বাঘা যতীন যদি জীবদ্দশায় আঁচ পেতেন যে স্বাধীন বাংলার রাজধানীতে সড়কের নাম ডাকুস্তানি লুটেরা-আমলা বেইলি মিণ্টো ফুলারের নামে রাখা হবে, হয়তো তিনি বিপ্লব না করে খেতখামার করতেন।
ঙ.
ইঞ্জিনের মাউন্টিং এর কাজ করাতে গিয়ে আলাপ হলো নবু'দার সাথে। নবকিশোর চাকমা। নানিয়ারচরে বাড়ি হলে কি হবে, ঢাকায় থাকতে থাকতে আমার থেকেও বেশি ঢাকাইয়া উনি। 'দেশের বাড়ি' যাওয়া তার হয় না, কারণ 'দেশের বাড়ি' বলে কিছু তার নাই ।