গৌতমকে জন্মদিনের শুভেচ্ছা

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: সোম, ১৫/০৯/২০০৮ - ১২:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

গৌতমকে জন্মদিনের শুভেচ্ছা।
খানা-পিনা,কেককাটা কোথায় হবে -তাড়াতাড়ি জানান দেন গৌতম।আমরা অপেক্ষা করছি।আপনি টিএসসি পর্ব সেরে আমাদের দিকে নজর দেন।লাইন লম্বা হয়ে যাচ্ছে।


মন্তব্য

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন গৌতম

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

তাইলে আমিও আসতেছি। গৌতম পলানের রাস্তা নাই কিন্তু...
আগে খানা পিনা তারপরে জন্মদিনের শুভেচ্ছা।
(ধুর... এ তো আবার ভদ্রলোক... চা ছাড়ায়া কফিই শেষ গন্তব্য)
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনিন্দিতা এর ছবি

শুভ জন্মদিন, গৌতম।

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন গৌতম।


কী ব্লগার? ডরাইলা?

অমিত আহমেদ এর ছবি

গৌতম'দাকে জন্মদিনের ব্যাপক শুভেচ্ছা!


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

মুশফিকা মুমু এর ছবি

শুভ জন্মদিন গৌতম ভাই, আমিও খাবো মন খারাপ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন, গৌতম

কীর্তিনাশা [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন গৌতম দা !!

কেক আর কুক খাবার লাইনে আমিও খাড়াইলাম। দেঁতো হাসি

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন গৌতম, খানাপিনা রেডি রাখেন, আইতাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

পলাশ দত্ত এর ছবি

শুভেচ্ছা। জন্মদিনের।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

ফারুক ওয়াসিফ এর ছবি

শুভ জন্মদিন শান্ত, গভীর, চিন্তাশীল গৌতম, শুভ জন্ম দিন।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

মাহবুব লীলেন এর ছবি

আসছি
খাওয়া দাওযার উপর নির্ভর করবে কতবড়ো শুভজন্মদিন দেবো

মূর্তালা রামাত এর ছবি

শুভ জন্মদিন জনাব গৌতম।

মূর্তালা রামাত

পরিবর্তনশীল এর ছবি

আগে আজিজে আইসা লই। তারপর শুভেচ্ছা জানামু।
শুভ জন্মদিন গৌতমদা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ জন্মদিন "তথাগত"।

অ্যাতো বেলা হয়ে গেল তবু আপনি নিরব কেন? নাকি ইফতারের আগে মুখ খুলবেন না! অসুবিধা নেই, আমরা আপনার দেয়া ইফতার দিয়েই না হয় মুখ বন্ধ করবো (চিবানোর সময় তো মুখ খোলা রাখার কোন উপায় নেই)।

===============================
তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

শিক্ষানবিস এর ছবি

শুভ জন্মদিন

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন!!

অনিন্দিতা এর ছবি

শুভ জন্মদিন।
আগেও জানিয়েছিলাম। কোথায় গেল ?
তাই আবারো জানিয়ে গেলাম।

জিফরান খালেদ এর ছবি

শুভ শুভ

অতন্দ্র প্রহরী এর ছবি

শুভ জন্মদিন গৌতম'দা হাসি
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

রানা মেহের এর ছবি

শুভ জন্মদিন।
(সেপ্টেম্বর মাসটা খুব প্রোডাক্টিভ মনে হচ্ছে)
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

স্বপ্নাহত বালক এর ছবি

শুভ জন্মদিন গৌতম ভাই।

অফটপিক: সেইদিন দেখলাম সেন্ট্রাল লাইব্রেরির মসজিদের সাইডের রাস্তাটা দিয়া গটগট কইরা হাঁইটা যাইতাসেন। কিন্তু একটু ভেজাল এবং একটু দুরে অবস্থান করার কারণে ডাক দিবার পারিনাই দেঁতো হাসি

রায়হান আবীর এর ছবি

সেন্ট্রাল লাইব্রেরিতে কি টাংকি মার্তে গেছিলা নি?? চোখ টিপি
যাইহোক গৌতম দা হেপি বাড্ডে।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, গৌতম।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

পুতুল এর ছবি

শুভ জন্মদিন।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন । ভাল থাকুন ।
নিবিড়

শেখ জলিল এর ছবি

শুভ জন্মদিন গৌতম।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ঝরাপাতা এর ছবি

শুভ জন্মদিন....

