আর্শিতে বৃষ্টিবিন্দু

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: মঙ্গল, ২৩/০৯/২০০৮ - ১:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আর্শিতে বৃষ্টিবিন্দু দুলে ওঠে, খুলে যায় ভিতর দরজা। হালকা শব্দ-প্রথমে স্বচ্ছ,বাষ্পময়, তারপরে আস্তে আস্তে ফিরোজা। ভিতরে অল্প আলো শিরশিরে, সন্ধ্যার শঙ্খধ্বনির মতো টলমল, ঠান্ডা ঠান্ডা ভয়, আর তীব্র লালচে কমলা কৌতূহল।

মোহরের গড়িয়ে যওয়ার শব্দ-
সোনালী রুপোলী তামারঙ শব্দ,
চন্দনের গন্ধের মতন স্বাদ
জোছনাগন্ধী বন চুপচাপ,
স্তব্ধ।

বৃষ্টিবিন্দুতে শব্দেরা টলমল
খুলে যায় বর্ষাদিগন্তের সবুজ দরোজা-
স্বর্ণ ঝরোখা তুলে উঁকি দেয়
ভুলে যাওয়া প্রিয়মুখ,
ওই চোখের মণিতে ফিরোজা।

আর্শিতে রাশি রাশি বৃষ্টিবিন্দু
প্রথমে স্থির স্ফটিক,
তারপরে দুলে ওঠে, কেঁপে ওঠে,গড়িয়ে নামে-
এদিকে গড়িয়ে যায়
ঘড়িতে অবিরাম সময়ের টিকটিক।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বাহ্... সুন্দর তো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

খেকশিয়াল এর ছবি

আসলেই সুন্দর !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

tulirekha এর ছবি

তখন পুরোটা লিখতে পারিনি। দৌড় ছিলো।:-)
পরেরটুকু হলো-

মোহরের গড়িয়ে যওয়ার শব্দ-
সোনালী রুপোলী তামারঙ শব্দ,
চন্দনের গন্ধের মতন স্বাদ
জোছনাগন্ধী বন চুপচাপ,
স্তব্ধ।

জলবিন্দুতে শব্দেরা টলমল
খুলে যায় বর্ষাদিগন্তের সবুজ দরোজা-
স্বর্ণ ঝরোখা তুলে উঁকি দেয়
ভুলে যাওয়া প্রিয়মুখ,
ওই চোখের মণিতে ফিরোজা।

আর্শিতে আরো আরো জলবিন্দু
প্রথমে স্থির স্ফটিক,
তারপরে দুলে ওঠে, কেঁপে ওঠে,গড়িয়ে নামে-
এদিকে গড়িয়ে যায়
ঘড়িতে অবিরাম সময়ের টিকটিক।

tulirekha এর ছবি

নজরুল ও খেকশিয়াল,
আপনাদের অনেক ধন্যবাদ এ সামান্য লেখাটি পড়ার ও সহৃদয় মন্তব্য দেবার জন্য।

ভূঁতের বাচ্চা এর ছবি

তুলিরেখা,
যদি কষ্ট করে প্রথম লেখাটার সাথে আপনার যোগ করা লেজটুকু বসিয়ে দিতেন তাহলে বেশ হত।
কবিতাটা খুব সুন্দর লেগেছে।
আরো এমন লেখা পড়তে চাই।

--------------------------------------------------------

অমিত আহমেদ এর ছবি

খু-ব সুন্দর হয়েছে!

কর্তৃপক্ষ পারলে মন্তব্য থেকে পুরো কবিতাটি তুলে এক করে দেন।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

tulirekha এর ছবি

তাহলে খুব ভালো হয়, মানে যদি কতৃপক্ষ অনুগ্রহ করে বাকীটুকু জুড়ে দেন।
নতুন ব্লগ দিতে পারছি না। কিছু লেখা দেবার ছিলো। কোটা ফুরিয়ে গেছে বলছে,কতক্ষণ পরে পাবো আবার খোলা?

অতন্দ্র প্রহরী এর ছবি

বাহ, চমৎকার হয়েছে লেখাটা।
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

অতিথি লেখক এর ছবি

স্বপ্ন-বেগুনী কবিতাটি প'ড়ে গেলাম এসে, এতদিন পরে।
ভেজারোদের গন্ধে গন্ধে এসে প'ড়েছিলাম এই স্তব্ধ শব্দপাড়া নাগাদ।
জানি না, এখানে কমেন্ট-এর খবর লেখক পাওয়ার কী ব্যবস্থা (এখনও নিজের কোনো কমেন্ট পোস্ট করা হয়নি, দু'টো লিখে দিয়েছিলাম দু'দিন, কেন যেন পছন্দ হয়ে ওঠেনি কর্তৃপক্ষের)! মানে, বুঝতে পারছি না দেখতে পারবেন কি না এই কমেন্ট আদৌ। তবু ব'লে গেলাম, যে- এসেছিলাম আপনার বিনয়ী-সুন্দরী কবিতা-খাতার প্রথম পাতায়। মুগ্ধতার বকেয়া আদায় ক'রে গেলাম সাধ্যের মাপে।
আপনি বেশ লেখেন তুলিরেখা। কলম দিয়ে না লিখে তুলি দিয়ে লেখেন/আঁকেন ব'লেই বুঝি-বা এমন চিত্র-সুন্দর আপনার শব্দগাথা!
ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইলো।

_ সাইফুল আকবর খান

অতিথি লেখক এর ছবি

কবিতা আমার পড়া হয়না কিন্তু আপনি তো দারুন লেখেন...হাসি

(জয়িতা)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।