পলাতক

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: রবি, ২২/০২/২০০৯ - ১:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঝরাপাতা জঙ্গলে ঘুরে বেড়াই, ঘুরে বেড়াই নদীর ধারে ধারে, হাঁটতে হাঁটতে সরল দীর্ঘদেহ চিরসবুজ পাইনগুলোর পাশ দিয়ে চলে যাই হ্রদের কিনারে-তার আয়নার মতন শান্ত জলে ঝুঁকে পড়ে মুখ দেখছে তীরবর্তী শতাব্দীপ্রাচীন ওক। আজেলিয়া ফুটতে শুরু করেছে-গোলাপী লাল সাদা আজেলিয়ারা। ওদের পাশ দিয়ে ধীর পায়ে চলে যাই-নাই নাই সেই পাখি নাই। আর সে আসবে না। আকাশ কী তীব্র নীল, দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত কী পরম মুক্তি! সেখান থেকে সে কেন ফিরে আসবে?

লালন মনে পড়ে-সেই অচিন পাখির গান, সেই একুল ওকুল ভাসানো আকুল গানখানি-সত্যিই কি মনোবেড়ি দেওয়া যায় কোনোদিন? পাখি কি তার নিজের করুণাতেই থাকতে রাজি হয় বলে থাকে না? নাহলে কে তাকে রাখতে পারে ধরে? সে চাইলে যেকোনো মুহূর্তেই কি উড়ে চলে যেতে পারে না ওই আকাশে, আলোয় আলোয় মুক্তি খুঁজতে?

নাকি আগামী বসন্তের নতুন পাতার দিনে সে ফিরে আসবে আবার? দুই ডানায় আগুন জল হাওয়া নিয়ে? বহুদূর দেশের কচিপাতা মুখে নিয়ে? পায়ে বহুদূরের মায়াময় মাটির ছোঁয়া নিয়ে? নাকি সে কোনোদিন আর আসবে না?দুই ডানার মায়াশিশির ঝেড়ে ফেলে উড়ে যাবে দূরে আরো অনেক দূরে? বাদামীপাহাড়, সবুজ পাহাড়, নীল পাহাড় সব পার হয়ে সবচেয়ে দূর পাহাড়ের তুষারচূড়া পার হয়ে আরো আরো দূর নক্ষত্রমালার দিকে? অপেক্ষা করে থাকতে থাকতে জরাজীর্ণ হয়ে হলদেটে হয়ে ঝরে যাবে সাদা পাতাগুলো?

কিজানি! হয়তো বহু মাস পরে আবার দেখা হবে! কিংবা হয়তো কয়েক বছর পরে! চিনতেই হয়তো পারবো না! হয়তো কোনোদিন আর দেখা হবে না! আবার এমনও তো হতে পারে মাত্র কয়েকদিন পরেই সে ফিরে এলো! পারে না?

" বেলা যায়, আনমনে বেলা যায়-
এলোমেলো হাওয়াখেলা খেলা যায়,
পথে পথে কথানুড়ি ফেলা যায়,
ঢেউয়ে ঢেউয়ে বেহুলার ভেলা যায়-
বেলা যায়, আনমনে বেলা যায়....."

হঠাত্‌ করে লেখালিখি বন্ধের মুখে। আগে এমন হতো না, কাজকর্মের চাপ থাকলেও এখান সেখান থেকে সময়ের টুকরো যোগাড় করে জুড়ে জুড়ে ছোটোখাটো লেখাপত্র হয়ে উঠতো ঠিকই। হয়তো মাত্র কয়েক লাইন কথা বিশেষ কোনো মানেই হয়তো যার নেই অথবা হয়তো কয়েকটা পংক্তিমালা-কিছুই না তবু কিছু। সেটুকু না হলে খাঁচার ভিতর পাখা ঝাপটে পালক উড়িয়ে পাখি যেমন অস্থির হয়ে যায়, তেমন একটা অস্থিরতা পাখা ঝাপটাতো ভিতরে। সেই পাখিটাকে আর টের পাই না যেন। সে কি তাইলে দরজা খোলা পেয়ে উড়ে গেলো নীল আকাশের অবারিত মুক্তির মধ্যে?


