প্রতীক্ষা-প্রহর

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: সোম, ২৪/১১/২০০৮ - ৩:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রতীক্ষার প্রহর খুব দীর্ঘ হয়,
অনন্ত আকাশের মতন বিশাল-
প্রসারণশীল জগতের মত পরিমাপহীন।
আমার সীমিত ধৈর্য্য তার শেষ দেখতে না পেয়ে
অশ্রুআর্দ্র হয়ে ওঠে বারে বারে।
আলতো হাতে তা মুছে নিয়ে যায়
অপরাজিতা-নীল হাওয়া ....

নীলমানুষ বলেছিলো সে আসবে আবার
সেই থেকে তার অপেক্ষায় বসে আছি,
বসেই আছি নদীতীরের বালিপাথরে ......

কত রৌদ্রদিন এলো গেলো-
কত নক্ষত্ররাত রেখে গেলো অক্ষয় স্মৃতি,
অব্যয় অন্ধকারে জ্বলে জ্বলে উঠলো কত উল্কার চিতাগ্নি-
কত পূর্ণিমার দুধজ্যোত্‌স্না মিলিয়ে গেলো জলে বালিতে।
স্থির ধৈর্যে বসে আছি অপেক্ষায়-
কই, নীলমানুষ এলো না তো!

কত লড়াই হলো জলে স্থলে অন্তরীক্ষে-
কত রণতরী ভাসলো ডুবলো কত সমুদ্রে,
কত যুদ্ধসাজ,কত অস্ত্রশস্ত্রতর্জনগর্জন-
কতবার গিরি-নদী-সাগর-মহাসাগর লাল হলো রক্তে-
কই, নীলমানুষ আসে কই?

কতবার পাক খেয়ে এলো বুড়ী পৃথিবী
ঐ পুরাতন সূর্যের চারপাশে-
কত কথামালা, কত হাসি, কত গান এলো গেলো-
কত নতুন নীতিমালা পুরানো হয়ে হারিয়ে গেলো,
নীলমানুষ তো কই এলো না আজও!

নদীতীরের প্রাচীন বট হারিয়ে গেছে কবে
সন্ধ্যায় যেমন হারিয়ে যায় ছায়া-
নদীও বাঁধা পড়ে গেছে পাকে পাকে,
জ্যোত্‌স্না মাথা কোটে কংক্রীট দেওয়ালে,
নক্ষত্রময়ী রজনীও আসে না আর-
বিদ্যুত্‌বরণী সুয়োরাণী তাকে নির্বাসন দিয়েছে।

আমি আজও বসে আছি ছায়াহীন ছায়া হয়ে,
অপেক্ষার প্রতিশ্রুতি ভাঙিনি,
কিন্তু কই, নীলমানুষ কই?
সেও তো কথা দিয়েছিলো, বলেছিল-সে আসবে!

স্পর্শমণি-ছোঁয়া পাথরকুচিরা স্বর্ণরেণু হয়ে
উড়ে যায় আমার চারপাশ দিয়ে,
সুদূরের সমুদ্রবাতাস চুলে লবণ মাখায়,
প্রতীক্ষার প্রহর গড়িয়ে চলে।
আর উপরে-নিচে, সামনে-পিছে, ডাইনে-বামে
নীলপ্রহরী হয়ে ছড়িয়ে থাকে অতন্দ্র সময়।


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমি দিন্দিনাপ্নার্ফ্যানয়ে যাচ্ছি।

তারেক এর ছবি

দিন্দিনাপ্নার্ফ্যানয়ে গড়াগড়ি দিয়া হাসি
কবিতা ভালো লেগেছে তুলিরেখা। হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

তুলিরেখা [অতিথি] এর ছবি

ফ্যানিয়ে যাবেন না,কুলারিয়ে যান। হাসি

ধুসর গোধূলি এর ছবি

- অন্তরীক্ষ থেকে রণতরীতে করে সমুদ্রে নিয়ে চুবালেন আবার। মন খারাপ
আপনার এই সাগরপ্রীতি অচিরেই দূর হোক। দাঁত বসাতে পারিনা পোস্টে, এইটা ধুগো'র জন্য সুখকর অভিজ্ঞতা না। মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

তুলিরেখা লিখেছেন:
আর উপরে-নিচে, সামনে-পিছে, ডাইনে-বামে
নীলপ্রহরী হয়ে ছড়িয়ে থাকে অতন্দ্র সময়।
আমি মনের ভুলে এটা পড়ছিলাম-

আর উপরে-নিচে, সামনে-পিছে, ডাইনে-বামে
নীলসময় হয়ে ছড়িয়ে থাকে অতন্দ্র প্রহরী।
হো হো হো

কোবতে-খানা ভালো হয়েছে। তবে ধূগো'দার মতো আমিও বলি- দাঁত বসানোর মতো কোনো লেখা দেন মন খারাপ


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

কীর্তিনাশা এর ছবি

পাঁচ তারা ।
এত সুন্দর করে লেখেন কেমনে আপামনি? !
পড়লে খালি আরো পড়তে মঞ্চায়।
চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তুলিরেখা [অতিথি] এর ছবি

আপনাদের সকলকে স্বাগত।
(সায়েবগো লাহান কইতে গেছিলাম "ইউ আর ওয়েল্খাম্‌" ) হাসি
ধূ গো,
মাঝে মাঝে শক্ত ছোলা মটর তিলের নাড়ু এসব খাওয়া ভালো। হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হুমম... ভালো লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তুলিরেখা [অতিথি] এর ছবি

এইবারে বোঝলাম নজরুল ভায়া, ক্যন আফনে ওমুন উইশখুইশ করেন ! চোখ টিপি
কারণ হইলো ক্যাটেগরি। অহন থিকা কবিতা ক্যাটেগরি দিমুই না আর। হাসি
আফনেরে ধইন্যবাদ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ক্যাটেগরিতে কবিতা থাকলে তো ঢুকতামই না... হো হো হো
ঢুকে যখন ফেঁসে গেছি তখন একটা মন্তব্য ঝেড়ে গেলাম... আবারো হো হো হো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তুলিরেখা [অতিথি] এর ছবি

এইজন্য আমার মাষ্টারমশয় জার্গন এড়াইয়া পড়াইতেন। সোজা সরল ভাষায় বুঝাইতেন।
যাতে কেউ না পলায়। হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।