Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).

অণুগল্প: অপরাধ ও আহার

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: বুধ, ০৩/০৬/২০০৯ - ১:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক:

ছেলে: মা, অপরাধ কাকে বলে?
মা: খারাপ কিছু করা হচ্ছে অপরাধ।
ছেলে: তিন্নি গত হাফইয়ার্লি পরীক্ষায় খাবাপ করেছে। ও কি অপরাধ করেছে মা?
মা: না তা হতে যাবে কেন? ও তো কাউকে মেরে ফেলেনি!
ছেলে: ও, তাহলে র‌্যাব, পুলিশ আর জেলখানান জল্লাদরা অপরাধী!
মা: না, অপরাধী তারা, যারা ইচ্ছে করেই যাদের কোন দোষ নেই, তাদেরকে খুন করে বা ব্যথা দেয়।
ছেলে: তাহলে কাল শামীম খেলার সময় টেনিস বল ছুড়ে পিঠে ব্যাথা দিয়েছে। শামীম কি অপরাধী?
মা: না না, ও তো অকারণে ব্যাথা দেয়নি, খেলাতে খেলতে দিয়েছে।
ছেলে: চোরেরা তাহলে একেবারেই অপরাধী নয়।
মা: চোরেরা অবশ্যই অপরাধী। নিয়ম বা আইনের বাইরে কি্ছু করাই অপরাধ।
ছেলে: তাহলে ছোড়দি যে লুকিয়ে লুকিয়ে আচার খায়, সেটা অপরাধ!
মা: না, এটা অপরাধ নয়, খারাপ কাজ।
ছেলে: তাহলে অপরাধ কি মা?

দুই:

উদ্ভাসিত চেহারায় চরম আনন্দ নিয়ে পুরুষ পাখিটি উড়ে এলো বাসায়। পাখা ঝাপটাতে ঝাপটাতে তার প্রিয়তমার সামনে দাঁড়ালো।
- আর ক্ষিদেয় কষ্টে পেতে হবে না তোমাকে! আজ বিরাট এক কেঁচো ধরেছি।
- তাই নাকি! কোথায় সেটা?
আরো বেশী আনন্দ নিয়ে জানতে চাইল মেয়ে পাখিটি। ডিমে তা দিতে ব্যাস্ত থাকায় একেবারেই বাইরে বেরুতে পারে না। একটা দুটো বাচ্চাও ফুটেছে। ওদের খাবার দরকার আর নিজেরও ক্ষিদে পেয়েছে।
প্রিয়তমার ক্ষুধার্ত মুখের দিকে তাকিয়ে খুব মায়া হলো পুরুষ পাখিটির। এসময়ে এমন একটি ভালো খাবার জোগাড় করতে পেরে নিজেকে বেশ সৌভাগ্যবান মনে হলো তার।
- কেঁচোটা এতো বড় যে, ঠোঁটে বয়ে আনতে পারিনি। পথ দেখিয়ে দেবার পর আমার পেছনে পেছনে আসতে বাধ্য করেছি তাকে। এক্ষুনি এসে পড়বে।
- তাই নাকি!
বলেই চক চক করে উঠলো মেয়ে পাখিটির চেহারা। একটি শাবককে পাখায় জড়িয়ে আদর আর ওম দিয়ে মাথাটি তুললো উদগ্রীব হয়ে উপরের দিকে।

ঠিক সেই মুহুর্তেই বিশাল, শক্তিশালী ও ক্ষুধার্ত সাপটি পুরুষ পাখির দেখিয়ে দেয়া পথটি ধরে ধরে ঢুকলো ওদের বাসার ভেতরে।


মন্তব্য

সুলতানা পারভীন শিমুল এর ছবি

০১

হা হা হা
একেই বলে প্রশ্ন। দেঁতো হাসি

০২

সাংঘাতিক !
না বুঝে এরকম কতো ভুল যে আমরা করি। ইয়ে, মানে...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তীরন্দাজ এর ছবি

অনেক অনেক ধন্যবাদ সুলতানা.....!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সুলতানা পারভীন শিমুল এর ছবি

শুধু শিমুল। হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

এনকিদু এর ছবি

অসাধারন ! চলুক


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

তীরন্দাজ এর ছবি

খুশী হলাম প্রশংসায়!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মূলত পাঠক এর ছবি

বোকা পাখি, সাপের হাতে মুরগি হলো!

রেনেট এর ছবি

দুটোই অসাধারণ হয়েছে। স্যালুট আপনাকে।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ রেনেট! আপনার প্রথম পোষ্ট, ক্রিকেট রম্য এখনও মনে আছে। আশা করি এবারের টি২০ বিশ্বকাপে অন্যরকম হবে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নুরুজ্জামান মানিক এর ছবি

দুটোই দু্র্দান্ত ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

তীরন্দাজ এর ছবি

আপনার প্রশংসান ধরনই আলাদা। আরো বেশী দুর্দান্ত!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অনিন্দিতা চৌধুরী এর ছবি

চমৎকার গল্প তীরুদা।
খুব মজা পেলাম।

তীরন্দাজ এর ছবি

অনেক অনেক ধন্যবাদ অনিন্দিতা!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

০১।
একটু বাকী রয়ে গেলো গল্পটার; ছেলেটা চড় খেলো কিনা তা জানলাম না।

০২।
শিকারী শিকার হয়ে গেলো।

তীরন্দাজ এর ছবি

খায়নি বলেই তো গল্পটি আমাকে বলেছে। নইলে বলতো নাকি!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

পান্থ রহমান রেজা এর ছবি

প্রথমটা আগেই পড়েছি। তবে দ্বিতীয়টা পড়ে ক্যানো যেন গায়ে কাঁটা দিয়ে উঠলো।

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ আপনাকে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সাইফ এর ছবি

১।


ছেলে: ও, তাহলে র‌্যাব, পুলিশ আর জেলখানান জল্লাদরা অপরাধী!

