হোয়াই ভায়াগ্রা...? (আব্‌জাব)

স্পর্শ এর ছবি
লিখেছেন স্পর্শ (তারিখ: শনি, ২২/১১/২০০৮ - ৩:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ইহা আব্‌জাব লেখা, পাকনা পুলাপাইন ছাড়া আর কেউ পড়লে এই লেখক দায়ী নয়।

মাথার চান্দির কাছে পাকাচুলটা নিয়ে আমার গর্বের শেষ নেই। একে ওকে ডেকে বলি, দেখতো মাথায় কিছু দেখিস কিনা? কেউ তাকায় কেউ তাকায় না। তবে আসল জিনিস কেউ খেয়াল করেনা। তখন নিজেই টেনে টুনে বের করে দেখাই। বলি, এই দেখ পাকাচুল, উইজডম হেয়ার! শোনার সাথে সাথে কেউ নিজের মাথার পাঁচটা কেউ দশটা উইজডম হেয়ার দেখিয়ে দেয়। আমার চেয়ে তাদের উইজডম যে পাঁচদশ গুন বেশি তার হাতে নাতে প্রমান! তাতে কি, কিছু উইজডম যে আমারো আছে সেইটা দেখিয়ে গর্ব করতে তো কোন দোষ নেই। তাই পাকা চুল নিয়ে আমার এই হম্বিতম্বি চলতেই থাকে।

কিন্তু আমার যা পোড়া কপাল, তাতে সুখ বেশিদিন সহ্য হবার নয়। অনেকে হয়তো এই কপাল চাপড়া চাপড়ি দেখে আমাকে অদৃষ্টবাদী ভেবে বসবেন। কিন্তু দোষটা কিন্তু আসলেই কপালের! নাইলে এই জ্বলজ্যান্ত পঁচিশ বছর বয়সে কেন হুঠ করে কপালের গ্রোথ হরমন নিঃসৃত হবে? আর কপাল বেটা কেন আর সবদিক ছেড়ে আমার সেই উইজডম হেয়ারের দিকে হাত বাড়াবে? প্রতিদিন রাতে কপালের সাথে চান্দির সম্মুখ সারির চুলদের রক্তক্ষয়ী যুদ্ধ হয়। সকালে ঘুম থেকে উঠে বালিশের উপর পড়ে থাকা লাশ গুনি। হতাহতের সংখ্যা হিসাব করি। আমার উইজডম হেয়ারকে আর কতদিন এরা রক্ষা করতে পারবে এই সর্বগ্রাসী কপালের কবল থেকে কে জানে? তবুও ভুলভাল অনুমান করি। তারপর একসময় ছোটবোনের ঘরে গিয়ে তার ড্রেসিংটেবিলের সামনে মুখ চুন করে বসে থাকি।

আমার এই দুর্দশা দেখে ওর বুঝি মায়া হয়। একদিন দেখি একটা তেলের বোতল নিয়ে হাজির! সেই তেলের রঙ লাল টুকটুকে। ‘স্বপ্নে পাওয়া দৈব রেসিপিতে এই তৈল প্রস্তুত করিয়াছেন একজন স্বকবিরাজ’! ‘স্বকবিরাজ’ কী বস্তু কে জানে? তবে প্যাকেটের গায়ের লেখা থেকে জানা যায়, এই লোক কোন যেনতেন লোক না। রীতিমত ‘রবিন্দ্র পুরষ্কার প্রাপ্ত”!! বোনের কোন বন্ধুর খালা নাকি এই তেল মেখে ব্যপক উপকার পেয়েছে। তাই আমার যুদ্ধজয়ের জন্যেও সে এই তেল নিয়ে হাজির।

আমি সারাজীবন করলাম বিজ্ঞান সাধনা! তার পর এখন কি এই স্বপ্নে পাওয়া তেল মাখবো!! প্রচন্ড আক্ষেপের সাথে এই কথা যেই বলেছি বন্ধুদের সাথে। কোথায় তারা ‘ঠিক্‌ ঠিক্‌’ বলে উৎসাহ দেবে। তা না বলে, ‘দোস্ত আমিও বড় বিপদে মধ্যে আছি, এইসব যুদ্ধবিগ্রহ নিয়ে। তুই যদি উপকার পাস তাইলে আমারেও দিস কইলাম’! আমি বলি, যাহ্‌ শালা তোদের উইজডম হেয়ার বেশি থাকলে কি হবে, তোরাতো মোরালি ডেড’ ।

