মেঘদল- শহরবন্দি

অবাঞ্ছিত এর ছবি
লিখেছেন অবাঞ্ছিত (তারিখ: বুধ, ১৪/১০/২০০৯ - ৯:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto

"সিলিং এ ঝুলছে রূপবতী লাশ
মহাশূন্যের মত একা
শহরে আজও বৃষ্টি হবেনা তাই
কাঁচপোকাদের নেই দেখা।
জলজ ঘ্রাণের নুন
অনেকটা প্রাচীন
খোলসের মত আছে পড়ে
করোটির ভেতরে জমাট অন্ধকার
অক্ষরগুলো শুধু ওড়ে।"

মেঘদলের সাথে পরিচয় ২০০৫ এর কোনো এক শীতের দুপুরে আমার এক বন্ধুর বাসায়। টেবিলে দেখি একটা সি.ডি. পড়ে আছে। লজ্জার সাথেই স্বীকার্য যে আমি প্রচণ্ড কিপ্টা। নতুন কোনো সিডি বের হলে নিজের পয়সায় কেনার আগে অন্য কোথাও সাধারণত শুনে নেই। পছন্দ হলে কিনি, নাহলে কপি পেস্ট.... থুক্কু.. ইয়ে মানে, কিনি না আরকি।

সিডির নামে দেখি লেখা "দ্রোহের মন্ত্রে ভালবাসা"। নাম দেখেই তো আমার জীভে পানি চলে আসলো... "মেঘদল" .. সাথে দেখি আবার বদেলেয়ারের উদ্ধৃতিও দেখা যাচ্ছে। সিডিটা সুন্দর করে বগলদাবা করে নিয়ে আসার তাল করছি, এমন সময় আমার বন্ধু হুংকার দিয়ে উঠলো "এইসব ধান্দাবাজি চলবে না.. এই গান শুনতে চাইলে সিডি কিনে শোন, আমার এই সিডি আমি এক মুহূর্তের জন্যেও হাতছাড়া করব না".. মর্ জ্বালা.. উল্টে পাল্টে কিছুক্ষণ দেখার পর মনে হলো গান ভালো না হলেও এই সিডি পয়সা দিয়ে কেনা যায়। গানের কথা পড়েই পয়সা উসূল হয়ে যাবে।

কিনলাম.. শুনলাম... মেঘদলের মায়াজালে আটকা পড়ে গেলাম। সারাদিন মাথার ভিতর খালি দুইটা লাইনই ঘোরে -

"মগজের বালুচরে ভীষণ অসম্ভবে শুভ্র হাসি আঁকে এই কালো ছেলে"

দেশ ছাড়ার সময় জিনিস কমানোর জন্য অধিকাংশ গানই এমপিথ্রি হিসেবে নিয়ে আসলেও এই সিডিটা আক্ষরিক অর্থেই হাতে করে নিয়ে এসেছি আর এখনো যক্ষের ধনের মত আগলে রেখেছি।

আমার বদ্ধমূল ধারণা ছিল কোনো বাংলা ব্যান্ডই শিরোনামহীনের থেকে প্রিয় হবে না আমার কাছে। ভীষণ দোটানায় পড়ে গেলাম.. এখনো আছি.. দুটো ব্যান্ডই সমান তালে আমাকে মুগ্ধ করে চলছে।

গতমাসে বেরহল মেঘদলের দ্বিতীয় গানের অ্যালবাম "শহরবন্দি"। নাম শুনেই বোঝা যাচ্ছে যে গানগুলোর মূলভাব হবে নাগরিক জীবন ও যান্ত্রিক ছন্দবদ্ধ আবেগ। যেদিন বের হল সেদিনই কিনে ফেললাম.. শুনতে পাচ্ছি আমার জন্য সুদূর বাংলাদেশ থেকে সিডিটাও আনানো হয়েছে, এখনো হাতে পাইনি যদিও।

প্রথম গানটা হচ্ছে - "মুঠোফোন" .. অপূর্ব কম্পোজিশন। বিশেষকরে শিরোনামহীনেরই যখন এই একই নামে একটা গান আছে, এত তাড়াতাড়ি একই ভাবের একটি গান বের করা হয়ত একটু ঝুঁকিপূর্ণ মনে হতে পারে সাধারণের কাছে.. কিন্তু মেঘদলের এই গানটা শুনে দেখতে পারেন -

"তোমার আমার যৌথ ডানার আকাশ
আর কিছু অবিনাশী গান।
হ্যালোজ়েন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
" মাথায় যদি না ঢুকে গেসে... আমারে কয়েন। দেঁতো হাসি

"চার চার চৌকো" - অসাধারণ গান, আবারো অসাধারণ লিরিকস। এদের প্রতিটা গানই এত সুন্দর ... অবাক হয়ে ভাবি ... কেম্নে কী!

