প্রথম আলোর পাকি বন্দনা

তানভীর এর ছবি
লিখেছেন তানভীর (তারিখ: শনি, ৩১/০৭/২০১০ - ১০:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ইদানিং আলু পত্রিকার খেলার পাতা পড়লে মনে হয় পাকিস্তানের কোনো পত্রিকা পড়ছি। পাক ক্রিকেট দলের বন্দনায় ভরপুর। পাকমনপেয়ারু সম্পাদক এবং রিপোর্টারদের মুগ্ধতা, উচ্ছ্বাস ও উদ্বিগ্নতা সেখানে উপচে উপচে পড়ছে। বিশ্বের যে কোন পত্রিকাই সাধারণত নিজ দেশের কোন খেলা না থাকলে অন্য দুই দেশের খেলা নিয়ে সাদামাটা নিরপেক্ষ রিপোর্ট করে। অনেক সময় শুধু স্কোরকার্ড দিয়ে ছেড়ে দেয়। কিন্তু পাকিস্তানের খেলা থাকলে আলুর পাকমনপেয়ারু রিপোর্টারদের মনে হয় হাত নিশপিশ করে। সন্দেহ নাই এদেরই আত্মীয়-স্বজনরা গ্যালারিতে ‘মেরি মি আফ্রিদি’ লেখা প্ল্যাকার্ড নিয়ে পাকিদের খেলা দেখতে যায়; ‘খেলাধুলায় রাজনীতির স্থান নেই’ এই অজুহাত দিয়ে বাংলাদেশের সাথে খেলায়ও পাকিস্তানকে সমর্থন করে।

আলুতে এই ট্রেন্ড কবে চালু হয়েছে জানি না, তবে সাম্প্রতিক পাক-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ থেকে তাদের প্রতিবেদনগুলো পাক-তোষণের চূড়ান্ত পরাকাষ্ঠা দেখিয়ে যাচ্ছে। আসুন ১৫ জুলাই থেকে ধারাবাহিক তাদের খেলার পাতার শিরোনামগুলো দেখিঃ

জুলাই ১৫, ২০১০

পাকিস্তানের পালটা আঘাত

শিরোনাম ও প্রতিবেদন পড়ে মনে হবে কোন পাকি রিপোর্টার আবেগে গদগদ হয়ে নিজ দলের খেলার ওপর প্রতিবেদন লিখেছেন। শুরু হয়েছে এভাবে- “লর্ডসের মেঘলা আকাশের মতোই বিষণ্ন দেখাল শহীদ আফ্রিদির মুখ। এটা অবশ্য পাকিস্তানের প্রথম ইনিংসের সময়ে। প্রথম ইনিংসে করা অস্ট্রেলিয়ার ২৫৩ রানের জবাবে পাকিস্তান ১৪৮ রানে অলআউট হয়ে যাওয়ার পর এ রকমই হওয়ার কথা। দিন শেষে অবশ্য অত মুখভার থাকেনি আফ্রিদির। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ১০০ রানের মধ্যেই যে ৪ উইকেট ফেলে দিতে পেরেছেন তাঁর বোলাররা”

মজার ব্যাপার হচ্ছে প্রতিবেদনের নিচে সৌরভ নামক এক পাঠক প্রথম আলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন যে পাকি সমর্থকদের জন্য লেখা এরকম রিপোর্ট গ্রহণযোগ্য নয়। পাকমনপেয়ারু সমর্থকরা ত্বরিৎ ‘খেলা আর রাজনীতি এক নয়’ ‘পাক ক্রিকেট টিম আর হানাদার বাহিনী এক নয়’ ইত্যাদি বলে তার ওপর ঝাঁপিয়ে পড়েছেন। যদিও স্যাম্পল হিসেবে খুব ছোট, তবু একের বিরূদ্ধে তিন পাকি সমর্থকের নমুনা দেখে দেশে পাকমনপেয়ারুদের সংখ্যা সম্পর্কে একটা ধারণা করা যায় এবং প্রথম আলোর পাকি-তোষণের কারণ বুঝে নিতেও অসুবিধা হয় না।

