বইমেলা, কিছু চেনা মানুষ ও নিজের কথা

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: বুধ, ১০/০২/২০১০ - ১১:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

P1010016
প্রায় আড়াই সপ্তাহ হলো, ঢাকায়। এর মাঝে প্রথম কয়েকটি দিন বাদে প্রায় প্রতি সন্ধ্যাতেই বইমেলাতে গিয়েছি। নিজের বইদুটোর মোড়ক উন্মোচন করা হয়েছে ৪ঠা ফেব্রুয়ারী। সচল ও অনেক পরিচিতজনের বই প্রতিদিনই বেরুচ্ছে। বেশ সরগরম আর উৎসব উৎসব ভাব। অনেকের সাথে পরিচয় হলো। ভালো লাগছে খুব। মনে হয় নিজের কক্ষপথেই চলছি আবার।

সচলদের সাথে এভাবে পরিচয় হওয়াটা আমার জন্যে ভীষন সৌভাগ্যের। জলিল ভাই যে খুব সজ্জন, তা তার চেহারাতেই ধরা পরে। তার সাথে আছেন আবু রেজা। চশমার আড়ালে শান্ত সজ্জন মানুষটিকে খুব সহজেই ধরা যায়। নজরুলের তারুন্যদীপ্ত চেহারায় নতুন কিছু করার সংকল্প দিনের মতো স্পষ্ট। মাহবুব লীলেনের চলাফেরাতেই এক নির্ভিক আর স্বনির্ভরতার পদচিহ্ন। মুস্তাফিজের সাথেও পরিচয় হলো। ওনি যে তাঁর সমস্ত শৈল্পিক ক্ষমতা নিয়ে আপনজনের পাশাপাশি থাকেন, সেটিও নিশ্চিত। আনোয়ার সাদাত শিমুলের দুষ্টু হাসির আড়ালে মানুষটির আত্মিক উত্তাপের আঁচ পাওয়া যায়। জেবতিক আরিফকে দু’বছর আগেই জেনেছি। প্রাণচাঞ্চল্যময় সুন্দর এক মানুষ। সবুজ বাঘকেও আগে থেকেই জানতাম। ওর সাথে কথা বলতেই ভালো লেগে যায়। সচলায়তনের মানুষগুলো যদি এমন হয়, তাহলে সচলায়তনের এগিয়ে যাওয়া ঠেকাবে কে!

অনার্য সঙ্গীতের পাশাপাশি দাঁড়ালে আমাদের সামনের প্রজন্ম নিয়ে আমরা যে দু:শ্চিন্তায় পড়ি, তা ভুলে যেতে হয়। জি এম আনিমের ঔজ্জল্যের পাশাপাশি অনেক ফ্লোরেসেন্ট আলোকেও হার মেনে যেতে হয়। কনফুর সদাহাস্যময় বিনয়ী চেহারা সহজে ভুলে যাবার নয়। সচলের অনেক নারী সদস্যদের সাথেও আলাপ হলো আমার বইদুটোর প্রকাশনা উৎসবে। সেখানে জাগতিক ব্যাস্ততার কারণে অন্তর্জালের প্রিয় মানুষগুলোকে কাছে পেয়েও ভালো করে কথা বলতে পারলাম না। দুষ্ট বালিকাকে দেখলাম। খুব ইচ্ছে ছিল, তার দুষ্টুমির আরো কিছু নমুনা দেখার। নিঘাদ তিথিকেও দেখলাম, আর সাথে সাথেই ভালো লেগে গেলো।

বিকেল চারটায় বাংলা একাডেমীর নজরুল মঞ্চে (বটতলায়) আমার বইদুটোর মোড়ক উন্মোচন করেন দেশবরেণ্য মুক্তিযোদ্ধা ও আমাদের মুক্তিযুদ্ধের প্রতীক-মানস মেজর জেনারেল চিত্তরণ্জন দত্ত বীরউত্তম। বক্তব্য রাখেন কবি আসাদ চৌধুরী, কবি মুহম্মদ নুরুল হুদা ও কবি কাজী রোজী।

বিকেল পাঁচটায় বই দুটোর প্রকাশক আসরার মাসুদের আয়োজনে এক প্রকাশনা উৎসব পালন করা হয় গনসংস্কৃতি কেন্দ্রের ‘আহমদ শরীফ সেমিনার কক্ষে’। সেখানে বইদুটো নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক বিপ্রদাস বড়ুয়া, আনিসুল হক, নিশাত খান ও কবি আসাদ চৌধুরী, মুহম্মদ নুরুল হুদা, শামীম সিদ্দিকী, আসাদ মান্নান ও ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ও লেখক জনাব ইখতিয়ার চৌধুরী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ছায়ানটের রবীন্দ্রসংগীত শিক্ষক শাহেদ ইমাম ও দ্রাবিড়া হুদা। এই লেখার সাথে অনুষ্ঠানের কিছু ছবিও তুলে দিলাম। বইমেলায় বইদুটো পাবেন প্রগতি পাবলিশার্সের ষ্টলে।
P1010069
P1010029
P1010047
P1010033
P1010024
P1010081
P1010078
P1010049
P1010058
P1010066
P1010071


