ওয়াহিদ কাকা

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: রবি, ২৭/০১/২০০৮ - ১:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:


একটা শীতের সকালে কুয়াশার মধ্যে সাহাবাগে কাকুর সাথে দেখা। কথা হলো বল্লেন বাসায় আসতে, আমি যাবো বলে চলে আসলাম বিদেশে। কাকু চলে গেলেন।
যেতাম আমি ঠিকই, এই ১টা বছর সেই আক্ষেপই করলাম , আজকে আক্ষেপটা অপরাধ বোধে পরিনত হলো।
শীতের সকাল কুয়াশাও ছিল আমার ঠিক মনে আছে, কাকু রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন যেখানে অন্তত আমার প্রজন্মের কেউ যাবেনা।


মন্তব্য

সুজন চৌধুরী এর ছবি

ওয়াহিদ কাকা চলে যাবার পর থেকে,
আমার প্রজন্মের দিকে তাকাই আর
১টা শূন্যতা গ্রাস করে আমাকে।
ঐ দায়িত্বগুলো কেউ নেবো আর?!
তাই ওয়াহিদ কাকাকে জনসমক্ষে স্মরণ করিনা আমি।

____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

মুহম্মদ জুবায়ের এর ছবি

অসাধারণ! এতো কম কথায় সব বলে দিলেন!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সুজন চৌধুরী এর ছবি

আসলে কোন কথা খুজে পাচ্ছিলাম না । তাই বসে বসে সকালটাই মনে করলাম আবার।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

মুহম্মদ জুবায়ের এর ছবি

ছবিটাও কি এখনই আঁকলেন? কুয়াশার সকালটা উঠে এলো।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সুজন চৌধুরী এর ছবি

জ্বী।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

মুজিব মেহদী এর ছবি

দারুণ এঁকেছেন। মনে হলো লাইভ দেখছি ওয়াহিদ ভাইকে।
..................................................................................
অপরিপক্কতা সবসময় একরোখা হয়, আর পরিপক্কতা হচ্ছে সর্বগ্রাহী
-সেলিম আল দীন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সুজন চৌধুরী এর ছবি

আমি ১দিক দিয়ে সৌভাগ্যবান যে কাকুকে চলে যেতে দেখিনি, তাহলে আর অন্য মুখ মনেই করতে পারতাম না।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

আরিফ জেবতিক এর ছবি

একটা কথা সবসময় নাড়া দেয় ।
ওয়াহিদ ভাই বলতেন , " আজকাল সবাই শুধু বলে , কিন্তু মিষ্টি করে বলে না ।"

সুজন চৌধুরী এর ছবি

জ্বী।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

শ্রাবন্তী এর ছবি

ওয়াহিদ কাকু আরেকটা কথা প্রায়ই বলতেন -কথা যত্ন নিয়ে বলতে হয়।
মহাপুরুষরা কেমন হন আমি জানি না। তবে আমি ওয়াহিদ কাকুকে দেখেছি। কোন মহাপুরুষের কথা ভাবলে আমার কেবল তাঁর কথাই মনে হয়।
যখনই রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ আয়োজিত সম্মেলনে গেছি , দেখেছি কাকু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিটি মানুষকে সময় দিচ্ছেন ,কথা বলছেন। এমন কাউকে করতে দেখা যায় না।
শেষের দিকে কাকু হয়তো কিছুটা হতাশ হয়েই বলতেন- অনেকে ভাল গান করে কিন্তু ভাল মানুষ হযনি রে।
হয়ত গুনী মানুষ অনেক আসবে। কিন্তু তাঁর মত ভাল মানুষ কি আর আসবে শতবছরে?

সুজন চৌধুরী এর ছবি

ঠিক। তবে কাকু হতাশ ছিলেন না তাহলে আরো আগেই চলে যেতেন।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

বিপ্লব রহমান এর ছবি

কেনো এতো মন খারাপ করে দেন?@ সুজন চৌধুরী ।।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অতিথি লেখক এর ছবি

একটু আগেই বাংলা উইকিপিডিয়াতে বেলায়েত হোসেনের তৈরী একটি প্রকল্প পাতায় পড়ছিলাম, "একটি ছবি হাজারো লাইন লেখার সমান"। অতিথি লেখক হিসেবেও আমি নতুন। মন্তব্য করার জন্য সচলায়তনে এসেই জলজ্যান্ত প্রমাণ পেলাম।
এক ছবি দেখেই কত কিছু বোঝা যায়; শীতের সকালে কুয়াশার আবরণ, ঢাকার রাস্তায় অভিজ্ঞ ব্যক্তির সরল পদচারণা আর একটি ইতিবাচক মুখ। ভাল কাজে মানুষকে উদ্বুদ্ধ করতে পারতেন যিনি তার জন্য এমন ছবি মানানসই।