জুলাই ১৬, ২০১০

পাকিদের নিয়ে একদিনে চারটি প্রতিবেদন- শেষেরটায় আবার অস্ট্রেলিয়ার জয়ের খবরের খুব সাদামাটা বিবরণঃ

অসম্ভব পথে হাঁটা শুরু পাকিস্তানের
আমিরে মুগ্ধ আকরাম
কারণ সানিয়া! (শোয়েব মালিক-সানিয়া মির্জার কাহিনীও কিছুদিন আগে আলুর পাতাজুড়ে ছিলো)
প্রথম টেস্টে ১৫০ রানে জিতল অস্ট্রেলিয়া

জুলাই ১৭, ২০১০

সালমান বাটই পাকিস্তানের নতুন অধিনায়ক
আবার টেস্ট ছাড়ছেন আফ্রিদি

জুলাই ১৮, ২০১০

এবার সিংহাসনে সালমান বাট
পাকিস্তানের পাশে ‘উদ্বিগ্ন’ আইসিসি (নাকি প্রথমালু?)
ভবিষ্যৎ নিরাপদ: বাট

জুলাই ১৯, ২০১০

কোনো খেলা নাই, তবু একদিনে আলুর পাকি নিয়ে চারটা প্রতিবেদনঃ

যেকোনো অধিনায়কের অধীনে খেলতে প্রস্তুত ইউসুফ
‘মালিককে অধিনায়ক করা উচিত ছিল’
সাবেকদের কাঠগড়ায়
আফ্রিদির ভাবনায় এখন বিশ্বকাপ

জুলাই ২০, ২০১০

ফাস্ট বোলারদের নিয়ে ইমরান খানের শঙ্কা
ইউসুফ ফিরবেন, যদি...
ঘুরে দাঁড়ানোর আশা পাকিস্তানের

জুলাই ২১, ২০১০

৮৮ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস
নতুন শুরু পাকিস্তানের
বিপন্ন ফাস্ট বোলার ও টেস্ট
আত্মবিশ্বাসী বাট

জুলাই ২২, ২০১০

৮৮ রানেই শেষ অস্ট্রেলিয়া!
অস্ট্রেলিয়ার লজ্জা

জুলাই ২৩, ২০১০

জয়ের পথে পাকিস্তান

জুলাই ২৪, ২০১০

জয় দিয়ে শুরু করলেন অধিনায়ক সালমান বাট
১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতল পাকিস্তান
ইউনুসকেই যেতে হবে বোর্ডের কাছে
জয়ের প্রান্তে পাকিস্তান
হেডিংলি টেস্ট: পাকিস্তান ৩ উইকেটে জয়ী – শুধু হেডিং, তবু তাতে দুই পাকমনপেয়ারুর খুশিতে গদগদ কমেন্ট

জুলাই ২৫, ২০১০

পাকিস্তানের জয়ে আলুর খুশি এদিন যেন উপচে পড়ছিলোঃ

পাকিস্তানের নতুন যুগের সূচনা!
অবশেষে পাকিস্তানের অস্ট্রেলিয়া জয়
এসে গেছে দুই ‘এ’
মালিকের পারফরম্যান্সে অসন্তুষ্ট পিসিবি

জুলাই ২৬, ২০১০

শুধু খেলোয়াড়দের খবর নয়, পাকিস্তানে তাদের জ্ঞাতি ভাইয়েরা কীভাবে আনন্দ প্রকাশ করছে সে খবরও আলু দিয়ে থাকেঃ

অনেক আনন্দের এক জয়
মাটিতেই পা আমিরের

জুলাই ২৭, ২০১০

আগামী বছর অবসর নেবেন মিসবাহ
আমির-আসিফ জুটি বিশ্বসেরা: বাট
সবার কথাই শোনেন বাট

বাংলাদেশের কোন পত্রিকার এভাবে পাকিস্তানের পতাকা বহনকারী কোনো দলের তোষামোদ করা উচিত কিনা সেটা ছেড়েই দিলাম, বাংলাদেশ ক্রিকেট টিমও খেলা না থাকলে আলুতে এরকম কাভারেজ পায় না। আপনি যে পত্রিকা কিনছেন প্রতিদিন, তা ‘প্রথম আলো’ নাকি ‘পাকিস্তানের আলো’ দেখে নিচ্ছেন তো?


