একুশের বইমেলায় আমার অনুবাদগ্রন্থ ‘অন্যশরীর’

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: বুধ, ১৩/০২/২০০৮ - ২:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

তিন সপ্তাহ ছুটি কাটালাম বাংলাদেশে। নিজের কাছাকাছির মানুষদের সাথে একান্ত সময় কাটানোর পাশাপাশি একুশের বইমেলায় এই বইটি প্রকাশ করতে পেরে পরিতৃপ্ত খুব। এটি একটি অনুবাদ গ্রন্থ। জার্মান সাহিত্যকে বাংলা শরীরে রূপান্তরণের প্রয়াস। তাই আমার প্রচেষ্টার সাথে মিলিয়ে বইটার নাম দিয়েছি অন্যশরীর।

আটই ফেব্রুয়ারী বইটির মোড়ক উন্মোচন করেছেন বাঙলাদেশের খ্যাতনামা কবি জনাব আসাদ চৌধুরী। তাঁর সাথে ছিলেন কবি ও লেখিকা কাজী রোজী। আমি দুরু দুরু বক্ষে তাঁদের পাশাপাশি বাংলা একাডেমীর বটমুলে।

প্রকাশক: চারুলিপি প্রকাশনী
দাম: ১৭৫ টাকা

গল্পগুলোর মূল লেখক ষ্টেফান সোয়াইগ, ফ্রান্স কাফকা ও হাইনরিখ ব্যোল। আপনারা কেউ যদি বইটি পড়েন, তাহলে দয়া করে এই পোষ্টে মতামত জানাবেন। আমি যে কোন মতামতেই উপকৃত ও কৃতজ্ঞ হবো।

তবে একটি তেতো অভিজ্ঞতা এ লজ্জার কথা আপনাদের না বলে পারছি না। ভীষন আন্তরিকতা নিঢে আমার বই সম্পর্কে বলেছেন শ্রদ্ধাভাজন আসাদ চৌধুরী ও কাজী রোজী। আমি কৃতজ্ঞ ও আপ্লুত। বটতলার মন্চ থেকে নামার পরপরই ইন্টারভিও দিতে হলো পত্রিকা ও রেডিও তে। এদেরই একজন পরে চা-পানির জন্যে টাকাও চেয়ে বসলো ও আমার বিদেশী বউও সেটা টের পেলো। এতটা ছোট ও লজ্জিত মনে হলো নিজেকে, যে আর কোন ইন্টারভিউই দিতে ইচ্ছো হলো না। বন্ধুবান্ধবদের মাঝখানেই লুকিয়ে ফেললাম নিজেকে।


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

নিক যাই থাকুক নিজের বই হলে বইয়ের মলাটে ছাপানো আপনার নামটাতো আমাদের জানাবেন
নাকি?

০২

আপনি একটা দাওয়াত দিয়েছিলেন আমরাও দিয়েছিলাম পাল্টা দাওয়াত
সেসবের কোনটার কী হলো কিছুই জানলাম না
এলেনও না
এখন কথাবার্তায় মনে হচেছ বাংলাদেশে আর নেই। ফিরে চলে গেছেন

০৩
আর
আপনার লজ্জাটা আমাদেরও

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বই প্রকাশে শুভেচ্ছা, তীরুদা। নামটা জানলাম, আনিস হক, প্রচ্ছদ থেকে। হাসি

তীরন্দাজ এর ছবি

অনেক অনেক ধন্যবাদ শিমুল...।
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ মাহবুব লীনেন

দাওয়াত হলো তো। ৬ই ফেব্রুয়ারীর সন্ধ্যায়। সেখানে অনেকেই ছিলেন। এ নিয়ে লিখবো । কিন্তু সময় কম, আর বাড়ীতে ইন্টারনেট সমস্যা।

আপনাদের দাওয়াত বাংলাদেশ থেকে ফিরে পেয়েছি। ঢাকায় ইন্টারনেট সংযোগ ছিলনা, তাই পাইনি। তবে বইমেলাতে নাজমুল আলবাব, জেবতিক আরিফ সহ অনেকের সাথেই দেখা হয়েছে।

বইএর কভারে আমার নাম আনিস হক। আসলে আনিসুল হক, কিন্তু এ নামে তো একজন অতি বিখ্যাত রয়েছেন।
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নজমুল আলবাব এর ছবি

আনন্দের সাথে লজ্জাটাও নিলাম।

ভুল সময়ের মর্মাহত বাউল

তীরন্দাজ এর ছবি

লজ্জাটা ভুলে যাওয়াই ভাল। আমি হয়তো না বললেই ভাল করতাম!
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

লুৎফুল আরেফীন এর ছবি

অনেক শুভেচ্ছা।

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

মুজিব মেহদী এর ছবি

অন্য সবার মতো সাংবাদিকও নানা মাপের ও চরিত্রের হয়।
এরাই এদেশের সব না, ভাবীকে বোঝান। নইলে যে আমাদের মাথা কাটা যায়!

৬ তারিখের আড্ডায় থাকলেও মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে থাকতে পারি নি বলে দুঃখিত। বইটা অবশ্যই নিয়ে নেব।
.................................................................
...ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি...

