টুকরো টুকরো লেখা ২৪

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: শনি, ৩০/১০/২০১০ - ১:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভাবেসাবে মনে হচ্ছে এইবার শীতকালটা উল্টা পোলভোল্ট করে ২০০৬/৭ বা ২০০৭-৮ এ চলে যাবে। নইলে আজ ২৯ অক্টোবর দুপুরে শুধু একটা টিশার্টের উপর জ্যাকেট পড়ে ঘামাতে হতো না। বুড়ো জার্মানরা অবশ্য এই জাতীয় আবহাওয়ায় অখুশী। তাঁদের মতে শীতের দিনে শীত না পড়ার অর্থ সামনে কোন অমঙ্গল অপেক্ষা করে আছে। হয়তো ঠিকই বলেন। তবে সারাদিন রোদ পাওয়া যাচ্ছে বলে তেমন খারাপ লাগছে না। বরং বর্তমান পরিস্থিতে অন্যায় করে হলেও ভালোই লাগছে। অন্তত কিছুক্ষণের জন্য হলেও একটু ইজি লাগছে। জীবন, পারিপার্শ্ব আর দিনদুনিয়ার এই পরিস্থিতিতে ভালা লাগাগুলি পট করে এসে ফট করে মিলিয়ে যায়। চোখে রোদ পড়ে ঘুম ভাঙার ভালো লাগা দিনের পেটে প্রবেশ করতে করতে চিরতা হয়ে যায়। তারপর সন্ধ্যা নাগাদ মনে হয় ভালা লাগা বলে কিছু নাই। এটা মিডিয়ার সৃষ্টি।

 

১.

 

গতকালকে সকালের দিকে শোনা গেলো রাজাকারকূলশিরোমণি গোলামাজম বৃটিশ ভিসা পেয়ে গেছেন। অর্থাৎ শালার পো যে কোন মুহুর্তে ভাগবে। সংবাদপত্রের পাঠকের দৃষ্টিতে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াও শ্লথ। অন্যদিকে একটা করে দিন যাওয়ার অর্থ হচ্ছে বর্তমান সরকারের মেয়াদ প্রতিদিনই একদিন করে কমছে। এই পর্যন্ত ধরা পড়েছে মোটে চারজন। তাঁদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার এখনো পর্যন্ত চার্জশিট হয় নাই। গ্রেফতার না হওয়ারাও সংখ্যায় অনেক। তার সাথে যোগ হয়েছে ইসলামী ধর্মনিরপেক্ষতা। ছাত্রলীগ আর যু্বলীগ অনলসভাবে আগামীতে ক্ষমতায় না আসতে পারার ভিত রচনা করে চলেছে। সঙ্গে আছে জলপাই বাহিনি। যুদ্ধাপরাধের ইস্যু ঝুলিয়ে রেখে পরের সেশনে নির্বাচিত হবার যে  দিবাস্বপ্ন ক্ষমতাসীন দল দেখছে তার ভয়াবহ পরিণতি শেষ পর্যন্ত জনগণকেই ভোগ করতে হবে। রাজনীতির ইতিহাসে আজ পর্যন্ত শেষতক জনগণ ছাড়া আর কারো নির্যাতিত হবার ইতিহাস অতিঅল্প। এবারও সম্ভবত তাই হবে। এসব কোন কিছুই অপ্রত্যাশিত নয়। শুধু এতোকিছুর পরেও ছাগুদের উল্লসিত মুখগুলো আরো দেখতে হবে এই হতাশাটুকু কামড়ে ধরে। এই আর কি।

 

 

২.