"কুমারী" - খুব ধীর গতির একটা গান। এই গানের ব্যাপারে আমার অনুভূতি একটু মিশ্র। মূল কবিতাটি লিখেছেন রেনে গি কাদু। অনুবাদ - সুনীল গঙ্গোপাধ্যায় , আর তাতে সূর বসিয়ে শিবু কুমার শীল তৈরী করেছেন এ গান। গানটি আমার বেশ ভালো লাগলেও

"আমার হৃদয় প্রবল ঝোঁকে
চাপ দেয় তোমার হৃদয়ে
"
লাইনটা আমি ঠিক হজম করতে পারছি না। কোনো এক কারণে খচ্ করে কানে লাগে। হয়তো আমারই ব্যর্থতা।

"ঠিকঠাক"-

"সব ঠিকঠাক যখন বলো
ওলোট পালোট হয়ে যায়
এলোমেলো সব হয়ে যায়,
" - এই গান ভালো না লেগে উপায় আছে! বোঝাই যাচ্ছে মন খারাপের কালে "আকাশ মেঘে ঢাকা"র সাথে এইটাও এখন থেকে সমানতালে চলবে!

"শহরবন্দি" - টাইটেল সঙ। অসম্ভব সু্ন্দর। এর বেশি কিছু বলার দরকারই নাই।

"পাথুরে দেবী " - অ্যালবামটা শুনেই প্রথম যে গানটা মনে গেঁথে গিয়েছিল সেটি হচ্ছে এই গানটি। অনেকগুলো ধীর লয়ের গানের পরে "কবিয়াল"এর মত সেই হেভি রিফিং, শক্তিশালি কথামালা ... আর অসাধারণ গলা.... পোস্টের শুরুতে এই গানের কথাই তুলে দিয়েছি..... আহ্... লুপে ফেলে এখনো শুনছি...

"নির্বাণ" -

"কিছু বিষাদগ্রস্ত দিন
ছিল প্রেমিকার চোখে জমা
আলো নেই, রোদে নেই
কিছু বিপন্ন বিস্ময়
ক্ষমাহীন প্রান্তর জুড়ে
আমাদের বেঁচে থাকা। "

মাঝে অনেকদিন এইটার লুপে পড়ে ছিলাম... আসলে কোনটা ছেড়ে কোনটাকে বেশি ভালো বলব বুঝতে পারছি না।

"রোদের ফোঁটা"

"আকাশ মেঘে ঢাকা" আর "ঠিক ঠাক"এর সাথে এটাও যোগ হোক মন খারাপের গানের লিস্টে। শুনলেই কেন জানি ভেতরটা হাহাকার করে ওঠে..

"শূন্যতায় ঢেকে গ্যাছে
শহরের সব পথঘাট
ফিরবেনা গতকাল জানি
ফিরবেনা আগামীকাল।
তবু চাইছি তোমাকেই
তুলে নিতে অঞ্জলিতে
রোদের ফোঁটা। "

"রঙিন ফেরেশতা" - গানটা শুনলেই রঙিন ফেরেশতার পিঠে চড়ে মন মেঘের বাড়ি চলে যেতে চায়।

"দূর পৃথিবী" - আবারো খুব ধীর কিন্তু প্রচণ্ড সুরেলা একটা গান... আর বাঁশী.... খুব মায়াবী বাঁশী..

