ভিক্ষাপাত্র

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শনি, ০৬/০৬/২০০৯ - ৫:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গতজন্মবেলা পৌষের গভীর রাতের ফিনিকফোটা জ্যোৎস্নার মতন, যখন মনে পড়িপড়ি করে কবেকার বিকালের হারানো নীল পুঁতিমালা, আকাশে ডানামেলা মেঘ আর কী যেন একটা কথা যা কবেই ভুলে গেছি।

নরম পালকের মতন হাওয়া, এক্কাদোক্কা খেলার উঠানজোড়া ছক আর কি একটা নাম না জানা পাখি যে উড়তে উড়তে চলে গেছিলো দিগন্তের ওপারে। এইসব এলোমেলো এলোমেলো স্মৃতিবেদন, বেদনসুখ..... সুখের গভীরে সোনালী দুঃখের মতো কীযেন এক অচেনা অনুভব!

এইসব সময়েই জলে ডুব, জলে ডুব, আরো আরো আরো ডুব। ডুব দিয়ে তুলে আনি হারানো ঝিনুক, নীলপাথর, আধভাঙা মার্বেল। আমার সেইসব দিন, সেইসব রোদদিন, মেঘদিন, নীলসবুজদিন, গোলাপীকমলা দিন .....

এ কথামালাও সেই সময়েরই।

তুমুল বৃষ্টি এলো-
ভিক্ষাপাত্র ভরে গেল জলে,
জীর্ণবাসে ছিন্না ভিখারিনী
মুখ রাখে মেঘরাত্রিতলে।

জটাভার কেশজাল ভরে'
ফুটে থাকে নষ্টচন্দ্রকলা,
আঁকিবুকি রেখারেখা মুখে
বল্গাহীন পাথরের ফলা।

উদরে ক্ষুধা ও শাবক
হৃদয়ে সুধা-হলাহল,
শর্তহীন ক্ষুধার্ত প্রণয়
ছিঁড়ে খায় অধরকমল।

নখরে ছিন্ন বুকে ওর
জন্ম নেয় রক্তবীজদল,
বেদনায় নীল ভিখারিনী
নাভিনীলে অশ্রুশতদল।

ঝঞ্ঝারজনীশেষে ভোর
জেগে ওঠে আকাশের কোলে-
চরাচরে জাগে আলোমুখ
ভিক্ষাপাত্র ভরে আছে জলে।

ছবি: আন্তর্জাল


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

খুব সুন্দর লাগলো।

কিন্তু সাত্যকির কী হলো?

তুলিরেখা এর ছবি

পাঠক, ধন্যবাদ।
সাত্যকি তো বেড়াতে গেছে ম্যানড্রেকের সাথে। ম্যাগননের শ্বশুরবাড়ীতে নেমন্তন্ন। কারোলার বোনের বিয়ে কিনা! হাসি
আহা ধূ গো যদি জানতো ম্যাগননের শালী আছে, ছেড়ে দিতো? দেঁতো হাসি

-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আহমেদুর রশীদ এর ছবি

ছুঁয়ে গেলো........

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ, রশীদ।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কবিতা শুরুর আগের কথা পড়েই ফিদা...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তুলিরেখা এর ছবি

হাসি

-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

উজানগাঁ এর ছবি

নজরুল ভাই-র সাথে আমিও একমত। আপনার কবিতার শুরুতেই একটা জাল বিস্তার করেন আপনি। আমরা সেই জালে আটকা পড়েই কুপোকাত। দেঁতো হাসি

তুলিরেখা এর ছবি

না না জাল না, জাল না, মায়াজাল। চোখ টিপি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভালো লাগলো।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

সময়মত এই কবিতা হাতে পাইলে চামে দিয়া প্রেম পত্রের শিল্পগুণ বাড়িয়ে নিতাম ! এইডা বা এর আপন আত্মীয়-স্বজনদের না পেয়ে সব অত্যাচার রবি, জীবন, গুণ বেচারাদের উপর দিয়েই গেছে !

এখন অবশ্য মনে হচ্ছে আপনার কবিতাবলী সংগ্রহ করে আরেকবার সুযোগ নেয়া যায়... দেঁতো হাসি

তুলিরেখা এর ছবি

কন কি? ওস্তাদদের লগে এই আকাট বান্দার তুলনা? কানে ধইরা মাফ চান, আমিও চাই।
তবু ধন্যবাদ। হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ভূঁতের বাচ্চা এর ছবি

অনেক ভাল লাগল। কেমন আছেন তুলিদিদি ?
---------------------------

--------------------------------------------------------

তুলিরেখা এর ছবি

ভালো লাগলো? আহা, শুনে আমারও।
ভালোই তো আছি, মোটামুটি চলে যাচ্ছে, তুমি ভালো তো? -----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।