মন্তব্য

অমিত এর ছবি

আবারও অভিনন্দন
দেশের বাইরে থেকে বই কিভাবে পাব ? বিশেষ করে "জাহাজী যাযাবর" ? হাসি

মৃত্তিকা এর ছবি

লেখা ও ছবি ভালো লাগলো। সচলদের বর্ণনা দিয়ে অংশটা মজার!
আবারও শুভকামনা রইলো তীরু'দা।

আবু রেজা এর ছবি

আপনি বরাবরই সাহসী, সজ্জন।
ধন্যবাদ।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

তীরুদা... আপনার সঙ্গে আলাপ করাটাই একটা দারুণ ব্যাপার। আপনি তো ঝলমলে তরুণ এখনো!
আপনার বই দুটো পড়ার অপেক্ষায় আছে।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

সো স্মার্ট আ ম্যান, তীরুদা। হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

দুষ্ট বালিকা এর ছবি

তীরুদা, আবারও দেখা হবে...দুষ্টুমী দেখিয়ে দিব তখন...বইদুটো পড়ার অপেক্ষায়! দেঁতো হাসি

-------------------------
ওলো সুজন আমার ঘরে তবু আইলোনা
এ পোড়া মনের জ্বলন কেন বুঝলোনা!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ধুসর গোধূলি এর ছবি

- অভিনন্দন, আবারো। বইদুটো আশা করছি মেলা কাঁপাবে।

তীরুদা, একটা তীরুদার বাড়ির আব্দার করি। আপনার বই তো বটেই। আপনি আসার আগ পর্যন্ত সচলদের যে কয়টা বই বের হবে, আমাদের জন্য নিয়ে আসবেন বিটে? আমরা মিউনিখ গিয়ে তবে নিয়ে আসবো। এবার আর মিস হবে না, কথা দিচ্ছি। বইয়ের লোভে হলেও যাবো। হাসি

দেশে গেলে একটু আধটু অসুস্থ হতেই হয়। তারপরও শীঘ্র আরোগ্য কামনা করছি। দেশে যাবো শুনে ডাক্তার সেদিন বেশ বড়সড় একটা ইন্টারভিউ নিয়ে নিলো। বিরাট কাহিনী।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হাসিব এর ছবি

হে হে হে । উলম থিকা মিউনিখ অনেক কাছে । মনির হোসেন মিটফার পাইতে পাইতে সব বেমালুম গায়েব হয়ে যাবে ।

ধুসর গোধূলি এর ছবি
শেখ জলিল এর ছবি

নতুন করে পড়ছি জাহাজী যাযাবর....
লেখা ও ছবি বেশ ভালো লাগলো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নৈষাদ এর ছবি

অভিনন্দন রইল। পড়ব শুক্র-শনিবারে আশা করছি।

আলমগীর এর ছবি

তীরুদারে এত বয়স্ক ভাবি নাই দেঁতো হাসি
তিথির নাম: নিঘা তিথি।

পান্থ রহমান রেজা এর ছবি

তীরুদার সাথে এখনো সাক্ষাত হলো না! মন খারাপ
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

রণদীপম বসু এর ছবি

আরে তীরুদা ! আপনাকে তো রীতিমতো ইয়োগী'র মতো লাগছে ! ইয়োগা চর্চা চলে নাকি !

অভিনন্দন ও শুভকামনা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অনার্য সঙ্গীত এর ছবি

আহা!
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

আশরাফ মাহমুদ এর ছবি

তীরুদা', অনেক অনেক অভিনন্দন রইল। আরো লিখুন।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

shuvo এর ছবি

ধূগোর লাইগা বই আনলে তোমার খবর আছে;উই আমারে চিনতারেনা!তুমি আমার লাইগা আনবা ভাইয়া,তোমারে বাখটেল খাওয়ামুনে! "শুভ"

ধুসর গোধূলি এর ছবি

- এইযে, এখন তো চিনছি। দেঁতো হাসি

পরেরবার আসার আগে দিয়া লিস্টি পাঠায়া দিমু। কী কী খাইতে চাই। আঁচলের জন্মদিনে যা যা ফস্কাইয়া গেছে ওগুলাও "দাৎসু" যোগ হৈবো। হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

জি.এম.তানিম এর ছবি

তীরুদার চোখ আলোকময়। মলিন মুখেও তাই ঔজ্জ্বল্য খুঁজে পান। অল্প সময়ে এই ভীষণ তরুণ মানুষটির সাথে পরিচিত হতে পেরে অসম্ভব ভালো লেগেছে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মূলত পাঠক এর ছবি

অভিনন্দন, তীরন্দাজভাই।

সাইফুল আকবর খান এর ছবি

প্রকাশনা অনুষ্ঠান তো মিস করেছিই, কিন্তু তার চে'ও দুঃখের কথা- আপনার সাথে এখনও একদিনও দেখা হ'লো না বস।

অনেক শুভকামনা রইলো তীরুদা', সবকিছুর জন্য। হাসি চলুক

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।