বিজ্ঞানীদের নিয়ে অ-জ্ঞানী ছড়া

অনিকেত এর ছবি
লিখেছেন অনিকেত (তারিখ: বিষ্যুদ, ০২/১০/২০০৮ - ৬:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আইজাক নিউটন, নিউটন আইজাক
কবে তার গাড়ি কারা করেছিল হাইজ্যাক
সাইকেল চড়ে কবে মাইকেল ফ্যারাডে
দোকানীকে বলেছিল 'ধারে কিছু প্যাড়া দে'

ফাইনম্যান এজীবনে ভেঙ্গেছিল কত আইন?
দশ টাকা ঘুষ দিয়ে বলেছিল "Its Nine !!"

নীলস বোর ছোটবেলা খেয়েছিল কত কিল
আবুলের সাথে তার চেহারার কেন মিল?

আইন্সটাইন ছোটবেলা দুপুরে কি ঘুমুত?
গ্যালিলিও অবসরে পান কেন চিবুতো?

ইরাকের পথে কেন ডীরাকের ছবি নাই?
ফের্মি কে উর্মি কেন ডেকেছিল 'ভাই' ?

ইস্কুলে যেতে কেন কম্পটন কাঁপত?
গজ-ফিতা দিয়ে কেন রাস্তা সে মাপত?

মেরী কুরি 'ঘুরি ফিরি' কোন গান গাইত?
প্ল্যাঙ্ক কেন শীত কালে পুকুরেতে নাইত?

এইসব লেখা আছে ডাইরীতে বঙ্কু'র
ছাত্র সে কার জানো? প্রফেসর শঙ্কু'র।

------------------------------------------------------
দায় স্বীকারঃ

হাজার বছর আগে আমি যখন ছোট ছিলাম, তখন একটা পত্রিকা বেরুত---'কিশোর জ্ঞান-বিজ্ঞান' নামে।

সে বয়েসে আমার প্রতীক্ষা কোন নারীর জন্যে ছিল না, ছিল নেহাৎ এক বালখিল্য পত্রিকার জন্যে। সারা বছর অপেক্ষা করে থাকতাম পুজোর সময়ের জন্য---কিশোর জ্ঞান বিজ্ঞানের শারদীয় সংখ্যা হাতে পাবো বলে।

এই ছড়াটার বোল্ড করে দেয়া অংশটুকু কোন এক শারদীয় সংখ্যায় ছাপা হওয়া ছড়ার অংশ বিশেষ। আজ এতবছর পর, আমার স্মৃতিতে কেবল এইটুকুই মনে আছে।

আজ হঠাৎ করে ভূত চাপল মাথায়। স্মৃতির ছড়ার সাথে জুড়ে দিলাম আমার নিজের কিছু লাইন।

ছড়াটির মূল লেখক কে, আমি ভুলে গিয়েছি। তার উদ্দেশ্যে আমার সসম্মান প্রণতী আর কৃতজ্ঞতা স্বীকার। সেই সাথে আমি আশায় বুক বেঁধেছি----সচলায়তনের কারো যদি "মুল" ছড়াটা বা ছড়াকারের নাম জানা থাকে তাহলে জানালে বড় উপকৃত হই।

সবাই কে ঈদ আর পুজোর শুভেচ্ছা।


মন্তব্য

দেবোত্তম দাশ এর ছবি

অনিকেতদা, ফাটাফাটি হয়েছে,
আপনাকে আর সবাই কে আমার ঈদ আর পুজোর আগাম শুভেচ্ছা রইলো।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অনিকেত এর ছবি

দশমীর দিন কিন্তু আইসা পড়ুম......

দেবোত্তম দাশ এর ছবি

ঈদের খাওনটা বাকি থাইকা গেল যে !!
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অতিথি লেখক এর ছবি

অনেক অনেক মজার হইছে ছড়াটা দেঁতো হাসি

আপনাকেও ঈদ ও পুজার অনেক শুভেচ্ছা

কল্পনা

.......................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

অনিকেত এর ছবি

কল্পনা,
আমার জন্যে এই প্রশংসা কিন্তু অল্প না!

