্যতে এটি বন্ধ করা হতে পারে।

তো ঝটপট লেগে পড়ুন সচলায়তনে আপনার ক্রিয়েটিভিটির আরো এক ঝলক প্রকাশ করতে।

সচলায়তনে কি "১০০% মডারেশন" রয়েছে?

না।

সচলায়তনের সদস্যরা কোন রকম মডারেশনের মধ্য দিয়ে না গিয়েই লিখতে পারেন। তাঁদের লেখা ও মন্তব্য সরাসরি প্রকাশিত হয়, মডারেশন ফিল্টারের মধ্য দিয়ে যায় না। তবে তাঁদের কোন লেখা বা মন্তব্য যদি সচলায়তনের প্রচলিত রীতি ও নীতিমালা লঙ্ঘন করে, তবে মডারেটররা সেই লেখা বা মন্তব্য প্রথম পাতা থেকে সরিয়ে দেন বা অপ্রকাশ করেন। ক্ষেত্রবিশেষে কিছু লেখা বা মন্তব্যে প্রকাশিত তথ্য সংবেদনশীল বলে গণ্য হলে তা কেবল সচলায়তনের সদস্যদের পাঠের জন্যে রেস্ট্রিক্ট করা হয়।

সচলায়তনের যাঁরা অতিথি, তাঁদের লেখা মডারেটর প্যানেলের সদস্যরা পড়ে প্রকাশ করেন। যদি সে লেখা বা মন্তব্য সচলায়তনের নীতিমালা লঙ্ঘন করে, তবে সে লেখাটি প্রকাশিত হয় না।"

.....................................................................................
অ্যাকাউন্ট সম্পর্কিত

সূচি

'ইংরজী' নয়, 'ইংরেজি'
'কিভাবে' নয়, কীভাবে
'কিভাবে' নয়, কীভাবে
'কিভাবে' নয় কীভাবে
'কি' নয় 'কী'
'স্ট্রীম' নয় স্ট্রিম
'কিভাবে' নয়, 'কীভাবে'

লগইন করতে পারছি না কেন?

'প্রথমতঃ' নয়, 'প্রথমত,'
'রেজিষ্ট্রশনের' নয়, 'রেজিস্ট্রেশনের'
'আপনাকের' নয়, 'আপনাকে'
'নীচের' নয়, 'নিচের'
'ইন্সট্রাকশনগুলো' নয়, 'ইনস্ট্রাকশনগুলো'
'ইতিমধ্যে' নয়, 'ইতোমধ্যে'
'ধৈর্য্যের' নয়, 'ধৈর্যের'
'প্রথমতঃ' নয়, 'প্রথমত,'
'বাংলা লিখতে কিভাবে' নয়, 'বাংলা কীভাবে লিখতে হয়'
'ইংরেজী' নয়, 'ইংরেজি'
'ইংরেজী' নয়, 'ইংরেজি'
'পাসওর্য়াডের' নয়, 'পাসওয়ার্ডের'
'ইংরজী' নয়, 'ইংরেজি'
'মত' নয়, 'মতো'
'কোন' নয়, 'কোনো'
'ইংরেজীতে' নয়, 'ইংরেজিতে'
'পাসওর্য়াডটি' নয়, 'পাসওয়ার্ডটি'
'রেজিষ্ট্রেশনের' নয়, 'রেজিস্ট্রেশনের'
'পাসওর্য়াডটিকে' নয়, 'পাসওয়ার্ডটিকে'
'এড্রেস' নয়, 'অ্যাড্রেস'
'ছুঁড়ে' নয়, 'ছুড়ে' (ছেঁড়াছিঁড়িতে যতই চন্দ্রবিন্দু লাগুক না কেন, ছোড়াছুড়িতে মোটেই লাগে না)
'ইংরেজী' নয়, 'ইংরেজি'

ইংরজী লগইন নাম কিভাবে দিতে হয়?

'ইংরজী' নয়, 'ইংরেজি'
'কিভাবে' নয়, 'কীভাবে'
'ইংরেজী' নয়, 'ইংরেজি'
'তৈরী' নয়, 'তৈরি'
'ইংরেজী' নয়, 'ইংরেজি'
'ইংরেজীতে' নয়, 'ইংরেজিতে'
'ইংরেজীর' নয়, 'ইংরেজির'
'যে কোনটা' নয়, 'যেকোনোটা' বা 'যে-কোনোটা'

প্রোফাইল আপডেট করব কিভাবে?

'কিভাবে' নয়, 'কীভাবে'
'"আমার অ্যাকাউন্ট" ক্লিক করুন' নয়, ''আমার অ্যাকাউন্ট'-এ ক্লিক করুন'
'''প্রোফাইল'' ক্লিক করে' নয়, ''প্রোফাইল'-এ ক্লিক করে'

জন্মদিন কিভাবে দিতে হয়? দিলে কি লাভ?

'কিভাবে' নয়, 'কীভাবে'
'কি' নয়, 'কী'
'দেখানো হবে তাই, চাইলে আপনি' নয়, 'দেখানো হবে, তাই চাইলে আপনি'
'নাও' নয়, 'না-ও' (নাও মানে কিন্তু নৌকা)
'কোন' নয়, 'কোনো'

অতিথি লেখক নিজের লেখা সম্পাদনা করতে পারেন না কেন?

'ইতোপূর্বে' নয়, 'ইতঃপূর্বে' (এটাকে ইতোমধ্যের সঙ্গে গুলিয়ে ফেললে বিপদ)
'এই অ্যাকাউন্টের সম্পাদনা সুযোগ' নয়, 'এই অ্যাকাউন্টে সম্পাদনার সুযোগ' অথবা 'এই অ্যাকাউন্টের সম্পাদনা-সুযোগ'
'ভিন্ন অতিথিদের' নয়, 'ভিন্ন ভিন্ন অতিথির'

ফ্লিকার ফটো স্ট্রীম জুড়ব কিভাবে?