মন্তব্য

দ্রোহী এর ছবি

হাত মে বিড়ি
মু-মে পান
লড়কে লেঙ্গে পাকিস্তান!

তানভীর ভাই, এক্কেরে কোপাইয়ালাইছেন। হো হো হো


কি মাঝি, ডরাইলা?

তানভীর এর ছবি

হ। 'দিল দিল পাকিস্তান!' হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কঠিন!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

তানভীর এর ছবি

হাসি

স্পর্শ এর ছবি

আলুপেপার পড়িনা অনেকদিন হলো। এই অবস্থা হইসে নাকি!!!
মেজাজটাই খারাপ হয়ে গেল।

পোস্টটা দিয়ে খুব ভালো একটা কাজ করেছেন তানভীর ভাই চলুক


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

তানভীর এর ছবি

ধন্যবাদ। আজকে পোস্ট দিতে গুঁতাইসিলো হিমু। আমারও মেজাজ খারাপই ছিলো।

ধ্রুব বর্ণন এর ছবি

কথা সত্য।

অছ্যুৎ বলাই এর ছবি

দ্যাখেন, পাকিস্তান ভালো খেলে বলে মানুষ পাকিস্তানকে সাপোর্ট করে আর জনমানুষের নিরপেক্ষ পত্রিকা হিসেবে প্রথমালুথালুও মানুষের চাহিদাকেই তুলে ধরে।

আপনি কি আলুপত্রিকাকে নাসির হুসেইনের মতো গাদ্দার হতে বলেন, যিনি বলেছেন পুরা পাকিস্তান টীমের চেয়েই তামিম ইকবাল বেটার। দুঃখজনক ব্যাপার হলো অনেক পাকিস্তানীই এটাকে সমর্থন করছে। আর মহাদুঃখজনক ঘটনা হলো বিশ্বজয়ী পাকিস্তান টীম এখন মৃত্যুর সঙ্গে থুক্কু ফলোঅনের সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রথমালুথালুর যে সাংঘাতিককে এই ম্যাচের রিপোর্ট করতে হয়েছে, তার প্রতি সমবেদনা রইলো।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তানভীর এর ছবি

দুঃখজনক ব্যাপার হলো অনেক পাকিস্তানীই এটাকে সমর্থন করছে

ফোরামের সব সদস্য যে পাকিস্তানী এটা নাও হইতে পারে। এসব ফোরামে পাকমনপেয়ারুদের থাকার সম্ভাবনা প্রবল খাইছে

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

আপনি যে পত্রিকা কিনছেন প্রতিদিন, তা ‘প্রথম আলো’ নাকি ‘পাকিস্তানের আলো’ দেখে নিচ্ছেন তো?

কঠিন হয়েছে হো হো হো

অনিন্দ্য রহমান এর ছবি

দরকারি পোস্ট। ৫ তারা।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

রানা মেহের এর ছবি

প্রথম আলোর খেলার রিপোর্টে সবসময়ই সমস্যা ছিল। কিন্ত এরকম বাজে অবস্থা?
ভালো। পাকিস্তানের রোশনিসে প্রথম আলো আলোময় হোক
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হ।

হিমু এর ছবি

আলুতে মন্তব্য মডারেশনের দায়িত্বে নির্ঘাত ছাগুরাম ত্রিভুজরে বসানো হৈছে। বরাহদের প্রত্যেকটা খবরের নিচে বাংলা আর ইংরেজিতে ছাগুদের মাতম।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

দ্রোহী এর ছবি

এখন পর্যন্ত আলু পত্রিকার মডুরাম আমার একটা মন্তব্যও ছাড়েনি। একেবারে নির্ভেজাল মন্তব্য করে দেখেছি। আইপি বদলে ভিনদেশ থেকে টেরাই মেরেছি। কাজ হয়নি! মনে হয় গন্ধ পায় কোনভাবে!


