বাংলাদেশের বিজয়ে মিশন 'পসিবল' থীম

অনিকেত এর ছবি
লিখেছেন অনিকেত (তারিখ: শুক্র, ১৬/০৩/২০১২ - ১১:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশের এই ফাটাফাটি বিজয়ের দিনে খুশিতে কী করব বুঝে উঠতে পারছি না। খুশির চোটে বিনা কাপড়ে ঘরের মাঝে এক পাক নেচে নিলাম (আহেম!)। কিন্তু তাতে কী আর এমন উস্তুম-কুস্তুম আনন্দের অবসান হয়?!!

মিশন ইম্পসিবল মুভির থিম সং নিয়ে বেশ আগে একটা কাজ করেছিলাম। সেইটা আমার সাউণ্ড সিষ্টেমে সজোরে চাপিয়ে দিলাম।
এখন পুলিশ না আসা পর্যন্ত এইটাই বাজতে থাকবে আমার ঘরে--সোল্লাসে, সজোরে---

সাবাশ বাংলাদেশ টীম!! মিশন ওয়াজ ভেরি মাচ পসিবল দিস টাইম---এন্ড উইল বি এভরি আদার টাইম---!!

সঙ্গীতায়োজন, বাদনঃ অনিকেত


মন্তব্য

স্পর্শ এর ছবি

দুর্দান্ত! উত্তম জাঝা!


ইচ্ছার আগুনে জ্বলছি...

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু বস!
দুর্দান্ত হইল আজকের আমাদের টিমের পারফর্ম্যান্স!

তাপস শর্মা এর ছবি

চলুক চলুক চলুক

পুলিশ আইলে আপডেট দিয়েন দেঁতো হাসি দেঁতো হাসি

অনিকেত এর ছবি

হা হা হা , দিমু নে বস--

চরম উদাস এর ছবি

আরে জটিল হাততালি মিশন উচ্চাঙ্গ ইম্পসিবল

অনিকেত এর ছবি

হা হা হা --থ্যাঙ্কু বস!
আসল জটিল হইল দ্যাশের খেলাডা----

দুর্দান্ত এর ছবি

সুন্দর। শাবাস বাংলাদেশ।

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু দুর্দান্ত'দা--
শাবাশ বাংলাদেশ!

মাহবুব রানা এর ছবি

দারুন

অনিকেত এর ছবি

ধন্যবাদ মাহবুব রানা
আসল 'দারুণ' হল আমাদের দেশ আর দেশের টিম!

সচল জাহিদ এর ছবি

গুরু গুরু
এমনিতেই ফুর্তিতে আছি, এর উপ্রে আপনার বাজনা শুনা নাচতে ইচ্ছা কর্তাছে।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু জাহিদ বস---আইজকা আনন্দের আর সীমা নাইইইইই---

ক্যাপ্টেন নিমো এর ছবি

দারূণ, তবে তাই চলুক। শুধু এটা মিশন ইমপসিবল না, আমাদের জেতা এখন পসিবল। কারণ আমরা স্বপ্নের পেছনে ছোটা বন্ধ করিনা তাই।

অনিকেত এর ছবি

আমাদের জেতা এখন পসিবল। কারণ আমরা স্বপ্নের পেছনে ছোটা বন্ধ করিনা তাই।

হ দ্য ইয়েস!!!

বন্দনা এর ছবি

জটিল হয়েছে ।মেজাজটা বিগড়ায়ে ছিল, ফেসবুকে এক স্কুলমেট এর কান্ড দেখে।এমন দিনে ও যে শচীনের ছবি শেয়ার দিয়ে বলে আই লাভ ইউ শচীন। তর্কাতর্কির এক পর্যায়ে যে বলে কিনা তার হার্ট থেকে কেউ শচীঙ্কে মুছে দিতে পারবেনা, বললাম এত হৃদয়ভরা ভালোবাসা নিয়ে আর এদেশে থাকা কেন, উত্তর এল আমি তো এখন আমেরিকায় থাকি, কতক্ষন আর মাথা ঠান্ডা রাখা যায়। আপ্নার গান শুনে মাথা এক্টূ ঠান্ডা হয়েছে।

অনিকেত এর ছবি

আরে আইজ মাথা ঠান্ডা করনের দিন---গরমের দিন না---ফুল ভল্যুমে গান শুনেন---
জয় বাংলা!

সুহান রিজওয়ান এর ছবি

হেহে, আমার মনে হচ্ছে হলিউডি হাইটেক একশনের মাঝে 'লগান' ছবির চালে চালো গানটা চলে আসছে হাসি

অনিকেত এর ছবি

তাই নাকি??? পুরাই উস্তুম কুস্তুম!!

