কতটা পালাবে

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: মঙ্গল, ৩১/০১/২০১২ - ১:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তুমি ভেবে দেখো, অযাচিত কৌতূহলের ছন্নছাড়া আক্রমণে আমাদের কতখানি নিজস্ব ভূমি দখল হয়ে গেছে, কতটা দখল হয়ে গেছে আমাদের নির্জনতা, আমাদের পরিসর; আমাদের নামে’র আড়ালে মরে গেছে বিভিন্ন আমাদের মানুষ আমাদের অভিন্ন অবয়ব নিয়ে —প্রতিটি মানুষের চোখে স্বপ্ন ছিলো, ছিলো বিশ্বাস, গর্ব আর সুন্দর পৃথিবী গড়ার অঙ্গীকার — সাম্য, সংহতি। এইসব মৃত্যুর দায়ভার কেউ নেবেনা। আমাদের মৃত্যু পৃথিবীকে মহৎ করেছে, মানুষকে করেনি।

বারবার এখানে-সেখানে আমরা তবু খুঁজে ফিরি আজন্ম খুঁজে যাওয়া সেই এক ভীষণ মানব কিংবা মানবী, সেই ঘর-বাড়ী-আলো আর অন্ধকার — আমাদের অবিরাম সারল্যের দিন একদিন শেষ হয় বলে অবশেষ সারল্য ধরে রাখার প্রাণপণ প্রয়াসে নিজস্ব আঙিনায় চটজলদি ফিরে এসে কৃত্রিম আলোয় বসে সময় কাটানোর দায়িত্ব বেছে নেই আমরা — পালাই।

মানুষ নিজের কাছ থেকে কতটুকু পালাতে পারে কতবার, কতভাবে, কোন পথে? মানুষের কাছে মানুষের পালাবার পথ নেই!

মানবতার কাছে পৃথিবী পরাজিত আজ, মানুষের সমস্ত পরাজয় ঘটে গেছে মানবতার কাছে!

কত মাছ মরে গেছে ধুকপুকে বুক নিয়ে কত!
বাতাসির কুটিরে বুঝি লেগেছিলো হাওয়া কল, ঘূর্ণিবায়ু;
কাজলী’র জলজ চোখে কোন এক নদী ফেলে গেছে শেষ জলছাপ;
কত মাছ মরে গেছে মরে যায় কত প্রাণ এতোটুকু শ্বাস নিয়ে বুকে —
মানুষের ঘাম তবু রক্তের নোনা চাটে, লবণের দাম মেটে রসদে-বুলেটে;
মানুষের চোখে তবু চলে যাওয়া মানুষের ভিড়, ভিড়ে তবু ধর্ষিত পৃথিবী!

মানুষের এত চাওয়া থাকে? এতকিছু চাওয়া নিয়ে কতভাবে প্রতিদিন, প্রতিরাতে মরে যাই আমরা? চারপাশে প্রতিদ্বন্দ্বী দাড় করিয়ে দিয়ে অসমান ছায়ার সাথে সমান হওয়ার কি তীব্র প্রতিযোগিতা গ্রাস করে নিয়েছে আমাদের। আমাদের সব চাই, সব চাই।

কেবলমাত্র বিজ্ঞাপনের কাছে আমরা পরাজিত হয়ে গেছি! আমরা প্রতিদিন কেবলমাত্র বিজ্ঞাপনের সান্নিধ্যে জেগে যাই — সারাদিন কাটাই, তারপর আবার ঘুমোতে যাই বিজ্ঞাপনের বালিশে মাথা রেখে কায়-ক্লিষ্ট মুখ।

আর আমাদের বিজ্ঞাপনের মাহাত্ম্যে, গুজবের ডালপালায়, নৈরাশ্যের আগুনে, হতাশার ছাইয়ে ক্রমাগত বাতাস দেয় যারা, তাদের সুবিশাল হাটে-বাজারে ক্রমাগত বিক্রি হতে হতে আমাদের পশ্চাৎ-দেশের কাপড় ফুড়ে এমনকি আরশোলারাও আজকাল উঁিক দিয়ে যায়, ভেংচি কাটে শেয়াল-শকুনেরা।

পালাও, তুমি পালাবে বলে মনস্থির করে ফেলেছো পুরোপুরি, পালাও; কতদূর পালাবে?
সমগ্র অস্তিত্বের নির্ণেয় মহাদেশে বিপন্ন প্রকৃতির ভিড় --
বল, তুমি মানুষে হিসেবে কতটা পালাবে!

