অচেনা নীলপাখি

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: রবি, ১৩/১২/২০০৯ - ৬:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাগানে বিশাল জাল। সজনে গাছের ডালপাতা থেকে ঝুলছে আটকোণা এক বিরাট জাল, ও জাল বাগান-মাকড়সারা বোনে। সবটা জুড়ে বিন্দু বিন্দু রাতের শিশির, ভোরের আলোয় হীরার কুচির মতন জ্বলে। আমি চমকে উঠে থমকে যাই।

মনে পড়ে অনেক আগের এক বৃষ্টিথামা সন্ধ্যার কথা, সেখানে ছিলো একটা হঠাৎ বাতিনেভা অন্ধকার আর ভ্যাপসা গরম, বেরিয়ে এসে দেখেছিলাম মেঘ কেটে গিয়ে চাঁদ উঠছে আর সামনের বাড়ীর বাগানের সুন্দরী আমলকী গাছটার জলকুচি ভরা পাতায় পাতায় চাঁদের আলো ঝলমল করে হাসছে। বাতিনেভা, হাওয়াথামা, গরম- সব অভিযোগ কোথায় চলে গেল, আলোর হীরাকুচি অক্ষরে সেই মুহূর্তটা আটকে গেল মণিকোঠার গোপণ কৌটায়। মাঝে মাঝে অচেনা হাওয়ায় নক্ষত্রের ফিসফিস শুনে মনে হয়, মনে হয়....না, থাক, কী হবে সেসব কথা ভেবে?

রহস্যের পর্দারা কাঁপে খুব কাছেই, রহস্যভেদের তীব্র আনন্দ
দুর্বল হৃৎপিন্ডে সইবে না বলে পর্দা তুলি না,
উঁকি দিই না সেই ভিতরমহলে-
থাক, সে নিজের মতন থাক।

অচিন গাছটা দোতলার ঘরের জানলা দিয়ে
মাথা ঢুকিয়ে ঝুঁকে পড়ে আমার বন্ধ চোখের উপরে।
আমি ঘুমের ভান করে পড়ে থাকি, চোখ মেলি না-
ভয়ে বুক দুরদুর করে যদি রহস্যভেদ হয়ে যায়!

নদীটা ফিসফিস করে কথা বলে-
বসন্তের ভোরে স্নানের সময় সে কানের কাছে
বলছিলো কোন্‌ এক ডুবে যাওয়া চন্দ্রলেখার কথা।
আমিও এক চন্দ্রলেখাকে চিনতাম,
সেও নদীর মতন ছিলো....
কান বন্ধ করে স্নান সেরে উঠে আসি।
কী দরকার নদীর কথা শোনার?

মাঝরাতে জেগে উঠে বাইরে গিয়ে
আকাশ দেখলে তারাগুলোকে কেমন যেন লাগে-
মনে হয় কথা বলার আগে ঠোঁটে যেমন কাঁপন ওঠে
ওদের আলোয় তেমনি কিসের কাঁপন!
ওরা বলে দেবে নাকি সব গোপণ কথা?
ভয়ে শিউরে উঠে চোখ বুজে ঘরে দৌড়ে আসি।
উপুড় হয়ে শুয়ে বালিশে মুখ গুঁজে ঘুমিয়ে যাই।

রহস্যভেদ হয়ে যাবার ভয়ে শিরশিরে প্রাণকণা নিয়ে
বসে থাকি, সেইটুকু হয়ে গেলেই তো সব শেষ!
সেইটুকু কখনো না হোক-
অচেনা নীলপাখি সে গভীর আকাশে অশেষ হয়ে থাক,
আমি শান্তিতে চোখ বুজি।


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

আপনার এই অসামান্য "কবিতা"গুলোর কথা ব্রততী বন্দোপাধ্যায়েরা জানলে লুফে নেবে, চমৎকার আবৃত্তির অ্যালবাম হবে একটা। যোগাযোগ করে দেখুন না যদি উৎসাহ থাকে।

তুলিরেখা এর ছবি

হাসি
"খাচ্ছিলো তাঁতী তাঁত বুনে/ কাল হলো তার তানপুরা কিনে।" আরে এসব প্রবাদ ট্রবাদ কি আর এমনি এমনি? আমাদের মতন সরলসোজা তাঁতীদের সাবধানে রাখার জন্য। হাসি