যাই হোক, আমি তো আর ছেড়ে দেওয়ার পাত্র না। অনেক গুগল টুগল করে, উইকিপোকা ঘেটে বের করলাম যে চুলদের শক্তি বাড়াতে লাগবে ‘ভিটামিন ই’। তারপরই পাড়ার ফার্মেসি থেকে কয়েকপাতা ‘ই-ক্যাপ’ কিনে হাজির হলাম বাসায়। প্রতিরাতে একটা ইক্যাপ সাবাড় করি। মৃতের সংখ্যা বাড়ে নাকি কমে, ঠিক বোঝা যায় না। তবুও আমি আমার অধ্যাবসায় চালিয়ে যেতেই থাকি। মাস খানেক পার হয়েছে। এমন সময় সেই বন্ধুদের একজন বলে, দোস্ত কি অবস্থা? দৈব তেলে কি কাজ হয়? আমি বলি, আরে নাহ্‌ অইসব দৈবটৈব ব্যপারে আমি নেই। আমি খাচ্ছি ‘ই-ক্যাপ’ মানে ভিটামিন-ই। আরে হালায় করচস কি? মালদার হয়ে যাবি তো। আমি বলি, মালদার আবার কি?... বুঝবি বুঝবি, সময় মত বুঝে যাবি।

সেদিন গেছি চোখের ডাক্তারের কাছে। রুটিন চেকআপ। ডাক্তার আমার চোখ টেস্ট করার জন্য তার যন্ত্রপাতি ঠিক ঠাক করছে। এমন সময় দেখি তার টেবিলে প্যাডের গায়ে ওষুধের বিজ্ঞাপন। হোয়াই ভায়াগ্রা? হোয়াই নট ই-ক্যাপ আমি তো নড়েচড়ে বসি। আরো এগিয়ে গিয়ে পড়ে ফেলি বাকিটা। হোলি ক্রাপ...! ভিটামিন-ই তে এইসবও করে নাকি? খাইসে!! সাথে সাথে গত এক মাস ব্যাপি আমার যে অতিরিক্ত ভয়াবহ ‘মর্মবেদনা’ তার কারণ ব্যখ্যা বিশ্লেষণ সহ ক্লিয়ার হয়ে যায়।

বাড়ি ফিরে এসে হন্তদন্ত হয়ে সেই দৈব তেল বের করি। সেখানে লেখা ‘চুল পড়া বন্ধ করে, চিন্তাশক্তি বৃদ্ধি করে, মাথা ঠান্ডা করে...’। তাড়াতাড়ি বোতল খুলে দিই মাথায় ঢেলে। ভুর ভুরে তীব্র গন্ধে ভরে যায় চার দিক। মেনথল দেওয়া আছে মনে হয়।

চুল এর কিছু হোক বা না হোক, মাথা তো ঠান্ডা হোক! এ কদিন চিন্তা শক্তির উপর দিয়ে যে ঝড় বয়ে চলেছে, সে ঝড় অন্তত কিছুটা কমলেও হবে...

বিদায়।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ(বাকি অংশ)- এই আব্‌জাব পড়ে দয়াকরে কেউ ভায়াগ্রা ছেড়ে ইক্যাপ ধরবেন না। এইটা নিতান্তই ভাইটামিন


মন্তব্য

সেপাই‌‌ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
ই-ক্যাপের সন্ধান পেয়ে বুড়ারা আবার সাদি করা শুরু করবে নাতো!!! এমনিতেই আমার মত উইজডম হেয়ার আলাদের হাহুতাসের শেষ নাই খাইছে.
আর চুল পরা কমানোর জন্য সবচেয়ে ভাল সমাধান হলো ন্যড়া করে ফেলা চোখ টিপি, কমকরে হলেও ৬ মাস চুল পরে না! পারসোনাল এক্সপেরিয়েন্স থেকে বললাম।

স্পর্শ এর ছবি

ন্যাড়া তো করতেই চাই। কিন্তু আমার যে বেলতলায় যাবার খুব শখ। তখন সেইটার কি হবে?

....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

সেপাই [অতিথি] এর ছবি

তখন না হয় একটা ই-ক্যাপ.... খাইছে

অতিথি লেখক এর ছবি

ব্যাপক মজা পাইসি হাসি দেঁতো হাসি

স্পর্শ এর ছবি

দেঁতো হাসি
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

মুশফিকা মুমু এর ছবি

হাহাহাহাহা হাসতে হাসতে পরে গেলাম ।।।। গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

স্পর্শ এর ছবি

খাইসে, এত হাসলে লজ্জাপাইতো।... খাইছে
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতন্দ্র প্রহরী এর ছবি

ই-ক্যাপ যে এই কাজও করে, মানে বিজ্ঞাপনে যে এইসব বলা হয়, তা তো জানতাম না! চুল পড়া কমানোর জন্য এক বন্ধুর পরামর্শে (যার বাবা ডাক্তার) আমি ই-ক্যাপ খাইসিলাম মনে হয় তিন পাতা। ভায়াগ্রা জাতীয় ব্যাপারে কোন কিছু টের পাইনি, তবে চুল পড়া মনে হয় কিছুটা কমসিলো। এইটা একান্তই আমার ব্যক্তিগত অবজার্ভেশন।

যাই হোক, আবজাব লেখাটা এমনিতে মজার হইসে হো হো হো

স্পর্শ এর ছবি

তাইলে মনে হয় খেয়াল করেন নাই! দেঁতো হাসি আমার উপর তো দারুণ কাম করলো। তিন পাতা খাইলে তো মর্মবেদনায় মারা পড়তাম। ইয়ে, মানে...