থ্যাঙ্কু

অতিথি লেখক এর ছবি

হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক
বোর, কম্পটন আর মেরী কুরি'র টা আমার কাছে বেশি ভাল লাগল।
বস, আরো কিছু লেখেন এই জাতীয়। পড়তে মজা লাগে। হাসি

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু বস

অভিজিৎ এর ছবি

কবিতা মজাক হইছে।

আমি কয় লাইন এড করি---

জগদীশ চাঁদু বোস নয়, ছিলো নাকি বুনো মোষ
মেঘনাদের ছিলো কেনো ছাগুদের উপর এত রোষ

মাঝরাতে ছাদে উঠে পায়চারি করে সালামে
সত্যেন বোসের মাথা ধরা সারিত কোন মলমে?

শ্রোডিঙ্গাগারের বিড়ালটা মরে গিয়ে বাঁচল
অনিকেতের (অ-)জ্ঞানী ছড়া আমদের মারল!



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

অনিকেত এর ছবি

হা হা হা
সত্যেন বোসের মাথা ধরার মলম---হা হা হা

দারুন অভিজিৎ দা---আরো এক হাত হয়ে যাক

অমিত আহমেদ এর ছবি

ঝাল চানাচুরের মতো মজা।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু বস

এখন পেট না খারাপ হইলেই হয়
চোখ টিপি

সবজান্তা এর ছবি

সকাল বেলা ছড়াটা পড়ে মন ভালো হয়ে গেল হাসি


অলমিতি বিস্তারেণ

অনিকেত এর ছবি

এইটা শুনে আমার মন ডবল ভাল হয়ে গেল----

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আজকে দেখি ছড়ার ছড়াছড়ি...
এবং সবই দেখি মজাদার...
ছড়াদার ঈদ হইলো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনিকেত এর ছবি

হা হা হা

মাহবুব লীলেন এর ছবি

দুর্দান্ত

০২

আচ্ছা বিজ্ঞানীদের নিয়ে বেশ মজার মজার অনেকগুলো ফানি গল্প কিংবা মিথ আছে না?
যেমন নিউটন সিগারেট মনে করে বান্ধবীর আঙ্গুলে আগুন ধরিয়ে দিয়েছিল কিংবা আইনস্টাইন বুঝত না মুরগির খুপড়ি এক দরজা থাকলে মুরগি বের হবে কোন দরজা দিয়ে?

এরকম জিনিসগুলোও ছাড়তে পারেন

এক্জন এর ছবি

একটা বই আছে 'বিখ্যাতদের অখ্যাত ঘটনা' - আহসান হাবীব এর লেখা । সেখানে এরকম কিছু মজার ঘটনা আছে।

অনিকেত এর ছবি

এইটা ভাল বলেছেন।

দেখি, সময় পেলে নামিয়ে দেব----

ভাল থাকবেন

রণদীপম বসু এর ছবি

আইজ বিজ্ঞানী-দার্শনিকগোর হইলেডা কী ?

আহা, দুক্কু লাগতেছে বেচারা ছড়াকারগো লাইগা। তাগো ভাত মারা যাইতেছে !

ছড়া লিখে নিউটন কতো বড়া খাইতো
আইনস্টাইন ভেঙে আইন কার বুকে নাইতো ?
নীলস বোর বোর হয়ে কোথা গিয়ে পালাতো
একজনই জানতো, বোন তার, খালাতো !
কষে গালে চড়ালে শব্দ কি হইতো ?
এই ভেবে ফ্যারাডে কার কোলে বইতো !
এই সব জিগালেই তেড়ে আসে কারা কন ?
একজন নিশ্চিত সেই বেটা প্লাঙ্কটন !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অনিকেত এর ছবি

রণদীপ দা,

এতো দেখছি বিজ্ঞানীদের কামরাঙ্গা ছড়া লিখে ফেলেছেন

হে হে হে

রণদীপম বসু এর ছবি

আপনিই তো মাথায় ঢুকিয়ে দিলেন ভাই ! ঢুকিয়ে যখন দিলেনই, দেখা যাক পরে এটা আরো লম্বা করে কিছু একটা করা যায় কি না ।

আর হ্যা, প্রফেসর শঙ্কু কি সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্র না ? খোঁজ করে দেখবো।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অনিকেত এর ছবি