মন্তব্য

গৌতম এর ছবি

হয়তো মাত্র কয়েক লাইন কথা বিশেষ কোনো মানেই হয়তো যার নেই অথবা হয়তো কয়েকটা পংক্তিমালা-কিছুই না তবু কিছু। সেটুকু না হলে খাঁচার ভিতর পাখা ঝাপটে পালক উড়িয়ে পাখি যেমন অস্থির হয়ে যায়, তেমন একটা অস্থিরতা পাখা ঝাপটাতো ভিতরে

আমারও মাঝে মাঝে এমন হয়।

পাখিটার মাঝে মাঝে উড়াল দেওয়া মনের জন্যই স্বাস্থ্যপ্রদ। কিন্তু জানি, একটু পরেই আবার ফিরে আসবে। তখন আবার সেই ছটফটানি টের পাবেন।

প্রতিনিয়ত লেখা চাই কিন্তু!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ গৌতম।
লেখালিখি হয়তো বন্ধ ই হয়ে যাবে কিন্তু সচলকে ভুলবো না। এখন বাকি সব বাংলা সাইটে যাওয়া বন্ধ করেছি কিন্তু দিনান্তে সচলে একবার হাজিরা দেবোই। এতসব ভালো ভালো লেখা পড়তে তো পারবো! এ পাওয়াই তো বিরাট পাওয়া!
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

হরিপদ কেরাণী [অতিথি] এর ছবি

মনের ভেতরের যে মন তার ভেতরের যে মন সেখানকার কথা কি করে আপনি এত সুন্দর করে প্রকাশ করেন ভেবে পাই না! Extra bonus হিসাবে থাকে অদ্ভুত সুন্দর কিছু কবিতার লাইন!

ভালো লেখার একটা সীমা থাকে!

তুলিরেখা এর ছবি

হরিপদ কেরানী,
আপনি এমন করে বলেন যে জবাবে কি বলবো ভেবে পাই না।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

এনকিদু এর ছবি

রাইটার্স ব্লক

লেখকের জড়তা

এটার একটা ভাল দিকও অবশ্য আছে । যেমন ধরুন, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ । রাইটার্স ব্লক ছুটিয়ে যেই লেখাটি লিখলেন সেটাই নোবেল পুরষ্কার পেয়ে গেল !


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

তুলিরেখা এর ছবি

কী অবস্থা! কার সঙ্গে কার তুলনা! আকবর বাদশাহের সঙ্গে ভজুয়ার!
গারসিয়া মার্কেজ এপিক পর্যায়ের লেখক, তুলনা হয় হোমার ব্যাস এদের সঙ্গে!
তার সঙ্গে এই হরিদাস পালের তুলনা?
তবু কি জানেন এনকিদু, শুনে ভালো লাগে! হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তীরন্দাজ এর ছবি

লেখকের জড়তা আগামী লেখার শক্তি সন্চয়ের জন্যে সামান্য বিশ্রাম মাত্র। সেটা শেষ হলেই বেরিয়ে আসবে কলমের ডগায়! (আজকাল অবশ্য কী'বোর্ডে!)।

ভালো লাগলো, ভালো থাকবেন!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ তীরন্দাজ।
সে ফিরে আসলে ভালোই। না আসলে নাই।
এখন অন্নচিন্তা করতে গিয়ে আউলাঝাউলা অবস্থা। অন্য চিন্তা বাদ পড়ে যায়যায়।:-(
কেউ কিছু বলতে পারে না, চারিদিকে অনিশ্চয়তা। কেউ বলে বাজার এখন খারাপ, কেউ
বলে চিরকালই নাকি বাজার খারাপ ছিলো। কি আর বলবো বলুন।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