বাংলাদেশ রে ভাই। বিজ্ঞাপন তো যাখুশি দিবই।
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

ক্যামেলিয়া আলম এর ছবি

হায় হায় ভিটামিন ই আছে কিনা দেইখা লোশন-ক্রিম-ফেস পাউডার কিনি-----তাইলে?
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

স্পর্শ এর ছবি

ভালো তো। আজকাল বডি স্প্রে গুলার বিজ্ঞাপন দেখেন না? অইরকম কিছু এফেক্টও পাইতে পারেন ফ্রীতে। দেঁতো হাসি
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

আলমগীর এর ছবি

ইজি নিলেই সারে পোস্টটা। ভাল হইছে লেখা।

স্পর্শ এর ছবি

হুম ইজিনিলেই সারে।

....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

ধুসর গোধূলি এর ছবি

- আপনের তো কেবল কপাল যুদ্ধে নামছে। আর আমার নামছে মাথার চারপাশ। 'সিটিসেন্টার' দখল করার হীন পাঁয়তারা রে ভাই। যুদ্ধে যারা শহীদ হইতেছে রেগুলার তাগো তো আর কোনো চিন্তা নাই, কিন্তু যারা গাজী হৈতেছে তাগোরে ধরে ধরে 'উইজডম' বানায়া দিতাছে! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

স্পর্শ এর ছবি

উইজডম নিয়াও চিন্তার কিছু নাই। তবে এইসব সাদাকালো যোদ্ধারা না থাকলে বিয়া আটকায়া যাইতে পারে। ভিটামিন ই খাইতে পারেন। সে ক্ষেত্রে বিয়া আটকাইলে পুরা ...মারা। চাইলে আমার এই স্বপ্নে পাওয়া তেলটেল ও ইসতেমাল করা যেতে পারে। আজকাল এই তেলে ভালো পার্ফরমেন্স দিতেসে। আমার উপর। দেঁতো হাসি
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

ধুসর গোধূলি এর ছবি

- এমনিতেই ঝামেলায় থাকি তারোপর আপনার মতো ছেলছাবিলা সাইড এফেক্ট হলেতো দেশে দৌড় লাগাতে হবে! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

এনকিদু এর ছবি

মর্মবেদনা !!!

হা হা হা =)

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্পর্শ এর ছবি

হাসো হাসো...
ওসব তুমি বুঝবেনা খোকা, ওসব তোমার হয়না।
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

সবজান্তা এর ছবি

ভিটামিন ই খেয়ে অনেকেরই মাথার চুল পড়া কমেছে। এক বন্ধু তো আরেক কাঠি সরেস। ও যেন কিভাবে চুলের গোড়ায় ভিটামিন ই দিয়েছিল। আমি ঠিক জানি না ই ক্যাপ গুড়ো করে লাগিয়েছিলো কি না। তবে চুল পড়া রোধে আমি যতদূর জানি ডাক্তাররাও ভিটামিন-ই দিয়ে থাকেন।

ক্যাটেগরী পাল্টাবেন কী না জানি না... তবে আমিও আলমগীর ভাইয়ের সাথে একমত, ইজিভাবে নিলেই হয়...

hr>অলমিতি বিস্তারেণ

স্পর্শ এর ছবি

ভাইরে ভিটামিন ই গুড়া করা যায়না, এইটা তেলের মত। আর যাদের বাচ্চা কাচ্চা হয়না তাদেরও দেয়। ইয়ে, মানে...
হ, টেকিটিজি হাসি
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

রণদীপম বসু এর ছবি

ই-ক্যাপ মানে মাথায় লাগানোর ইলেকট্রনিক টুপি না ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্পর্শ এর ছবি

টুপি না, তয় খাইলে মাথায় টূপি পরায়া দিতারে...
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

নিরিবিলি এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি =))

স্পর্শ এর ছবি

দেঁতো হাসি
আরেকজন বুজলো।
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

কল্পনা আক্তার এর ছবি

ক্যামেলিয়া আপুর মতো আমিও তো ভিটামিন ই দেইখা ক্রিম-লোশন কিনি, এখন কি হইবেক অ্যাঁ

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

স্পর্শ এর ছবি

আপনার খবর আছে। আপনি মরছেন। দেঁতো হাসি
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

হিমু এর ছবি

হুমম। ই-ক্যাপ খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া কী কী ছিলো? "মন কী যে চায় বলো, যারে দেখি লাগে ভালো" টাইপ কিছু না তো?


