নিসর্গ

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: শুক্র, ০১/০৬/২০১২ - ৬:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি বাঁচতে চেয়েছিলাম প্রবলভাবে
এই প্রচণ্ড আকুতিই আমায় নিয়ে গিয়েছিল বনের গহনে-
অন্য অনেকের মত কাঁড়ি কাঁড়ি টাকা নয়,
নতুন মডেলের গাড়ী নয়,
বাড়ী, এমনকি সুন্দরী বান্ধবীও নয়-
আমি শুধু বাঁচতে চেয়েছি প্রবলভাবে
মুখে রোদ, বৃষ্টি, বাতাস, তুষারের বুনো স্পর্শ নিয়ে।
আমি বাঁচতে চেয়েছি-
উৎকণ্ঠা ও উত্তেজনার মাঝে,
সংগ্রাম ও প্রতিরোধের মধ্যে।

তোমাদের এই নোংরা ধূসর কড়িকাঠের শহর ছেড়ে
অভিমানে নয়, আকুতিতে আমি চলে গিয়েছিলাম-
জীবনকে ভালবেসে
পাইন, কনিফার, ওকের অরণ্যে।
যেখানে জটিলতার কোন স্থান নেই,
ব্যাংক ব্যালান্স নিয়ে মাথা ঘামায় না কেউ-ই,
একটা ক্ষুদে গুবরে পোকা কানে পাশ দিতে সাৎ করে বেরিয়ে গেলেও
তার রঙধনু বর্ণালিতে মুগ্ধ হয়ে অপলকে তাকিয়ে থাকতে হয়।
সবুজ পাতায় পিছলে যাওয়া রোদের সরলতা স্পর্শ করে হৃদয়কে,
বুনোপথে আলোছায়ার লুকোচুরি আন্দোলিত করে সমগ্র সত্ত্বাকে।

আমি সেই সরলতার পুঁতিমালা,
রোদ-বৃষ্টি-বাতাসের উম্মুক্ত স্বাদ নেবার জন্যই
প্রকৃতির গহনে ঠাঁয় নিয়েছিলাম।।

(উৎসর্গ- ওয়াল্ডেনের লেখক হেনরি ডেভিড থূরো। রচনা ২০০৫। )


মন্তব্য

দিগন্ত চৌধুরী এর ছবি

অণুকাব্য! দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

কাব্য কুতি গো মামুর বুটা!

তাপস শর্মা এর ছবি

কবিতা বুঝি কিনা জানিনা, তবে একবাক্যে অকপটে বলছি, - অসাধারণ। ছুঁয়ে গেছে প্রতিটি লাইন।

তারেক অণু এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা তাপস দা। তখন সময়টা অন্যরকম ছিল হয়ত, রোদ, ঝড়, বৃষ্টি আলাদাভাবে পড়ত--

ক্রেসিডা এর ছবি

চেয়েছিলাম এর পর "গেছিল" শব্দটা কোনভাবেই যায় না, অনেক অড লাগে পড়তে তারেক ভাই, গিয়েছিল করে দিলে ভালো হবে। বাকিটা আপনার ইচ্ছে।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

তারেক অণু এর ছবি

অনেক ধন্যবাদ ভাই, বিশাল ল ল ল টাইপো! আরে শুধু অণু বললেই হবে।

চরম উদাস এর ছবি

অ্যাঁ
ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি

তাপস শর্মা এর ছবি

হৈ মিয়া। ভালা হৈত না যে কন, কিতা করবেন হে, করবেনডা কিতা? পারলে অণুর ইউরো কাপের টিকিট ক্যান্সেল করেন ত দেহি। শয়তানী হাসি

তারেক অণু এর ছবি

দাদা গো, গাছে ডাব আর কোমরে রশি দিও না, টিকিত পাচ্ছি না এখনো মন খারাপ

তারেক অণু এর ছবি

সে কি ! কেন অ্যাঁ ?

তাপস শর্মা এর ছবি

এমনি। হা হা হা দেঁতো হাসি

তারেক অণু এর ছবি
চরম উদাস এর ছবি

খালি আরেকটা কবিতা লিখে দেখেন আমি কি করি ... just one more চিন্তিত

তারেক অণু এর ছবি

ডান!
আপনি লেখা দিয়ে আমাকে নীড়পাতা থেকে বিদায় করেন, ব্যস লেখা রেডি! শয়তানী হাসি

বুনোফুল এর ছবি

ভালো হচ্ছে ভাইয়া।

_________
বুনোফুল

তারেক অণু এর ছবি

অনেক আগের চেষ্টা, ধন্যবাদ।

অমি_বন্যা এর ছবি

দারুন লাগলো অনু ভাই চোখ টিপি

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

প্রচন্ড জোরে মাথা ঝাকানোর ইমো

অণু-কাব্য???!!!
ভাত সব দিকেরই না মারলেই কি নয় ভাইডি?? মন খারাপ

তবে যে যাই বলুক, লেখা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আগেই বলেছিলুম, অণূটা দিনকে দিন চড়া সাহিত্যিক হয়ে উঠছে--

তারেক অণু এর ছবি

চড়া! মানে কি, দাম বাড়ছে! চোখ টিপি

প্রৌঢ় ভাবনা এর ছবি

এই অবেলায় বাঁচতে চাই প্রবলভাবে, আপনার কবিতার মতো করে।

তারেক অণু এর ছবি

অবেলা বলে কিছু নেই, আপনি সুখ নিয়েই প্রবলভাবে থাকবেন আমাদের মাঝে।

নাঈম এর ছবি

আমি শুধু বাঁচতে চেয়েছি প্রবলভাবে
মুখে রোদ, বৃষ্টি, বাতাস, তুষারের বুনো স্পর্শ নিয়ে।
আমি বাঁচতে চেয়েছি-
উৎকণ্ঠা ও উত্তেজনার মাঝে,
সংগ্রাম ও প্রতিরোধের মধ্যে।

চলুক
কবিতা ভাল্লাগসে হাসি

তারেক অণু এর ছবি

শুনে ভাল লাগল। ধন্যবাদ।

অস্বাভাবিক এর ছবি

দারুণ হয়েছে হাততালি
চলুক

তারেক অণু এর ছবি

অস্বাভাবিক শুভেচ্ছা!

