টাইরানোসরাস রেক্স এর দাঁতের উপর রমন স্পেক্টোমিটারের লেজার প্রতিফলিত হচ্ছে, দাঁতের অভ্যন্তরে অপ্রকাশিত জৈবিকপদার্থের তথ্যসংগ্রহকালীন সময়ের ছবি। (ছবিঃ লিন্ডসে লিগার)
[b]লেখাঃ গ্রেশেন ভোগেল, অক্টোবর ৮, ২০১৯, রাত ১০ঃ১৫।
অন্তরীক্ষে কেরোসিন বা গ্রহাণুতে এমিনো এসিডের উপস্থিতি নিয়ে আগে লিখেছিলাম। এবার বিজ্ঞানীরা এক অভূতপূর্ব বিষয় দেখতে পেয়েছেন যা গত ২২ ফেব্রুয়ারি উন্মুক্ত প্রাক পিয়ার রিভিউ সাময়িকী আরকাইভে (ArXiv) প্রকাশিত হয়েছে। এই ব্যাপারটা নিয়ে ছোট্ট করে বলছি আজকে।