জ্বী বস

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍নিউটন আর আইনস্টাইনকে নিয়ে রচেছিলাম দু'খানা কামরাঙা। মওকা পেয়ে লিঙ্ক দিয়ে দিলাম চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

পথে হারানো মেয়ে এর ছবি

মন্তব্যও দেখি এখন সাহিত্য!
ছড়া-প্রতিছড়া(!) সব পড়েই মজা পাইছি।

অনিকেত এর ছবি

আপনার মন্তব্যে পড়ে আমিও খুব মজা পেয়েছি

ধন্যবাদ

তানবীরা এর ছবি

ঝাক্কাস দাদা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু দিদি

তীরন্দাজ এর ছবি

খুবই ভাল লেগেছে অভিনব ছড়াটি।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অনিকেত এর ছবি

ধন্যবাদ তীরুদা...

বিপ্রতীপ এর ছবি

ছড়াটা বেশ ভালো লাগলো...ছন্দের কাজ দেখলেই ভালো লাগে। নিজে পারি না যে...
আপনাকে পুজো আর ঈদের শুভেচ্ছা...ভালো থাকুন...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
http://biprodhar.com

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু বিপ্র দা...

স্নিগ্ধা এর ছবি

অনিকেত - কি হইসে আপনার দাদা? হটাৎ এক্কেবারে 'ছন্দে ছন্দে ক্ষেপিনু আনন্দে ' হয়ে গেলেন যে?!

আর ফ্যারাডে কেন প্যাড়া চায়? পৃথিবীর সব প্যাড়া শুধু আমার জন্য বরাদ্দ - এত বড় বিজ্ঞানী এটুকুও জানে না!

অনিকেত এর ছবি

হে হে হে

ঢাকায় প্যাড়া পাওয়া যাচ্ছে নাকি ইদানিং?
যদি পাওয়া যায়---নিশ্চয়ি বুঝতে পারছেন আপনাকে কি আনতে হবে। আর যদি না পাওয়া যায়, তাহলেও নিশ্চয়ি বুঝতে পারছেন আপনাকে কি করতে হবে?----কুমিল্লা যেতে হবে।

ব্যস এইটুকুই আপনার কাজ।
খাওয়ার কষ্টটুকু আমি করব---ঐটা নিয়ে ভাববেন না।

স্বপ্নাহত এর ছবি

আমি আরেকটু বাড়ায় দিলাম -

টন খানি ডাল কিনে গাল খেত ডালটন
বৌ ঝাড়ি দিলে যেত চলে নয়া পল্টন
এডিসন রেডিসনে খেত রোজ ব্রেকফাস্ট
লুচি, ডাল ভাজি ভুলে নিত জ্যুস, কেক ফার্স্ট।
আসি আসি করে শেষে আসেনিতো আসিমভ
বেড়ে রাখা খাসি ভুনা হয়ে গেছে বাসি সব
মার্কোনী নাকি চারকোণী হয়ে রাতদিন
হেঁটে শেষে ঘরে এসে কেশে বলে ভাত দিন।
ম্যাক্স প্ল্যাংক নাকি ব্ল্যাংক চেকে করে ছিল সই
ক্যাবে করে এসে RAB বলে ব্যাটা গেল কই?
হকিংয়ের রকিংয়েতে হলো শখ বক্সিং
খেলে জয়ী হতে হবে ম্যাচ করে ফিক্সিং।
আজকাল নাকি রং ভুলে গেছে প্যাস্কেল
RGB দেখে বলে আরে এটা গ্রে স্কেল।
স্কচ টেপে ফুটো পেলে খেপে যেত কেপলার
পিন তার ছিল নাকো ,ছিলো শুধু স্টেপলার।
হিউমারে বড় কাঁচা ছিল ভন নিউম্যান
জোক শুনে হিন্দীতে ক'তো এয়সা কিউ, ম্যান?
গেমিং এর বড় নেশা ধরেছিল ফ্লেমিংয়ের
তারও আগে গীটারেতে টুং টাং জ্যামিংয়ের
বিজ্ঞানে ছিল ভাল মহামতি ল্যাপ্লাস
ব্যাটা শুধু বাংলাতে পেলো নাকো এ প্লাস।

...... আর পারছিনা গুরু গুরু গুরু

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

মাহবুব লীলেন এর ছবি

ছড়ার খপ্পরে বিজ্ঞানী মহল...

