ফুটকড়াই(২)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: সোম, ০২/০৮/২০১০ - ৮:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

পাতা উল্টিয়ে যাই একের পর এক। এখানে ওখানে খানিকটা খানিকটা করে পড়ি, আবার সেপাতা উল্টিয়ে অন্য পাতায় চলে যাই। পড়তে পারি না মন লাগিয়ে, কিছু লিখতেও ইচ্ছা করে না। বন্ধ্যা সময় দমবন্ধ করে আনে।

পুরানো খাতার হলদে হয়ে যাওয়া পাতাগুলোতে কত অপরিস্ফুট ভ্রূণের মতন অসমাপ্ত লেখা, গল্প হবার কথা ছিলো বুঝি ওদের? কবিতা হবার? হয় নি কিছুই, সব কেমন হিজিবিজি হয়ে গেছে। হয়তো ভালোই হয়েছে, হয়তো ভালো হয় নি। কে বলতে পারে? শব্দের পর শব্দ সাজিয়ে এত যে সব লেখালিখি, সবই কি দিনের আলো দেখার জন্য?

মনে হলো যাই খানিকটা ব্লগরব্লগর করে আসি, হয়তো মনের জট খুলবে, বন্ধ্যা সময় আবার সুফলা হবে। নাও হতে পারে, আবার হতেও তো পারে!

সচলের পাতায় লেখার আগে খানিকক্ষণ ফিরে ফিরে পুরানো পাতায় পাতায় ঘুরলাম। প্রত্ন শহর দেখতে যেমন ঘোরে পুরাতাত্ত্বিকেরা। ইঁটে পাথরে সোপানে ফটকে লেগে থাকে কতকাল আগের গল্পের দানাদানা চিনি, দানাদানা লবণ। ঝাপসা চিত্রলিপির মধ্যে লুকিয়ে থাকে কত বেদনা কত আনন্দ কত হারানো কত পাওয়া। সেইসব হারিয়ে যাওয়া বিকালবেলাগুলো, কিশোরকিশোরীদের খোলা গলার হাসি। হয়তো বন্ধুত্বের সীমা টপকে হাত ধরাধরি করে একদিন কোনো দু'জন শহরের সীমা ছাড়িয়ে চলে গেছিলো এক আশ্চর্য নদীর দিকে, আর ফিরবে না বলে।

হঠাৎ মনে হলো তাই তো আগে যারা নিয়মিত লিখতেন আর মন্তব্য করতেন, সেরকম সক্রিয় সচলেরা আজ সেভাবে নেই কেন? মূলত পাঠক রাজর্ষি, অনিকেত, মামুন হক, মাহবুব লীলেন, কনফুসিয়াস, শ্যাজা, কারুবাসনা, সবজান্তা, শিক্ষানবিশ এনারা সব কোথায় গেলেন? মনে পড়ে এরা কেউ কেউ ধারাবাহিক লেখা লিখছিলেন, অনুবাদ করছিলেন, সেসবের কী হলো? সময়ের ধূলাবালিতে সব ঢেকে গেল?

আবার সবাই কি ফিরে আসতে পারেন না? আবার বসতে পারে না সেইসব ছবি-কবিতা-গল্পের আসর? ছবির দেশ কবিতার দেশ কাহিনির দেশ---সে তো এইখানেই এইখানেই এইখানেই! কথার ভিতরের রূপকথা, রূপকথার ভিতরের অপরূপকথা, সেতো এইখানেই এইখানেই এইখানেই!


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই তালিকায় আরো পুরাতন আরো অনেকেই আছে... মন খারাপ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তুলিরেখা এর ছবি

হ্যাঁ, পুরানো অনেককেই আর দেখি না। মন খারাপ
ডেকে আনতে পারেন তাদের ?

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

জোহরা ফেরদৌসী এর ছবি

তুলি, আপনার লেখা পড়ে কেন জানি না আমার বুদ্ধদেব বসুকে মনে পড়ে…প্লিজ আপনি নিয়মিত লিখবেন । বন্ধ্যা সময়কে চোখ পাকিয়ে দূর করে দেবেন, কেমন?

যাঁদের কথা লিখেছেন, তাঁদের শীতনিদ্রা কাটুক এই লেখা পড়ে…

……………………………………
বলছি এক জ্যোতির্ময়ীর কথা

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

তুলিরেখা এর ছবি

বুদ্ধদেব বসু? বলেন কী!!!!

বন্ধ্যা সময়কে দূর করা যায় না, এটাই তো দুঃখ! মন খারাপ

আহা অনিকেতের অযান্ত্রিক গল্পটা, যেটা কিনা খানিকটা এগিয়ে থেমে গেল, মামুন হকের অ্যালকেমিস্ট অনুবাদ যেটা খানিকটা এগিয়েছিলো, এসব বন্ধ হয়ে গেছে বলে সচলের পাতারা নিজেরাও কি হেমন্ত অরণ্যের পাতাদের মতন বেদনাবিধূর হয় নি? মূলত পাঠক রাজর্ষি কিছু লেখা কিছু নিজের আঁকা ছবি দিয়ে অনবদ্য সৃষ্টির শুরু করেছিলেন, সেসবও তো আর আসে না।

এনারা ফিরে আসবেন আবার, ধারা আবার স্রোতোস্বতী হয়ে উঠবে, এরকম আশা মাঝে মাঝে জাগে। আবার মিলিয়ে যায়। মানুষের বহুমাত্রিক মন, কে যে কোথায় আঘাত পায়, কে যে কোথায় খুশি হয়ে ওঠে, বোঝা মানুষের সাধ্য না।

ভালো থাকবেন জোহরা।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

রিম্মী চৌধুরী [অতিথি] এর ছবি

সত্যি খুব ভাল লিখেছেন...

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ রিম্মী।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।