শুধু তোমারই জন্য

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ১২/০১/২০১২ - ১:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

Jamati GOAr jonno

শুধু তোমার জন‌্যে এই অরণ্যে ক্যাকটাস হয়ে ছিলাম!!


মন্তব্য

অকুতোভয় বিপ্লবী এর ছবি

লাগা অর মায়রে বাপ!!! গুরু গুরু চলুক গুল্লি (গুড়) আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

shafi.m এর ছবি

সামান্য অফ দি টপিক, আপ্নার প্রোফাইল পিকচার বা লোগোটায় হাতের তালুর দিক্টা মনে হয় সাম্নে আনা উচিত (যেখানে বাঁকান আঙগুল গুলি দেখা যাবে) , নইলে দেখতে অন্য রকম লাগছে। শুধু আপ্নাকে জানাবার জন্যে, বাকিটা আপ্নার ব্যপার।

শাফি।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

ঠিক বুঝলাম্না ইয়ে, মানে...

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

shafi.m এর ছবি

(প্রোফাইল লোগোটার দ্বারা) মনে হচ্ছে পাকিস্তানের পতাকা পিছে রেখে আপ্নি অন্যদের (উদাহরণ- অডিয়েন্স) কে মধ্যম আঙগুল দেখাচ্ছেন, এ কারণে যদি (প্রোফাইল লোগোটায়) হাতের তালুকে সাম্নের দিকে রাখতেন (হাতের তালুটা বা যে অংশে বাঁকান আঙগুল গুলি দেখা যাবে বা অডিয়েন্সরা দেখতে পাবে এমনভাবে, অর্থাৎ আপ্নি আপ্নার আঙগুলটা পতাকার উদ্দেশ্যে দেখাচ্ছেন)। অবশ্য সেটাই যদি আপ্নার অভিপ্রায় হয়ে থাকে তাহলে।

শাফি।

(আমার ব্যক্তিগত মতামত।)

অনুপম ত্রিবেদি এর ছবি

ওরে রে ... লুক্টা তো বড্ড খ্রাপ, একজন ভাষা সোইনিক্রে নিয়া মশকরা করে !!!

গড়াগড়ি দিয়া হাসি হো হো হো

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সাফি এর ছবি

তায় আবার অদ্দাপক

অনার্য সঙ্গীত এর ছবি

মাঁউলানা

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

দায়ীন (frdayeen) এর ছবি

কেউ কইবেন কি হেতে কিয়ের অদ্দাপক আসিল? চিন্তিত

দ্রোহী এর ছবি

হেতে যে কীয়ের অদ্দাপক আসিল তা বলতে পারি না। দৈনিক মতিকণ্ঠ পত্রিকায় পড়েছি মুক্তিযুদ্ধের সময় হেতে টিক্কা খানের ছেলে খালিদ খানকে আমপারা অদ্দাপনা করতো। মতিকণ্ঠ যেহেতু প্যারোডি পত্রিকা তাই সত্যমিথ্যা নিশ্চিত করে কইতে পারুম না। তবে ঘটনা সত্য 'হোলেও হোতে পারে'। দেঁতো হাসি

অকুতোভয় বিপ্লবী এর ছবি

যাইত্যা ধরেন জায়গামতন, হান্দায়া দেন এক্কেরে শয়তানী হাসি

গুরু গুরু হাততালি চলুক (গুড়) গুল্লি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

হাসিব এর ছবি
চরম উদাস এর ছবি

হো হো হো

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দুর্দান্তিস

______________________________________
পথই আমার পথের আড়াল

অনার্য সঙ্গীত এর ছবি

আমার আবেদন, একেকটি কাঁটায় একেকরকমের মশলা মাখিয়ে দেয়া হোক! কাঁচা মরিচ, শুকনো মরিচ, দেশি বিদেশী মরিচের মিক্সচার, প্রাণ ডলির রেসিপি মরিচের আচার, সুয়ারেজের নোংরা, গোলমরিচের গুঁড়া, টিটেনাসের জীবাণু, গ্যাংগ্রিনের জীবাণু, নেক্রটাইজিং ফ্যাসাইটিসের জীবাণু, ...

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অকুতোভয় বিপ্লবী এর ছবি

টাটকা টাট্টির নির্যাস।

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

ত্রিমাত্রিক কবি এর ছবি

গুল্লি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অরফিয়াস এর ছবি

ইসস এমন জ্ঞানী মানুষরে এমনে হান্দায় কেউ??????? গজব পরব... ঘেঁয়াও...

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অনার্য সঙ্গীত এর ছবি

...ন্তিস গুলা দেখি আর চিন্তা করি, সুজন্দার ইচ্ছাশক্তি থাকলে ব্যপারটা কীরকম হতো! গড়াগড়ি দিয়া হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মুস্তাফিজ এর ছবি

বেয়াদপ পোলা

...........................
Every Picture Tells a Story

উচ্ছলা এর ছবি

৮৯ বছর বয়সী নূরাণী বুজুর্গানের সাথে এমন নালায়েকি করতে হয়?

তাসনীম এর ছবি

আশাকরি এই ক্যাকটাস জায়গা মতো ঢুকানো হবে।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সৃষ্টিছাড়া এর ছবি

...৪০ বছর লাগলো! গত ৪০ বছরের প্রতিটি দিন আমাদের জন্য অসীম লজ্জার..এই লজ্জা যেন আর শাখা প্রশাখা বিস্তার না করে!

ত্রিমাত্রিক কবি এর ছবি

গুরু গুরু

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তারেক অণু এর ছবি
shafi.m এর ছবি

দেঁতো হাসি

শাফি।

অন্যকেউ এর ছবি

এই ক্যাকটাসের ভাইব্রেটর ফরম্যাট পাওয়া যাপে?? দেঁতো হাসি
গুল্লি গুল্লি

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

দ্রোহী এর ছবি

একজন ভাষা সৈনিককে অপমান করতে পারলেন?

দেখে নিয়েন, আল্লাহ তার রহমতের চাদর দিয়ে অধ্যাপক গোলাম আযমকে আপনার ক্যাকটাসের হাত থেকে হেফাজত করবেন। দেঁতো হাসি

ফাহিম হাসান এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে

অতিথিঃ অতীত এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি

উনারে এইডার তৈরি চাড্ডি পরানো যাইতে পারে প্রথমে... দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি

-অতীত

অনিন্দিতা চৌধুরী এর ছবি

দারুণ গুরু গুরু

অনিকেত এর ছবি

গুরু গুরু

নীহার এর ছবি

দেঁতো হাসি গুরু গুরু

আনিস মাহমুদ এর ছবি

অমানুষিক! পৈশাচিক আনন্দ পাইলাম।

.......................................................................................
Simply joking around...

অকুতোভয় বিপ্লবী এর ছবি

পারফেক্ট

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

সুজন চৌধুরী এর ছবি

ধন্যবাদ আনিস ভাই, এরকম ১টা শব্দই খুজছিলাম! ঐরকম আনন্দই পেয়েছি!

সচল জাহিদ এর ছবি

আবার জিগস


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

দায়ীন (frdayeen) এর ছবি

সেই রকম !!

ডাইনোসর এর ছবি

বুঝতে পারছি। এটা ডিমের পরিবর্তে দেয়া হৈবেক।

শামীমা রিমা এর ছবি

হাততালি হাততালি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।