'স্ট্রীম' নয়, 'স্ট্রিম'
'কিভাবে' নয়, 'কীভাবে'
'ফ্লীকার' নয়, 'ফ্লিকার'
'একাউন্ট' নয়, 'অ্যাকাউন্ট'
'ক্লীক' নয়, 'ক্লিক'
'ক্লীক' নয়, 'ক্লিক'
'নীচের' নয়, 'নিচের'
'সম্পাদনা' নয়, ''সম্পাদনা'য়'
'পেইজ মাঝামাঝি' নয়, 'পেইজের মাঝামাঝি'
'ফ্লীকার' নয়, 'ফ্লিকার'
'ফ্লীকার' নয়, 'ফ্লিকার'
'এড্রেস' নয়, 'অ্যাড্রেস'
'সংরক্ষন' নয়, 'সংরক্ষণ'
'ড়্যান্ডমলী' নয়, 'র‌্যান্ডমলি'
'ফ্লীকারে' নয়, 'ফ্লিকারে'
'৮ টি' নয়, '৮টি'
'শুধুমাত্র' নয়, 'শুধু' বা 'কেবল'
'পাবলিকলী' নয়, 'পাবলিকলি'
'উদাহরন' নয়, 'উদাহরণ'
'সবছবি' নয়, 'সব ছবি'
'ফীচারটি' নয়, 'ফিচারটি'
'এখনও' নয়, 'এখনো'

সচলায়তনে কি "১০০% মডারেশন" রয়েছে?

'কোন রকম' নয়, 'কোনোরকম'
'কোন' নয়, 'কোনো'

স্কোর : ১২৬ + ? = ?
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মুজিব মেহদী এর ছবি

বাবামা প্রকল্পের আওতাভুক্ত স্কোর বৃদ্ধিকরণ কার্যক্রমের নতুন আরেক কিস্তি

পুরো লেখাটির কপি এনে পেস্ট করে দেখলাম মন্তব্যটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। তাই লেখাটি বর্জন করলাম। মূল লেখা দেখতে এদিকে যেতে হবে-- 'সচলায়তন' > 'নীড়পাতা' > 'সাহায্য' > 'ক্রমশ জিজ্ঞাস্য' > 'বাংলা লেখা'। এখানে কেবল বানান ও ভাষাগত বিভ্রাটগুলোই সংশোধন প্রস্তাবসহ দাগায়িত হলো।
..........................................................................................
'বাংলা লেখা'র সূচি

‘পুরোনো’ নয়, ‘পুরানো’
‘কিভাবে’ নয়, ‘কীভাবে’
‘কিবোর্ড’ নয়, ‘কী-বোর্ড’ বা 'কীবোর্ড'
‘কিবোর্ড’ নয়, ‘কী-বোর্ড’ বা 'কীবোর্ড'
‘কিবোর্ড’ নয়, ‘কী-বোর্ড’ 'কীবোর্ড'
‘কি’ নয়, ‘কী’
‘কিভাবে’ নয়, ‘কীভাবে’
‘কিভাবে’ নয়, কীভাবে
‘কিভাবে’ নয় ‘কীভাবে’

How to setup Bangla in a PC?

Not `an Unicode’, should be ‘a Unicode’
Not ‘Configure you browser’, should be ‘Configure your browser’
Not `any follow’, should be `and follow’

আমার পুরোনো লেখাগুলো কিভাবে প্রকাশ করব?

‘পুরোনো’ নয়, ‘পুরানো’
‘কিভাবে’ নয়, ‘কীভাবে’
‘পুরোনো’ নয়, ‘পুরানো’
‘লেখা গুলি’ নয়, ‘লেখাগুলো’ বা ‘লেখাগুলি’
‘সাধারন’ নয়, এখানে হবে ‘সাধারণত’
‘ইউনিকোড ভিত্তিক’ নয়, ‘ইউনিকোডভিত্তিক’
‘পুরোনো’ নয়, ‘পুরানো’
‘পুরোনো’ নয়, ‘পুরানো’
‘সার্পোটেড’ নয়, ‘সাপোর্টেড’

পুরোনো লেখা বদলে নিন সচলায়তনেই

‘পুরোনো’ নয়, ‘পুরানো’
‘কোন’ নয়, ‘কোনো’
‘ভুল ভাবে’ নয়, ‘ভুলভাবে’
'কনভার্টার' নয়, সম্ভবত 'কনভার্টর'
'কনভার্টার' নয়, সম্ভবত 'কনভার্টর'

বাংলা বানান পরীক্ষা করার উপায় কি?

‘কি’ নয় ‘কী’
‘নীচের’ নয়, ‘নিচের’
‘স্টেপ গুলো’ নয়, ‘স্টেপগুলো’
‘ক্লীক করুন এই লিংক’ নয়, ‘ক্লিক করুন এই লিংক-এ’
‘ক্লীক’ নয়, ‘ক্লিক’
‘ক্লীক’ নয়, ‘ক্লিক’
‘ক্লীক’ নয়, ‘ক্লিক’
‘শুধুমাত্র’ নয়, ‘শুধু’/‌‌‘কেবল’
‘নীচের’ নয়, ‘নিচের’

বাংলা বানান পরীক্ষা

‘কোন’ নয়, ‘কোনো’

বাংলা লিখব কিভাবে?

