লাল-নীল(২)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: রবি, ১৪/০৬/২০০৯ - ১:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এইখানে ১ম পর্ব


পাড়াটা মস্ত মাঠের মধ্যে। এ ধারে ওধারে ছড়ানো ছোটো ছোটো গোটা কয় বাড়ীঘর, বাড়ীগুলো ঘিরে ছোটো ছোটো ফল বা সব্জির বাগান, তাকে ঘিরে সীমানাবেড়া। পথঘাট কাঁচা, মাটির। অনেক পরে সেগুলোতে ইঁট ফেলা হয়। বাড়ী কম, মাঠই বেশী। এদিকে ওদিকে অনেক খেজুর গাছ, দু'খানা বটগাছ আর গোটা কয়েক পুকুর।

এত কম সংখ্যক বাড়ী থাকার জন্য সবাই সবাইকে চেনে, যাতায়াতও আছে সবার সব বাড়ীতে। বাড়ীর বাগানে ফলমূল যাই হোক, পাড়ায় সবাই বিলোয়। একটা এক পরিবার-এক পরিবার ভাব। পাড়ায় ছোটোদের খেলার জায়গা অঢেল। প্রচুর মাঠ, উত্তরে দক্ষিণে পুবে পশ্চিমে। এক এক বিকেলে এক এক মাঠে খেলা জমে। কাকজোড়া, জেলেমাছ, বুড়ী-বসন্তী, নামপাতাপাতি, লাফদড়ি, চু-কিৎকিৎ, রুমালচোর--কত রকমের খেলা! সব খেলাই একদিন ভুলে যাবে সবাই, খেলার জায়গাগুলোও তো আর থাকবে না! সেদিন তো তারা কেউ সেকথা জানতো না!

পুরো পাড়াটার পশ্চিম জুড়ে বিশাল ধানের ক্ষেত, আদিগন্ত ছড়ানো। শেষ বিকেলে দূরে পশ্চিমে মেঘগুলোকে রাঙা করে দিয়ে সূর্যটা টুপ করে দিকচক্রের নীল বৃক্ষরেখার নীচে ডুবে যায়।

তুলি আর পুতুল তখন খেলা ছেড়ে চলে এসেছে ধানক্ষেতের ধারে। অস্তমান সূর্যের কোমলপ্রভ চেহারার দিকে চেয়ে পুতুল বলে," চল্ তুলি,আমার দুজন ঐ সূর্যের মধ্যে যাই।"

তুলি আঁৎকে উঠে বলে, "যা:, সূর্যের মধ্যে আবার যাওয়া যায় নাকি?"

পুতুল বলে, "ঐ যে নিল আর্মস্ট্রং না কারা যেন চাঁদে গেছে? তবে? চাঁদে যদি যাওয়া যায়, তাহলে সূর্যে কেন যাওয়া যাবে না?"

তুলি বলে," চাঁদ তো ঠান্ডা, পাথুরে। সূর্য যে আগুন! গেলে পুড়ে ছাই হয়ে যাবে না মানুষ?"

পুতুল বলে," আগুনে পোড়ে না এমন পোষাক যদি তৈরী করা যায়, সেগুলো পরে নিয়ে যাওয়া যাবে না?"

তুলি যদিও তখনো সন্দিগ্ধ, তবু বলে, "তাহলে হয়তো যাওয়া যাবে।"

পুতুল হাসে, কত স্বস্তি পেয়েছে যেন! বলে," চল তাহলে আমরা যাই ওদিকে।"

অমনি দুটি বালিকা ছোটো ছোটো পায়ে হাঁটতে থাকে শস্যরিক্ত ধানজমির আলের উপর দিয়ে ঐ পশ্চিমে রঙীন সূর্যাস্তের দিকে। সন্ধ্যার তরল অন্ধকার নেমে আসতে থাকে, ফিনফিনে কুয়াশার মতন। পুতুল বলে,"চল তুলি, এবারে আমরা ফিরি।"

তুলি বলে,"চল। শাঁখ বাজছে, শুনতে পাচ্ছিস?"

সত্যি তখন বাড়ীতে বাড়ীতে সন্ধের শাঁখ বাজানো শুরু হয়ে গেছে। ওরা দু'জনে ফিরতে থাকে, এসে পড়ে পাড়ার কাছে। তুলিদের বাড়ীটাই আগে পড়ে। পুতুল বলে," তুলি, আমায় এগিয়ে দিবি না?"