এরেই বলে বাঁশের চেয়ে কঞ্চি দড়ো...

অসাধারণ স্বপ্নাহত

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍অদ্ভুত, স্বপ্নাহত। তবে এই ছড়াটি আলাদা পোস্ট হিসেবে না দিয়ে মন্তব্যে দেয়াটা অপচয় ছাড়া আর কিছুই নয়।

কামটা ঠিক্কর্লেন্না!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মৃদুল আহমেদ এর ছবি

চূড়ান্ত রকমে একমত। এই স্বপ্নাহত একটা বিডাল পোলা। পেটভর্তি প্রতিভা, কিন্তু সারাদিন খালি পড়াশোনা আর কী কী য্যান ফাত্রামি কইরা বেড়ায়... বাচ্চা একটা পোলা, এইটাই তো সিরিয়াসলি লেখালেখির বয়স... কয়দিন বাদেই তো বিয়া কইরা জানে মারা যাইব, তখন আর স্বপ্নাহত হইতে হইব না... একেবারে বাস্তবানিহত!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

অনিকেত এর ছবি

হা হা হা

খেকশিয়াল এর ছবি

অক্করে ঠিক কইসেন, আইজ বুঝবো না বুঝবো কাইল, পাসা থাব্রাইয়া পাড়ব গাইল

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অনিকেত এর ছবি

এখানেই থামলে হবে গুরু?
মজার তো এ সবে শুরু

ভাই স্বপ্নাহত---তোমার 'বর্ধিত' কলেবরের ছড়া পড়ে আমি হতাহত।

ফাটাফাটি হয়েছে বস

যুগ যুগ জিও----

অমিত আহমেদ এর ছবি

তুমি তো মিয়া ফাটায়াইলা!
বেশি জোস!


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ছড়াময় সচলায়তন! খুব ভাল্লাগছে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অনিকেত এর ছবি

আমারো---
ধন্যবাদ আপনাকে---শুরুটা আপনারই করা---

রণদীপম বসু এর ছবি

ভালোই জমছে ! জমুক ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অনিকেত এর ছবি

রণদীপ দা,

আর জমলে কঠিন হয়ে যাবে হে---

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অনিকেত ভাই আর স্বপ্নাহত দুজনকেই গুরু গুরু

অনিকেত এর ছবি

হাসি

তুলিরেখা [অতিথি] এর ছবি

কি জ্ঞা বি তে এরকম আরো ছিলো অনেক।
একটা ছিলো সত্যেন বোসকে নিয়ে-
কয়েকটা লাইন এরকম ছিলো-----

"হিন্দু বিদ্যালয়ে সত্যেন বোস ছিলো
টেস্টেতে মন দিয়ে অংক সে কষছিলো
অংকে একশো থাকে
কিন্তু যে স্যর তাকে
একশত দশ দিলো, তার কোনো দোষ ছিলো?
সত্যেন বোস ছিলো, সত্যেন বোস ছিলো..... "

খেকশিয়াল এর ছবি

ওরে-এ-এ-এ !! সেইরকম ছড়া হাহাহা, অনিকেত আর স্বপ্নাহত দুজনেরটাই ! ফাটাফাটি !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু থ্যাঙ্কু

ভাঙ্গা মানুষ [অতিথি] এর ছবি

অনিকেত আর স্বপ্নাহত, দু'জনেই সোয়া সের!
এরকম ছড়া আরো আরো চাই ফের

অনিকেত এর ছবি

হাসি

টিকটিকির ল্যাজ এর ছবি

প্রতিভার বিচ্ছুরনে চোখে ধাধা লেগে গেল একেবারে! দেঁতো হাসি

অনিকেত এর ছবি

হা হা হা

ভাঙ্গা মানুষ [অতিথি] এর ছবি

অনিকেত আর স্বপ্নাহত, দু'জনেই সোয়া সের!
এরকম ছড়া আরো আরো চাই ফের

অনিকেত এর ছবি

হাসি :-)

রেনেট এর ছবি

বেশী গুণ ওয়ালা মানুষ আমার মোটেও পছন্দ হয় না!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অনিকেত এর ছবি

ছি ছি রেনেট---এইভাবে কি নিজে নিজেকে হিংসা করতে হয়??