‘কিভাবে’ নয়, ‘কীভাবে’
‘যে কোন’ নয়, ‘যেকোনো’ বা ‘যে-কোনো’
‘যে কোন’ নয়, ‘যেকোনো’ বা ‘যে-কোনো’
‘ফীল্ডে’ নয়, ‘ফিল্ডে’
‘শর্টকাট কি’ নয়, ‘শর্টকাট কী’
‘ইংরেজী’ নয়, ‘ইংরেজি’
'কিবোর্ড' নয়, 'কী-বোর্ড' বা 'কীবোর্ড'
'কিবোর্ড' নয়, 'কী-বোর্ড' বা 'কীবোর্ড'
‘কনভার্টার’ নয়, সম্ভবত ‘কনভার্টর’

বাংলা সেটআপ করব কিভাবে?

‘কিভাবে’ নয়, ‘কীভাবে’
‘তৈরী’ নয়, ‘তৈরি’
‘তৈরী’ নয়, ‘তৈরি’

পদক্ষেপ ১

‘ঠিক মতো’ নয়, ‘ঠিকমতো’
‘স্ক্রীপ্ট’ নয়, ‘স্ক্রিপ্ট’
‘ইন্সটল’ নয়, ‘ইনস্টল’
‘কখনও কখনও’ নয়, ‘কখনো কখনো’
‘স্ক্রীপ্ট’ নয়, ‘স্ক্রিপ্ট’

পদক্ষেপ ২

‘ইন্সটল’ নয়, ‘ইনস্টল’

পদক্ষেপ ৩

‘ফন্টটি কে’ নয়, ‘ফন্টটিকে’
‘স্ক্রীপ্ট' নয়, ‘স্ক্রিপ্ট’
‘বেঙ্গলী’ নয়, সম্ভবত ‘বেংগলি’
‘নীচের’ নয়, ‘নিচের’

র‌্য (র-যফলা) লিখব কেমন করে?

‘আগের গুলোতে’ নয়, ‘আগেরগুলোতে’
‘এপ্লিকেশনগুলোতেও’ নয়, ‘অ্যাপ্লিকেশনগুলোতেও’
‘এক্সপ্লোরারে’ নয়, এখানে ‘এক্সপ্লোরারের’
‘ভেঙ্গে’ নয়, ‘ভেঙে’
‘ফন্ট গুলা’ নয়, ‘ফন্টগুলো’ বা 'ফন্টগুলি'
‘'কি' গুলো যেকোন’ নয়, ‘কীগুলো যেকোনো’

সচলায়তনে ফন্টের আকার এবং ধরন বদলাবো কিভাবে?

‘কিভাবে’ নয়, ‘কীভাবে’
‘এক্সপিরিয়েন্স’ নয়, ‘এক্সপেরিয়েন্স’
‘সেকারনে’ নয়, ‘সে কারণে’
‘মত’ নয়, ‘মতো’
‘যে কোন’ নয়, ‘যেকোনো’ বা ‘যে-কোনো’
‘যে কোন’ নয়, ‘যেকোনো’ বা ‘যে-কোনো’
‘যে কোন’ নয়, ‘যেকোনো’ বা ‘যে-কোনো’
‘ক্লীক’ নয়, ‘ক্লিক’
‘ক্লীক’ নয়, ‘ক্লিক’
‘সঠিক ভাবে’ নয়, ‘সঠিকভাবে’
‘ইংরেজী’ নয়, ‘ইংরেজি’
‘ক্লীক’ নয়, ‘ক্লিক’
‘কোন’ নয়, ‘কোনো’
‘ইংরেজী’ নয়, ‘ইংরেজি’
‘স্কল’ নয়, ‘স্ক্রল’
‘হল’ নয়, ‘হলো’
‘যে কোন’ নয়, ‘যেকোনো’ বা ‘যে-কোনো’
‘কোন’ নয়, ‘কোনো’
‘কোন’ নয়, ‘কোনো’
‘পড়তে পারার কথা’ নয়, ‘পড়তে পারা যাবার কথা’

..........................................................
স্কোর গণনায় কেউ সহযোগিতা করলেন না দেখে নিজেই গণনা করছি। আমার ভুলগুলো অন্যেরা ধরে না-দিলে আমার তো ভুলভালসহই গণনা করতে হবে, তাই না?

পূর্বের স্কোর (১২৬+৭২)=১৯৮
বর্তমান স্কোর ১৯৮+৮৪=২৮২
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মুজিব মেহদী এর ছবি

এ মন্তব্যে ফরম্যাটিং অংশের ভুল চিহ্নিত হলো। মূল লেখাটি আছে এখানে

'ফরম্যাটিং'-এর সূচি

'কিভাবে' নয়, 'কীভাবে'
'কিভাবে' নয়, 'কীভাবে'
'শুধুমাত্র' নয়, 'শুধু'/'কেবল'
'কিভাবে' নয়, 'কীভাবে'
'কোন' নয়, 'কোনো'
'কিভাবে' নয়, 'কীভাবে'
'কিভাবে' নয়, 'কীভাবে'
'এ্যালাইমেন্ট' নয়, 'অ্যালাইনমেন্ট'
'কিভাবে' নয়, 'কীভাবে'
'কিভাবে' নয়, 'কীভাবে'
'কিভাবে' নয়, 'কীভাবে'
'দিবো' নয়, 'দেবো'
'কিভাবে' নয়, 'কীভাবে'
'কিভাবে' নয়, 'কীভাবে'
'কিভাবে' নয়, 'কীভাবে'
'স্মাইলী' নয়, 'স্মাইলি'

ই-স্নিপস থেকে গান পোস্ট করব কিভাবে?