মরুদ্যান এর ছবি

হাততালি হাততালি

মাঝে মাঝে আমারও ইচ্ছে করে সব ছেঁড়ে ছুঁড়ে দিয়ে চলে যাই হাসি

ব্যাপক হইসে অণু ভাই!

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

তারেক অণু এর ছবি

হ, ইচ্ছেরা ঘুরপাক করে ক্রমাগত।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

আমি শুধু বাঁচতে চেয়েছি প্রবলভাবে
মুখে রোদ, বৃষ্টি, বাতাস, তুষারের বুনো স্পর্শ নিয়ে।
আমি বাঁচতে চেয়েছি-
উৎকণ্ঠা ও উত্তেজনার মাঝে,
সংগ্রাম ও প্রতিরোধের মধ্যে। চলুক


_____________________
Give Her Freedom!

তারেক অণু এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনের লেখা পাচ্ছি না অনেক অনেক মাস !

মৃত্যুময় ঈষৎ এর ছবি

কোন একদিন লিখে ফেলবো ঠিকি, তা মডারেশন পেরোতে পারলে আপনারাও দেখে ফেলবেন আশা করি........... হাসি


_____________________
Give Her Freedom!

তারেক অণু এর ছবি

চলুক দ্যাটস দ্য স্পিরিট!

তারানা_শব্দ এর ছবি

চলুক

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

তারেক অণু এর ছবি

সামারে কি হচ্ছে?

তারানা_শব্দ এর ছবি

দেশে যাওয়া হচ্ছে সব ঠিকঠাক থাকলে আর কী!!! আপনি কই।।। ইয়ে মানে কই কই যাচ্ছেন?

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

তারেক অণু এর ছবি

এখানে না বলি চোখ টিপি

অতিথি লেখক এর ছবি

অভিমানে নয়, আকুতিতে আমি চলে গিয়েছিলাম-

সুন্দর । টান পাইলাম কোথায় জানি-

কড়িকাঠুরে

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

আপনি তো অনেক ভাল লিখেন! আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনার সাথে দোস্তি করব! দুইটা পান, দুইটা চা, আর একটা বাংলা ফাইভ একসাথে মিলে খাইলেই হয়ে যাবে! দেঁতো হাসি

নতুন পাঠক

ঘাসফড়িং এর ছবি

হেতে বিড়ি খায়না গো।

তারেক অণু এর ছবি

ইয়ে, মানে... আপনি জানলেন কেমনে!

তারেক অণু এর ছবি

হে হে, পান-বিড়ি আপনের। চা খেয়েই দোস্তি হবে ! আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফাহিম হাসান এর ছবি

খাসা হয়েছে অণু ভাই

তারেক অণু এর ছবি

আপনের লেখা কই!

অরফিয়াস এর ছবি

অনুদা বেশ ভালো হয়েছে কিন্তু এটা। ঘর ছেড়ে ঘুরঘুর করা মানুষের জন্য আদর্শ থিম সং। চোখ টিপি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি

তাহলে কি গান গাব গলা ছেড়ে! চোখ টিপি

অরফিয়াস এর ছবি

গান বেধে ফেলো| ভালোই হবে| দেঁতো হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি
সুমিমা ইয়াসমিন এর ছবি

ভালো লেগেছে। হাসি
বললেন যে, আগের লেখা। তা এখন লিখছেন না কেন কবিতা? নাকি লিখছেন?

তারেক অণু এর ছবি

কবিতা কি লেখা যায়! কবিতা আসতে হয় , ভিতরের ভিতর হতে। আসুক, আবার জানাব--

অতিথি লেখক এর ছবি

খাসা হইছে গো খাসা,,,,, হাততালি

তারেক অণু এর ছবি

হইছে নাকি !

অতিথি লেখক এর ছবি

চলুক

সৌরভ কবীর

তারেক অণু এর ছবি
রংধনুর কথা এর ছবি

আপনার লেখার ভক্ত হয়ে যাচ্ছি ।করি কি উপায়।।

তারেক অণু এর ছবি

কি কথা লইজ্জা লাগে

প্রদীপ্তময় সাহা এর ছবি

আপনার কবিতার সরলতায় যে আকুতি ধরা পড়ল তা মনকে ছুঁয়ে গেল।
আরও পাঠান। চলুক

তারেক অণু এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা, আসিতেছে, যদিও উদাস দা চরম হুমকি দিয়ে রাখছে!

প্রদীপ্তময় সাহা এর ছবি

ডরাইলেই ডর _ _ _ _ দেঁতো হাসি

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

এই অণুকাব্যের চেয়ে ভালভাবে আপনার সংজ্ঞা দেয়া না-সম্ভব! গুরু গুরু

[পলাতক]

তারেক অণু এর ছবি

তাই নাকি! সবই মায়া !

শাহীন হাসান এর ছবি

অনেক বিলম্বে হলেও কবিতাটি পড়লাম, ভাল লিখেছেন, আমার নিসর্গের ছায়া ভাল লাগে।।।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।