চাঁদ আর জোছনার গান

আলমগীর এর ছবি
লিখেছেন আলমগীর (তারিখ: শুক্র, ৩১/১০/২০০৮ - ৮:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

কোন বিশেষ কারণ নেই। এমনিতেই প্রবাসে চাঁদ দেখার সুযোগ হয় না, শালার রাতের বেলা কোনদিন বিদ্যুৎও গেল না। তবু কয়েক দিন থেকে কিছু গান মাথায় ঘুরছিল।

১. বেগম আকতার (পুরনো গান, বিস্তারিত স্পষ্ট ধারণা নেই)
- জোসনা করেছে আড়ি,
আসেনা আমার বাড়ি
২. হিমাংশু দত্তের গান, সুমনের গাওয়া -
চাঁদ কহে চামেলি গো, হে নিরুপমা,
নিরালে যদি গো চলে যাই
৩. আরেকটা হিমাংশু দত্তের গান, সুমনের গাওয়া-
ছিলো চাঁদ মেঘের 'পরে,
বিরহীর ব্যথা লয়ে
৪. মান্না দে
ও চাঁদ সামলে রাখ জোছনাকে
৫. ভুপেন হাজারিকা (কেউ গালি দিয়েন না কিন্তু চোখ টিপি )
চৈতালী চাঁদ যাক, যাক ডুবে যাক,
গহন আঁধারে রাত থাক, থাক ভরে থাক
৬. রাঘব চট্টোপাধ্যায় --
চাঁদ কেন আসেনা আমার ঘরেতে


মন্তব্য

আলমগীর এর ছবি

"চাঁদের আশায় নিভিয়েছিলাম যে দীপ আপন হাতে" শিরোনামে মান্না দের আরেকটা গান মাথায় ঘুরছে, কিন্তু খুঁজে পেলাম না। কেউ পেলে কমেন্টে বলে দিয়েন।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

নোট:
এই গানগুলি সচলায়তনে আপলোড করা হয় নাই। কিন্তু অন্য যে ওয়েবসাইটে গানগুলি হোস্টেড সেখানে, সচলায়তনে ব্যবহৃত একই রকম প্লেয়ার ব্যবহার হয়েছে বলে কনফিউশনের অবকাশ রয়েছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আলমগীর এর ছবি

কি কন:
স্ক্রিপ্ট সচলের। কেবল সোর্স ভ্যালুতে mp3 এর লিংক।
ফাইল সচলে আপলোডিত হয় নাই সাইজ বড় বলে।

সমস্যা আছে নাকি কোন? অনেক কেরামতি করে হেইচটিএমল কোড লিখলাম।

হিমু এর ছবি

কায়দাটা শিখান আলমগীর ভাই। টিউটোরিয়ালে যোগ করে দেই। জিনিসটা জোস হইসে। তবে আকতার বেগম নয়, বেগম আকতার।


হাঁটুপানির জলদস্যু

আলমগীর এর ছবি

নাম ঠিক করে দিলাম, ধন্যবাদ।
কালকে দিমুনে একটা টিউট টাইপ কিছু লিখে।
সচলের সার্ভারে ড্রুপালের মাধ্যমে আপলোড করতে পারিনি। পেছন পথে যাওয়াটা সুবিধাবাদী কাজ মনে হচ্ছিল, তাই নিজের সাইটে তুলে কায়দা করে দিলাম।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপলোড করলে ডিলিট খাইতেন মিয়া। কপিরাইটেড ফাইল আপলোড করা সচলায়তনে নিষিদ্ধ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আলমগীর এর ছবি

বুঝছি দেঁতো হাসি
রঙ পাল্টে দিলাম, এখন কেমন লাগে?