'কিভাবে' নয়, 'কীভাবে'
'সঙ্গীত' নয়, 'সংগীত'
'করা' নয়, 'করাকে'
'নিরুৎসাহীত' নয়, 'নিরুৎসাহিত'
'কোন' নয়, 'কোনো'
'সঙ্গীত' নয়, 'সংগীত'
'এমপিথ্রী' নয়, 'এমপিথ্রি' অথবা 'এমপি-থ্রি'
'রেজিষ্ট্রেশন' নয়, 'রেজিস্ট্রেশন'
'করা মাত্র' নয়, 'করামাত্র'
'কোন' নয়, 'কোনো'
'এমপিথ্রী' নয়, 'এমপিথ্রি' বা 'এমপি-থ্রি'
'ক্লীক' নয়, 'ক্লিক'
'নীচের' নয়, 'নিচের'
'অনুসরন' নয়, 'অনুসরণ'
'নীচে' নয়, 'নিচে'
'ক্লীক' নয়, 'ক্লিক'
'নীচের' নয়, 'নিচের'
'সংরক্ষন' নয়, 'সংরক্ষণ'

ই-স্নিপস থেকে গান পোস্ট

'ইতিমধ্যে' নয়, 'ইতোমধ্যে'
'কোন' নয়, 'কোনো'
'শুধুমাত্র' নয়, 'শুধু'/'কেবল'
'যেকোন' নয়, 'যেকোনো'

ইউটিউব ভিডিও সংযোজন করব কিভাবে?

'কিভাবে' নয়, 'কীভাবে'
'ইউবিটিউবে' নয়, এখানে 'ইউটিউবের'
'এমবেড' নয়, 'অ্যামবেড'
'স্কৃনের' নয়, 'স্ক্রিনের'

একটা লেখা শুধুমাত্র বাছাই করা গ্রুপের জন্য প্রকাশ করব কিভাবে?

'শুধুমাত্র' নয়, 'শুধু'/'কেবল'
'কিভাবে' নয়, 'কীভাবে'
'ব্যাবহার' নয়, 'ব্যবহার'
'সমস্য' নয়, 'সমস্যা'
'একাউন্টটি' নয়, 'অ্যাকাউন্টটি'
'একাউন্ট' নয়, 'অ্যাকাউন্ট'
'গ্রুপ স্পেসিফিক ভাবে' নয়, 'গ্রুপ-স্পেসিফিকভাবে'
'গর্ভনর' নয়, 'গভর্নর'
'গর্ভনর' নয়, 'গভর্নর'
'লক্ষ্য' নয়, 'লক্ষ'
'কোন' নয়, 'কোনো'

ওয়ার্ড বা অন্য কোন ফরম্যাটিংয়ে লেখা কিভাবে পোস্ট করব?

'কোন' নয়, 'কোনো'
'কিভাবে' নয়, 'কীভাবে'
'সার্পোট' নয়, 'সাপোর্ট'
'পরিবর্তীত' নয়, 'পরিবর্তিত'
'কনভার্টার' নয়, সম্ভবত 'কনভার্টর'
'ক্লীক' নয়, 'ক্লিক'
'ক্লীপবোর্ডের' নয়, 'ক্লিপবোর্ডের'
'ক্লীক' নয়, 'ক্লিক'
'ক্লীক' নয়, 'ক্লিক'
'নাড়ীভুড়ি' নয়, 'নাড়িভুঁড়ি'
'শুদ্ধ' নয়, 'সুদ্ধ' (এখানে 'সহ', 'সমেত' ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়েছে)
'যেকোন' নয়, 'যেকোনো'
'ফ্রী' নয়, 'ফ্রি'
'সফটওয়্যার গুলির' নয়, 'সফটওয়্যারগুলোর' বা 'সফটওয়্যারগুলির'

ছবি যুক্ত করব কিভাবে?

'কিভাবে' নয়, 'কীভাবে'
'নীচে' নয়, 'নিচে'
'নীচে' নয়, 'নিচে'
'সর্ম্পকে' নয়, 'সম্পর্কে'
'কোন' নয়, 'কোনো'
'সংরক্ষন' নয়, 'সংরক্ষণ'
'সেখানে ছবির উপর ক্লিক বা ইনসার্ট ক্লিক করুন' নয়, 'সেখানে ছবির উপর বা ইনসার্ট-এ ক্লিক করুন'
'কিলোবাইটের এর' নয়, 'কিলোবাইটের' অথবা 'কিলোবাইট-এর'

টেক্সট এ্যালাইমেন্ট করব কিভাবে?

'এ্যালাইমেন্ট' নয়, 'অ্যালাইনমেন্ট'
'কোন' নয়, 'কোনো'
'কোন' নয়, 'কোনো'
'এ্যালাইনড' নয়, 'অ্যালাইনড'
'বাদিক' নয়, 'বাঁদিক'
'ঘেষে' নয়, 'ঘেঁষে'

বুলেট ইনসার্ট করব কিভাবে?

'কিভাবে' নয়, 'কীভাবে'
'কোন' নয়, 'কোনো'
'একাজটি' নয়, 'এ কাজটি'
'মুরগী' নয়, 'মুরগি'
'হাবিজাবী' নয়, 'হাবিজাবি'
'মুরগী' নয়, 'মুরগি'
'হাবিজাবী' নয়, 'হাবিজাবি'
'সংখ্যা ভিত্তিক' নয়, 'সংখ্যাভিত্তিক'

বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করব কিভাবে?

'কিভাবে' নয়, 'কীভাবে'

লিংক দিবো কিভাবে?

'দিবো' নয়, 'দেবো'
'কিভাবে' নয়, 'কীভাবে'
'কোনলেখার' নয়, 'কোনো লেখার'
'উদাহরন স্বরূপ' নয়, 'উদাহরণস্বরূপ'
'চানা' নয়, 'চান'

লেখা রঙিন করব কিভাবে?