চশমু ভাই,
পরী-পাপনরে নিয়া নতুন গল্প নামান. .. .


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

খানাপিনা পরে। বড় মোমবাতি সহ গৌতমকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

শ্যাজা এর ছবি

শুভ জন্মদিন গৌতম।


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

রণদীপম বসু এর ছবি

ওহহো ! শেষের দিকে আইসা তো মনে লয় খানা পর্ব আর পাইলাম না। তয় এখন ?
শুকনা মুখেই, কী আর করা, জন্মদিনের শুভেচ্ছা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দেবোত্তম দাশ এর ছবি

আনন্দের এই দিনটি বারবার ফিরে আসুক গৌতম ভাই
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

শুভ জন্মদিন হাসি
...............................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

রেনেট এর ছবি

শুভ জন্মদিন গৌতমদা!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

আলমগীর এর ছবি

শুভ জন্মদিন।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍শুভ জন্মদিন, গৌতম।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শেষ বিচারের আসরে উকিল নিয়োগের ব্যবস্থা না থাকলে ক্যাম্নে কী!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কীর্তিনাশা এর ছবি

যারে আমরা এত এত শুভ শুভ কইতাছি, সেই লোকটা কোথায় গায়েব হইলো ??

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

বিপ্লব রহমান এর ছবি

..
শুভ জন্মদিন।।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

গৌতম এর ছবি

সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতো শুভেচ্ছা এসেছে, আমি ভাবতেই পারি নি। দুটো দিন খুবই ব্যস্ত ছিলাম। পকেট পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের এখন কাজ হলে আমার পকেট ভরানোর ব্যবস্থা করা।

টুটুল ভাই, আমি আসতেছি আপনার ডেরায়, চা খেতে।

@নজরুল, মিয়া, আমি কিন্তু তোমার চাইতে কম খাই না। একদিন সাকুরা যাই নাই বলে ভদ্রলোক বলে অপবাদ!

@মুমু, কীর্তিনাশা, খেকশিয়াল, টুটুল ভাইয়ের ওখানে চলে আসেন। আমি না থাকলেও অন্তত চা-টা খেতে পারবেন।

@ফারুক ভাই, লজ্জা দিলেন। ধন্যবাদ।

@লীলেন ভাই, আপনি যে লম্বা! আপনার শুভেচ্ছাটাও নিশ্চয়ই লম্বাই হবে!

@পরিবর্তনশীল, চলে আসেন। আমি না থাকলেও টুটুল ভাই তো আছেনই।

@ষষ্ট পাণ্ডব, এই মুহূর্তে আমি ফকির। মানুষ যে ক্যান এতো খায়! যা হোক, আপনার বরাদ্দটা আমি সিন্দুকে তুলে রেখেছি। যে কোনোদিন চলে আসেন।

@স্বপ্নাহত, ডাক দেন নাই ক্যান? জরিমানা করা হইলো। সাকুরা না পিককে নিয়ে গিয়ে জরিমানা দিবেন, সেটা আপনার ওপরই ছেড়ে দিলাম।

@রায়হান, হায় হায় আপনি জানেন না স্বপ্নাহত যে ওখানে প্রায়ই টাংকি মারতে যায়!

@ঝরাপাতা, শিগগিরই পরী-পাপনের সিনেমা মুক্তি পাবে।

@রণদীপম, খানাপিনা শেষ হয় নাই। স্টকে এখনো আছে। আপনারটা তুলে রাখলাম ফ্রিজে।

@দেবোত্তম, আমিও চাই ফিরে আসুক। কিন্তু খানাপিনার বিলটা কি আপনি দিবেন? দিলে প্রতিদিন এমন দিন আসুক। আমার কোনও আপত্তি নাই।

@কীর্তিনাশা, আমি কোনো এক বাবুর্চির কীর্তি নাশ করতে গিয়েছিলাম।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।