 

হাতে অস্ত্র থাকুক আর যাই থাকুক পুঁজিবাদী রাজনৈতিক আধিপত্য শেষবিচারে পকেটে। সেখানে টান পড়লে ড্যাশিঙ মাস্তানরাও ভেউ ভেউ করে কাঁদে। বৃটেন এমাসে সামরিক ব্যয় সঙ্কোচনের ঘোষনা দিয়েছে। আর তাতে বারাক ওবামার গুডবয় সরকার ব্যপক উদ্বিগ্ন। আফগানিস্তানে বা ইরাকে সৈন্য পুষতে যে আলাদা করে পকেটের জোর দরকার সাহেবরা বর্তমানে সেই অবস্থায় নেই।   অন্যকোন বলির পাঁঠা খুঁজে সেখান থেকে একদফা বড় দাঁও মারার আগ পর্যন্ত সাহেবদের পকেটের অবস্থার বড় কোন পরিবর্তন হবার সম্ভাবনা অল্প। এরকম পরিস্থিতিতে তাঁরা অর্থাৎ বিশ্বরাজনীতির কথিত মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র আর বৃটেন এই সময় চাইছে বাংলাদেশের মতো দেশগুলি থেকে সৈন্য নিয়ে আফগানিস্তান আর ইরাকে পরোক্ষ দখলদারি চালিয়ে যেতে। যাতে আক্রান্ত হলে আর সাহেবদের মরতে না হয় আবার সৈন্য পুষবার খরচটাও বাঁচে। 

বাংলাদেশ সরকারের এই বিষয়ে শেষ সিদ্ধান্ত জানা গেলো কি?

 

 

৩.

 

আমি সঙ্গীত জিনিসটা এমনিতে একেবারেই বুঝি না। শুধু শুনে শুনে এর তার ভক্ত। রক-মেটালের ভক্ত হলেও বয়সের সাথে সাথে ব্লুজের টান ক্রমশ বাড়ছে। আজকে নিরতিশয় ক্লান্ত-বিকালে কি মনে করে ইউটিউবে সার্চ দিয়ে পেয়ে গেলাম খুব পছন্দের কয়েকটা গান। নিজে লুরমা টাইপ বলেই সম্ভবত অতিবিশাল বস লোকজনদের একবাক্যে গুরু মানি। বিকালে বাড়ি ফিরে ইউটিউবে বি.বি.কিং সার্চ দিয়ে গোটাকয়েক পুরনো গান শুনে পাংখা হয়ে সাময়িক ভালো লাগা চাখলাম খানিকক্ষণ। আমি জানি এই ভালো লাগার মেয়াদ বালিশে মাথা দিয়ে চোখ বুঁজতে বুঁজতে শেষ হয়ে যাবে। কাল সকালে আবারো প্রতিদিনের মতো বিড় বিড় করে বলবো ভালো লাগা বলতে কিছু নাই। এটা মিডিয়ার সৃষ্টি।

 

 

 


মন্তব্য

সবজান্তা এর ছবি

কাল সকালে আবারো প্রতিদিনের মতো বিড় বিড় করে বলবো ভালো লাগা বলতে কিছু নাই। এটা মিডিয়ার সৃষ্টি।

চ্রম !


অলমিতি বিস্তারেণ

অমিত এর ছবি

মুচমুচে

ফাহিম এর ছবি

এইদিক থেইকা ঘুইরা যান দাদা।

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

পুতুল এর ছবি

দিনটা ভাল গেছে।

ছাত্রলীগ আর যু্বলীগ অনলসভাবে আগামীতে ক্ষমতায় না আসতে পারার ভিত রচনা করে চলেছে। সঙ্গে আছে জলপাই বাহিনি। যুদ্ধাপরাধের ইস্যু ঝুলিয়ে রেখে পরের সেশনে নির্বাচিত হবার যে দিবাস্বপ্ন ক্ষমতাসীন দল দেখছে তার ভয়াবহ পরিণতি শেষ পর্যন্ত জনগণকেই ভোগ করতে হবে। রাজনীতির ইতিহাসে আজ পর্যন্ত শেষতক জনগণ ছাড়া আর কারো নির্যাতিত হবার ইতিহাস অতিঅল্প। এবারও*** তাই হবে।


গোলাম তাইলে ভাগলো।


না, বাংলাদেশ যাইব না মনে হয়।

এবার গানটা শুনিব

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

ধুসর গোধূলি এর ছবি

বদ্দা, আহেন নারি নারি হুনি, নারি নারি।

গোআ বিলাত যাইবো গা? "নারি-নারি"!
রাজাকারগো বিচার হৈবো না? "নারি-নারি"!
আম্লিগ-বিয়েম্পির কাছে দিনশেষে গুয়ামারা খাইবো পাবলিক? "নারি-নারি"!
অক্টোবরের শেষেও রৈদ থাহে, গাও ঘামায়? "নারি-নারি"!
দিল-মন-কইলজা ম্যান্দা মাইরা রৈছে? "নারি-নারি"!