'কিভাবে' নয়, 'কীভাবে'
'ইংরেজী' নয়, 'ইংরেজি'
'ইংরেজী' নয়, 'ইংরেজি'
'ইংরেজী' নয়, 'ইংরেজি'

লেখার আকার পরিবর্তন করব কিভাবে?

'কিভাবে' নয়, 'কীভাবে'
'বড়' নয়, 'বড়ো'
'সেঅংশটার' নয়, 'সে অংশটার'
'ইংরেজী' নয়, 'ইংরেজি'

স্মাইলী ব্যবহার করব কিভাবে?

'স্মাইলী' নয়, 'স্মাইলি'
'কিভাবে' নয়, 'কীভাবে'
'এক্রোনিম' নয়, বোধকরি 'অ্যাক্রোনাইম'
'স্মাইলী' নয়, 'স্মাইলি'
'শয়তানীহাসি' নয়, 'শয়তানি হাসি'
'অবাককান্ড' নয়, 'অবাক কাণ্ড'
গড়াগড়িহাসি' নয়, 'গড়াগড়ি হাসি'

........................................................
পূর্বের স্কোর ২৮২
বর্তমান স্কোর ২৮২+১১০=৩৯২
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সুমন চৌধুরী এর ছবি
ইশতিয়াক রউফ এর ছবি

অসামান্য, মুজিব ভাই। দেরির জন্য দুঃখিত। আমার গোণায় হয়তো ভুল ছিল একটু। আমি ১২৬-এর পর ৭৪ গুণে ঠিকঠাক ২০০ পেয়েছিলাম। অলসতা করে লগ-ইন/মন্তব্য করা হয়নি। আপনি তো বানানের আরশের দিকে বিদ্যুৎ বেগে ছুটে চলছেন!

মুজিব মেহদী এর ছবি

s-s লিখিত ২৬ মে ২০০৯, ১১.০৩-এ করা পোস্ট গল্প লেখার গল্প-২-এ দৃষ্ট বানান, ভাষা ও বিন্যাসজনিত বিভ্রাটসমূহ।
..............................................................................................................
১. রইলো (এখানে ল-এ ও-কারান্ত অপ্রয়োজনীয়)

২. কিভাবে (হবে কীভাবে)

৩. এলো ('এলো' অর্থ আলুলায়িত, মুক্ত, এলানো। এখানে ব্যবহার করা হয়েছে 'আসা' অর্থে। এ অর্থে শুদ্ধ প্রয়োগ হবে 'এল' )

৪. হবে,বিজ্ঞাপন (কমার পরে সর্বদাই স্পেস দিতে হয়। এ অংশের শুদ্ধরূপ হবে 'হবে, বিজ্ঞাপন'। কারো কারো লেখায় দেখা যায়, কমার আগে-পরে উভয় স্থানেই স্পেস দেন। কিন্তু কমার আগে কোনো স্পেস সিদ্ধ নয়)

৫. শিখিয়েছে,আর (৪-এর অনুরূপ। হবে 'শিখিয়েছে, আর')

৬. ছুঁড়ে (এই পোস্টেই আগে একটা মন্তব্যে বলেছিলাম, 'ছেঁড়াছিঁড়িতে যতই চন্দ্রবিন্দু লাগুক না কেন, ছোড়াছুড়িতে মোটেই লাগে না')

৭. (মানে,প্রায় সব) {৪ ও ৫-এর অনুরূপ। একটা স্পেস লাগবে। হবে '(মানে, প্রায় সব)'}

৮. নিয়েছি,যা (প্রাগুক্ত। হবে 'নিয়েছি, যা')

৯. আমার উদ্বেগের কথা কেননা আমি জানতাম না ('আমার উদ্বেগের কথা'র পরে একটা কমা দিতে হবে, নইলে পাঠক বিভ্রান্ত হতে পারেন)

১০. কি (এই 'কি', 'কী' হবে)

১১. জরুরী (যে শব্দে ই-কার ও ঈ-কার দুটোই শুদ্ধ, প্রমিত রীতি সে শব্দে ই-কার ব্যবহার করতে বলে)

১২. ক্রীম (ক্রিম বিদেশি শব্দ। ই-কার লাগবে।)

১৩. ( Naughty but Nice),আ্যইরো {শুরুর ব্র্যাকেটের পরে ও শেষের ব্রাকেটের আগে কোনো স্পেস সিদ্ধ নয়। কমার পরে স্পেস লাগবে। য-ফলা কখনো আ-কারের পরে বসে না। এ অংশের শুদ্ধরূপ হবে '(Naughty but Nice), অ্যাইরো'}

১৪. চকোলেট ('চকলেট' লিখলেই হবে)

১৫. ( Look into the Mirror tomorrow- you'll like what you see ) {১৩-এর প্রথমাংশ দ্রষ্টব্য। শুদ্ধরূপ হবে '(Look into the Mirror tomorrow- you'll like what you see)}

১৬. ছিলো (এখানে ও-কারান্ত অপ্রয়োজনীয়)

১৭. কোন্ টাকে (এখানে হসন্ত দরকার নেই। 'টাকে' আলাদাভাবে মানেহীন। ওটা 'কোন'-এর সঙ্গে লাগিয়ে দিতে হবে। হবে 'কোনটাকে')

১৮. নেবো (ও-কারান্ত দরকার নেই। হবে 'নেব')

১৯. না ! (আশ্চর্যবোধক চিহ্নের পূর্বে কোনো স্পেস দিতে হয় না। হবে 'না!')

