ডানায় রৌদ্রের গন্ধ

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শুক্র, ০৪/১২/২০০৯ - ৯:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

স্বল্পায়ু বসন্ত শেষ হয়ে তখন গ্রীষ্ম গড়িয়ে এসে ছড়িয়ে গেছিলো কৃষ্ণচূড়ার লালে আর রুখু লালমাটির পথে ধূলার আঁচলে। সেই পথেই প্রথম দেখা হয়েছিলো শ্রবণ আর ঋতির। তারপর কত বর্ষা শরৎ হেমন্ত শীত গড়িয়ে গেল, কোথায় গেল তারা?

বছরের পর বছর পাশাপাশি চলে তাদের দিনরাত, কিন্তু প্রথম দেখার ম্যাজিক মুহূর্তটা তো আর ফিরে আসে না! পুরানো হয়ে যাওয়া সম্পর্কগুলোর মধ্যে এত ক্লান্তি জমে ওঠে কেন?

কোনোদিন ঝিকিমিকি ভোরে বা কোনো মেঘছায়া দুপুরে হঠাৎ কি আবার উড়ে যাওয়া যায় না সেই আকাশে, সেই ম্যাজিক আলোয়, সেই অন্তহীন প্রথম দেখার মরূদ্যানে? লুকিয়ে রাখা ডানায় আবার কি এসে লাগতে পারে না নতুন রৌদ্রগন্ধ?

ক্লান্তি আমার ক্ষমা করো যদি বলি
করবে কি ক্ষমা, ধরবে কি এসে হাত?
কবে যে কোথায় হারিয়েছে ধূলিখেলা
কোন্ অমারাতে লুকিয়ে গিয়েছে চাঁদ।

এখনো অনেক পথ তো রয়েছে বাকি
দু'পায়ে এখনি এত যে ক্লান্তি কেন!
খররৌদ্রের দুপুর এখনো ঢলেনি
এখনি দু'চোখে এত ঘুম নামে কেন?

পথের গোলাপ তৃষ্ণা নিয়েছে ছিঁড়ে
নগ্ন দু'পায়ে কেবলি যে কাঁটা ফোটে,
গোড়ালি ছাপিয়ে অবুঝ রক্ত ঝরে,
বুকের পুকুরে নিঝুম দুপুর জোটে।

ক্লান্তি আমার ক্ষমা করো যদি বলি,
আসবে কি তুমি, ধরবে কি এসে হাত?
স্মৃতিবেদনার গহীন প্রহর থেকে
উদ্ধার করে ঘুচাবে কি পরমাদ?


মন্তব্য

নাশতারান এর ছবি

পথের গোলাপ তৃষ্ণা নিয়েছে ছিঁড়ে
লাইনটা ভালো লাগল।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ বুনোহাঁস।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

ভালো লাগল।
মধুবন্তী মেঘ (অতিথি লেখক)

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ মধুবন্তী মেঘ।
আপনার নামটি অসাধারণ সুন্দর।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ তুলিরেখা, আমার নাম সুন্দর হতে পারে কিন্তু আপনার লেখা যে আরও অনেক অনেক বেশী সুন্দর। কি করে এত ভালো লিখেন?

তুলিরেখা এর ছবি

আপনার চোখের গুণে ভালো দেখেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তুলিরেখা এর ছবি

আহা! এ কোবতে আর কী ই বা কোবতে! আউফ দ্দীণু বা পৌণেপাতলুন ঢ়ৈষুর ধারেকাছেও যায় না।
তা, আপনার বাইশজন শালিকা লইয়া ফুচকা ভক্ষণ প্রোজেক্টের কি খবর? চিন্তায় আছি তো। চিন্তিত
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

বালক এর ছবি

ডানায় রৌদ্রের গন্ধ
শিরোনামটি বেশি ভালো লাগলো। কবিতা খারাপ লাগেনি...
****************************************************************************
" মানুষ ভজলে সোনার মানুষ হবি "

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ বালক, শিরোনাম জীবনানন্দের থেকে ধার করা। হাসি

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

জুয়েইরিযাহ মউ এর ছবি

এখনো অনেক পথ তো রয়েছে বাকি
দু'পায়ে এখনি এত যে ক্লান্তি কেন!

কবিতাটি ভালো লাগলো, গদ্যটুকুও।

----------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ মউ।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাইফুল আকবর খান এর ছবি

খররৌদ্রের দুপুর এখনো ঢলেনি - এ লাইনটা একটু খাপছাড়া লাগলো পুরোটার ছন্দের থেকে। শব্দের বিন্যাস এদিক-ওদিক ক'রেই হয়তো খাপে-খাপ করা যেতো। যাক।

সামগ্রিকে খারাপ তো আপনি লিখতে পারেন না। একদিনও আমার কাছ থেকে একটা চারতারাও কামাইতে পারলেন না! সবসময় আমার পঞ্চতারা পঞ্চমুখই হ'তে হয় শুধু। বোরড লাগে না আপনার?

হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তুলিরেখা এর ছবি

এ লেখাটার কবিতাংশটা পুরানোকালের, প্রায় বছর চার-পাঁচ আগের লেখা। তাই খাপছাড়া হয়ে গেছে। তখন হাতও কাঁচা ছিলো।

আপনার নতুন লেখাপত্র কই?
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাইফুল আকবর খান এর ছবি

আর আমার আবার নতুন লেখাপত্র! আমরা লিখলেই বা পড়ে কে? হাসি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।