মগ্নচন্দ্রা

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শনি, ২৭/০২/২০১০ - ৮:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজকাল শ্রবণের খুব শীত লাগে। শীতের দেশেই তো আছে অনেকদিন, কিন্তু এখন যেন বেশী বেশী লাগে শীত! অদ্ভুত কান্ড! তুষারে যদিও মাটি ঢাকা, ঝিরঝির করে পড়েও তুষার সময়ে অসময়ে, কিন্তু ন্যাড়া গাছভর্তি হাজার কুঁড়ি ধরেছে, ফুল ফুটতে দেরি নেই। তারপরে ফুলেদের সঙ্গ ধরে আসবে নতুন পাতার দিন। বসন্ত, আবার!

সময় একলা চলে নিজের মনোমতো, সে কখনো ফুল ফোটায়, পাতা জাগায় আবার কখনো সব শূন্য করে ধুয়েমুছে কোথায় নিয়ে যায়। চন্দ্রা চলে গেছে আজ তিনবছর হয়ে গেলো। সময়ের সঙ্গে সঙ্গে নাকি স্মৃতি ফিকে হয়ে আসে, কই আজও তো তার বুকের ভিতরে চন্দ্রার ছবি এতটুকু অনুজ্জ্বল হলো না?

শেষরাতে ঘুম ভেঙে শ্রবণ জানালার পাশে চুপটি করে বসে চেয়ে থাকে অলৌকিক চাঁদের দিকে, আমাদের চেনাজানা ধরাছোঁয়া দেখাশোনার জগতের বাইরের এক আশ্চর্য জগৎ তাকে হাতছানি দেয়। এরকম করে কে তাকে ডাকে? সে কি কাছে? সে কি দূরে? ডাকে যদি তবে কেন শুধু ডেকেই চলে যায়, কেন জোর করে টেনে নেয় না?

দিন থেকে রাত রাত থেকে আবার নতুন দিন, কাজের চাকায় আষ্টেপৃষ্ঠে জড়ানো মানুষেরা ঘুরে চলে ঘুরে চলে। পিঁপড়ের মত অনবরত খুদ সংগ্রহ করে চলা জন্ম থেকে মৃত্যু। শ্রবণ ও তাদের মতই, সেও তো এই অমোঘচক্রের বাইরে নয়। তাহলে কেন এমন অতিলৌকিক মুহূর্ত আসে যখন তার মনে হয় একটা পর্দা উড়ে যেন তার চোখের সামনে একঝলকের জন্য দেখিয়ে গেল গহনের এক রহস্যলোক?

মাঝে মাঝে কেন সবকিছু এলোমেলো করে দিয়ে তার বেরিয়ে পড়তে ইচ্ছে করে? চেনা সবকিছু কেন অর্থহীন মনে হয়? মনে হয় চন্দ্রা সেই রহস্যজগতকে জানতে পেরেছিলো বলেই অত সহজে অত অবহেলে সবকিছু ছেড়ে চলে গেল!

পিঁপড়েপাতাগুলো ঝিঁঝিঁরা ধার নিলো
সময় টেনে নিলো অসময়
পুরানো বইগুলোর বেবাট চাপধুলো
উড়িয়ে পাখা মেলে নয়ছয়-
তবু তো পথ আছে তবু তো আছে ঘোড়া
অন্ধরাতে নদী তবু বয়
মেঘেরা ছেয়ে আছে চাতক পথ চেয়ে
পাথর ফিসফিস কথা কয়!

ঘুরছে চাকাগুলো উড়ছে খুব ধুলো
পথের তবু শেষ কই হয়?
নতুন দিন আসে রাতও আসে ঠিক
অমোঘ এ দিনলিপি অক্ষয়-
রাতের সাগর ডাকে দু'হাতে রঙ মেখে
হাওয়ার কানে বলে আয় আয়
সময় বয় উজানে, তারারা দাঁড় টানে-
ইতিহাস একমনে গান গায়।

পাথর ফিসফিস কথা কয়,
পাথর ফিসফিস কথা কয়....


মন্তব্য

তমিজউদদীন লোদী এর ছবি

ভালো লাগলো!

তমিজ উদদীন লোদী

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মৃত্তিকা এর ছবি

ভালো লেগেছে গদ্য এবং পদ্য, দুটোই।

তুলিরেখা এর ছবি

আপনার ভালো লেগেছে শুনে খুশী হলাম।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মণিকা রশিদ এর ছবি

সুন্দর!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

তুলিরেখা এর ছবি

আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তিথীডোর এর ছবি


"সময় একলা চলে নিজের মনোমতো, সে কখনো ফুল ফোটায়, পাতা জাগায় আবার কখনো সব শূন্য করে ধুয়েমুছে কোথায় নিয়ে যায়। "

আপনার সব লেখাই ভাল্লাগে... হাসি

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ তিথীডোর।
আজকাল বেশ ভয়ে ভয়ে থাকি।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

আপনার পদ্যের এই প্যারাটা অনেক ভাল লাগচ্ছে।

ধন্যবাধ

------------
শুভ্রসাদা

তুলিরেখা এর ছবি

ধন্যবাধ?????
ধন্যবাদ বলতে চাইলেন কি? হাসি
আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কনফুসিয়াস এর ছবি

তনুদি,
তোমার একটা গল্প বেরিয়েছে 'দেশ'এ, তাই না? সুচেতাদি দেখালো আজকে কপিটা। অনেক অভিনন্দন। গল্পটা এখনো পড়িনি, শিঘ্রী পড়বো।
ভাল থেকো।

-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ কনফুসিয়াস।
পড়ে একটা নির্মোহ নির্মম সমালোচনা আর বিশ্লেষণ দিও(মেইলে বা মেসেজে )। বেশী নির্মম না। হাসি
ভালো থেকো।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।