২০. চিল্ডরেন (হবে চিলড্রেন)

২১. চিল্ডরেন (প্রাগুক্ত)

২২. চিল্ডরেন (প্রাগুক্ত)

২৩. একঘেঁয়ে (চন্দ্রবিন্দু লাগবে না। হবে 'একঘেয়ে')

২৪. চিল্ডরেন (২০, ২১, ২২ দ্রষ্টব্য)

২৫. সহজ,মানে (হবে 'সহজ, মানে')

২৬. গেলো (হবে 'গেল')

২৭. সেইসব মহৎ ভারতীয় সাহিত্যিকদের (বাংলায় একটা বিষয় বোঝাতে দুবার বহুবচন সিদ্ধ নয়। লিখতে হবে 'সেইসব মহৎ ভারতীয় সাহিত্যিকের' অথবা 'সেই মহৎ ভারতীয় সাহিত্যিকদের')

২৮. সেইসব মেধাবী রমণীদের ( লিখতে হবে 'সেইসব মেধাবী রমণীর' অথবা 'সেই মেধাবী রমণীদের')

২৯. যাদের "ভারতীয় সংস্করণ"দের (এখানে 'যাদের "ভারতীয় সংস্করণ" লিখলেই চলছে)

৩০. ওঠে,বাস্তবের (স্পেস লাগবে। হবে 'ওঠে, বাস্তবের')

৩১. সম্ভবতঃ (শব্দের শেষে বিসর্গ লাগবে না)

৩২. ছিলো (ও-কারান্ত বর্জনীয়)

৩৩. তৈরী ('তৈরি' লিখতে হবে)

৩৪. করবার যেটি (এই বাক্যে 'করবার'-এর পরে একটি কমা দরকার, যেটি বাক্যটিকে পাঠকবান্ধব করতে পারে। হতে পারে 'করবার, যেটি')

৩৫. ছিলো (৩২ দ্রষ্টব্য)

৩৬. সেসব সত্যিকারের রক্তমাংসের মানুষগুলোকে (২৭ দ্রষ্টব্য। হবে 'সেসব সত্যিকারের রক্তমাংসের মানুষকে' অথবা 'সেই সত্যিকারের রক্তমাংসের মানুষগুলোকে')

৩৭. সময় যাদের (এখানেও 'সময়' শব্দের পরে একটা কমার চাহিদা আছে। হতে পারে 'সময়, যাদের')

৩৮. এতোটাই ('এত' হলেই চলে। হবে 'এতটাই')

৩৯. যে,"এটা (কমার পরে একটা স্পেস লাগছে। হবে 'যে, "এটা')

৪০. ইংরেজী ('ইংরেজি' লিখতে হবে ই-কার দিয়ে)

৪১. লেগেছিলো ('ছিল'-এর ও-কারান্ত বর্জনীয়)

৪২. ঠাণ্ডা (আশ্চর্যজনক যে, 'ঠান্ডা' শব্দটা তৎসম নয়)

৪৩. ( যাকে ছেলেবেলায় "গেছো বাঁদর" বলে ডাকতাম )খুশি {'(যাকে ছেলেবেলায় "গেছো বাঁদর" বলে ডাকতাম') খুশি}

৪৪. ছিলো ('ছিল' হবে)

৪৫. ছিলো ('ছিল' হবে)

৪৬. ষ্টিভেনসন ('স্টিভেনসন' লিখতে হবে)

৪৭. ( যদিও সবসময় শ্রেষ্ঠ অংশটুকু নয় )দান {হবে '(যদিও সবসময় শ্রেষ্ঠ অংশটুকু নয়) দান'}

৪৮. হয়েছিলো (ও-কারান্ত বর্জনীয়)

৪৯. ছিলোনা (ও-কারান্ত বর্জন করতে হবে এবং 'না'কে আলাদা করতে হবে। হবে 'ছিল না')

৫০. কখনই (হবে 'কখনোই')

৫১. চিল্ডরেন এর (লিখতে হবে 'চিলড্রেন-এর')

৫২. সসঙ্কোচে ('সসংকোচে' হবে)

৫৩. যাচ্ঞাপিয়াসী ('যাঞ্ছা' লিখতে 'ঞ+ছ' দিতে হয়, 'চ+ঞ' নয়। 'পিয়াসি'র 'সি' হ্রস্ব হবে। শব্দটা 'যাঞ্ছাপিয়াসি'।)

৫৪. রইলো (ও-কারান্ত বর্জনীয়)

৫৫. কোনদিনও ('কোনোদিনও' হবে)

৫৬. দেয়নি,শতবর্ষী (কমার পরে স্পেস লাগবে। হবে 'দেয়নি, শতবর্ষী')

৫৭. ছিলো (ল-এ ও-কার লাগবে না)

৫৮. ছিলো (ও-কার লাগবে না)

৫৯. ১৯৮২ র (সামনে একটা স্পেস নিয়ে 'র' একা দাঁড়াতে পারে না। হয় লিখতে হবে ১৯৮২-'র অথবা '১৯৮২-এর')

৬০. জানিয়েছিলো (ও-কার লাগবে না)

৬১. কি (এখানে 'কী' হবে)

৬২. থাকতো,ও (ও-কারান্ত না-দিলেও চলবে। কমার পরে স্পেস লাগবে)

৬৩. বলতো (ও-কার লাগবে না)