কি মাঝি, ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- তাই বলে ালনুডুস ছাগুরাম আলুপেপারের মডারেশনে? এইটার চেয়েও তো বড় রামছগল আছে, "পঞ্চছাগ্লা"। তাদেরই কোনো একটা বসে বসে এই কাম করে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কুলদা রায় এর ছবি

একটি ছবির পোস্ট দিয়েছিলাম। ইফতেখার ছবির ক্যাপসনে লিখেছিলেন--আই ছবিতে পল্লব মোনাইমেন নামে আছেন। তি নাকি ফিউশন ভাইভ। আরেকজন বললেন, লোকটি ত্রিভুজ না চতুর্ভজ।
ভদ্রলোক একদিন নেটে ঢুকে খুব হম্বিতম্বি দিলেন। বললেন, উনি ত্রিভুজ, চতুর্ভুজ কেন--পঞ্চভুজও নন। উনি মুক্তিযুদ্ধের পক্ষে মেলা কাজ করেছেন। আর অই ছবির লোকটি তিনি নন। ফিউশন ভাইভ না, সিক্সও নন।
এই লোকটা কেন।
auto
ছবিতে নিজামী এবং ফরহাদ মজহারের পিছনের লোকটি কি পল্লব নন?

...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'

...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'

তানভীর এর ছবি

ছবির ব্যাপারে যদি আরেকটু বিস্তারিত বলতেন তবে ভালো হতো। এটা কিসের সভা?

রাব্বানী [অতিথি] এর ছবি

পাকি বন্দনা করবেনা কেন? 'আলু' আর কেউ না - স্বয়ং ইঞ্জামাম।

ধুসর গোধূলি এর ছবি

- যেই পেপারে প্রধান ক্রীড়া রিপোর্টার হলেন "নিচের ফটুক দ্রষ্টব্য"; সেই পেপারে পাকি বন্দনা হবে নাতো কি মরিশাস বন্দনা হবে?
auto









___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

উটপোঁদ শুভ্র [ক্যাঠায় এই নাম দিসে তা কওন যাইবো না]


কি মাঝি, ডরাইলা?

শুভাশীষ দাশ এর ছবি

অতিথি লেখক এর ছবি

সেইরম কইছেন।

পলাশ রঞ্জন সান্যাল

বাউলিয়ানা এর ছবি

আসলেই ব্যাপারটা আর সহনীয় পর্যায়ে নাই!

ইগুলারে যে ক্যামনে সোজা করন যায় ভাবতেছি চিন্তিত

সুহান রিজওয়ান এর ছবি

প্রথমালোর স্পোর্টস ডেস্ক লেখার মানে দিন্দিন নীচে নামছে...

_________________________________________

সেরিওজা

অন্তহীন [অতিথি] এর ছবি

আপনার লেখা পড়ে অনেক ভাল লাগলো, কিছুদিন ধরে আলু পত্রিকার এই প্রবনতা লক্ষ্য করছিলাম।

বাংলাদেশের একদিকে পাকিস্তান অন্যদিকে ভারত, এদের চাপে আমাদের অবস্থা চিড়াচ্যাপ্টা। আচ্ছা আমাদের সতন্ত্র্য বলে কি কিছু নেই ?

