আকাশে এসেছিলো রাঙাবাদল

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শুক্র, ১২/০২/২০১০ - ৩:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মস্ত বড় গোল চাঁদ উঠে আসছিলো পুব দিগন্তের ঘন নীল বৃক্ষরেখা থেকে, পশ্চিমের মেঘগুলো ততক্ষণে সন্ধ্যারঙে স্নান করে গোলাপীকমলা হয়ে গেছে। আর একটু পরেই ওরা রঙ হারিয়ে মিশে যাবে রাত আকাশের কোমল কালোয়। আরো রাতে জ্যোৎস্না তেজী হলে তখন মেঘগুলোকে দেখাবে ম্যাজিকদেশের মেঘের মতন।

আজকের সন্ধ্যাটা ভারী অদ্ভুত। ছাদ থেকে চন্দ্রোদয় দেখতে দেখতে মনে পড়ে চন্দ্রার কথা, সে এখন অনেক দূরের দেশে থাকে। কোনো যোগাযোগ রাখে না দেশের সঙ্গে, না ফোনে না চিঠিতে না অন্য কোনোভাবে। থাক, সে যদি ওভাবেই সুখে থাকে, তাই থাক।

তন্দ্রার কথাও মনে পড়ে, সে আরো অনেক অনেক দূরে, আরো গভীর আকাশব্যবধানে---কিন্তু তন্দ্রা ভোলে নি তার পৃথিবী, এর কোমল মায়া, এর যত ভালোবাসা ঘৃণা রাগ দুঃখ অভিমান পাওয়া আর না পাওয়া। তনু উ উ উ উ, তুই কোথা-আ-আ য় ? তুই যেখানে আছিস সুখে আছিস কি? যে ভালোবাসা চেয়েছিলি সেখানে তা পেয়েছিস কি?

জ্যোৎস্না তীব্র হয়ে উঠেছে, কোথা থেকে একটা পাগলা কোকিল ডাকছে কুহু কুহু কুহু। এলোমেলো দখিণা হাওয়া পাগলের মতন এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিকে দৌড়াচ্ছে। কী এক অজানা ফুলের মৃদু সৌরভ বাতাসের আঁচলে!

ছোট্টো দিঘিটির আয়নাজল
আমাকে বলেছিলো,"আসবি, বল্‌?"
দূরের নদী ডাকে ভুলসাগর-
চাঁদের আঁচ ছুঁয়ে রাতজাগর।
ফাগুন রেখে গেছে আগুনডাক
চৈত্রসাঁঝে ওড়া জোনাকঝাঁক-
সখীরা বলেছিলো জলকে চল্‌
আকাশে এসেছিলো রাঙাবাদল....


মন্তব্য

স্নিগ্ধা এর ছবি

পড়লাম, পড়ে আছাড় খেলাম, এবার খুশি? চোখ টিপি

তুলিরেখা এর ছবি

আরে সেদিন একজন পিছলা বরফে দুম করে পড়ে গেছে, বিভুঁইয়ে তার সবচেয়ে আপন লোক তার পাশেই ছিলো। সে তাকে ধরে না তুলে হাসতে হাসতে কুটিপাটি হয়ে নাকি বলেছে, "তুমি এমন ল্যাবন্ডিশ! দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে গেলে!"
ভাবুন তো একবার!!!!
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

স্নিগ্ধা এর ছবি

সেই কুটিতপাটিতকে একটা কথা জিজ্ঞেস করবেন, প্লিজ? 'দাঁড়িয়ে, দাঁড়িয়ে' না থেকে 'শুয়ে, শুয়ে' আছাড় কেম্নে খায়? কে খায়? কেন খায়?

আবার ভাব্বেন্না যেন আমিও খাইসি, বেরই হই নাই, আছাড় খাবো কি? গতকাল পর্যন্ত তো চললো ব্লিযার্ড। এই এখন একটু বের হবো, নাইলে এরপর আমি আর আমার মেয়ে হয়তো মারামারিও শুরু করে দিতে পারি!

যুধিষ্ঠির এর ছবি

হুমমমমম... আপনি দেখি আছাড়ের কথা শুনেই রেগে যাচ্ছেন! আবার বললেন যে "আবার ভাবেন্না যেন আমিও খাইসি..." - কেমন যেন ভাড়ার ঘর আর কলা সিনড্রোম মনে হচ্ছে।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আমারও যেন সিরামই মনে হচ্ছে, যুধিষ্ঠির'দা। দেঁতো হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্নিগ্ধা এর ছবি

@ যেধো, আহা কিছুদিন আগেই কার যেন এক অমৃতবচন পড়েছিলাম - "ঘুঁটে পোড়ে, গোবর হাসে"! তা, শিকাগো বুঝি মরুভূমি হয়ে গেছে, বরফ টরফ পড়বে না আর কোনদিন???

