রূপকথার নক্ষত্রের কাছে

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বুধ, ০৯/০৪/২০১৪ - ৭:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সেইবার শরৎকালে অসংখ্য নীলপদ্ম ফুটেছিল দহে। পদ্মের সবুজ পাতাগুলো গোল গোল রুমালের মতন বিছিয়ে ছিল দহের জলতলের উপরে মিশে, সূর্যের নরম আলো খেলা করছিল পদ্মের পাপড়িতে, পাতায়, রেণুতে। অসংখ্য মৌমাছি ও ভোমরা ব্যস্ত ছিল ফুলে ফুলে। মাঝে মাঝে কোথা থেকে অশান্ত হাওয়া ছুটে আসতো, পদ্মের পাতাগুলো উলটে উলটে যেত, সঞ্চিতার মনে হতো ওরা হাত নেড়ে নেড়ে ওকে বলছে, যেও না যেও না, যেও না।

রূপকথার নক্ষত্রের আলো পড়েছে
ওর সুন্দর পানপাতা গড়নের মুখে-
ওর চোখ দুটো কাজলরেখা নদীর মতন,
ওর গালে, কপালে, চিবুকে চন্দনসাজ-
স্নান ও পুনর্জন্মের বৃষ্টিকণা।

সবুজ, লাল, সোনালী আলোর রোশনাই
বাজনার সঙ্গে মসৃণভাবে মিশে যায় গান-
হঠাৎ ওর মনে পড়ে একটা ডাকনাম, টুসি-
সেটা কি ওরই নাম ছিল কোনোদিন?

উৎসবপ্রহর চলে যেতে না যেতেই
এসে যায় ঝড়ের তান্ডব-
দৌড় দৌড় দৌড় কিন্তু পালাবে কোথায়?
পায়ে বিঁধে গেছে অফুরান ব্যথার কাঁটা
দগ্ধে যাওয়া স্নায়ুপ্রান্তে প্রতিকারহীন আক্ষেপ।

আহত নদীর চরণপ্রান্ত থেকে গড়িয়ে যায় লোহিত-সমুদ্র
খসে যাওয়া ভিক্ষাপাত্র থেকে ছড়িয়ে পড়েছে শুভ্র খই,
উড়ে যাচ্ছে পাগলা হাওয়ায়-
ঐ রূপকথার তারার কাছে।


মন্তব্য

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

"আহত নদীর চরণপ্রান্ত থেকে গড়িয়ে যায় লোহিত-সমুদ্র" - উপমার সাযূজ্যটা এত সুন্দর হয়েছে! রক্তপাতকে এভাবে লোহিত সাগর বানিয়ে দেয়া যায় কে জানত!!

____________________________

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

এক লহমা এর ছবি

"উৎসবপ্রহর চলে যেতে না যেতেই
এসে যায় ঝড়ের তান্ডব-
দৌড় দৌড় দৌড় কিন্তু পালাবে কোথায়?"
- পালানো যায় না, যায় না, যায় না ... চলুক

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

তুলিরেখা এর ছবি

ঠিকই, পালানো যায় না, ঘুরে দাঁড়িয়ে মুখোমুখি হতে হয়, হৃদিরক্তপাত অনিবার্য জেনেও।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

চলুক

মাসুদ সজীব

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

অসংখ্য মৌমাছি ও ভোমরা ব্যস্ত ছিল ফুলে ফুলে। মাঝে মাঝে কোথা থেকে অশান্ত হাওয়া ছুটে আসতো, পদ্মের পাতাগুলো উলটে উলটে যেত, সঞ্চিতার মনে হতো ওরা হাত নেড়ে নেড়ে ওকে বলছে, যেও না যেও না, যেও না। চলুক
ভালো লাগল অনেক।

সদস্যনামঃ Jon Rulz

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ আপনাকে। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তুলিরেখা এর ছবি

কী হলো সাক্ষী সত্যানন্দ, শুধু থাম্বসাপ দেন, কিছু কন না যে! চিন্তিত

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।