প্রচণ্ড বাস্তববোধ, সুরেলা হাহাকার


মন্তব্য

সাইফ তাহসিন এর ছবি

চলুক

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অবাঞ্ছিত এর ছবি

হাসি

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

মাশীদ এর ছবি

আজকে অফিসে এসে সকালে কাজ একটু কম থাকায় মেঘদলের নতুন অ্যালবামটা চালু করে হেডফোন কানে দিয়ে যেই সচলায়তন খুললাম, দেখি এই পোস্ট! হা হা হা! হাসি

আপনার মতই আমিও শিরোনামহীন আর মেঘদলের লুপে থাকি। নতুন অ্যালবামটা এখনো পুরোটা শোনা হয়নি। শহরবন্দী গানটার লুপে পড়ে আছি আপাতত।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

অবাঞ্ছিত এর ছবি

আর বলেননা... এরা দুইটা মাথাটাই খারাপ করে দেয়!
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

অতিথি লেখক এর ছবি

অসাধারণ একটা ব্যান্ড। কিন্তু এই অ্যালবাম খাপ খাইয়ে নিতে সময় লেগেছে। দুর্দান্ত অ্যালবাম কিন্তু প্রথমটার মত সব গান ভালো লাগে নি। কুমারী, চার চার চৌকো, আবার শহর......এই তিনটা গান ভালো লাগে নি, বিশেষ করে কুমারী তো রীতিমত বিরক্তিকর, যেন মেঘদল গানটার দায়িত্ব স্রেফ লিরিকের উপর ছেড়ে দিয়েছে, নিজেদের কোন এফোর্ট না দিয়ে।

সংসপ্তক

অবাঞ্ছিত এর ছবি

আমারও দুতিনবার শুনতে হয়েছে আসক্ত হয়ে পড়বার আগে। হাসি

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

ওডিন [অতিথি] এর ছবি

"তোমার আমার যৌথ ডানার আকাশ
আর কিছু অবিনাশী গান"

আমার মাথায়ও ঢুইকা আসেরে ভাই...আর আপনি লুপে আটকানোর কথা বলেতসেন আমি নিজেইতো এখনও "আকাশ মেঘে ঢাকা" আর "শহর" এর লুপ থেকে বের হতে পারি নাই।

'শহরবন্দি' এর আসল নাম ছিলো 'শহরবন্দি মেঘ'- কেনো ওরা নামটা ছেঁটে ফেললো বুঝতে পারলাম না।

যদিও আমিও শিরোনহামহীনরে সবসময়ি বেশি ভাল পাই কিন্তু মেঘদলের ভক্ত হইসি গান শোনার আগেই - ওদের লিরিক্স দেখে।আজকালকার বাংলা ব্যান্ডগুলার গানের কথার যে অবস্থা, মনে হয় সংসদ অভিধান নিয়া বসে খালি কঠিন শব্দগুলা বেছে নিয়ে পর পর সাজিয়ে কথা তৈরী করে- গানের মধ্যে যত কঠিন শব্দ, তত ভাল লিরিক্স।আজব!

আর এইটা অনেকখানি বেশি বলা হয়ে যাচ্ছে মনে হয়, কিন্তু এখনকার বাংলা ব্যান্ডের মধ্যে শুধু শিরোনহামহীন আর মেঘদল এরই গান শোনার মত- - (আরেকটা ছিলো- দ্য ওয়াটসন ব্রাদারস- কিন্তু এইটা ছিলো একটা প্রজেক্ট, আর এর পোলাপানগুলা- এরা মনে হয় নিজেরাও জানে না এরা কি ছিল আর কি হতে পারতো- ওদের অ্যালবাম 'অহম' কে আমি বলি ২০০৫ এর 'বঙ্গাব্দ ১৪০০')। এর সাথে অবশ্য বাংলা আর অর্ণবকেও যোগ করা যায়।

-তন্ময়

অবাঞ্ছিত এর ছবি

নাম ছেঁটে ফেলার কারণটা ঠিক আমিও জানি না। অহমের "রঙ" আর "আকাশ" তো সেইরকম দুইটা গান!

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

রায়হান আবীর এর ছবি

ছোটভাই দেখলাম মাত্রই সেদিন সিডি কিনছে। আমি বাসা থেকে ফেরার পথে সুন্দর মতো নিয়ে আসছি। এখন খালি শুনি শুনি...


পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা

অবাঞ্ছিত এর ছবি

ছোট ভাই থাকার এইটা এক বিয়াপক সুবিধা দেঁতো হাসি

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

শেহাব [অতিথি] এর ছবি

মেঘদলের বেজিস্ট কিবু ভাইয়ের সাথে ৪ বছর সিলেটে ছিলাম। ভাল লোক।

অবাঞ্ছিত এর ছবি

হাসি গানও যে ভালই করে সে বিষয়ে কোনো সন্দেহই নেই!
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

অনুপম ত্রিবেদি এর ছবি

আমরা শহরবন্দি মানুষগুলো এই ইট-কাঠ-কংক্রিট থেকে মুক্তিই চাই। মেঘদল সেই মুক্তির আকূতিটাকে আরো জোরালো করে দিলো।

জয়তু মেঘদল।

-----------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অবাঞ্ছিত এর ছবি

একদম সত্যি কথা।

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

শরীফ হাসান এর ছবি

'আবার শহর'নিয়া যদি ২টা লাইন লিখতেন!!
ঘুরে ফিরে গানের মইধ্যে ঘুইরা মরতাছি।
লেখা ভাল হইছে। পাঁচ তারা দিলাম।

অবাঞ্ছিত এর ছবি

আপনাকে ধইনাফাতা হাসি
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

ভ্রম এর ছবি

খুব সুন্দর রিভিউ করেছেন।
মেঘদল কে আমার শিরোনামহীনের চাইতেও অনেক বেশি ভালো লাগে। শহরবন্দী গানটা নিয়ে কিছু বললেননা?
"তুমি গাইতেই পারো গান এই সুবর্ণনগরে
ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন অদরকারে"
এই এক গান দিয়েই তো বাজি মাত!
এ্যালবাম কভারটা নিয়ে কিছু বলা হবে আশা করছিলাম।

অবাঞ্ছিত এর ছবি

পুরোপুরি একমত!

অসম্পূর্ণতাটা কাটিয়ে দিয়ে আপনিই একটা রিভিউ লিখে ফেলুন না হাসি

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

তীরন্দাজ এর ছবি

সুন্দর রিভিউ! দেশে গিয়ে কিনবো সিডিটি!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অবাঞ্ছিত এর ছবি

হাসি
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

ভুতুম এর ছবি

মেঘদল আর শিরোনামহীনের প্রতিটি গানই অসম্ভব সুন্দর।আর আপনাকেও ধন্যবাদ বেশ চমৎকার একটা রিভিউ লেখার জন্য।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

অবাঞ্ছিত এর ছবি

সহমত। ধন্যবাদ আপনাকে হাসি
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

রায়হান আবীর এর ছবি

এলবামের বানানটা ঠিক করবেন না? শহরবন্দি


পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা

অবাঞ্ছিত এর ছবি

এই যাহ্ অমার্জনীয় ভুল ! অনেক ধন্যবাদ ধরিয়ে দেবার জন্য।

কিন্তু ঠিক করার সামর্থ্য তো আমার নেই, মডারেটরদের কেউ কি দয়া করে টাইটেলের বানান টা ঠিক করে দেবেন? "শহরবন্দি" হবে। ভিতরে ৫ নং প্যারাতেও একই ভুল আছে মন খারাপ

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

স্বপ্নাহত এর ছবি

চমৎকার লাগলো রিভিউ। শোনার আগ্রহ বাড়িয়ে দিলেন।

আমি লুক খ্রাপ। যাই কিংকং ভাইয়ের লিংক থেকে ডাউনলোড করে ফেলি দেঁতো হাসি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

অবাঞ্ছিত এর ছবি

হে হে ... জিসিরিজ শুনলে তেড়ে আসবে কিন্তু!

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

বইখাতা এর ছবি

মেঘদলের প্রথম অ্যালবাম ’দ্রোহে মন্ত্রে ভালবাসা’ শুনে একদম মুগ্ধ হয়ে গেছিলাম। ’শহর’, ’আকাশ মেঘে ঢাকা’, ’চতুর্দিকে’..... কী চমৎকার সব গান। দ্বিতীয় অ্যালবামটা শুনিনি এখনো।
রিভিউ ভালো লেগেছে।

অবাঞ্ছিত এর ছবি

শুনে ফেলুন.. আমি এখনো শুনছি হাসি
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।