গোটা দুইন্যাটাই তো নারি-নারি হইয়া আছে হাবিবি।



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

সুমন চৌধুরী এর ছবি

আমার এক পুরানা আরব বন্ধু একসময় এইটা শুনাইয়া কান পঁচাইয়া দিছে। এইটা আর একটা আরবী গান ছিল "সু ইয়া সু হাবিবি হাবা সু" , পোলা চান্স পাইলেই এগুলা বাজাইতো।



অজ্ঞাতবাস

হাসিব এর ছবি

গানগুলা ভালো। এই জেনারেশন শেষ হইয়া এখন জাস্টিন বাইবার আর লেডি গাগার যুগ। সবই মিডিয়ার সৃষ্টি।
________________________________________________
নীড়পাতা.কম ব্লগকুঠি

হাসিব এর ছবি

আগামি ৫টা ভোখেননেন্ডে বুক হয়ে আছে। কি করুম?
________________________________________________
নীড়পাতা.কম ব্লগকুঠি

ধুসর গোধূলি এর ছবি

তাইলে ষষ্ঠটা আর বুক কৈরেন না। এতো বুকাবুকি কৈরা কী করবেন? লন, এইবার ক্রিসমাসে গ্লুভাইন খামু কাসেলের পাপিষ্ঠগো লগে। এনশাল্লা বলেন বাদ বিসমিল্লাহ।



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

সুমন চৌধুরী এর ছবি

হ আসো তোমরা। একরকম গাঁইথা গেছিগা কাসেলে। উঠা দরকার। পারতেছি না। তুমরা আসলে খুবই ভালো হয়।



অজ্ঞাতবাস

অতিথি লেখক এর ছবি

গোআ কুত্তার বাচ্চাটা তাইলে যাইতেছে গা। ভাল খবর। মিডিয়ায় দেখি নাই এখনো এইটা। এদেশের জনগণ খালি একটা কামই ভাল মত করতে পারছে। রাজনীতিবিদদের দেয়া %#%#%# মারা খাওয়া।

এই সুখের দিনে আসলে গান শোনা উচিত সবার।

অনন্ত

সুহান রিজওয়ান এর ছবি

অনেকদিন পর সিরিজটা পেলাম...

বেশ মুচমুচেই লাগলো।

_________________________________________

সেরিওজা

সুমন চৌধুরী এর ছবি
দ্রোহী এর ছবি

১.
ব্রিটেন যুদ্ধাপরাধীদের অভয়ারণ্য হয়ে গেছে। গোলাম আজমকে অচিরেই ব্রিটেনের ইসলামী চিন্তাবিদদের নেতা হিসাবে দেখতে পাব বলেই মনে হচ্ছে।

যুদ্ধাপরাধীদের বিচার সত্যিই হবে ভেবে নেয়াটা বোকার স্বর্গে বসবাস করার সমার্থক। যুদ্ধাপরাধের বিচার একটা লাভজনক ইস্যু। এটাকে জিইয়ে রেখে ভোট ব্যবসা চলবে আরো এক প্রজন্ম।

২.
জাতিসংঘ শান্তি মিশন জিনিসটাও দিনে দিনে মার্সেনারি ব্যবসার মত হয়ে যাবে। গরীব দেশের সৈন্যরা গিয়ে আফগানিস্তান-ইরাকে শান্তিরক্ষার কাজ করবে।

৩.
রক-মেটাল থেকে ব্লুজ পর্যন্ত গ্রহণযোগ্য। কিন্তু তাহসান পর্যন্ত আইসা পড়লে বুঝতে হবে ঘটনা খারাপ। দেঁতো হাসি