হাঁটুপানির জলদস্যু

স্পর্শ এর ছবি

শুধু কি তাই! কাওরে না দেখলেও চলে, শয়নে স্বপনে...।
সে বড় মর্মবেদনা...
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আমার এক ক্লোজ ফ্রেন্ড, বড়ই রূপসচেতন, ইন্টার পাস করার পরে আবিষ্কার করলো তার চুলে পড়ে যাচ্ছে ... গেল এক ডাক্তারের কাছে ... ডাক্তার কি একটা অষুধ দিল, খাইলে নাকি সাইসাই করে চুল গজাবে ... এক মাস পরেই দেখা গেল কথা সত্য, আসলেই সাইসাই করে চুল গজাচ্ছে, কিন্তু মাথা বাদ দিয়ে অন্য সব জায়গায় ... পুরা বনমানুষের মত অবস্থা গড়াগড়ি দিয়া হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

হিমু এর ছবি

ডাক্তার কি ভারতীয় ছিলেন? আরো পরিষ্কার করে বললে, হিন্দিভাষী ছিলেন কি? আরো আরো পরিষ্কার করে বললে ... না, থাক হাসি


হাঁটুপানির জলদস্যু

স্পর্শ এর ছবি

হ, পরিষ্কার জবাব চাই!!
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

তারেক এর ছবি

কঠিন অভিজ্ঞতা দেখি। ঠিক ঠিক কইরা বলেন আর কি কি বলেন নাই পোস্টে...
আমার অসুখের পর থেকে মাথার চুল পড়ছে খুব... মেডিকেশনের প্রভাব বোধহয়। মন খারাপ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

স্পর্শ এর ছবি

ভাইটামিন-ই খাইতে পারেন। এতে অনেকের চুলপড়া কমে। আমার যদিও অন্য কিছু হয়। দেঁতো হাসি
যেইটা বলিনাই তা হল, এর মধ্যে আবার ফ্রয়েড পড়তেছিলাম টুকটাক। ইয়ে, মানে...

....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

রেনেট এর ছবি

পড়তে না করলেন ক্যা? কেম্নে পড়ি?
এখন ছুডুদের জন্য কিছু লিখেন।
---------------------------------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

স্পর্শ এর ছবি

আল্লাবাচাইছে, পড়েন নাই!!

ছোটমনিদের নিয়েও কিছু একটা লিখতে হয় তাইলে চিন্তিত
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

সবজান্তা এর ছবি

ছোট্টমনিদের নিয়ে টেনশন করার কিছু নেই। তাদের জন্যই এরই মধ্যে নজু ভাই লেখা লিখে ফেলেছেন...


অলমিতি বিস্তারেণ

ভূঁতের বাচ্চা এর ছবি

স্পর্শ ভাইয়ার লেখাটেখা মাঝেমাঝে সিরিয়াস হইলেও এইটার মধ্যে তার লেশমাত্র নাই। আর এই লেখা নিয়া বিজ্ঞ জনেরা ক্যাটাগরী, বয়েস ইত্যাদি নিয়ে টানাটানি করলে তা নিতান্তই সময়ের অপচয় নয়কি !

দারুন মজা পাইছি ভাইয়া, নিয়মিত লেখা পাচ্ছিতো এখন থেকে ?

--------------------------------------------------------

ভূঁতের বাচ্চা এর ছবি

স্পর্শ ভাইয়ার লেখাটেখা মাঝেমাঝে সিরিয়াস হইলেও এইটার মধ্যে তার লেশমাত্র নাই। আর এই লেখা নিয়া বিজ্ঞ জনেরা ক্যাটাগরী, বয়েস ইত্যাদি নিয়ে টানাটানি করলে তা নিতান্তই সময়ের অপচয় নয়কি !

দারুন মজা পাইছি ভাইয়া, নিয়মিত লেখা পাচ্ছিতো এখন থেকে ?

--------------------------------------------------------

রায়হান আবীর এর ছবি

খেক খেক!! গড়াগড়ি দিয়া হাসি

=============================

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি =))

অবাঞ্ছিত এর ছবি

ও এইজন্যেই তাইলে আমার এত মর্মবেদনা.... হো হো হো
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

পাগল কবি এর ছবি

কাহিনী কি তোমার মাথা ন্যাড়া করার আগের? নাকি কাহিনীর পরে মাথা ন্যাড়া কইরা ফেলছ?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।