@ শিমুল, আপনার মনে এসব কী হচ্ছে আজকাল?! দুর্জনের কুপ্রভাব থেকে বেরিয়ে আসুন!

তুলিরেখা এর ছবি

স্নিগ্ধাজী,
আপনার তপস্যার তেজে এখানে কাল রাত থেকে তুষারপাত শুরু হয়ে গেছে। এখন চারিদিকে সাদা হয়ে গেছে। লোকে মহা আনন্দ করছে। আছাড় খাবার সম্ভাবিলিটি বেড়ে গেছে কিনা! বারফিক প্রেমের কাঙাল এরা। হাসি
আপনার ওখানে কেমন অবস্থা?
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

স্নিগ্ধা এর ছবি

অবশেষে আজকে জীবনযাত্রা একটু স্বাভাবিক হয়েছে! ব্বাপ্রে বাপ, পরপর দুই ব্লিযার্ডের কারণে গত শুক্রবার থেকে গতকাল পর্যন্ত ডিসি, ভার্জিনিয়া, মেরিল্যান্ডের সমস্ত স্কুল, অফিস সব বন্ধ ছিলো, ভাবতে পারেন??

জানি কু-লোকেরা বিশ্বাস করবে না, কিন্তু এবার এখনও বারফিক প্রেম আমায় কাছে টানেনি দেঁতো হাসি

তিথীডোর এর ছবি

"তুমি এমন ল্যাবন্ডিশ!" গড়াগড়ি দিয়া হাসি

--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

চন্দ্রোদয় - শব্দটা কি আপনার বানানো। এই প্রথম জানলাম,
আমার এখানে তো দেখি দিনের বেলায় বিশাল গোল চাঁদ আর সূর্যটা পাশাপাশি ছোটে হাসি

স্বপ্নদ্রোহ

তুলিরেখা এর ছবি

আরে না না, চন্দ্রোদয় পুরানো দিনের লেখকেরা অনেকেই ব্যবহার করেছেন। "রাত্রি দ্বিতীয় প্রহরে চন্দ্রোদয় হইলে আমরা ফিরতি যাত্রা শুরু করিলাম।" এইধরনের লাইন পড়েছি মনে পড়ছে, কোথায় পড়েছি মনে পড়ে না।

কিন্তু কী সাংঘাতিক, আপনাদের ওখানে সূর্য আর চন্দ্র একসঙ্গে চলে আকাশে? কোন্‌ গ্রহে থাকেন মশাই? হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মনামী এর ছবি

স্রষ্টার সুন্দরতম সৃষ্টি করুণরস - আমি না এক ইরানী নারী কবির বলেছেন। আপনার লেখাগুলো সে কথাকে সত্যি করে বার বার। অসাধারণ।

তুলিরেখা এর ছবি

আপনার মন্তব্যটি এত কোমল এত সুষমাময় যে ছুঁতে ভয় করে, মনে হয় যদি ভেঙে পড়ে!
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আশরাফ মাহমুদ এর ছবি

ভালো লাগল, বরাবরই লাগে।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ আশরাফ মাহমুদ।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

বইখাতা এর ছবি

চমৎকার !

তুলিরেখা এর ছবি

আপনাকে ধন্যবাদ দিয়ে স্নান করিয়ে দিলাম। হাসি

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

জুয়েইরিযাহ মউ এর ছবি

ভাল্লাগলো হাসি

-----------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ মউ।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

আমি না ঠিক কমেন্ট করতে পারি না... এটা আমার দীর্ঘদিনের সমস্যা!
ভাষা খুঁজে পায় না... মন খারাপ

ছোট্ট লেখা।। কিন্তু সুন্দর... হাসি

-নীল রোদ্দুর

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ নীল রোদ্দুর।
নীল রোদ্দুর শুনলেই কার্ল সাগানের কনট্যাক্ট গল্পটা মনে পড়ে যায়, সেখানে সেই নীলতারা ভেগা (অভিজিৎ)র কাছে অভিযানের কথা ছিলো! কল্পনায় নীল রোদ্দুর দেখতে পেতাম, নীল নক্ষত্রের রোদ্দুর তো নীলই হবে, না? হাসি
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নীল রোদ্দুর এর ছবি

আপনার কল্পনা আমার চেয়েও রঙ্গিন... খুব ভালো লাগছে... যা চোখে দেখা যায় না... সেইসব কল্পনা বাস্তব পৃথিবীর উলটো দিকে দাঁড়িয়ে থাকা এক অন্য পৃথিবী... হাসি
আমি সেই পৃথিবীর মানুষ হতে চাই। --------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

তুলিরেখা এর ছবি

শুনে খুব ভালো লাগলো।
জ্যোৎস্নাপৃথিবীর মানুষ আপনি, নীল পালকের উড়নযানে করে নীল অরণ্যের উপর দিয়ে উড়ে যেতে যেতে কোনোদিন হয়তো দেখা হয়ে যাবে! হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।