তাসনীম এর ছবি

খেলার খবর নিয়মিত পড়ি না, তাও ব্যাপারটা কিছুটা লক্ষ্য করেছিলাম।

দারুণ লেখা।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

গৌতম এর ছবি

প্রথম আলোর খেলার পাতা আগে ভালো লাগতো কিন্তু এখন খুব বিরক্ত নিয়ে পড়ি। খেলার বর্ণনার চেয়ে গদগদভাব আর রিপোর্টারের ব্যক্তিগত ভালো লাগায় পাতাটা এতোটাই বিষাক্ত হয়েছে যে, মনে হয় বুঝি বা কারো ব্যক্তিগত ডায়েরি পড়ছি!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

প্রথম আলোর স্পোর্টস রিপোর্ট পড়তে বসলে মনে হয় যেন কোন উপন্যাস পড়তে বসেছি। মুরালীর ৮০০ উইকেটের নিউজটা প্রথম পাতায় ছিল। পড়তে গিয়ে মনে হলো এটা কী রিপোর্ট লিখতে গিয়ে চিত্রনাট্য লেখা হয়েছে? চ্যাম্পিয়ান্স লীগের খবর প্রথম আলোতে এমনিতেও আসে দুইদিন পর। তাও একবার সেই বাসী খবরে চোখ বুলিয়ে দেখি খবরের চেয়ে রুপকথা বেশি!

মুস্তাফিজ এর ছবি

"প্রথম আলো" আজকাল অনেক জায়গাতেই যেভাবে আলো ছড়িয়ে যাচ্ছে তাতে জঙ্গী কানেকশনের খবর যা শোনা যায় সেটা কিভাবে সামাল দেয় দেখার অপেক্ষায় আছি।

...........................
Every Picture Tells a Story

তানভীর এর ছবি

সচলে একবার আলুর উলফা কানেকশন নিয়ে আলোচনা হয়েছিলো। নতুন আরো কিছু ঘটেছে নাকি মুস্তাফিজ ভাই?

হিমু এর ছবি

এই খবরটা কালের কণ্ঠে এসেছিলো।

আলু আর কালুর মধ্যে মারপিটে বহু কথা বের হয়ে আসছে।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

অতিথি লেখক এর ছবি

আলুতে শুধু শিরোনাম পড়ি। কখনো ভিতরে ঢুকি না। বিরক্তিকর। আমার মনে হয় সামুর মডুরা আলুতে পার্টটাইম ডিউটি করে।

অনন্ত

অনিকেত এর ছবি

প্রথমালু-র মেরুদন্ডহীনতা আমাকে অনেক আগেই আলু-বিমুখী করেছে। তার উপর সাম্প্রতিক কালে এভারেস্ট বিজয় নিয়ে তাদের ন্যাক্কারজনক উল্লম্ফন দেখে আমি আরও তিতিবিরক্ত। আপনার লেখার সুবাদে তাদের গভীর পাকিপ্রেমের নমুনা দেখতে পেয়ে 'আমি বিস্মিত হই নি'---একথাটা বলা বোধ হয় ঠিক হবে না।
আমার এক সময়ের একটা পছন্দের পত্রিকার এত বড় অধঃপতন আমি ভাবতেই পারি না----

হায় রে---

একটা দেশের প্রথম সারির পত্রিকা কী করে এমন নির্লজ্জ বেহায়া হয়?
মতিয়ুর রহমান--- আর কতবার বিক্রি হলে আপনি টের পাবেন আপনার হাতে পায়ে শেকলের ভার? আর কতদিন কাটলে আপনি টের পাবেন মানুষের থুথু'র সমুদ্রে ভাসছে আপনার লাশ?

অতিথি লেখক এর ছবি

আলু পড়ি না। তবুও চোখ-কান খুলে দেয়ার জন্য ধন্যবাদ

রাগিব এর ছবি

আজকে পাকিস্তানের গো-হারা হারার পরে প্রথম আলোর রিপোর্ট পড়ে মনে হয়, শোকের মাতম বইছে।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | টুইটার

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

অতিথি লেখক এর ছবি

আমি কেনিয়া সাপোর্ট করতে রাজি আছি কিন্তু পাকি না .......দেশটার কথা মনে হলেই ঘেন্না লাগে কারণ অবশ্যই '৭১

আর প্রথম আলুর এইসব চামচামি নতুন না .....

আমার নিক : সাধারণ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।