চ্রম চ্রম, গড়াগড়ি দিয়া হাসি

২।

ঠিক সেই মুহুর্তেই বিশাল, শক্তিশালী ও ক্ষুধার্ত সাপটি পুরুষ পাখির দেখিয়ে দেয়া পথটি ধরে ধরে ঢুকলো ওদের বাসার ভেতরে।

মন খারাপ আবারো তীরবিদ্ধ হইলাম

জ্বিনের বাদশা এর ছবি

আপনার অণুগল্পগুলো পড়ে মনে হয় যে আপনাকে এযুগের ঈশপ বলা যায় চলুক
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ আপনার এতো বড় প্রশংসার জন্যে! যদিও নিজেকে এর যোগ্য একেবারেই মনে করি না।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

জি.এম.তানিম এর ছবি

দুর্দান্ত চলুক
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

তীরন্দাজ এর ছবি

অনেক অনেক ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

বন্যরানা এর ছবি

জোস্স্ এবং দুর্দান্ত।।।

তীরন্দাজ এর ছবি

বন্যরানাকে শুভাগমন জানাই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শাহাদাত হোসেন এর ছবি

দারুন গল্প।বিশেষ করে ২নং টা।

তীরন্দাজ এর ছবি

খুশী হলাম জেনে। অনেক ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অতন্দ্র প্রহরী এর ছবি

দুইটাই দুর্দান্ত! অসাধারণ! খুব ভাল্লাগল।

তারানা এর ছবি

২য় টি অসাধারণ!!!

খেকশিয়াল এর ছবি

তীরুদা! ফাটাফাটি! চলুক

------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তীরন্দাজ এর ছবি

শ্রুইণ্রা খ্রুশ্রী হ্রইল্রাম খ্রুব! ধ্রন্র্যব্রাদ আপন্রাক্রে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

খেকশিয়াল এর ছবি

হো হো হো

------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

বিষন্ন এর ছবি

দুটোই খুব ভাল লেগেছে।
কেঁচো খুঁড়তে সাপ বেরোলো শেষমেশ!

তীরন্দাজ এর ছবি

এরকমইতো হয়! কিন্তু আপনি এতো বিষন্ন কেন?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দারুণ!!!

তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শাহীন হাসান এর ছবি

ভাল লেখা....।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ শাহীন!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মুজিব মেহদী এর ছবি

বেশ!
বেশ!
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

তীরন্দাজ এর ছবি

আপনাকে অনেকদিন দেখি না। ভালো আছেন তো?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

কীর্তিনাশা এর ছবি

দারুণ গল্প, ভালো লাগলো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তানবীরা এর ছবি

দ্বিতীয়টা পড়ে গা টা এখনো শির শির করছে, ভয়াবহ

---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মাহবুব লীলেন এর ছবি

দ্বিতীয় গল্পটা দুর্ধর্ষ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

দ্বিতীয় গল্পটার শেষে এসে গা ছমছম করে ওঠে। প্রেম ও ভালবাসার জন্য প্রাণান্ত চেষ্টার পর কী ভুলটাই না করেছে প্রেমিক। দুর্দান্ত।

প্রথম গল্পটাও দারুণ। কিন্তু দ্বিতীয় গল্পটার উপস্থিতির কারণে একটা তুলনায় পড়ে মার খেয়ে গেছে।
প্রথম গল্পটায় যে বৃত্ত আছে। মানে ফের পয়লে সে - এই বৃত্তটাকে আরো স্পষ্ট করে তোলা যায়। তাতে পাঠকের চোখে বিষয়টা চট করেই ধরা পড়বে। এর একটা উপায় হতে পারে প্রথম দুই লাইন আর শেষ দুই লাইনের শব্দগুলো একরকম করে দেয়া।

যেমন:
ছেলে: মা অপরাধ কাকে বলে?
মা: খারাপ কাজ করাটাই অপরাধ।

......

মা: এটা অপরাধ, খারাপ কাজ নয়।
ছেলে: তাহলে, অপরাধ কাকে বলে?

মাঝখানে কিছু ঘষামাজা করলে এটাও দ্বিতীয়টার মত ক্লাসিক হবে।

আনিস ভাই, ক্ষমা প্রার্থনা করছি। মন্তব্য না করে পারলাম না। এত ভালো লাগলো আপনার অণুগল্পগুলো।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে! না ভাই, গঠনমূলক সমালোচনায় আমি খারাপ কিছু মনে করার চেয়ে খুশীই হই বেশী। নইলে তো শেখারই দিন শেষ হয়ে গেলো আমার! আর তার অর্থ হচ্ছে মরণ!

আপনার পরামর্শ সুন্দর! কাজে লাগাবো!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সাইফুল আকবর খান এর ছবি

মারাত্নক!
চলুক

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।