বারাক ওবামা:: পরিবর্তনের প্রত্যাশায়

তানভীর এর ছবি
লিখেছেন তানভীর (তারিখ: বুধ, ০৪/০৬/২০০৮ - ৯:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বারাক ওবামা ২০০৮ সালের আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির নমিনেশন নিশ্চিত করেছে- এ তথ্য নিশ্চয়ই এখন সারা পৃথিবী জেনে গেছে। এতক্ষণ বসে বসে টিভিতে সেন্ট পল, মিনেসোটায় দেয়া ওবামার ভিক্টোরি স্পিচ দেখলাম। মাথায় এখনো সেই জলদগম্ভীর, সম্মোহনী কথাগুলো ঘুরছে। আহা রে, এমন একটা নেতা, এমন একটা প্রার্থী আমাদের দেশে আসে না ক্যান? আমাদের চুতামুতাপুরুতহার্মাদদের দিন কবে শেষ হবে? কবে আমরা একটা ওবামা পাবো?

বারাক ওবামাঃ ইয়েস উই ক্যান
[ব্ল্যাক আইড পিজ-এর মিউজিক ভিডিও]


মন্তব্য

স্পর্শ এর ছবি

ওবামা সম্পর্কে ধারনা নেই। ওদের দেশে অসামান্য কিছু নেতা আছে অস্বীকার করা যাবেনা।
তারপরও একটা কথা আছে না? "যে যায় লঙ্কায় সেই হয় রাবন"
একটা ব্যতিক্রমের প্রত্যাশায়
-
স্পর্শ
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমাদের দেশের চুতামুতাপুরুতহার্মাদরা যখন পাবলিকের মারের চোটে ও-বাবা ও-মা বলে পালাবে তারপরে হয়তো কোনদিন ওবামার মত কিছু একটা পেলেও পেতে পারি। (এমন আশা কেবল স্বপ্নেই সম্ভব যাও একটা আশা করেছিলাম ইদানিংকার অবস্থা শুনে সে আশার বিপরীতে এখন আশা শুরু করতে হবে।)

ইশতিয়াক রউফ এর ছবি

আইতাসি, খারান...

অতিথি লেখক এর ছবি

নিজের দেশ নিয়ে খূব হতাশ মনে হচ্ছে?
আপনি বোধহয় বুশেরও ভক্ত!!

ওবামার বক্তৃতা শুনেই বুঝে ফেললেন বেটা ভাল?
আসতে দিন। দেখুন বেটা কি ঝামেলা পাকায় দুনিয়া জুড়ে।

(রন্টি চৌধুরী)

দিগন্ত এর ছবি

আমেরিকার অর্থনীতির যা অবস্থা আমার তো মনে হয় না আগামী কয়েক বছরের মধ্যে খুব একটা কিছু পরিবর্তন সম্ভব। তবে বাকি বিশ্বকে স্বস্তির নিশ্বাস দিতে পারেন ওবামা।


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

মাহবুব লীলেন এর ছবি

কবে আমরা একটা ওবামা পাবো?

আমার আপত্তি আছে এই কথাটায়
বাইরের সবকিছুর ফটোকপি করতে করতে আমরা এখন স্বপ্নেরও ফটোকপি চাই

ওবামা যাই হোক না কেন আমেরিকার প্রেসিডেন্ট হলে সে হবে সাম্রাজ্যবাদী
ওবামা যাই হোক না কেন আমেরিকার প্রেসিডেন্ট হলে সে হবে সাম্প্রদায়িক
ওবামা যাই হোক না কেন আমেরিকার প্রেসিডেন্ট হলে আমেরিকান ছাড়া অন্য মানুষকে মানুষ বলবে না
ওবামা যাই হোক না কেন আমেরিকার প্রেসিডেন্ট হলে সারা পৃথিবীকে ধমকাবে
ওবামা যাই হোক না কেন আমেরিকার প্রেসিডেন্ট হলে আমেরিকার স্বার্থে সারা পৃথিবীকে ব্যবহার করতে চাইবে