ধন্যবাদ জানবেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নৈষাদ এর ছবি

ভাল লাগল। ভূমিকাটাও দারুন হয়েছে। অতি পরিচিত দৃশ্য, হায়, এখন আর দেখা হয়ে উঠে না...।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ নৈষাদ।
ভূমিকা দেওয়ার ব্যাপারটা একেবারে জরুরী হয়ে পড়ে সচলে, নইলে ইয়া লম্বা কোবতে প্রথম পাতায় এসে একেবারে পৌনেপাতলুন ঢ়ৈষু কেস। হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অবাঞ্ছিত এর ছবি

আপনার লেখা আসলেই অসামান্য।

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ। আসলে যিনি পড়ছেন তার চোখের আর মনের গুণ! হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ভ্রম এর ছবি

চমৎকার লাগলো।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ ভ্রম। হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অনিকেত এর ছবি

এইরকম চমৎকার লেখাগুলোকে 'কবিতা' ক্যাটাগরীতে না ফেলার পেছনের কারণটা কি জানতে পারি??

কিছু মনে করবেন না তুলিরেখা---
এমন সুন্দর কবিতাগুলোর গায়ে কেবল 'ব্লগরব্লগর' ট্যাগ জুড়ে দেয়া মানহানিকর এবং ক্ষেত্র বিশেষে বিরক্তিকর।

ক্ষমা চেয়ে নিচ্ছি রূঢ় প্রকাশভঙ্গীর জন্যে।

ভাল থাকুন।

তুলিরেখা এর ছবি

আমিও ক্ষমা চাই অনিকেত।
আসলে কিছুটা গদ্য টাইপের বকবক করে তারপরে কয়েক পংক্তি ছন্দ মেলানো কথা যা কারুর কারুর কাছে কবিতা মনে হয়-এরকম জিনিসকে কোন্‌ ট্যাগে ফেলবো বুঝতে পারি না। যাঁরা খুব নিয়ম মানা কবি, যাঁরা একেবারে তাললয় মাত্রা ঠিক রেখে অপ্রচলিত জটিল শব্দ ব্যবহার করে কবিতা লেখেন ও সেইরকম কবিতাই পড়েন ও পড়তে চান, তাঁরা হয়তো একে কবিতা ট্যাগে ফেললে বিরক্ত হবেন। এ যে শাঁখের করাত! তাহলে?

লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অনিকেত এর ছবি

তুলিরেখা,

আমার মনে হয় অন্য কেউ কী মনে করল তারচাইতে জরুরি হল--আপনি নিজে কী মনে করেন? আপনার কাছে কি লেখাগুলো কবিতা? যদি আপনার মনে লেখাগুলো কবিতা হয়ে থাকে--তাহলে চোখ বন্ধ করে একে কবিতা ট্যাগে ফেলুন। আর নীচে নজরুল ভাই যেটা আপনাকে বলতে চাচ্ছিলেন সেইটা মনে হয় খানিকটা এইরকমঃ আপনি 'ব্লগরব্লগর' ট্যাগ ব্যবহার করেন বলে কেউ যদি এসে কবিতা খুঁজে পেতে পড়তে চায়---তাহলে আপনার এই সুন্দর কবিতাগুলো সে দেখতে পাবে না---স্রেফ ঐ ট্যাগ-ভুক্তির কারণে।

দাঁড়িওয়ালা বুড়ো অনেক আগেই বলেছিল ' কবি তব মনোভূমি---অযোধ্যার চেয়েও সত্য জেনো'
অন্য কে কী বলল, কী এসে যায় তাতে!!

শুভেচ্ছা নিরন্তর---

তুলিরেখা এর ছবি

আমি নিজে এগুলোকে কবিতা মনে করার স্পর্ধা করি না। আর পাঠকের পাতে পরিবেশিত হবার পরে কিন্তু তার মতের দাম লেখকের থেকে অনেক বেশী।

ভালো থাকবেন। সবসময়।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

ভালো লাগল। অনেক ভালো। এমন সুন্দর কবিতা, পড়ে মন ভরে যায়, নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি আপনার কবিতার ছন্দে, বর্ণনায় আর ভাষায়।
ডি,এম,কামরুজ্জামান।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ ডি এম কামরুজ্জামান(দলছুট)।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মৃত্তিকা এর ছবি

অসম্ভব, অসম্ভব এবং অসম্ভব ভালো লাগলো লেখাটুকুন এবং কবিতাটুকু.........এর চেয়ে সুন্দর করে বোঝাতে পারছিনা।

তুলিরেখা এর ছবি

অনেক অনেক অনেক ধন্যবাদ মৃত্তিকা। ভালো থাকুন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নাশতারান এর ছবি

