অণুগল্পঃ বিপদ

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: সোম, ০৬/১০/২০০৮ - ৭:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

হায় হায়, গেল রে গেল! বলে চেঁচিয়ে উঠল একজন।

মরলাম আমরা! বলে চেচিয়ে উঠলো আরেকজন।

একদিক কাত হয়ে যাওয়ায় সবাই ডিগবাজী খেতে খেতে সেদিকেই গড়িয়ে পড়লো। একজনের উপর আরেকজন।

বাঁচাও, বাঁচাও! বলে চেঁচিয়ে উঠলো একজন।
আমার ভাইটিকে বাঁচাও তোমরা! বলে তার দিকে দিকে ছুটে যেতে যেতেই অন্ধকারে হারিয়ে গেল ভাইটা। সে দৌড়ে গেল, সেও ছিটকে পড়লো সবার সাথে।

এই, তোমরা সবাই একদিকে জমা হলে কেন? বলে ধমকে উঠলো কেউ।

ডানদিকটা শক্ত করে ধরে ধরে আস্তে আস্তে সরো! বলে ধমকে পরামর্শ দিল একজন। কিন্তু সে নিজে তার জায়গা থেকে নড়লো না। শক্ত করে পাতার প্রান্তটি ধরে গ্যাট হয়ে বসে আছে।

আরেকটু কাত হতেই সবগুলো পিপড়া সহ পাতাটি ঝরে পরলো গর্তের গায়ে ঘসতে ঘসতে। নীচে উন্মত্ত, স্রোতস্বিনী নদী।


মন্তব্য

পুতুল এর ছবি

আহা, সব গুলো পিপড়ে এভাবে ভেসে গেল!
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তীরন্দাজ এর ছবি

এভাবেই ভেসে যায় সব স্রোতের ধারায়!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নিঝুম এর ছবি

অন্যরকম... অন্য ধরন । ভালো লাগলো ।

অফটপিক,
তীরন্দাজ ভাই, কবি শাহীন হাসান কোথায় আছেন বলতে পারেন ? উনার লেখা অনেকদিন পাই না । উনি কি সুস্থ আছেন ? উনার কোন মোবাইল নাম্বার কি আছে আপনার কাছে ? যোগাযোগের জন্য?প্লিজ একটু জানাইয়েন।

--------------------------------------------------------
কারা যেন চলে গেছে দূরে...বহুদূরে..আর ফিরবে না জানি । কোন কারন ছাড়াই , কোন যুক্তি ছাড়াই চুপচাপ হয়ে গেছে সারিবদ্ধ প্রাণ গুলো । জানি , আমাকেও আসতে হবে এই বিষন্ন নগরীতে..একদিন.. কোনদিন --মলাগোফরুমা

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

তীরন্দাজ এর ছবি

নি্ঝুম,
অনেকদিন পর আপনাকে পেয়ে ভাল লাগছে। আপনি ভাল তো?

শাহীন হাসান ভাল আছেন। বিভিন্ন ব্যাস্ততার কারণে ব্লগে লিখতে পারছেন না। ওর মোবাইল আপনাকে ব্যাক্তিগত মেইল হিসেবে পাঠাচ্ছি।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগলো... ধন্যবাদ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তীরন্দাজ এর ছবি

আপনাকে দেখলে আনন্দ হয়।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রণদীপম বসু এর ছবি

হুঁ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দারুণ!!!

সুমন চৌধুরী এর ছবি
তীরন্দাজ এর ছবি

Danke!
Wie läuft es mit einem neuen Job? Sehen wir uns in München?

Wir können ja in München oder irgenwo anders eine Shochol-Treffen arangieren.
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মুজিব মেহদী এর ছবি

হুজুগেদের করুণ পরিণতি চিত্রিত হয়েছে দেখতে পাই।
................................................................
তোমার হাতে রয়েছি যেটুকু আমি, আমার পকেটে আমি আছি যতটা, একদিন মনে হবে এটুকুই আমি, বাকি কিছু আমি নই আমার করুণ ছায়া

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

তীরন্দাজ এর ছবি

ভালো আছেন?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অমিত আহমেদ এর ছবি

দারুন লাগলো গল্পটা। কল্পনায় একদম দেখতে পেলাম যেনো।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

রানা মেহের এর ছবি

বাজে অর্থে বলছিনা
আপনার কিছু কিছু লেখা
অনুবাদের মতো মনে হয়
যেমন এই গল্পটা।
খুব ভালো লাগলো পড়ে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তীরন্দাজ এর ছবি

ভাই, বহু বছর ধরে জার্মানীতে, জীবনের অর্ধেকেরও বেশী। হয়তো অজান্তেই কিছুটা প্রভাব পড়েছে। তবে এর মাঝে

১) ভাষার গাঁথুনি ও ব্যাবহারগত প্রভাবকে এড়িয়ে চলা জরুরী জেনেও পেরে উঠতে পরিনা।
২) চিন্তা, শিল্প, সমাজগত প্রভাবগুলো সাংস্কৃতিক আদান-প্রদানের কারণেই বিশেষ বিশেষ ক্ষেত্রে দরকারী মনে করি।

আপনাকে ধন্যবাদ।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অনিকেত এর ছবি

তীরুদা,

অ-সা-ধা-র-ন!!!

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ অনিকেত !
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

পরিবর্তনশীল এর ছবি

অনেকদিন পর আপনার গল্প পড়লাম। খুব খুব ভাল্লাগছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

মাহবুব লীলেন এর ছবি

পিঁপড়ার ভেসে যাওয়া কিন্তু অন্যরকম
পিঁপড়ারা পানিতে ভাসলে মরে না

একটা আরেকটাকে জড়িয়ে ধরে একটা গোল বলের মতো তৈরি করে ভেসে যায়

কতক্ষণ একপাশের পিঁপড়ারা উপরে থাকে তারপর গড়ান দিয়ে তারা নিচে যায় আর পানির নিচের পিঁপড়ারা উপরে উঠে এসে নিশ্বস ফেলে...

০২

এই পিঁপড়া বিষয়ক জ্ঞান কিন্তু কোনো বইয়ে পড়া না
নিজের দেখা
কোনো বইয়ে এর বাইরে কিছু লেখা থাকলে আমার কিছু করার নেই...

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ। আপনার পর্যবেক্ষন অবশ্যই ঠিক। তবে কিছু কিছু হয়তো এদিক সেদিক ছিটকে পড়ে সে ই বলে যোগ দিতে পারে না।

আমি অবশ্য গল্পে লিখিও নি যে, মরে গেল পিপড়াগুলো!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অতন্দ্র প্রহরী এর ছবি

খুবই ভাল লাগল।

অতিথি লেখক এর ছবি

পিঁপড়া-বিষয়ক জ্ঞানের বাইরে এসে, (অনু)মান-সম্পন্ন (অণু)গল্প।
ভালো তীরন্দাজ। হাসি
ধন্যবাদ।

_ সাইফুল আকবর খান

শেখ জলিল এর ছবি

বাহ্ ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

দুষ্ট বালিকা এর ছবি

বাহ!

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।