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ মুজিব, আপনার ভাবী বই মেলায় এত লোক সমাগম দেখে এত বেশী উদ্দেলিত যে, এসব নিয়ে ভাবারই সুযোগ পায়নি। আমার লজ্জাটাই ছিল বেশী।

ও হ্যা, শুনলাম আপনার মেয়ে নাকি ছায়ানটে আমার ছোটবোনের ছাত্রী।
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মুজিব মেহদী এর ছবি

মেয়ে নয়, আমাদের ছেলে। প্রত্নপ্রতিম মেহদী। নালন্দায় পঞ্চম শ্রেণিতে পড়ে।
আপনার বোনের নামটা জানতে পারি কি?
.................................................................
...ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি...

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

তীরন্দাজ এর ছবি

বোনের নাম সাইদা হুদা, কবি মুহম্মদ নুরুল হুদার গৃহিনী।
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

ইশতিয়াক রউফ এর ছবি

অভিনন্দন রইলো।

তীরন্দাজ এর ছবি

অনেক অনেক ধন্যবাদ!
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

জ্বিনের বাদশা এর ছবি

তাই নাকি? ... চমৎকার...অভিনন্দন আর শুভকামনা রইল
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

তীরন্দাজ এর ছবি

অনেক অনেক ধন্যবাদ! কেমন আছেন বাদশা...?

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অতিথি লেখক এর ছবি

তীরন্দাজ,
আপনার অনুবাদ গ্রন্থ "অন্য শরীর" এখনও পড়ছি। ছোট গল্পের অনুবাদগুলো পড়া শেষ। এখন পড়ছি দাবাড়ু। ছোট গল্প ভাল লেগেছে। পুরোটা শেষ করি আগে, এর পরে মন্তব্য লিখব প্রতিটির জন্য আলাদা করে।
অন্যান্য সব কিছুর মত আমাদের সংবাদ মিডিয়াও দূর্নীতি মুক্ত নয়, এটা ভাবতে কষ্টই লাগছে।
আমার পরিবার বইমেলায় গিয়েছিল। আপনার বই ভালই চলছে।

গোলন্দাজ

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ গোলন্দাজ! সমালোচনার অপেক্ষায় রইলাম।
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অতিথি লেখক এর ছবি

আরে! জার্মান গল্পের অনুবাদ ? সাধু সাধু! কাফকা আর ব্যোল এর কবির চৌধুরীর টা কিনেছিলাম এখনো পড়া হয়নি, ষ্টেফান সোয়াইগ আছে, বেশ বেশ, বইটা অবশ্যি লাগবে।

- খেকশিয়াল

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ। স্টেফান সোয়াইগের কোনটা, জানাবেন কি?
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অতিথি লেখক এর ছবি

না না স্টেফান সোয়াইগের আছে বলতে আপনার বইতে আছে বলতে চেয়েছিলাম, কবির চৌধুরীর থাকলেও আমার জানা নেই।

সুমন চৌধুরী এর ছবি

অভিনন্দন তো বটেই, তবে লগে এট্টা প্রশ্ন হইলো লগে আনছেন তো কিছু কপি?



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ, আনছি...আইলে পাইবেন...।
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

কনফুসিয়াস এর ছবি

অনেক অনেক অভিনন্দন আপনাকে। খুব ভালো লাগলো।
*
আপনার নাম-নামা শুনে ভয় পেলাম একটু। আর কেউ হবার আগেই নিজের নামে নিজেই বিখ্যাত হয়ে যেতে হবে দেখছি!

-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

তীরন্দাজ এর ছবি

আপনিও কি তাই?

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

পুতুল এর ছবি

নতুন বইয়ের একটা গন্ধ আছে। আমার কাছে গন্ধটা অনেক দামী পারফিউমের চেয়ে অনেক প্রিয়। আপনার অনুবাদের প্রায় সব কটি গল্প, বই বের হওয়ার আগেই পড়েছি। কিন্তু বই আকারে হাতে পেয়ে খুব খুব ভাল লাগল। লগ ইন করে দেখলাম আপনার বই প্রকাশের পোস্ট। প্রচ্ছদ, মোড়ক ছবি সব কিছু মিলিয়ে চমৎকার। প্রিয় বন্ধুর লেখা বইটি শুকে দেখলাম আর গন্ধে বিভোর হলাম। আশা করি এমন উপহার আরো পাব।
অভিনন্দন ও ধন্যবাদ।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অমিত আহমেদ এর ছবি

খব ভালো লাগলো। গাজীপুরে ছিলাম বলে আপনার সাথে আর দেখা করা হয়ে ওঠেনি। আপনার বইয়ের কথা শুনে খুব ভালো লেগেছে। আমি কালই যাচ্ছি চারুলিপিতে।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

শুভকামনা আর অভিনন্দন।
প্রথম সন্তান নাকি? হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ! দশ বছর আগে আরো একটি অনুবাদ বের করেছিলাম।
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অতিথি লেখক এর ছবি

auto

গতকালের (১৩ই ফেব্রুয়ারী ২০০৮ ইং, ১লা ফাল্গুন ১৮১৮ বাংলা) Daily Observer এ আপনার বহিখানার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ছবি প্রকাশিত হইয়াছে। ছবিখানা নিজ কম্পিউটারে রাখিতে হইলে এখানে মাউস এর ডান বোতাম চাপিয়া সংরক্ষন করুন।

গোলন্দাজ

তীরন্দাজ এর ছবি

খুবই খুশী হলাম। অনেক অনেক ধন্যবাদ গোলন্দাজ!
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অমিত আহমেদ এর ছবি

আজ প্রকাশকের নাম ভুলে যাওয়ায় কিনতে পারলাম না। মেলায় অনেক খোঁজ করলাম, কেউ সঠিক তথ্য দিতে পারে না। কাল কেনা হবে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।