৬৪. ২৬শে মে, মঙ্গলবার: দুপুর ১টা ৩৫মি (তারিখের পরে 'রা', 'লা', 'ঠা', 'শে', 'ই' ইত্যাদি লেখা প্রাচীন রীতি। এগুলো এখন ব্যবহার করা হয় না। বাংলায় কোলনের আগে-পরে স্পেস লাগে, তবে এখানে কোলন দরকারই নেই, কমাই যথেষ্ট। '২৬ মে, মঙ্গলবার, দুপুর ১টা ৩৫ মি' লিখলেই হয়)
.................................................................................................................
s-s কি দয়া করে আমার স্কোরটা জানিয়ে দেবেন? আপনাকে অনুরোধ করছি কারণ আপনি যদি যুক্তিতে সবকটিই বাতিল করে দেন, তো আমার এ মন্তব্য কোনো স্কোরই অর্জন করবে না। আপনি যে কটিতে গ্রিন-সিগন্যাল দেবেন, সে কটির নম্বরই কেবল যোগ হবে।

শুভরাত্রি।

..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

s-s এর ছবি

বাবামা স্যারকে অনেক ধন্যবাদ। আপনি তো মহা কাজ করে ফেলেছেন! হাসি আবারও, ঠান্ডা যে তৎসম নয়, ধরন শ্রেণীর সেটা জেনে তাজ্জব হলাম। কয়েকটা নিয়ে দ্বিমত আছে , সেগুলো বাদে বাকি সবগুলোই ভ্যালিড।

১১। জরুরী - প্রমিত রীতি অনুসরণ করিনি, কিন্তু সঠিক । আমি এ ভাবেই লিখি অভ্যাসের কারণে।
১৪। chocolate- উচ্চারণ চকোলেট, চ (ক) লেট নয়, সুতরাং এটি মানছি না
২০,২১,২২- child- childern বাংলায় লিখলে "ল" "ড" একসাথে লিখে তাতে র ফলা দেবার পক্ষপাতী আমি, সেটা ইউনিকোডে করা যাচ্ছিলোনা, চিলড্রেন লিখলে "dren" এর ওপর জোর দেওয়া হয়, কিন্তু ড্রেন এর ডি চাইল্ড থেকে পাওয়া।
৩৩। তৈরী - প্রাগুক্ত
৫২। সঙ্কোচ, সঙ্কোচন - সম্ -কুচ্ + অল্ অনট্ ভাব । যথাক্রকে পু ও ক্লীব
এবং সংকোচও সঠিক বলা আছে। সুতরাং মানছিনা।
৫৩। যাচনা- যাচ্ঞা - অভিধান অনুযায়ী "যা চ্ ঞা" ( একসাথে লিখলে ইউনিকোডে হসন্ত দেখাচ্ছেনা) ছ নয়। পিয়াসী প্রাগুক্ত। সুতরাং এটি মানছিনা।
৬৪। প্রাচীন রীতি সেটা ঠিক আছে, কিন্তু অশুদ্ধ নয়।

সুতরাং ৬৪-৯ = ৫৫ দিলাম।

আর কি শিখলাম? কমার পরে স্পেসটা টাইপিংয়ের সাথে সাথে হাতে আসবে, ব্র্যাকেটও তাই, বড়সড় বানান ভুল নেই ও-কারান্ত গুলো প্রমিত বানান ফলো না করার ফল, খুব বড় কিছু নয় এটুকু দেখে শান্তি পেলাম।

আবারও অনেক ধন্যবাদ স্যার আপনাকে। হাসি

মুজিব মেহদী এর ছবি

আরে না, আপনার ভুলভালগুলো মোটেই বড়ো কিছু ছিল না। অবশ্য আমার জন্য অনেক বড়ো একটা শিক্ষা হলো আপনি দয়া করে মন্তব্যটা করলেন বলে। এবার না-শিখলে এটা যে কবে শিখতাম বা আদৌ এ জীবনে শেখা হতো কি না সন্দেহ। সেটা হলো 'যাচ্ঞা' বানান। এটা যে 'যাচনা' থেকে আসা এবং বাঞ্ছার মতো করে এটা 'যাঞ্ছা' হবে না, তা এই প্রথম জানলাম, শিখলাম। আন্তরিক ধন্যবাদ মাদাম s-s। কথা একপাক্ষিক না-হয়ে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক হলে এ ধরনের অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ ঘটে, ঘটতে পারে।

স্কোর আপনি যা দিলেন তাই সই।
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

আনিস মাহমুদ এর ছবি

এত কিছুর পরও ব্যানারে "ভয়শূন্য" বানানটি কিন্তু "ভয়শুন্য" রয়ে গেছে। দুঃখজনক!

.......................................................................................
Simply joking around...

.......................................................................................
Simply joking around...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

Ctl+F5 দিলে নতুন ব্যানার দেখতে পাবেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

মুজিব মেহদী এর ছবি

এস এম মাহবুব মুর্শেদ-এর সাম্প্রতিক পোস্ট শিখবা নাকি ক্যামেরাবাজী?: উন্মুক্ততা নিয়ন্ত্রন বা এক্সপোজার কম্পেনশেসন (Exposer Compensation)-র বাবামা কথন