অদ্ভুত সুন্দর।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ বুনোহাঁস।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

দ্রোহী এর ছবি

কবিতার 'ক' ও বুঝি না। তাই লাইনগুলো জোড়া দিয়ে গল্পের মতো বানিয়ে নিলাম। ভালো লেগেছে। ☺

তুলিরেখা এর ছবি

আপনার কাছে যা মনে হবে লেখাটা তাই। গল্পই বলুন আর কবিতাই বলুন বা নিছক চায়ের আড্ডায় বসে কিছু লেখা পড়ে শোনানো, সবই সত্যি।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ট্যাগের বিষয়টা কিন্তু খেয়াল করা উচিত। এগুলো কিন্তু এক জায়গায় জমা হয়। কবিতা ট্যাগওয়ালাগুলো জমা হয় কবিতার ভাণ্ডারে। সচলে ঢুকে কেউ যদি কবিতা ট্যাগে ক্লিক মারে, তাহলে শুধু কবিতাগুলোই পড়তে পারবে সে। এরকম সবকিছুতে।

তো ব্লগরব্লগর ট্যাগ করার ফলে আপনার এই কবিতাগুলো কিন্তু কবিতার ভাণ্ডারে জমা পড়ছে না, জমা হচ্ছে ব্লগরব্লগর ভাণ্ডেই... খুউপ খিয়াল কইরা
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তুলিরেখা এর ছবি

আগেও অনিকেতকে যা বললাম আবার আপনাকেও বলি। কিছুটা গদ্য বকবক করে তারপরে কয়েক পংক্তি মেলানো মেলানো কথা বা কখনো মেলানোও নয়, নেহাত ছোটো ছোটো লাইনে লাইনে লিখে যাওয়া কিছু আকুলতার প্রকাশ যা কারুর কারুর কাছে কবিতা মনে হয়-এরকম জিনিসকে কোন্‌ ট্যাগে ফেলবো বুঝতে পারি না।

যাঁরা খুব নিয়ম মানা কবি, যাঁরা একেবারে তাললয়ছন্দমাত্রা ঠিক রেখে অপ্রচলিত জটিল শব্দ ব্যবহার করে কবিতা লেখেন ও সেইরকম কবিতাই পড়েন ও পড়তে চান, তাঁরা হয়তো একে কবিতা ট্যাগে ফেললে বিরক্ত হবেন। এ যে শাঁখের করাত! তাহলে?

অন্য কোনো ট্যাগ কি করা যায় না?

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

শেখ নজরুল এর ছবি

এককথায় চমতকার!
শেখ নজরুল

শেখ নজরুল

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ শেখ নজরুল।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

জুয়েইরিযাহ মউ এর ছবি

ভেতরটা ছুঁয়ে গেল কবিতা আর কবিতার ছোঁয়া লেগে থাকা গদ্যাংশটুকুও।
দারুণ হাসি

-------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ মউ।
----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

দিশা এর ছবি

চমৎকার লাগলো।

দিশা
_____________________________
যে পাখি আকাশে ওড়ে আকাশ ছোবার ইচ্ছেয়

দিশা
_____________________________
যে পাখি আকাশে ওড়ে আকাশ ছোবার ইচ্ছেয়

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ দিশা।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

আপনার লেখা পড়ে আজকাল খুব দ্বিধায় থাকি!যা দেখি তার সব ই ভালো !প্রশংসা করতে কৃপণ নই আর স্বজাতি প্রীতি তো আছেই তবু ভাল লেগেছে ভাল হয়েছে এগুলোর বাইরে বোধহয় আর কিছু বলা হয়না!কি মুশকিল!*নক্ষ্ত্র

তুলিরেখা এর ছবি

নক্ষত্র,
আপনার সহৃদয় মন্তব্যের জন্য ধন্যবাদ।
স্বজাতিপ্রীতি ব্যাপারটা বুঝলাম না। যদি দয়া করে বোঝান।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

যে কোন সচল লেখিকার লেখা প্রবল উৎসাহ নিয়ে পড়ি!আমি নিজে ও যে এই দলে!লেখা শুধুই লেখা সেটা যেই লিখুন তবু স্বজাতিপ্রীতি আছে এটা স্বীকার করেই নিলাম আর কি!*নক্ষ্ত্র

সাফি এর ছবি

হুমম খুব কোবতে হচ্ছে দেখি? ভালু ভালু দেঁতো হাসি

তুলিরেখা এর ছবি

হাসি

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।