এবং এই করে ঘুরে দাড়াতে হলে, শক্ত হয়ে একদিন খুব করে মেনে নিতে হয়,— দর কষাকষি ছাড়া আর এক পাও হাটবোনা, প্রত্যুত্তর ছাড়া হবেনা কোন কথা, প্রত্যাঘাত ছাড়া মানবোনা কোন আঘাত — অপমান আর অবহেলার যোগ্য জবাব হতে পারে একমাত্র প্রথম প্রতিরোধ — এছাড়া আমাদের আর কোন পথ খোলা নেই ..


মন্তব্য

মাহবুব ময়ূখ রিশাদ এর ছবি

কিছু লেখা উদাস করে দেয়

------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

তানিম এহসান এর ছবি

রিশাদ ময়ূখ, তাল আর লয় থাক জীবনে।

http://www.youtube.com/watch?v=ALZpNazAVts

তারেক অণু এর ছবি

রুদ্রর কবিতা মনে পড়ে গেল,

সর্বহারার শৃঙ্খল ছাড়া আর কিছু নেই হারাবার---

তানিম এহসান এর ছবি

উড়ে বেড়াতে থাকুন ....

http://www.youtube.com/watch?v=qj0zGxDxXVM&feature=related

তদানিন্তন পাঁঠা এর ছবি

মন খারাপ গুরু গুরু

তানিম এহসান এর ছবি

হাসতে থাকুন ভাই।

http://www.youtube.com/watch?v=C6q37n7GDCY

প্রদীপ্তময় সাহা এর ছবি

আয়নার মুখোমুখি আমি,
পিঠে আটকে গেছে পাথর-পাহাড় ।
নিজের ছায়া ভেঙে নিজেই এগোব আমি,
প্রশ্ন যখন টিকে থাকার, সব অসাঢ়তা হোক অসাঢ় ।

খুব ভালো লাগলো আপনার লেখা ।
ভালো থাকবেন ।
শুভেচ্ছা ।

তানিম এহসান এর ছবি
প্রদীপ্তময় সাহা এর ছবি

আপনার লিংকটি খুব ভালো লাগলো ।
সেইসাথে গর্বিতভাবে বলি, কলেজে পড়ার সময় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার সৌভাগ্য হয়েছিল পণ্ডিত বিশ্বমোহন ভট্‌ কে সামনে থেকে দেখার আর শোনার । আর মোহনবীণাও সামনে থেকে দেখতে পেরেছিলাম ।
সেই সময়টা এখন মনে পড়ে যাচ্ছে ।
অমূল্য স্মৃতি ।

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

তানিম এহসান এর ছবি

হাসি

অনার্য সঙ্গীত এর ছবি

আপনার লেখা ভালো লাগে। এটা খানিকটা বিচ্ছিন্ন লেগেছে। মানে শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক এক সুতোয় গাঁথা মনে হয়নি!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তানিম এহসান এর ছবি

কৃতজ্ঞতা জানবেন।

http://www.youtube.com/watch?v=iFrTvcsnD4E

তাপস শর্মা এর ছবি

ছুঁয়ে কান্নার রঙ ছুঁয়ে জ্যোৎস্নার ছায়ায়............ আমি তোমাকে বলে দেবো, আমি তোমাকে বলে দেবো......

এইভাবেই হাঁটতে হবে, পথে অসংখ্য প্রশ্নের ধুলাবালি আবার কোন এক প্রান্তে তার উত্তর......

তানিম এহসান এর ছবি

উত্তর জানা আছে, পথে নামা বাকি থেকে যায় ...

http://www.youtube.com/watch?v=Z9TFmNiFrTs

ফাহিম হাসান এর ছবি

ভাল লেগেছে। ছন্নছাড়া লেখা।

তানিম এহসান এর ছবি

ছন্নছাড়া মুডে আছি .... মন খারাপ

http://www.youtube.com/watch?v=ZNS-6eoFPjY&feature=related

নীড় সন্ধানী এর ছবি

দুধর্ষ লেখা! চলুক

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তানিম এহসান এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।