মুহাম্মদ২০১৭

সুজন চৌধুরী এর ছবি

মুহাম্মদ২০১৭
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
কাকু সত্যিই ভাল কাজে মানুষকে উদ্বুদ্ধ করতে পারতেন ।

____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সৌরভ এর ছবি

শ্রদ্ধা।


আবার লিখবো হয়তো কোন দিন

শেখ জলিল এর ছবি

শ্রদ্ধাঞ্জলি।
..ছবিটা পছন্দ হয়েছে। সেভ করে রাখলাম।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সুজন চৌধুরী এর ছবি

ধন্যবাদ।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনার সৌভাগ্য - এমন রবীন্দ্র-অন্তপ্রাণ, এমন মহত্, মহান এক ব্যক্তিত্বের সংস্পর্শে আসতে পেরেছিলেন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুজন চৌধুরী এর ছবি

সত্যি, ১সময় ছায়ানটের মঞ্চ সাজাতাম।
কত যে স্মৃতি কাকুর সাথে-----
আমার বহু উৎপাত সামলাতে হয়েছে কাকুর।
___________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

রেজওয়ান এর ছবি

আমার ও কত স্মৃতি আছে ওয়াহিদ কাকার সাথে। ওনার সাথে বেড়াতে গিয়ে প্রচুর অভিজ্ঞতা লাভ করেছি। তার পর ওনার শেওড়াপাড়ার বাড়ীতে গান শিখতে যাওয়া অথবা শুধুই গল্প করতে যাওয়া। পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। আফসোস মৃত্যুর আগে শেষ দেখাটি হলো না।

ওনার কাছে ঋণ অনেক। ঐ মানুষটির প্রতিস্থাপন হবে না। তাই ওনার অনেক কথাই মনে রাখার চেষ্টা করি।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

সুজন চৌধুরী এর ছবি

রেজওয়ান ভাই ,
আপনি কন্ঠশীলনে ছিলেন। কোথায় ১টা ছবি দেখলাম আপনার।
সম্ভবত ১৯৯৪-তে রবীন্দ্র সঙ্গীত সম্মেলনে আমরা ১সাথে কুষ্টিয়া গিয়েছিলাম।
সত্যি অনেক স্মৃতি কাকুর।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

রেজওয়ান এর ছবি

আপনার ছবি দেখলে নিশ্চয়ই চিনতে পারব। একবার জাসাসের হুমকি ছিল রমনার বট মূল দখলের - সারা রাত জেগে পাহারা দিয়েছিলাম। ছায়ানটের সাথে এরকম কত স্মৃতি বুকে চেপে বসে আছি। ডুব দিয়ে রোমন্থন ও হয়না।

সেইসব দিনগুলির কথা মনে পরলে খুব কষ্ট লাগে। যে চেতনায় ওনার সংগঠন গুলো গড়া হয়েছিল সেই চেতনার ধূলিসাৎ দেখি সবখানে।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

সুজন চৌধুরী এর ছবি

হুম, মনে আছে সেই রাতের কথা। আমি অনেক রাত পর্যন্ত ছিলাম ঐখানে।
আপনার কথায় হিসাব করলাম ১৫বছর বিভিন্নভাবে ছায়ানটের সাথে ছিলাম ( এখনও আছি)।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

রাহা এর ছবি

আমারও একটা অপরাধবোধ কাজ করে, আপনার মতই ঘটনাটা । এমনকি আমি দেশে থেকেও বারডেম এ যাব যাচ্ছি করে আর যাওয়া হয়ে ওঠেনি ।

..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...

আহির ভৈরব এর ছবি

সুজনদা, এই লেখাটা হঠাত্‌-ই খুঁজে পেলাম। ওয়াহিদ মামার কত-কত কথা যে মানে পড়ে গেল! স্পষ্ট মনে আছে, তিন-চার বছর বয়সে তাঁর কাছে বসে মাথা নেড়ে-নেড়ে শেখা "আকাশজুড়ে শুনিনু, ওই বাজে, ওই বাজে"। কী পরম যত্নে, মমতায় প্রতিটা গানের অর্থ বুঝিয়ে দিতেন! গানতো শিখতামই, তার ওপর প্রত্যেকটা ক্লাস যেন ছিলো একটা ইতিহাসের পাঠ, মানবসভ্যতার পাঠ, বাংলা অথবা আন্তর্জাতিক সংস্কৃতির পাঠ!

সেবার ছুটিতে দেশে যেয়ে দেখা করতে পারলাম না। আর কোনোদিনই দেখা হলো না মানুষটার সাথে। আপনার ছবিটা এত জীবন্ত হয়েছে, চোখ ভিজেই গেল শেষ পর্যন্ত।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।