পান্থ রহমান রেজা এর ছবি

আরে, লেখালেখির নেশা কী এক জীবনে কাটে। মাত্র ক্ষণিকের স্তদ্ধতা শেষে দেখবেন আবার ঠিকই ফিরে এসেছে তুমুল বেগে, জোয়ারের মতো। কিছুতেই ঠেকিয়ে রাখতে পারবেন না।

তুলিরেখা এর ছবি

আপনার আশ্বাস শুনে ভালো লাগে পান্থ।হয়তো ঠিকই এ নেশা কাটবার নেশা নয়।
আশা করি আর প্রার্থনা করি দ্রুত ভালো দিন ফিরে আসুক পৃথিবীতে।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তানবীরা এর ছবি

তুলি মনে হচ্ছে মন খারাপ? এই ডিপ্রেসন ভাবটাকে বেশী প্রশ্রয় দিয়েন না। এখন লেখা বন্ধ করছে পরে আরো অনেক কিছু নিয়ে টান দিবে। গা ঝাড়া দিয়ে উঠুনতো।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তুলিরেখা এর ছবি

তানবীরা,
চেষ্টা করবো লেখায় ফিরে আসার। তবে কি জানেন, এ জিনিস অনেকটাই ভাগ্যের ব্যাপার, স্বত:স্ফূর্তভাবে না এলে হয় না।
এদিকে নানা ঘটনায় মন আরো খারাপ। তবু ও, জীবন তো এরকমই। এই সব মেনে নিয়েই চলা, এইসব দুখ সুখ হাসি কান্না পাওয়া হারানো.......
ভালো থাকবেন।

-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাইফুল আকবর খান এর ছবি

চলুক (এও অবশ্য নতুন কিছু নয়)

কিজানি! হয়তো বহু মাস পরে আবার দেখা হবে! কিংবা হয়তো কয়েক বছর পরে! চিনতেই হয়তো পারবো না! হয়তো কোনোদিন আর দেখা হবে না! আবার এমনও তো হতে পারে মাত্র কয়েকদিন পরেই সে ফিরে এলো! পারে না?

মন খারাপ

আপনার লেখা প'ড়ে, আপনারে দেখবার মঞ্চায়! মন খারাপ ভয়ঙ্কর কথা! না? মন খারাপ

দিকশূন্যপুর যদি কোনোদিন পৌঁছাতে পারি, দেখা পাবো আপনার? না কি সেখান-টাও আপনি-শূন্যও?! মন খারাপ

তবে,

" বেলা যায়, আনমনে বেলা যায়-
এলোমেলো হাওয়াখেলা খেলা যায়,
পথে পথে কথানুড়ি ফেলা যায়,
ঢেউয়ে ঢেউয়ে বেহুলার ভেলা যায়-
বেলা যায়, আনমনে বেলা যায়....."

এইরকম বোল-তোলা পাখিটারে আবার ধরেন, প্লিজ। প্লিজ! আপনার লেখা বন্ধ হইলে খুইজা বাইর কইরা খুন করুম কইলাম। মন খারাপ

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তুলিরেখা এর ছবি

সাইফুল, দিকশূন্যপুর অনেক দূর। সবে তো হাঁটা ধরছি, কবে গিয়া পৌঁছাই কেজানে! বিশ্বাস করি সেখানে দেখা হইবই সবার সাথে।
বোল তোলা পাখিটার তো সাড়া পাই না, সাড়া পাইলেই পাখির দিকে রওনা দিমু। এই পাখিরে ধইরা রাখন যায় না তো, নিজে আইসা কাঁধে বসলে তবে ডানায় হাত বুলান যায়। সেই সিদ্ধার্থ আর দেবদত্তের গল্প মনে নাই?
ভালো থাইকেন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাইফুল আকবর খান এর ছবি

সিদ্ধার্থ আর দেবদত্তের গল্প আমার জানা নাই।
এইগুলান আমি জানি না।
আর হৈছে দেখা!
আমি তো এখনও রওনাও করি নাই। মন খারাপ

বুঝতে পারছি- অন্যপুর আর দিকশূন্যপুরের পথেদের কোনো জায়গায় কোনো কাটাকাটি নাই।

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।