কারণ ওবামা তৈরি হয়েছে আমেরিকায় এবং আমেরিকার জন্য আমেরিকার মতো করে
এবং আমেরিকার মতো একটি দেশে
যে দেশের মতো বর্বরতা ও মানবতাবিরোধী কাজ অতীতেও কেউ করতে পারেনি
বর্তমানেও পারে না
ভবিষ্যতেও পারবে না

০২

বাংলাদেশে বাংলাদেশের মতো নেতা দরকার
তা যেদিনই হোক
আমি অপেক্ষা করতে রাজি
বাট নো ফটোকপি প্লিজ

০৩
বুশ-ওবামা কিংবা হিলারির মধ্যে চেহারা ছাড়া আমাদের জন্য আর কী পার্থ্ক্য আছে?

০৪
বিল ক্লিনটনের মিলিনিয়াম ভাষণটা মনে আছে?

'নতুন মিলিনিয়ামে সারা পৃথিবী হবে তরুণ আমেরিকানদের...'

২০০০ সালের পর থেকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন
ওবামাতো সেই মিশনকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েই পাশ করবেন ভোটে

ফারুক ওয়াসিফ এর ছবি

তুমুল!!!
.....................................................
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে। আমাদের মা আজো লতাপাতা খায়।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

ইশতিয়াক রউফ এর ছবি

উহু, তীব্র দ্বিমত পোষন করি। কাছ থেকে আমেরিকানদের দেখার আগ পর্যন্ত আমি আপনার মতই চিন্তা করতাম। তবে এখানে এসে বুঝেছি যে সরকার দিয়ে মানুষ বিচার করা যায় না (বাংলাদেশই তার উত্তম উদাহরণ)।

ওবামা প্রচারাভিযানের শুরু থেকে খুব মনোযোগ দিয়ে হরেক রকম প্রতিকূলতার মধ্য দিয়েও তার স্থিতধী দেখে আমি এই লোকের পরম ভক্ত হয়ে গেছি। ফরেন পলিসি থেকে শুরু করে স্বাস্থ্যনীতি পর্যন্ত সব কিছুতেই অনেক বিপত্তির মুখেও ওবামা ক্যাম্পেইন করে গেছেন পরিবর্তনের জন্য। ক্ষমতার রাজনীতির জন্য মূল্যবোধকে সমর্পণ করতে দেখিনি এখনো। সামনের সময়টুকুতেও তা হবার কোন কারণ দেখি না।

আমি মনে করি আমেরিকা তথা বিশ্বকে ঠিক পথ দেখানোর জন্য ওবামার মত একজন আইডিয়ালিস্ট দরকার। খোধ আমেরিকানদেরও এই একটাই সংশয় ছিল, এতটা আদর্শবাদী একজন মানুষ আদৌ ভোট পাবে তো? নির্বাচনী প্রচারনার বইয়ে স্থান পাবার মত ক্যাম্পেইনিং করে ওবামা সেই সংশয় দূর করেই আজকে এই জায়গায়। দেখা যাক বাকি পথ কোথায় গিয়ে ঠেকে।

মাহবুব লীলেন এর ছবি

জ্বি
গুয়ানতামো বে আমেরিকার মাটিতে নয়
সুতরাং ওখানে মানবাধিকার লংঘন করলে আমেরিকার আদালতের কিছু্ বলার নেই

বাগদাদে নির্যাতন হলে বাগদাদের আইনেই বিচার হবে....

এই তো পলিসি?

০০০০
আমেরিকানরা ভোটের সময় ফরেন পলিসি নিয়ে মাথা ঘামাও না
তারা দেখে কার দ্বারা তাদের অবস্থা কতটুকু বদলাবে

কিন্তু আমারিকার ফরেন পলিসি কি চেঞ্জ হয়?
হয়েছে এ পর্যন্ত?