হে হে হে -----

রূপক কর্মকার এর ছবি

ছড়াটা তো ভালো লেগেছেই,পাদটীকার কথাগুলোও দারুণ। একালের অনেক ছড়াকার শুধু অন্ত্যমিল দিয়েই বাহবা কুড়াতে চান। এই ছড়াটি তথ্যসমৃদ্ধও।
____________________________
বন্ধুত্ব মানেই তুমি বিচ্ছেদের চুক্তি মেনে নিলে
[আবু হাসান শাহরিয়ার]

____________________________
বন্ধুত্ব মানেই তুমি বিচ্ছেদের চুক্তি মেনে নিলে
[আবু হাসান শাহরিয়ার]

অনিকেত এর ছবি

ধন্যবাদ রূপক দা
ভাল থাকবেন

ভাঙ্গা মানুষ [অতিথি] এর ছবি

গুতোগুতি করে আমি এদ্দুর লিখতে পেরেছি...

গঞ্জেতে গিয়ে রনজেন খেলো জিলাপী
দশ কেজি খেয়ে বলে "ইতনাহি হ্যা কাফি"
বলদের বদলে ঘানি টানে হানিম্যান
খেতে বসে হেঁকে ওঠে "আঁরে কেউ হানি দ্যান"
রেসলিং-এ জনপ্রিয় তারকা রাইটদ্বয়
উইলবার-অরভিল করেছে বিশ্বজয়
'কস্তুরী' চালিয়ে মহাধনী পাস্তুর
লাভ তার কীরকম? দস্তুর, দস্তুর!
কোপার্নিকাস মাটি কোপাকোপি করে যায়
এই কাজ করে সে দিন আনে দিন খায়
মিডিয়াতে কাজ করে আর্কিমিডিস, তাই
'একশন' 'ক্যামরা' 'কাট্' ছাড়া কথা নাই
ডারউইন ফুটবলে ম্যান ইউ-র সাপোটার
ফাইনালে জিতে গেলে বলে, এই কাপও তার
পালাতে গিয়ে গ্যালভানি খেলো উসটা
ব্যালকনি লাফানোর গেলো না তার দোষটা
স্যান্ডেলে হেঁটে মেন্ডেল মজা পায় বেশ
রেলগাড়ি করে বেকরেল ঘোরে সারা দেশ
বিল গেটস প্রতিবার বিল দেয় দেরীতে
এই নিয়ে সারারাত ঝগড়া বাড়িতে
আজকাল চোখে নাকি কম দেখে ভার্নিয়ার
ডাক্তার দেখে বলে "দোষটা কর্নিয়ার"
নোবেলের স্বাস্থ্যের চিন্তায় গ্রা'ম বেল
রোজ তাই ব্যা'ম দেয়; বুকডন ও ডাম্বেল

অনিকেত এর ছবি

চোখ টিপি

আবু রেজা এর ছবি

ভালো লাগলো। ধন্যবাদ।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

অনিকেত এর ছবি

রেজা ভাই, আপনাকেও ধন্যবাদ

তুলিরেখা [অতিথি] এর ছবি

অনিকেত,
আমিও কিশোর জ্ঞান বিজ্ঞান বলতে অজ্ঞান ছিলাম সেকালে। সেই খুদে,মেজকা, পিসিমা,কুকুর ডগা-ভুলতে পারিনা। হ্যালীর ধূমকেতু বিশেষ সংখ্যা-পুজোসংখ্যাগুলো, সেই অদ্রীশ বর্ধনের গল্পের নাটবল্টু চক্র -- কত ভালো ভালো দেশবিদেশের কল্পবিজ্ঞান পড়েছি ওখানেই,অনুবাদে। আজ সে পত্রিকার কি অবস্থা,দেখলে খারাপ লাগে।

অনিকেত এর ছবি

এখনো কি বেরোয় পত্রিকাটা?
শেষবার পড়েছেন কবে??

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।