তুলি রাজী হয়, বেশ খানিকটা এগিয়ে পুতুলদের বাড়ীর কাছাকাছি হয়েছে কি হয়নি,পুতুল বলে, "চল তোকে ও আমি এগিয়ে দিই।" আবার দুজনে ফিরতে থাকে।

মাঝামাঝি এসে দুজনের কি হাসি! পুতুল বলে, "এইভাবে তুই আমাকে আর আমি তোকে এগিয়ে দিতে দিতে রাত ঘনিয়ে আসবে।"

পথের মাঝখান থেকে বিদায় নিয়ে যে যার বাড়ী চলে যায়। ছবিসুতো এইখানে এসে আবার হারিয়ে যায়। হ্য়তো আবার সুতো জ্বলজ্বল করে উঠবে ঐ লাউমাচার কাছে ঘুঘু-মায়ের বাসায় যখন তারা উঁকি দেবে তখন বা হয়তো ঐ পুবের দিকে বোসপুকুরের জলের উপরে ঝুঁকে থাকা নারকেল গাছের কাছ দিয়ে আসতে আসতে ওরা যখন দেখবে আলতাপরী পাখি।

(এক কাপ চা খেতে যাই এবার হাসি )


মন্তব্য

তানবীরা এর ছবি

এইভাবে তুই আমাকে আর আমি তোকে এগিয়ে দিতে দিতে রাত ঘনিয়ে আসবে।"

আসলেই কি তাই ?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তুলিরেখা এর ছবি

হাসি

-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই দেশ থেকা চা উঠায়া দেওয়া উচিত...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তুলিরেখা এর ছবি

চায়ের ব্যাঞ্চান? চোখ টিপি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ব্রুটাস, তুমিও !!!
শেষমেষ আপনিও চা খেতে শুরু করলেন, তুলিরেখা ? ইয়ে, মানে...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তুলিরেখা এর ছবি

আহা, চা তো আমি অনেকদিন ধরেই খাই। চোখ টিপি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

স্নিগ্ধা এর ছবি

চা খেতে গেছেন ভালো কথা, কিন্তু দয়া করে খেয়ে টেয়ে নিয়ে ফিরেও আসবেন!

পুতুলের সাথে যোগাযোগ আছে এখনও? হাসি

তুলিরেখা এর ছবি

চা খাওয়া কি শেষ হয় অত সহজে? হাসি
যোগাযোগ আছে সামান্য, দেশে গেলে দেখা হয়। তবে কিনা কালের গতিতে ভেসে যাচ্ছি সবাই, দুনিয়ার সব যোগাযোগই মৌহূর্তিক।
মহাভারতে আছে, সমুদ্রে ভেসে চলতে চলতে দুইটি কাষ্ঠখন্ড যেমন সামান্য সময়ের জন্য কাছাকাছি আসে আবার ভেসে দূরে কোথায় চলে যায়, এ দুনিয়ায় প্রাণীগণের সম্পর্কও তদ্রুপ। মন খারাপ
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

স্নিগ্ধা এর ছবি

যদি বেশীরভাগ ক্ষেত্রে তা হয়ও, তাও আমি ঘোষণা দিয়ে মহাভারতের এই থিওরিকে অস্বীকার করলাম, হুঁহ!!!!

সাইফুল আকবর খান এর ছবি

হায় হায়! 'মহাভারত অশুদ্ধ'! চোখ টিপি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তুলিরেখা এর ছবি

মহাভারত এত যুদ্ধ টুদ্ধ সামলাতে গিয়ে আরকি এফেকটিভ থিওরি দিয়ে ছেড়ে দিয়েছে! হাসি
নইলে স্মৃতিকে আনতে গেলেই তো নতুন ফ্যাক্টর ঢুকে পড়ে! স্মৃতি থেকে তো কাউকে মোছা যায় না!
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাইফুল আকবর খান এর ছবি

অত চা খাওন ভালু না কিন্তুক! খাইছে

(হঠাত্ এক ঝলকের জন্য মনে হচ্ছিল যেন 'পথের পাঁচালী' দেখছি! হ্যাঁ, পুরোটা জুড়ে দেখলাম আরো কতো কিছু! কতো মন! কতো সময়! কতো মানুষ! কতো পাখি! কতো ছবি! কতো সুর!)

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তুলিরেখা এর ছবি

আমাদের নাটক এর গল্প শুনলে তো আরো অনেক মানুষ দেখতে পাবেন! উফ সে যা কান্ড হয়েছিলো! হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তুলিরেখা এর ছবি

আর চা? আহা, রয়ে সয়ে চা খেয়ে হেলেদুলে বেড়াতে বেরোনো তো বেশ ভালো! হাসি
তাড়াহুড়া করা মানে কার পন্থায় চলা?
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাইফুল আকবর খান এর ছবি

বেশ তো, নাটক-সিনেমার সব গল্পই বলেন আস্তে আস্তেম, আমিও চায়ে ভিজিয়ে চুবিয়ে আপনাদের সময়গুলো গল্পগুলো চাঁখি। হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।