০০০০০
আমেরিকা এখন জ্বালনির জন্য মরীয়া হয়ে উঠছে
আর এই ওবামা সেই জ্বালানি সরবরাহ করার জন্য রাক্ষস হযে উঠবে পৃথিবীর কাছে

দিগন্ত এর ছবি

খুবই স্বাভাবিক, সবই স্বার্থেই চলে ... আমেরিকা আমেরিকার স্বার্থেই চলবে আপাতত ... পলিসি আর লোক বদলালেও স্বার্থ পরিবর্তন ঘটে না।


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

হিলারীর জীবনী আংশিক পড়ার কারণে, ওবামার চেয়ে তাকে অনেক আপন মনে হয়েছিল, স্বভাতই মন চাইছিলো চেনা মানুষটার জয় হোক। রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র এসব অন্য যে কারো তুলনায় কম বুঝি - তবু মনে সন্দেহ হয়েছিলো - যে দেশের প্লেনের পাইলট নারী হলে নাম ঘোষনা করতে কুন্ঠাবোধ করে সে দেশের পাইলট হিসেবে একজন নারী কতটা সমর্থন পাবেন। কালো বলে ওবামারও ঝুঁকি ছিলো বৈকি, কিন্তু যোগ্যতা, কৌশল, দর্শন, দূরদর্শীতা সব কিছু মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেলেন। অভিনন্দন তার জন্য। এবার অগ্নিপরীক্ষা সামনে। দেখা যাক ভবিষ্যতে ওবামা কার মূর্তি ধারণ করেন। নিজের, নাকি পূর্বসুরীদের?

আকতার আহমেদ এর ছবি

বেক্কলের অতো জটিল আলোচনায় গিয়া কাম নাই , তয় একটা কথা কই -
ওবামা অর হিলারি
যে বাল আসুক একই কথা
এই গরীবের কিলার-ই !

গৌতম এর ছবি

ওবামা-হিলারি যে-ই আসুক, ডেমোক্র্যাট বা রিপাবলিকান যে-ই আসুক, বাকি বিশ্বের প্রতি তাদের নীতি- যার ইংরেজি নাম ফরেন পলিসি- সেটি ইতিবাচকভাবে বদলানোর কোনো সুস্পষ্ট ঘোষণা কারো মুখ থেকেই শুনিনি। সুতরাং মানুষ ভালো হলেও (ভালো কিনা জানি না) সিস্টেমের কারণে তাঁকে আমেরিকার সাম্রাজ্য রক্ষার্থে বাকি বিশ্বকে শোষণ করার ভূমিকায় নামতেই হবে।

সো, বেশি কিছু আশা করছি না। একটানে চামড়া না ছিড়ে মোলায়েমভাবে ছেড়া হবে- এইটুকু পরিবর্তনের আশায় আগামী মার্কিন নির্বাচনকে আমরা পর্যবেক্ষণ করতে যাচ্ছি।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভাষণ শুইনাই ভক্ত হয়া গেলেন?
বস... আমাদের জনপ্রতিনিধিরা কিন্তু নির্বাচনের আগে এরচে (সম্ভবত) বেশি ভালো ভালো কথা বলে। এইসব বিজ্ঞাপন... প্রেমিকদের মতো... প্রেমিকরা হাগে না মোতে না দাঁত ব্রাশ করে না... কিন্তু বিয়ার পরে বসই করে...
তবে আমার কেন জানি মনে হয় ঐ কালা আদমী নির্বাচনে হারবো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

ওবামা প্রেসিডেন্ট হলে হয়তো পৃথিবীর কিছুই বদলাবে না। যুদ্ধ-বিগ্রহ যেমন চলছিল চলতে থাকবে। কিন্তু তারপরও আমি ওবামার পক্ষেই থাকবো। যতো যাই হোক অ্যামেরিকার ইতিহাসে প্রথম কৃষ্নাঙ্গ প্রেসিডেন্ট হবে। সেটাই বা কম কি? একবার আমাদের দেশের কথাই চিন্তা করুন - আমাদের দেশে কি এমজন হিন্দু প্রধান মন্ত্রি হতে পারবে? মৌলবাদীরা বোমা মাইরা সব উড়াই দিব না!

