দাদুস্কোপ-১

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: মঙ্গল, ১৭/০৭/২০০৭ - ৫:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যেহেতু আপনারাই 'দাদৈতিহাসিক' কমিক-স্ট্রীপের লেখক তাই চরিত্রগুলারে আপনাদের কাছে খোলাসা করার জন্য দাদুস্কোপের সৃষ্টি হল।

'দাদৈতিহাসিক'-এর পটভূমি:
_____________________

কমিক স্ট্রিপ আবর্তিত হবে প্রাগৈতিহাসিক একটি শিকারী-টোকাই গোষ্ঠীকে নিয়ে। ম্লেচ্ছ ভাষায় যাকে বলে হান্টার গ্যাদারার। তারা গুহাবাসী অরণ্যচারী। মাত্র ক্যামনে কী বুঝতে শিখছে। গ্যাদা বাচ্চা থেকে ধাড়ি বুড়ো, সব আছে গোষ্ঠীতে। অরণ্যে আছে ফলমূল, পশুপাখি। গোষ্ঠীতে আছে শিকারী, যোদ্ধা, কবি, সাধক, রাজনীতিবাজ, পুরোহিত ... সব।

কিভাবে কিভাবে যেন আমাদের এই যাপিত জীবনের রসটা নিঙড়ে কয়েক ফোঁটা করে মেশানো হবে সেই পুরনো দাদুদের জীবনে। আজকের বাংলাদেশের রাজনীতি চুঁইয়ে পড়বে সেই অতীত গুহার ভেতরে, আজকের সংলাপ স্থান করে নেবে বাচ্চা কোন দাদুর মুখে।

চরিত্র:
_______

গত ২ সপ্তাহ ধইরা হিমু আর আমি ব্যাপক খামছা-খামছি কইরা এই ৩টা চরিত্র বানাইলাম।

পুরোহিত ষুষুপুরোহিত ষুষু

পুরোহিত ষুষু

পুরোহিত ষুষু দাদুদের গোষ্ঠীদেবতা উগাবুগার পুরুত। শ্যামলা, চর্বিঅলা চেহারা, মোটা ঠোঁট, থুতনিতে এক গোছা দাড়ি আছে, দাঁতগুলো এবড়োখেবড়ো, পেটে একটা নাদা ভুঁড়ি, ছোট ছোট চুল মাথায়। গলায় কিছু দাঁত-হাড়ের মালা ঝুলবে। পুরোহিত ষুষু গোমড়ামুখো। তার স্বভাবই হচ্ছে ভালো কাজে বাগড়া দেয়া। কথায় কথায় উগাবুগার রোষের ভয় দেখানো। পান থেকে চুন খসলেই সে চেঁচায়, "উগাবুগার কসম, ঠাডা পড়বো, ঠাডা!"

উগাবুগা

উগাবুগা

দেবতা উগাবুগা দেখতে অবিকল পুরোহিত ষুষুর মতো। দাদুরা সব প্রস্তর যুগের লোক, তাই পাথর দিয়ে পাথর কুঁদে বানানো হয়েছে উগাবুগাকে। উগাবুগার গায়ে নানা পালাপার্বণে নানা পোশাক আর অলঙ্কার চাপানো হয়, পরে খুলে রাখতে অনেকেই ভুলে যায়। উগাবুগার চেহারার অভিব্যক্তি আবার মাঝে মাঝে পাল্টায়, পাথরেও তো রস থাকে, নাকি? এখন উগাবুগা পরে আছে জলপাই পাতার পিরান।

শাকাহারী ষামু

শাকাহারী ষামু

শাকাহারী ষামু পুরোহিত ষুষুর ভক্ত। যদিও উগাবুগার উপাসনা তাকে তেমন একটা করতে দেখা যায় না। ষামু টিংটিঙে, শরীরের তুলনায় মাথাটা একটু বড়, দাঁতগুলি বড়বড়, নিচের ঠোঁটটা মাঝে মাঝে ঝুলে থাকে। ষামু দাবী করে সে শাকাহারী, লতাপাতাফলমূল খায়, কিন্তু মাঝে মাঝেই দর্শকরা তাকে মাংস খেতে দেখে ফেলবে। সমস্যায় পড়লে ষামু "জরুরি কাজে বাইরে যাচ্ছি" বলে কেটে পড়ে।

আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ষুষু আর উগাবুগাকে আলাদা করার জন্য একটারে ছাগলা দাড়ী দিয়ে দেন। এমনিত যব্বর হইছে। পড়তে পড়তেই আমি হাসতে ছিলাম। দেঁতো হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দারুণ!!!
দাদুস্কোপ হেভী জমবে।

অমিত এর ছবি

ওরে। ঘেরাও কার্যক্রম আপাতত মুলতুবি।

_______ ____________________
suspended animation...

ঝরাপাতা এর ছবি

ভাল্লাগছে। আপনার সৃষ্টি নিয়া কিছু কমু না। আপনার স্যাটিসফ্যাকশনই ফাইনাল কথা। জানবার চাই, এইটা কি সাদাকালো হবে নাকি রঙিন। মনে হয় রঙিনই হবে। র স্কেচগুলো আপনি আমাদের জন্য তুলে দিয়েছেন বলেই ধারণা। শীঘ্রই শুভ শুরু হোক দাদৈ-এর পথচলা।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

ইশতিয়াক রউফ এর ছবি

অপেক্ষায় আছি।

দ্রোহী এর ছবি

ওরে রে..... বাংলা কমিক ইতিহাসের শ্রেষ্ঠ সৃষ্টি দেখার অপেক্ষা সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি গুরু।


কি মাঝি? ডরাইলা?

সৌরভ এর ছবি

তোফা, তোফা..

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

আপনার নাম লিখুন এর ছবি

সেইরম হইছে

কেমিকেল আলী এর ছবি

সেইরম হইছে!
তোফা তোফা!!

মুহম্মদ জুবায়ের এর ছবি

শুরু কবে? শুভস্য শীঘ্রম!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

উৎস এর ছবি

প্রথম দুজের চেহারা একটু কাছাকাছি হয়ে গেছে। কোন মেয়ে চরিত্র থাকলে ভালো হয়।

হযবরল এর ছবি

দাদা জমে যাচ্ছে কিন্তু ।

সুজন চৌধুরী এর ছবি

উৎস কই আপনে?
প্রডিউসার ছাড়াতো অসহায় লাগে।
________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

উৎস এর ছবি

আছি।

অমিত এর ছবি

_______ ____________________
suspended animation...

সুজন চৌধুরী এর ছবি

আমি আসলে ১টা সু্স্থ লোক রাখার পক্ষে বিষয়টা বিবেচনাধীন আছে।
আর মহিলা আছে ব্যাপক তবে পুরোহিত না কারণ আমরা তো বর্তমানের ছায়া নিয়ে পাথরযুগে খেলবো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

মূলত পাঠক এর ছবি

আচ্ছা ফ্লিন্টস্টোনের ছায়া দেখলাম মনে হলো, সেটা কি ইচ্ছাকৃত?

সুজন চৌধুরী এর ছবি

পাথর যুগ বলে মনে হয় ফ্লিন্টস্টোনের ছায়া দেখলেন........ তবে বাস্তবে অন্য বস্তু....... এই লিন্কগুলা দেখতে পারেন
দাদুস্কোপ-২,
দাদৈতিহাসিক-১,
[img=auto]দাদৈতিহাসিক-২,[/img]
দাদৈতিহাসিক-৩,
দাদৈতিহাসিক-৪


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।