পরিবর্তনশীল এর ছবি

কী কন কিছুই তো বুঝি না।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চাঁদের মেয়ে জোছনার গান দেখেন।
কথাঃ মারজুক রাসেল।

"চাঁদের মেয়ে জোছনা আমি, বেদের মেয়ে না। কথা দিয়ে কথা রাখি, ফ্বাক্কি দ্যিই না।"

অতন্দ্র প্রহরী এর ছবি

দেঁতো হাসি

আলমগীর এর ছবি

আপনে একটা হেদায়েতোত্তর মানুষ। কোনদিন সুমতি হইব না।
এইটার কনসার্ট ভার্শনটা দেইখেন। জোস।

হিমু এর ছবি

ফাক্কি না দেয়ার ব্যাপারটা বেদনাদায়ক।


হাঁটুপানির জলদস্যু

Shadhoo [অতিথি] এর ছবি

রাঘবের গান ভাল লাগে নাই। ধন্যবাদ ॥

আলমগীর এর ছবি

ঠিক, একটা গুণ্ডা ভাড়া করতেছি, তারে মেরে ফেলার জন্য।
কেন ভাল লাগে নাই বলে যান। রাঘব মরার আগে শেষ ইচ্ছা হিসাবে এইটা জানতে চাইতে পারে।

তানিয়া এর ছবি

প্রথমেই বিশাল থ্যাংকস হিমাংশু দত্তের গানদুটো মনে করিয়ে দেবার জন্য। গানগুলো শুনে হিমাংশু দত্তের আরও একটা গান মনে পড়ে গেলো "রাতের দেউলে জাগে বিরহী তারা" অসাধারন একটা গান।

ভালো থাকুন চাঁদ আর জোছনার আলোয়

তানিয়া

আলমগীর এর ছবি

সচলে MP3 প্লেয়ার হিসাবে যেটা দেখা যায় সেটা আসলে একটা ফ্ল্যাশ মুভি। প্লে বাটনে ক্লিক করলে সেটা গান বাজানো শুরু করে। (আসলে একটা জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট গানটা ডাউনলোড করে, ফ্ল্যাশ সেটা বাজায়)। এই প্লেয়ারের মাধ্যমে কোন গান দিতে চাইলে ইন্টারনেটের অন্য কোন সাইটে গানটির MP3 থাকতে হবে। বাংলাগানের যেসব চোরাই সাইট আছে তার সবগুলোতেই সরাসরি MP3 লিংক পাওয়া সম্ভব। কী ভাবে তা সবশেষে বলা হবে। কোন গানের mp3 লিংক থাকলে তা সচলে কী ভাবে যোগ করতে হবে তা বলছি।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অনেক আগের ভারতীয় বাংলা সিনেমা লুকোচুরি... সেখানে একটা গান ছিলো... 'ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবী রাত, আসেনিকো বুঝি আর, জীবনে আমার'
এই গানটা খুব সুন্দর... আমার পরিচালিত এক নাটকে জয়া নিজ কণ্ঠে গাইছিলো... তার গাওয়াটাও খুব পছন্দ হইছিলো।
মূল গানটা হারাইছি, শিল্পীর নাম মনে করতে পারতেছি না। গানটা পাইলে কেউ দিয়েন তো।

কাল ঢাকার আকাশ ভর্তি তারা ছিলো... লাখে লাখে তারা। আমরা ধামরাইয়ের রথমেলার পাশের পুরনো বিশাল বাড়ির ছাদে দাঁড়ায়া দাঁড়ায়া সেই তারা ভরা আসমান দেখছি। আহ্...

আরেকটা কথা... গান দিলে সাথে একটা সূচীপত্র যোগ করার অনুরোধ করি।
আমাদের এখানে গান লোড করতে অনেক সময় কসরত লাগে। এতকিছু করার পরে দেখা যায় সেই গানটা আমার আগেই আছে। তখন মনোকষ্ট হয়।
সূচীপত্রটা থাকলে একটা সুবিধা হইতো।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আলমগীর এর ছবি

সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান।
আছে, দিব নাকি? লন:

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ধন্যবাদ বস... এই পুরা পোস্টটাই সযত্নে তুলে রাখলাম।

আর বিণিময়ে জয়ার কণ্ঠে গাওয়াটা আপনারে দিবোনে... (কেম্নে দিবো জানি না... আমার কাছে ডিভিডি আছে... ভিডিও)
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।