ওবামা প্রেসিডেন্ট হলে অন্তত রেসিজমের বিরুদ্ধে একটা আঘাত তো হবে। এতেই আমি খুশি। যদিও নজরুল ভাইর মতো আমারও ধারনা - শেষ পর্যন্ত ওবামা প্রেসিডেন্ট হতে পারবে না।

কীর্তিনাশা

অনিন্দিতা এর ছবি

বাংলাদেশে বাংলাদেশের মতো নেতা দরকার
তা যেদিনই হোক
আমি অপেক্ষা করতে রাজি
বাট নো ফটোকপি প্লিজ


একদম ঠিক স্যার।

ফারুক ওয়াসিফ এর ছবি

হ্যাঁ, যেমন আমাদের এখানে দু'জন নারী প্রধানমন্ত্রী হয়েছে তেমনি আমেরিকাতেও একজন কালোর অন্তত একবারের জন্য প্রেসিডেন্ট হওয়া উচিত। আর যখন কলিন পাওয়েল এবং কী যেন বলে মহিলার নাম, আচ্ছা; কন্ডোলিজা রাইস তো সিঁড়ি তৈরিই করে রেখেছেন।
তবে আমারো ধারণা ওবামা শেষপর্যন্ত হবে না। তারও পরিণতি হতে পারে কেনেডির মতো : গুপ্তহত্যা।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সুমন চৌধুরী এর ছবি

আমার অবশ্য অন্যরকম মনে হয়। মানে অন্যরকমও মনে হয়। ওবামারে দিয়া ভুশের রাজনীতিই করাইয়া নেওয়া হইবো...সেইটাই বেশী সহজ



ঈশ্বরাসিদ্ধে:

তানভীর এর ছবি

পোস্ট তাৎক্ষণিকভাবে কোন গভীর চিন্তা-ভাবনা ছাড়াই লেখা। কাজেই সবাই এত গুরুত্বসহকারে না নিলেও চলত চোখ টিপি (মন্তব্যের ছিরি দেখে কইলাম)

ওবামার একটা ভাষণ দেখেই তার ভক্ত হই নাই। আদতে বলা যায়, আমি ওবামা/হিলারী/ম্যাককেইন কারোরই ভক্ত না (আমি ছোটখাট আদার ব্যাপারী, মাঝে মাঝে এট্টু জাহাজের খবর নেই, এই আর কি হাসি ) তবে ওবামাকে গত বেশ কয়েক মাস যাবৎই দেখছি। হিলারীর তুলনায় ওবামাকে আমার অনেক পরিশীলিত মনে হয়েছে। আর লবিস্ট গ্রুপের কাছ থেকে টাকা না নেয়ায় শ্রদ্ধাবোধও বেড়েছে। তাই হেডিং দিয়েছিলাম- ‘পরিবর্তনের প্রত্যাশ্যায়’। ওবামা প্রেসিডেন্ট হলে আমেরিকায় আদৌ পরিবর্তন হবে কি না আমি জানি না, কিন্তু প্রত্যাশা করতে দোষ কি?

