ছন্দহীন রাত্রিদিন ভুল গড়ায়

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শনি, ১৩/১২/২০০৮ - ১২:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছন্দহীন রাত্রিদিন বল গড়ায়
মৌনমুখ সুখ-অসুখ কল ঘোরায়-
রাতবাতির নিঘুম রাত কি ঘুম চায়?
ঘুমপাহাড় মাথা পাতে জলঝোরায়।

একটি লোক ঢালপথে ভুল গড়ায়
ছিন্নশব খোলা হাওয়ায় ভয় ছড়ায়,
ছন্দহীন রাত্রিদিন পিছ্‌লে যায়-
স্পন্দমুখ রাত্রিসুখ ঘুম ভরায়।

সবুজঘাট লালপাখির ঝাপটা খায়
ধূলিবাকল, ছেঁড়াঘুড়ি, ভুলের ঘায়-
রাতপাহাড় ভয় পেয়ে থমকে যায়
এক নদী, জলবতী, দূর পালায়।

মরুবালি ঝড়পিঠে জোর ঝাঁকায়
ফটিকজল মরীচিকায় ফিসফিসায়,
একা পথিক চোরাপথে ডুবতে যায়
মরুবাতাস নলবনে হিস্‌হিসায়।

মুক্তপথ একা চলে দূর পাড়ায়
যুক্তপথ ঘুরেফিরে ঘাড় ফিরায়,
মৌনমুখ সুখ-অসুখ বদলে যায়
ছন্দহীন রাত্রিদিন ভুল গড়ায় ......


মন্তব্য

ভূঁতের বাচ্চা এর ছবি

কবিতার মধ্যে একটা ছড়া ছড়া ভাব আছে।
ভাল লাগল আপুনি।

তুলিপুকে আধাসচল থেকে পুরো সচল করার জন্য অনুরোধ জানাই মডুদের কাছে।

--------------------------------------------------------

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ ভুতের বাচ্চা।
তবে সচল না হওয়াই ভালো মনে হয়, জুলিয়ান যেই না সচল হলেন অমনি হাওয়া! মন খারাপ
কতদিন ওনার উপন্যাসগুলো পড়ি না! মন খারাপ
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতন্দ্র প্রহরী এর ছবি

পুরো কবিতা জুড়েই কেমন একটা ছড়া ছড়া ভাব আছে। শেষ চার লাইন বেশি ভাল লাগল।


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ, অতন্দ্র প্রহরী।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ইশতিয়াক রউফ এর ছবি

সহমত।

তুলিরেখা এর ছবি

আমিও। মানে আমিও সহমত। দেঁতো হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তুলিরেখা এর ছবি

মডারেটর,
প্রোফাইলে নতুন ছবি আপলোডালাম! পেলেন কি?
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাইফুল আকবর খান এর ছবি

এক নদী, জলবতী, দূর পালায়।
.........................................
মরুবাতাস নলবনে হিস্‌হিসায়।
........................................
মৌনমুখ সুখ-অসুখ বদলে যায়
ছন্দহীন রাত্রিদিন ভুল গড়ায় ..

অসাধারণ! দুর্দম!
ছন্দটা তো বেশ দারুণ দিয়েছেন। তবে, কয়েকটা জায়গায় এক-আধটু পতন হয়েছে তার।
ওভার-অল জবরদস্ত। হাসি

----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ সাইফুল।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাইফুল আকবর খান এর ছবি

হাসি
আপনিও।

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নির্বাক এর ছবি

আপনার লেখার ছন্দ অতি শক্তিশালী। খুবই ভাল লাগলো!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ নির্বাক।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মৃন্ময় আহমেদ এর ছবি

নব্য সংজ্ঞাগুলো নব্য চিন্তায় ভালো লাগা এনে দিলো।

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

তুলিরেখা এর ছবি

শুনে ভালো লাগলো আমারও।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।