প্রৌঢ় ভাবনা এর ছবি

জয়ের ধারায় বাংলাদেশ। আমাদের ভীতরের শক্তিকে উজ্জীবিত করতে পারলে অসম্ভবকেও সম্ভব করা সম্ভব।

এই বয়সে এত রাতে রাস্তায় যেয়ে হুল্লোড় করাতো আর সম্ভব নয়। আপনার বাজনা দিয়েই তাই উদযাপন করলাম।

আপনার আনন্দটাও ছুঁয়ে দেখবার চেষ্টা করলাম।

অনিকেত এর ছবি

আমাদের ভীতরের শক্তিকে উজ্জীবিত করতে পারলে অসম্ভবকেও সম্ভব করা সম্ভব।

একেবারে সঠিক কথা! জয়তু বাংলার মানুষ, জয়তু বাংলাদেশ।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

উত্তম জাঝা!
জয়তু বাংলাদেশ ক্রিকেট টিম!

অনিকেত এর ছবি

জয়তু বাংলাদেশ ক্রিকেট টিম!

ইয়েসসসসস-----

অনার্য সঙ্গীত এর ছবি

নাচার ইমো দেঁতো হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনিকেত এর ছবি

(প্রচন্ড আনন্দে আত্মহারা হবার ইমো---)

ত্রিমাত্রিক কবি এর ছবি

ইয়েস বাঘ মামা, ইয়েস!!!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অনিকেত এর ছবি

গুল্লি

shafi.m এর ছবি

আই লাইক্স দেঁতো হাসি
ক্লান্ত মন চাঙ্গা করে দিছে বাংলাদেশ ক্রিকেট টিম আজ। রমিজ মিয়াদের ধারাভাষ্য শুনে মেজাজ প্রায়ই খারাপ হচ্ছিল, আমাদের কিছু আলস ফিল্ডিং মন খারাপ করে দিলেও পরে পুষে গেল। একটা নির্ভেজাল এল বি ডাব্লিউ না পেয়ে আম্পায়াররে ধিক্কার দিয়েছি ইচ্ছেমত। পুরস্কার বিতরণি অনুষ্ঠানেও রমিজ মিয়া খোঁচা দিচ্ছিল, যাই হোক সম্মান আদায় করে নিয়েছি। রমিজ মিয়া খেলার মাঝে কি যেন হটাৎ উর্দুতে বলতে শুনেছিলাম, ফালতু ব্যাপার। খেলা শেষে সাকিবের বাংলা শুনে মনে হল, নাহ আমরা ওদের সহজে ছাড়ছি না।

শাফি।

অনিকেত এর ছবি

সাকিবের বাংলা শুনে মনে হল, নাহ আমরা ওদের সহজে ছাড়ছি না।

--এক্কেরে সটান জায়গামত বসিয়ে দেয়া হবে বস---খালি দম লন এট্টু---

ধুসর গোধূলি এর ছবি
অনিকেত এর ছবি

শুইনা সেইর'ম মজা পাইলাম---

রু (অতিথি) এর ছবি

শাবাশ বাংলাদেশ। শাবাশ অনিকেত!

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু রু।
সাবাশ বাংলাদেশ!

অমিত এর ছবি

ভাই, কি যে মন্তব্য করবো, কোন ভাষা খুঁজে পাচ্ছি না, খালি এইটুকু জেনে রাখেন যে, সেইরম নাচ আর লাফালাফি চলতেছে। বাঘের বাচ্চা ইয়েস বাঘ মামা, ইয়েস!!!

অনিকেত এর ছবি

হা হা হা ---থ্যাঙ্কু অমিত

নিঃসঙ্গ পৃথিবী এর ছবি

গুরু গুরু উত্তম জাঝা!
গুল্লি গুল্লি

অনিকেত এর ছবি

ধন্যবাদ নিঃসঙ্গ পৃথিবী!

অকুতোভয় বিপ্লবী এর ছবি

আমি এই ধরণের এক্সপেরিমেন্টের ব্যাপক ভক্ত, তার উপর আপনি করেছেন ফিউশন, জম্পেশ হয়েছে অনিকেতদা, জম্পেশ হাসি
নেই কাজ তো খই ভাজার অংশ হিসেবে মাঝে মাঝে অ্যাডোবি অডিশন দিয়ে ট্র্যাক জোড়া লাগিয়ে নানান গবেষণা করতাম, মজা পেতাম; আপনার কাজটা দেখে দারুণ লাগল হাসি

ক্রিকেটের লড়াই নিয়ে আর কী বলব! মহাকাব্যিক জয় হাসি
তবে আরেক সময় খারাপ খেললে এই আমরাই যেন বাপ-মা তুলে গালিগালাজ না করি, এটা মনে হয় মাথায় রাখা দরকার। খেলাতে হারজিত থাকবেই।

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

অনিকেত এর ছবি

ধন্যবাদ বিপ্লবী!

কল্যাণ এর ছবি

অ্যাঁ গুরু গুরু চলুক পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম কোলাকুলি ইয়েস বাঘ মামা, ইয়েস!!!

_______________
আমার নামের মধ্যে ১৩

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।