কিছু অতিশয় ক্ষুদ্র গল্প

অতন্দ্র প্রহরী এর ছবি
লিখেছেন অতন্দ্র প্রহরী (তারিখ: শনি, ২৬/০৪/২০০৮ - ১২:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

পূর্বকথা: আজকাল অনেকেই দেখছি গল্পাণু বা অতি ক্ষুদ্র গল্প নিয়ে লেখালেখি করছেন। এই ধারায় যদিও আমার অভিষেক হয়নি এখনো, তবুও ভাবলাম একটু চেষ্টা করেই দেখি না হয়! অভিজ্ঞরা এই অতিসাহসী প্রচেষ্টাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলেই আশা করি। আর সেই আশায় বুক বেঁধেই আমার অতিশয় ক্ষুদ্র এই (অপ)প্রয়াস! __________________________________

(১) মেয়েটিকে কিছুতেই রাজি করানো গেল না।
(২) স্বামী: (মাঝরাতে) এ্যাই!
(৩) আরে নাহ! উই আর জাস্ট ফ্রেন্ডস!
(৪) মা! মাগো!
(৫) (দীর্ঘশ্বাস)

বোনাস:

মেয়ে: ছেড়ে দে বদমাস! এই দেহ পাবি, মন পাবি না!
গুন্ডা: হুহু হাহা, ওটাই তো আমি চাই!


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

ফাটাফাটি।
তিন নম্বরটা বেশি ফাটাফাটি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতন্দ্র প্রহরী এর ছবি

৩ নম্বরটা তো একেবারে বাস্তব জীবন থেকে নেওয়া! কত্ত যে শুনছি! দেঁতো হাসি

সুমন চৌধুরী এর ছবি

গুল্লি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অতন্দ্র প্রহরী এর ছবি

হাসি

অছ্যুৎ বলাই এর ছবি

!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অতন্দ্র প্রহরী এর ছবি

?!?

অয়ন এর ছবি

না?

অতন্দ্র প্রহরী এর ছবি

হ্যাঁ? খাইছে

রায়হান আবীর এর ছবি

তিন নং টা বেশী জোশ!!!
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।

অতন্দ্র প্রহরী এর ছবি

কি, তোমার জীবনের সাথেও মিলে গেছে নাকি? চোখ টিপি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ঞঁ

অতন্দ্র প্রহরী এর ছবি

হাসি

শেখ জলিল এর ছবি

বোনাসটাই বেশি ফাটাফাটি। খাঁটি বাংলা ছি!নেমা।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অতন্দ্র প্রহরী এর ছবি

বোনাসটা আমার নিজেরো খুব পছন্দ! ঠিক কইছেন, পুরা ছি!নেমা দেঁতো হাসি

আকতার আহমেদ এর ছবি

চালিয়ে যান অতন্দ্র প্রহরী !

দুজনেই আলাদা ভাবে সাংবাদিকদের ডেকে বললেন - "গণতন্ত্রের জন্য ঐক্যের বিকল্প নেই"

তারেক এর ছবি

দুজনেই আলাদা ভাবে সাংবাদিকদের ডেকে বললেন - "গণতন্ত্রের জন্য ঐক্যের বিকল্প নেই"

--এটার জন্য জা-ঝা !

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতন্দ্র প্রহরী এর ছবি

হাসি

তারেক এর ছবি

খাইছে!!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতন্দ্র প্রহরী এর ছবি

তিন গোয়েন্দার মুসা আমানের কথা ('খাইছে', 'ইয়াল্লা') মনে পড়ে গেল দেঁতো হাসি

মুজিব মেহদী এর ছবি

ছোট হয়ে যাচ্ছে বাংলা গল্প। কিন্তু আর কত ছোট হবি রে বাপ!
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

অতন্দ্র প্রহরী এর ছবি

একটাই বাকি আছে, তা হলো 'শব্দহীন গল্প'! হাসি

খেকশিয়াল এর ছবি

সব জোস! ৩ নম্বরটা বেশি জোস !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতন্দ্র প্রহরী এর ছবি

ধন্যবাদ হাসি
আর বেশি বইলা আমার পাগলামিটা বাড়ায়া দিয়েন না! দেঁতো হাসি

বিবাগিনী এর ছবি

‌‌জটিল হয়েছে!

৩ নংটা বুয়েটে কত যে শুনলাম! আর এখন ঐ জাস্ট ফ্রেন্ডরা হালি হালি বংশবিস্তারের পরিকল্পনা করছে ! হো হো হো

এর পর আর ছোট হলে কিযে হবে গল্প কে জানে!এক শব্দের গল্প? যেমন: "জানিনা" , "না", "বাঁচাও", "যাহ্!", "ভালবাসি" এইগুলা? গড়াগড়ি দিয়া হাসি

ইমোটিকন গল্পও হতে পারে। দেঁতো হাসি , মন খারাপ( , রেগে টং , :">

::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

ধুসর গোধূলি এর ছবি
অতিথি লেখক এর ছবি

!

আততায়ী

anmth@hotmail.com

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।