আর ওবামা প্রেসিডেন্ট হলে বাকী বিশ্বের জন্য তাতে বিশেষ হেরফের হবে এটাও আমি মনে করি না। ওবামার মতো নেতারা যা করে তা তার নিজ দেশ আমেরিকার স্বার্থের জন্যই করে, তা আমাদের যতই স্বার্থহানি করুক না কেন। এখানেই আমার বাংলাদেশের জন্য দুঃখটা বেরিয়ে যায়। বাংলাদেশী পলিটিশিয়ানরা যা করেন, তা কি বাংলাদেশের স্বার্থের জন্যই করেন? বাংলাদেশ নিয়ে আমি হতাশাবাদী নই। আবদুল্লাহ আবু সায়ীদের মত আমারো ভাবতে ভালো লাগে স্বাধীনতার পর এখন হল লুটপাটের সময়; লুটপাট হয়ে গেলে সামনে সুদিন আসবে, নিজের কথা বাদ দিয়ে মানুষ তখন দেশের কথা ভাববে। আমিও সেই সুদিনের প্রত্যাশায় যখন রাজনীতিবিদরা ক্ষমতায় গিয়ে তাদের আখের গোছানো বাদ দিয়ে, দেশের আখের গোছাবেন। আমাদের ওবামারা তো তখনই আসবে।

= = = = = = = = = = =
তখন কি শুধু পৃথিবীতে ছিল রং,
নাকি ছিল তারা আমাদেরও চেতনায়;
সে হৃদয় আজ রিক্ত হয়েছে যেই,
পৃথিবীতে দেখ কোনখানে রং নেই।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি তো সিরিয়াসলি নেই নাই বইলাই ফাজলামি করলাম... আপনেরে ওবামা ভক্ত বলছি সেইটাও ফাজলামিই... আপনি সেইগুলারে সিরিয়াসলি নিলেন দেখি... খাইছে...
ঠিক আছে... সামনের কোনও নাটকে তিন্নিকে নিবো? (এইখানে চোখ টিপি)
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তানভীর এর ছবি

চোখ টিপিএইখান থেকে ইমোটিকনগুলা কেমনে দ্যায়, দেইখা নেন।

= = = = = = = = = = =
তখন কি শুধু পৃথিবীতে ছিল রং,
নাকি ছিল তারা আমাদেরও চেতনায়;
সে হৃদয় আজ রিক্ত হয়েছে যেই,
পৃথিবীতে দেখ কোনখানে রং নেই।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গুরু গুরু গুরু গুরু
এই খনি কোথায় ছিলো এতদিন? এইটারে তো হেফজ কইরা ফেলতে হবে... আপনে তো গুরু বস... পেন্নাম...
আপনাকে (বিপ্লব)
টেস্ট মারলাম দুইটা... দেখি ঠিকঠাক যায় কি না...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি

- আমাগো ওবামারে ধরে দেশে নিয়ে গিয়ে রাজনীতির পিড়িতে বসিয়ে দেওয়া হোক। পেদে পেদে পুরা দেশ ঠিক করে দেবে। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

এইটা কইলাম পার্ছোনাল এটাক হইছে। আমি কইলাম পাইদা পুইদা এক্কেরে ছাফা কইরালামু।


কি মাঝি? ডরাইলা?

দ্রোহী এর ছবি

আমি আদার ব্যাপারী। জাহাজের খবর নিয়া কী লাভ?

ওবামা, হিলারী, ম্যাককেইন যেই আসুক আমি মাসে যে মাসোহারা পাই তার এক পয়সাও বেশি পাব না। আমার জীবনের গুনগত কোন পরিবর্তন হবে না। হাসি

তবে আমেরিকায় এসে যা দেখলাম ও বুঝলাম।

আমেরিকা এখনও একজন 'কালো' অথবা নারীকে রাষ্ট্রপ্রধাণ হিসাবে মেনে নিতে প্রস্তুত নয়।


কি মাঝি? ডরাইলা?

অতিথি লেখক এর ছবি

হে দেহি লঙ্কায় যাওনের আগেই রাবন সাজার জন্যি দৌড়ঝাপ। যা ভাবসিলাম, কালুমামা জিতলে আম্রিকার লাইগা সুপ্পার হইব, যদিও তার লাইগা পুরা দুনিয়া তামা তামা হইয়া যায়।

http://news.bbc.co.uk/1/hi/world/americas/7435883.stm

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।