তিমির বিদার উদার অভ্যূদয়

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বুধ, ০১/০৭/২০০৯ - ৫:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দুই বছর হলো আমাদের সচলায়তনের। সচলায়তনের ইতিহাস বহুবার বহু পোস্টে এসেছে খন্ড খন্ডভাবে। অরূপের এই পোস্ট কে সবার উপরে ধরে আমার এই পোস্টটাও সেই তালিকায় পড়ে। দুই বছর পার করে একটা কথাই আমার মনে হচ্ছে, সচলায়তন আমাদের।

দুই বছরে অনেক নতুন লেখক সচল হয়েছেন। পুরনো সচলদের অনেকে চলেও গেছেন। এইসব যাওয়াআসার স্রোতের মধ্য দিয়ে আমরা টিকে আছি, ঠিক আমাদের প্রতিদিনের মতো।

সব ধরনের কুসংস্কার, কায়েমী রক্তচক্ষু আর বৈশ্বিক ছাগলায়ন প্রক্রিয়ার বিপরীতে সচলায়তন নামের এই সাইটটির জন্ম বাংলাভাষী আন্তর্জালে একটা বৈপ্লবিক ঘটনা। জন্মেই বিপ্লবের শেষ নয় বরং নিয়মিত পরবর্তী গাঁথুনিতেই বিপ্লবের বেঁচে থাকা। সচলায়তনের লেখক-পাঠক সকলের হাতে সেই নির্মাণের ছেনি-হাতুড়ি-শাবল-লাঙল-কাস্তে। এই নির্মাণের কোন শেষ নেই।

আমাদের এই সম্মিলিত শ্রম যতদিন চলবে সচলায়তনও বাঁচবে কমপক্ষে ততদিন। থাকতেই হবে।

বিপ্লব দীর্ঘজীবি হোক!

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

সচলায়তন তার ধারা স্থির রাখতে পারলে এভাবেই এগিয়ে যাবে সামনের দিকে। এ যাবত সবচেয়ে ভালো লেগেছে যে ব্যাপারগুলো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-

১। যথাসম্ভব নিরপেক্ষভাবে নিয়মাবলীর প্রয়োগ। অন্তত দুইজন নামকরা সচলের উপরেও নিয়মের খড়গ নির্মোহভাবে নেমে এসেছিল যা আমাকে অবাক করেছিল। নীতির প্রয়োগের ক্ষেত্রে সচলের নিয়ন্তাদের এরকম অব্স্থান সচলায়তনকে নিয়ে আমার বিশ্বাসকেই কেবল শক্ত ভিত্তি দিয়েছিল।

২। সদস্য বাছাইয়ের আপাত বিরক্তিকর অথচ খুবই কার্যকর এই সময়ক্ষেপণ-পদ্ধতি সচলকে দিয়েছে একঝাঁক সু-সচল পাওয়ার সম্ভাবনা।

৩। মেধা ও দূরদৃষ্টিসম্পন্ন কিছু ব্লগারের নিরলস পরিশ্রম যারা সচলায়তনের জন্মলগ্ন থেকেই একে এগিয়ে নেয়ার ব্রত নিয়ে কাজ করছেন।

৪। সর্বোপরি সচলবৃন্দের সহযোগীতা ও সরব অংশগ্রহণ এবং অন্য সচলদের প্রতি তাদের শ্রদ্ধাবোধ যা বাংলা ব্লগোষ্ফিয়ারে বিরল।

সচলায়তন দীর্ঘজীবি হোক।

সাইফ তাহসিন এর ছবি

পিপিদা একটা জিনিষ মিস করেছেন, সেটা হল, লেখার মান ধরে রাখার পেছনে মডু দাদা খাটুনি এবং সচলদের মন্তব্য

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনার মত সচল সচল আছে বলেই তো সচলায়তন এগিয়ে যাচ্ছে হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চলুক পিপি'দা

হাসান মোরশেদ এর ছবি

ঠিকাছে হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন সুপান্থ এর ছবি

... তোমারই
হোক
জয় ...

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

ইশতিয়াক রউফ এর ছবি

খুব প্রিয় একটা গান অনেক দিন শুনলাম। ধন্যবাদ সে-জন্য, বদ্দা।

পিপিদা সচলকে ভালো লাগার কারণগুলো বলে দিয়েছেন দারুণ ভাবে।

সামনে আরও সুন্দর দিন আসুক।

শুভ জন্মদিন, সচলায়তন।

(এবার ব্যাটা ক'দিনের জন্য মরুক, যাতে হাতের কাজগুলো সারতে পারি!)

অমিত আহমেদ এর ছবি

লেখাটা দুর্দান্ত হয়েছে বদ্দা। দুইবার পড়লাম।
সচলায়তনকে জন্মদিনের শুভেচ্ছা।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

অমিত এর ছবি

ঠিকাছে

নীড় সন্ধানী এর ছবি

‍‌হে হে.......... সচল নেশায়......নেশায়

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

পান্থ রহমান রেজা এর ছবি

সচল বিপ্লব দীর্ঘজীবি হোক!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমাদের সচলায়তন!

নুরুজ্জামান মানিক এর ছবি

শুভ জন্মদিন !
জয়তু সচলায়তন !

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

ফারুক হাসান এর ছবি

বিপ্লব দীর্ঘজীবি হোক!

লুৎফর রহমান রিটন এর ছবি

শুভ জন্মদিন, জয়তু সচলায়তন।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

সামরান এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন..

কীর্তিনাশা এর ছবি

সচল বিপ্লব দীর্ঘজীবি হোক!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পুতুল এর ছবি

বিপ্লব সফল হোক!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

বিপ্লব রহমান এর ছবি

জন্মেই বিপ্লবের শেষ নয়, বরং নিয়মিত পরবর্তী গাঁথুনিতেই বিপ্লবের বেঁচে থাকা।

জয় হোক! চলুক


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

পলাশ দত্ত এর ছবি

চলুক
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

রণদীপম বসু এর ছবি

সচলায়তনের একটা মজার কারিশমা হলো 'সচল' শব্দটাকে একই সাথে বহুমাত্রিক করে দেয়া। আবার একই সাথে অন্তর্জালিক অভিধানে 'সচল' শব্দের অর্থ বাংলা একাডেমীর তথা বাংলা আভিধানিক অর্থের বারোটাও বাজিয়ে দিয়েছে !
হা হা হা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সোহাগ [অতিথি] এর ছবি

কাগু বিপ্লব যেন কিরে কয়?!

সুমন চৌধুরী এর ছবি

অনেক পুরানা একটা কথা মনে পড়লো। কিসের ক্লাসে যেন কোন এক প্রফেসর কাইপা কাইপা কইতেছিল, খালেক্টিভ ঔনারশিপকে খামুনিজম বলা যায় কি? তখন তুই কইছিলি, তো কয় কোন ধোনেরে...দেঁতো হাসি



অজ্ঞাতবাস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।