তবক

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বুধ, ২৪/১২/২০০৮ - ৬:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সুখের তবক মোড়া গোপণ অসুখে
সূচে গাঁথা প্রজাপতি, স্বপ্নেরা ভুখে-
মেঘের যা ছিলো কানাকড়ি,
ভাঁজে ভাঁজে ক্ষয়ে যাওয়া জরি-
সবই আজ খোয়া গেছে তার,
ব্যাপারীরা কষে ধরে' ঘাড়
নিয়ে গেছে কেজানে কোথায়-
হাওয়া শুধু করে হায় হায়।

এলোমেলো শব্দেরা ভাসে
চৌকোনা জলছবি হাসে-
হাসির আড়ালে থাকে ঘাস
মুছে যাওয়া শিশিরের মাস।
বিলুপ্ত শেফালির ঘ্রাণ
আজো কেন প্রাণে তার টান?

কোথাও এখনও বুঝি জানালা খুলে,
অপেক্ষা-চোখ জাগে ঘড়ির ভুলে?
সময়ের শিকগুলো কড়া-
পাথর-কঠিন সে পাহারা-
তবু তার কোন্‌ ফাঁক দিয়ে
উড়ে যায় হীরামন টিয়ে,
ডানা ভরা স্বপ্নের চিঠি-
নিঘুম কাজলকালো দিঠি।

একদিন ধ্রুবতারা-ভোরে
প্রথম আলোর রাঙা ঘোরে
উঠবেই বেজে সেই শাঁখ
ততদিন স্বপ্ন বেঁচে থাক।

***


মন্তব্য

পান্থ রহমান রেজা এর ছবি

ব্যাপারীরা কষে ধরে' ঘাড়
নিয়ে গেছে কেজানে কোথায়-

দারুণ বলেছেন।

তুলিরেখা এর ছবি

হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

প্রকৃতিপ্রেমিক এর ছবি

একদিন ধ্রুবতারা-ভোরে
প্রথম আলোর রাঙা ঘোরে
উঠবেই বেজে সেই শাঁখ
ততদিন স্বপ্ন বেঁচে থাক।

তবক মানে কী?

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ।
তবক মানে আবরণ। তুলনীয়: রূপালী "তবক" মোড়া এক খিলি পান।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নির্বাক এর ছবি

বাহ বেশ! খুব ভালো লাগলো।
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ, নির্বাক।
আপনি নির্বাক কেন? আপনি তো সবাক!
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

গৌতম এর ছবি

সুখের তবক মোড়া গোপন অসুখে বোধহয় প্রতিটি প্রাণীই ভুগে। ভালো লাগলো লেখাটি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

তুলিরেখা এর ছবি

গৌতম, অনেক ধন্যবাদ।
আপনার সিগ্নেচারের কবিতাপংক্তিটা চমত্‌কার!
অবশ্য আমি বায়াসড, জীবনানন্দ আমার প্রিয় কবি।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাইফুল আকবর খান এর ছবি

সময়ের শিকগুলো কড়া-
পাথর-কঠিন সে পাহারা-
তবু তার কোন্‌ ফাঁক দিয়ে
উড়ে যায় হীরামন টিয়ে,
ডানা ভরা স্বপ্নের চিঠি-
নিঘুম কাজলকালো দিঠি।
.................................
উঠবেই বেজে সেই শাঁখ
ততদিন স্বপ্ন বেঁচে থাক।

আপনে অনেক বাড়াবাড়ি আছেন! ধুর! ;(
এত ভালো লেখা ভাল্লাগে না। এত ক্যা?!

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তুলিরেখা এর ছবি

এত ক্যা? দুইদিন পরে সব শুহাইয়া যাইবো কিনা তাই বাড়াবাড়ি।
বানের পানি দ্যাহেন না, আহে যখন আইতেই থাহে, গ্যালে সব গেল।
পানির টিক্কিও তহন নাই, শুকনা খটখটা।
ভালা থাইকেন গো।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাইফুল আকবর খান এর ছবি

হাসি আপ্নেও।
না শুকাক কোনোদিন।
"স্বপ্ন বেঁচে থাক।"

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।