কাকস্য পরিবেদনা

সুমন চৌধুরী এর ছবি

১. ঐটাই কইতেছিলাম। এই ছাগলামীটা আওয়ামী ছাগুরা আবারো করতেছে বা করার বুদ্ধি বিলাতি ছাগুদের কাছ থিকা পাইতেছে। আরো এক প্রজন্ম দুরে থাক। এই দফা কিছু না হওয়ার পরিণাম আগামী পাঁচ প্রজন্মের ভবিষ্যত বদলাইয়া দিবে।

২. হ । "কিনু কাহারের থেটার" নামে মনোজ মিত্রের একটা নাটক দেখছিলাম বহুকাল আগে। ঐটার কথা মনে পড়লো।

৩. ঠিক। ব্রেক নষ্ট হইলে হয় নতুন গাড়ি কিনতে হবে নাইলে পাবলিক ট্রান্সপোর্ট হো হো হো



অজ্ঞাতবাস

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মামলা যাতে শক্ত হয় সেই জন্যই নাকি এত ধীরে এগুচ্ছেন ওনারা। সেদিন কোন টিভির খবরে যেন শুনলাম।

সুমন চৌধুরী এর ছবি

হ্যা আমরাও তাইই বিশ্বাস করতে চাই। কিন্তু গাভাস্কারের ৩৬ নট আউটের আশঙ্কা থিকাও চট কইরা মুক্তি পাইতেছি না। মন খারাপ



অজ্ঞাতবাস

অতিথি লেখক এর ছবি

"ভালো লাগা বলতে কিছু নাই" কিন্তু লেখাটা ভাল লাগলো!

"চৈত্রী"

সুমন চৌধুরী এর ছবি
অনিন্দ্য রহমান এর ছবি

...ঔঁ মিডিআ


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সবুজ বাঘ এর ছবি

গু আ'রে জাগা দেওয়ার অফরাদে ইংলন্ডনের ফাঁসি চাই। খানচুন্নির পুলাগো লিগাই ভারতবর্ষে এত গিয়ানজাম।

কৌস্তুভ এর ছবি

০. শীত না পড়লেই বেঁচে যাই। একফুট বরফ আর কাদার মধ্যে চলতেফিরতে আর মন করে না।

১. বিলাতীরা লট ধরেই নানাদেশের 'বিতর্কিত' পলিটিকেল লোকজনরে অ্যাসাইলাম দিতেছে। কদিন আগে এক পাকি নেতা খুন হইল না ওখানে?

২. ভারত তো আফগানিস্তানে নানারকম প্রোজেক্ট করছেটরছে। সেদিন একটা লেখায় পড়লাম, বছরদুয়েক বাদে আম্রিকা আর বিলেতের সৈন্যরা চলে গেলেই তালিবান, পাকি আর চীনারা মিলে ওখানে ভারতের গুয়া মারবে।

৩. মিডিয়ার সৃষ্টি তো বটেই।

রায়হান আবীর এর ছবি

আগে ভাবতাম, ভালো থাকা ভালো লাগা সবই বুঝি মায়া/ ভ্রম, আজ বুঝলাম সবই মিডিয়ার সৃষ্টি দেঁতো হাসি

আগামীবার যে কি হবে দেশটার। আওয়ামীলীগ যেভাবে মাখাচ্ছে পাবলিক নেক্সটবার বিএনপিরে নিয়ে আসলে অবাক হওয়ার কিছু নাই। গত বিএনপির আমলে জামাত তাও তলে তলে কাজ করছে বিএনপিরে সামনে রাইখা, নেক্সটবার আর এসব *দবোনা মন খারাপ

ওডিন এর ছবি

এই দফা কিছু না হওয়ার পরিণাম আগামী পাঁচ প্রজন্মের ভবিষ্যত বদলাইয়া দিবে।
আপনের এই কমেন্টটা পইড়া মন খারাপ হয়ে গেলো। সত্যি কথা।

লেখা বরাবরের মতোই। হাসি

______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।