‘ক্যামেরাবাজী’ নয়, হবে ‘ক্যামেরাবাজি’
‘নিয়ন্ত্রন’ নয়, হবে ‘নিয়ন্ত্রণ’
‘কম্পেনশেসন’ নয়, হবে ‘কম্পেনসেশন’
Exposer (Exposure হবার কথা নয় কি?)
‘নির্ধারন’ নয়, হবে ‘নির্ধারণ’
‘কোন কোন’ নয়, হবে ‘কোনো কোনো’
‘নিয়ন্ত্রন’ নয়, হবে ‘নির্ধারণ’
‘ফীচার’ নয়, হবে ‘ফিচার’
‘নিয়ন্ত্রন’ নয়, হবে ‘নিয়ন্ত্রণ’
‘সাধারনতঃ’ নয়, হবে ‘সাধারণত’
‘দামী’ নয়, হবে ‘দামি’
‘লক্ষ্য’ নয়, এখানে হবে ‘লক্ষ’
‘নিয়ন্ত্রন’ নয়, হবে ‘নিয়ন্ত্রণ’
‘পরিমান’ নয়, হবে ‘পরিমাণ’
‘দ্বিগুন’ নয়, হবে ‘দ্বিগুণ’
‘নির্ধারন’ নয়, হবে ‘নির্ধারণ’
‘শাটারস্পীড’ নয়, হবে ‘শাটারস্পিড’
‘উচিৎ’ নয়, হবে ‘উচিত’
‘ছবি তুল বা হিস্টোগ্রামের’ (ক্যামেরার হিস্টোগ্রামের বাংলা হিসেবে শব্দটা লাগসই মনে হলো। কিন্তু অবশ্যই ‘ছবিতুল’ বলতে হবে। এই ‘তুল’ কিন্তু ‘তোলা’ নয়, তুলনা, মাপা ইত্যাদি)
‘হল’ নয়, হলো
‘নিয়ন্ত্রন’ নয়, ‘নিয়ন্ত্রণ’
‘ক্যামেরা’ নয় এখানে ‘ক্যামেরার’
‘শাটারস্পীড’ নয়, ‘শাটারস্পিড’
‘নির্ধারন’ নয়, হবে ‘নির্ধারণ’
‘পরিমান’ নয়, হবে ‘পরিমাণ’
‘দ্বিগুন’ নয়, হবে দ্বিগুণ’
‘পারবেন তত’ নয়, পারবেন, তত। এখানে ‘পারবেন’-এর পরে একটা কমা লাগে
‘নির্ধারন’ নয়, হবে ‘নির্ধারণ’
‘নিয়ন্ত্রন’ নয়, হবে ‘নিয়ন্ত্রণ’
‘নিয়ন্ত্রন’ নয়, হবে ‘নিয়ন্ত্রণ’
‘অনুদিত’ নয় হবে ‘অনূদিত’

শব্দসংখ্যা ২২৭
বিভ্রাটসংখ্যা ৩১ (১৩.৬৬%)

..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মুজিব মেহদী এর ছবি

'ক্রমশ জিজ্ঞাস্য'-এর সর্বশেষ দুটি অধ্যায়ের কাজ করে রেখেছিলাম। ভেবেছিলাম আজ পোস্ট দেবো। লিংক আনতে গিয়ে দেখে ভালো লাগল যে, ইতোমধ্যে ওগুলোতে খানিকটা সংশোধনযজ্ঞ চালানো হয়েছে। আমার দৃষ্টিতে এখনো সমস্যা রয়েছে, কিন্তু পুরোটা আবার পড়ে মিলাতে হবে বলে ওটা বাদই দিলাম। পরে বাংলা ওয়েবসাইটের তালিকা পোস্টটা পড়লাম। কিছু সমস্যা চোখে পড়ল। এখানে এগুলোই তুলে ধরলাম।

'তৈরী' নয়, 'তৈরি'
'ওয়েব সাইটটির' নয়, 'ওয়েবসাইটটির'
'নির্মান' নয়, 'নির্মাণ'
'মানদন্ড' নয়, 'মানদণ্ড'
'বিষয় গুলো' নয়, 'বিষয়গুলো'
'তালিকা ভুক্তি' নয়, 'তালিকাভুক্তি'
'তৈরী' নয়, 'তৈরি'
'যে কোন' নয়, 'যেকোনো' বা যে-কোনো'
'মানদন্ড' নয়, 'মানদণ্ড'
'ধরণ' নয়, 'ধরন'
'ফ্রিকোয়েন্সী' নয়, ফ্রিকোয়েন্সি'
'তৎক্ষনাৎ' নয়, 'তৎক্ষণাৎ'
'ফ্রী' নয়, 'ফ্রি'
'ফী' নয়, 'ফি'
'ফ্রিকোয়েন্সী' নয়, ফ্রিকোয়েন্সি'
'ফী' নয়, 'ফি'
'তৎক্ষনাৎ' নয়, 'তৎক্ষণাৎ'
'ফ্রিকোয়েন্সী' নয়, ফ্রিকোয়েন্সি'
'তৎক্ষনাৎ' নয়, 'তৎক্ষণাৎ'
'ফ্রী' নয়, 'ফ্রি'
'তৎক্ষনাৎ' নয় 'তৎক্ষণাৎ'
'তৎক্ষনাৎ' নয়, 'তৎক্ষণাৎ'
'ফ্রী' নয়, 'ফ্রি'
'তৎক্ষনাৎ' নয়, 'তৎক্ষণাৎ'
'তৎক্ষনাৎ' নয়, 'তৎক্ষণাৎ'
'ফ্রী' নয়, 'ফ্রি'
'নির্মান' নয়, 'নির্মাণ'
'তৎক্ষনাৎ' নয়, 'তৎক্ষণাৎ'
'ফ্রী' নয়, 'ফ্রি'
'তৎক্ষনাৎ' নয়, 'তৎক্ষণাৎ'
'ফ্রী' নয়, 'ফ্রি'
'তৎক্ষনাৎ' নয়, 'তৎক্ষণাৎ'
'ফ্রী' নয়, 'ফ্রি'
'তৎক্ষনাৎ' নয়, 'তৎক্ষণাৎ'
'ফ্রী' নয়, 'ফ্রি'
'তৎক্ষনাৎ' নয়, 'তৎক্ষণাৎ'
'ফ্রী' নয় 'ফ্রি'

স্কোর (৩৯২+৫৫+৩১+৩৭)=৫১৫
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।